জেনারেল রাইটিং:- আমি গরিব হয়ে জন্ম নেওয়া দোষ না কিন্তু গরিব হয়ে মারা যাওয়াটা দোষ

in hive-129948 •  last month 

আপনি যদি গরীব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয়, কিন্তু যদি গরীব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ।

IMG_20241120_211831.jpg

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি আজকে একটি লেখার পোস্ট এবং কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে শেয়ার করবো। কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দেখতে আমার অনেক ভালো লাগে। আমাদের চারপাশে এবং বাস্তবে কিছু শিক্ষনীয় বিষয় ঘটে যেগুলো আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়। আমাদের সবার উচিত ঐসব কিছু শিক্ষার বিষয় থেকে নিজেদেরও কিছু শিখা। আপনাদের সবাইকে দেখি এরকম বিভিন্ন রকম শিক্ষার বিষয় নিয়ে পোস্ট করতে। তাই আমিও চেষ্টা করতেছি কিছু গুরুত্বপূর্ণ শিক্ষার বিষয় নিয়ে পোস্ট করার জন্য। আপনাদেরও আমার পোস্টে আশা করি খুবই ভালো লাগবে।

আজকে আমি আপনাদের মাঝে সুন্দর এবং শিক্ষনীয় একটি পোস্ট শেয়ার করব। আমার পোস্টটি হচ্ছে আপনি যদি গরীব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয়, কিন্তু যদি গরীব হয়ে মারা যান তবে সেটা আপনার দোষ। আমরা মানুষ আমাদের মধ্যে ধনী করি দুই ধরনের লোক আছে। তবে যারা ধনী লোক তাদের ঘরের ছেলে-মেয়ে জন্ম হলে মনে হয় ভাগ্যবান। আসলে আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন সেটি বড় কথা নয়। আপনি গরিব ঘরে জন্মগ্রহণ করেছেন সেখানেও আপনি সন্তান। আর বড় লোকের ঘরে জন্মগ্রহণ করেছেন এখানে আপনি সন্তান।

যখন আপনি বড় হয়ে হয়ে ভাগ্য পরিবর্তন করতে পারবেন না সেটি হচ্ছে মূল কথা। অনেক সময় দেখা যায় গরিব ঘরের সন্তান বড় হয়ে অনেক বড়লোক হয়। এবং শিক্ষিত ও বড় অফিসার হয়। সেখানে তার ভাগ্য সে নিজে পরিবর্তন করেছে। অনেক সময় দেখা যায় বড়লোকের ছেলেগুলো জন্মগ্রহণ করে রাজকীয়ভাবে। আর ওই ছেলেগুলো একসময় বাবার টাকার কারণে পড়ালেখা করে না। এবং ভালো পজিশনে যেতে পারে না। তখন দেখা যায় তারা বৃদ্ধ বয়সে একদম গরীব হয়ে যায়। কারণ তারা তাদের ভাগ্য পরিবর্তন করতে পারে নাই। তাই আমি মনে করি বড়লোক গরিব সেটা বড় কথা নয়।

আপনি যদি নিজের ভাগ্য পরিবর্তন করে বড়লোক হয়ে মৃত্যুবরণ করেন সেটি বড়। কারণ বাবার সম্পত্তি বা কারো সম্পত্তি দিয়ে কখনো সুখে থাকা যায় না। আপনি যদি কষ্ট করে ভালো একটা পজিশান বা ভালো একটি জিনিস কিনতে পারেন ওই জিনিসের মর্ম থাকবে। আর বাবার উপর আপনার কোন আন্তরিকতা থাকবে না। তাই মনে করি গরিব হয়ে জন্ম নিয়ে পৃথিবীতে এসেছেন সেটি বড় কথা নয়। যদি গরীব করে জন্ম নিয়ে নিজে প্রতিষ্ঠিত হতে পারে পরিবারকে সুখে রাখতে পারেন সেটি উত্তম।

কারণ নিজের ভাগ্য দিয়ে নিজে যদি পরিবার নিজেকে সুখে রাখতে পারে ওটাই বড় কথা। কোন মানুষ যদি পৃথিবীতে গরিব হয়ে জন্মগ্রহণ করে সেখানে সে কাউকে দোষারোপ করতে পারবে না। আর যখন বৃদ্ধ বয়সে মৃত্যুর সময় সেই গরিব থাকে তাহলে নিজেকে দোষারোপ করতে পারবে। তাই আমি মনে করি বড়লোক হয়ে বা নিজের ভাগ্য পরিবর্তন করে মরতে পারাটাই হচ্ছে আপনার জন্য বড় সার্থকতা। অনেক সময় দেখা যায় অনেক মানুষ আছে বাবা বা বড় ভাইদের দাপট দেখায়। সে ক্ষেত্রে আমি বলব নিজের যোগ্যতা দিয়ে কিছু করতে পারলে সেটি উত্তম।

তাই আমি মনে করি গরিব ঘরে বা বড়লোকের ঘরে জন্ম নেওয়া সেটি বড় কথা না বা বড় অপরাধ নয়। নিজের ভাগ্য পরিবর্তন করে যদি কিছু করা যায় সেটি বড় কথা। একজন মানুষ যখন প্রতিষ্ঠিত হয়ে অনেক বড় হয় মৃত্যু বরণ করে তখন সেই মৃত্যুর সময় সান্ত্বনা দিতে পারে যে আমি আমার ভাগ্য পরিবর্তন করতে পেরেছি। এবং আমার পরিবারের জন্য কিছু করতে পারলাম। আর বড়লোকের ঘরে জন্ম নিয়ে যদি নিজের ভাগ্য পরিবর্তন না করা যায় সে নিজের ভাগ্যকে দোষারোপ করবে। তাই আমি মনে করি গরিব ঘরে জন্ম নেওয়াটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে নিজের ভাগ্য পরিবর্তন করা। আশা করি আমার টপিক পড়ে আপনাদের অনেক ভালো লাগবে।

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

IMG-20240904-WA0001.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Screenshot_20241123_071300_com.chrome.beta.jpg

Screenshot_20241123_070907_com.twitter.android.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

এই বিখ্যাত উক্তিটি যেন কার লেখা ঠিক মনে পড়ছে না!যাইহোক আপনি এই বিষয়ের ওপর ভিত্তি করে সুন্দর ব্যাখ্যা করেছেন।আসলেই প্রকৃত পক্ষে আমরা সবাই ধনী,সত্যিকারের গরিব সেই যে জন্ম থেকে বিকলাঙ্গ।তাই সঠিক কর্ম করতে হবে, ধন্যবাদ আপনাকে।

আমার পোস্টটি পড়ে সুন্দর মন্তব্য করায় ধন্যবাদ আপনাকে।

আজকে আপনি সুন্দর একটি টপিক নিয়ে পোস্ট করেছেন। আসলে গরিব হয়ে জন্ম নিলে সেটি দোষের না। আর গরিব হয়ে মৃত্যুবরণ করলে সেটি হচ্ছে দোষের। কারণ এই পৃথিবীতে আপনি যখন কর্ম করেছেন তখন আপনার ভাগ্য যদি পরিবর্তন না করতে পারেন সেটাই আপনার ব্যর্থতা। মানুষ মানুষের কর্মের কারণে অনেক দূর এগিয়ে যেতে পারে। সুন্দর একটি শিক্ষনীয় পোস্ট করার জন্য ধন্যবাদ আপনাকে।

আসলে কর্মের মাঝে মানুষ মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে। সুন্দর মন্তব্যর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।