হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে প্রতি সপ্তাহের superwalk এর এক্টিভিটিস শেয়ার করব। আসলে আমাদের সুমন ভাইকে ধন্যবাদ দিতে হবে। আসলে আগে তেমন হাঁটাহাঁটি খুব কমই হতো। আসলে হাঁটাহাঁটি করলে আমাদের নিজের জন্য ভালো হয়। কারণ হাঁটাহাঁটি করলে আমাদের স্বাস্থ্য শরীর সব ভালো থাকে। এখন বেশিরভাগ মানুষ দেখা যায় হাঁটাহাঁটি না করার কারণে তাদের শরীরে বিভিন্ন ধরনের অসুখ দেখা যায়। আর মানুষ বেশিরভাগ শুধু খায় ঘুমায় তার কারণে তাদের শরীরের ওজন বেড়ে যায় এবং ক্ষতি হয়। তবে আমাদের এই কমিটিতে superwalk চালু করার কারণ আমাদের জন্য ভালো হয়েছে।
তবে আমি বিদেশ থাকা অবস্থায় অনেক হাঁটাহাঁটি করতাম। বাড়িতে আসার পর তেমন হাঁটাহাঁটি করা হয় না। তবে এখন superwalk চালু হওয়ার পর থেকে মোটামুটি বেশ ভালই হাঁটাহাঁটি করি। আমি প্রত্যেকদিন কম-বেশি হাটি এবং ভালো এক্টিভিটিস ধরে রাখার চেষ্টাও করি। কারণ আমরা যত বেশি হাঁটাহাঁটি করব তত বেশি আমাদের জন্য ভালো হবে। এবং আমি প্রতিদিন যখন হাঁটাহাঁটি করি সাথে মোবাইলটি হাতে রাখি। একটু বেশি হাঁটলে আমাদের পয়েন্ট গুলো একটু বেশি বাড়ে। তখন নিজের কাছেও খুব ভালো লাগে। কারণ হাঁটাহাঁটি করে নিজের শরীর ভালো রাখতে পারি এবং ভালো আর্ন করার সুযোগ পাচ্ছি।
আর এই superwalk চালু করার কারণে আমি মনে করি আমাদের সবার জন্য ভালো হয়েছে। কারণ একজনের দেখা অন্যজনও এখন মোটামুটি হাঁটাহাঁটি করতেছে। সেই সুবাদে আমরা ইনকাম করার সুযোগও পাচ্ছি। আসলে এই superwalk চালু করার পর থেকে আমি দেখতেছি কম বেশি সবাই ভালোই হাঁটাহাঁটি করতেছেন। এবং সুন্দর পোস্টও করতেছেন। যখন একজনের পোস্ট একজন দেখতেছেন তখন অন্যজন ও একটু একটু করে হাঁটার চেষ্টা করতেছে এবং পোস্টও করার চেষ্টা করতেছে। সত্যি এ ধরনের উদ্যোগগুলো আমাদের জন্য অনেক ভালো।
superwalk এর এক্টিভিটিস আমি নিজেও চেষ্টা করি নিজেকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। সত্যিই হাঁটাহাঁটি করতে করতে আন ও করতে পারতেছি। আর আমি মনে করি একজন সুস্থ লোক সবসময় চেষ্টা করতে হবে হাঁটাহাঁটি করতে। তখন তার দেখাদেখি অন্যজনও হাঁটাহাঁটি করার চেষ্টা করবে। যদিও গ্রামাঞ্চলের লোকগুলো একটু হলেও হাঁটাহাঁটি করে। আর একটু একটু করে যখন আমরা হাঁটাহাঁটি করি। তখন মন চায় আরো একটু হাঁটতে। কিছুদিন আগে আমি আমার নানার বাড়িতে হেঁটে হেঁটে গেলাম। শুধু মোবাইলে দেখতেছি আমার পয়েন্ট কতটুক হচ্ছে। যদি একটু ক্লান্ত লাগে তারপরও বেশ ভালই লাগলো।
তবে এখন আমি মনে করি superwalk আমাদের জীবনে সত্যিই ভালো দিক নিয়ে আসলো। একদিকে এক্টিভিটিস হতে পারতেছি অন্য দিকে টাকাও ইনকাম করতে পারব। এবং আমাদের শরীরের জন্য ভালো হচ্ছে। এবং আমরা সুস্থ থাকতে পারবো। সেই হিসেবে আমি মনে করি আমাদের জন্য ভালো একটি দিক নিয়ে আসলো superwalk। আশা করি আমার superwalk এক্টিভিটিস পোস্ট দেখে আপনাদের ভালো লাগবে।
আমার পরিচয়
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
https://x.com/Jamal7183151345/status/1876189092918239317?t=ANd1CRHQqNM74qVzYvtnOg&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রতিনিয়ত এই অ্যাপস ব্যবহার করছেন এবং প্রতিনিয়ত হাঁটাচলা করছেন এটা দেখে খুবই ভালো লাগলো। আপনার প্রত্যেক দিনের হাঁটাচলা করার ব্যক্তির একটা সুন্দর ধারাবাহিকতা রয়েছে। খুবই ভালো লাগলো আপনার এই এক সপ্তাহের একটিভিটিস দেখে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালো লাগলো আপনার সুন্দর মন্তব্য শুনে তাই ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এখনকার মানুষ শুধু খায়-দায় আর ঘুমায়। হাঁটাহাঁটি করতে তাদের শরীর যেন নুয়ে পড়ে যায়।তবে সুপারওয়া ক এর কৃতিত্বে এখন সবাই ব্যাপক হাটাহাটি করতেছি আমরা।আপনার গত এক সপ্তাহের এক্টিভিটিস দেখতেছি দারুন ছিল।এভাবেই হাঁটাহাঁটি করলে আশা করি আপনি সুস্থতার জীবন উপভোগ করতে পারবেন।আপনার জন্যে শুভ কামনা রইলো ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন এখনকার মানুষ শুধু খায় আর ঘুমাই। হাঁটাহাঁটি করলে আমাদের শরীরের জন্য ভালো হয়। ভালো লাগলো আপনার মন্তব্য শুনে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Nominated 💧
অবশ্যই করণীয়: এর একটি NFT জুতা buy করতে হবে। যদি সেটা মিনিমাম প্রাইসের ( $6-$7) হলেও। পরবর্তী SuperWalk পোস্টে ভোট পেতে আজই কিনে ফেলুন।
আদেশক্রমে: কমিউনিটি ফাউন্ডার।
টিউটোরিয়াল: https://steemit.com/hive-129948/@rex-sumon/superwalk-nft-usdgrnd
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পরবর্তীতে কি করব সেটা বলে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই সুপার ওয়াক অ্যাপস এর মাধ্যমে আমরা সবাই বেশ উপকৃত হচ্ছি। কারণ ইচ্ছে না থাকলেও আমরা এখন হাঁটাহাঁটি করে থাকি। যাইহোক আপনার পুরো সপ্তাহের এক্টিভিটিস দেখে খুব ভালো লাগলো ভাই। আপনি মোটামুটি ভালোই হাঁটাহাঁটি করেন দেখছি। আপনার জন্য শুভকামনা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit