ক্যানভা দিয়ে তৈরি,
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি।আজকে আমি আপনাদের মাঝে একটি বাস্তব গল্প শেয়ার করব। আশা করবো গল্পটি আপনাদের ভালো লাগবে। আমাদের চারপাশে প্রায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে। যেগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়ার অনেক বিষয় রয়েছে। এজন্য এই সকল বিষয়গুলো আপনাদের শেয়ার করলে আপনারাও অনেক কিছু শিখতে পারবেন। এমনকি অনেকগুলো বিষয় সম্পর্কে অবগত হবেন। এইজন্য আমি চেষ্টা করি বিভিন্ন বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। এখন মানুষের আসলে ভরসা নেই। একেকজন একেক ধরনের, এবং একেক জন একেক ধরনের মানসিকতার।
আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব বাস্তব একটি গল্প। এবং আমাদের বাড়ির একটি ঘটনা। এখন আপনারা অনেকে জানেন বাংলাদেশে নতুন করে ভোটার তালিকা করা হচ্ছে। যারা ভোটার হয় নাই তাদেরকে নতুন করে ভোটার করতেছে। আবার যারা মারা গেল কয়েক বছরের মধ্যে তাদেরকে বাদ দেওয়া হচ্ছে। তবে এই বছর আমার ওয়াইফ নিজেও ভোটার হচ্ছেন। কিছুদিন আগে যখন আমি তার কাগজপত্র গুলো দেওয়ার জন্য প্রাইমারি স্কুলে গেলাম। যদিও প্রাইমারি স্কুল আমাদের বাড়ির সামনে। তখন স্কুলের শিক্ষক আমার সাথে কথা বলতে লাগলো। এবং আমার ওয়াইফের কাগজপত্রগুলো ঠিক আছে বলতে লাগলো।
এবং শিক্ষকটি আমাকে বলতেছে এই কয়েক বছরের মধ্যে লোক মারা গেল এই লোকগুলোকে বাদ দেওয়া হচ্ছে। এবং আপনাদের বাড়িতে কয়েকজন লোক মারা গেল। সেই লোক গুলোকে বাদ দেওয়া হয়েছে। তখন আমি আমাদের বাড়ির যেই লোকগুলো মারা গেল ওই লোকগুলোর নাম বললাম। এমন সময় শিক্ষকও বলল ঐ লোকগুলোকে বাদ দেওয়া হয়েছে। তবে আমাদের বাড়িতে এক পরিবারের দুই ভাই মারা গেল। মূলত এক বছরের মধ্যে তারা দু'ভাই মারা গেলেন। তখন আমি শিক্ষককে বললাম তাদের বাবার নামও। তখন শিক্ষক টী বলতেছে মোস্তফা নামের লোকটি মারা গেল এটা জানি। এবং তার ভাই হানিফ জীবিত আছে। তখন আমি বললাম হানিফ ভাইও মারা গেল।
এবং আমাদের বাড়ির আরেকজনের নাম হানিফ। ওই লোককে তারা মৃত বলে ঠিক দিয়ে দিলেন। তখন আমি বলছিলাম এই হানিফ জীবিত আছে। মোস্তফা এর ভাই হানিফ মারা গেল। তখন শিক্ষক বলতে লাগলো কি বলেন আমি তো কাগজপত্র জমা দিয়ে দিলাম। তখন আমি বলছিলাম কাগজগুলো এখনো ঠিক করে দেন। না হলে ওই লোকের ছেলেগুলো পড়ালেখা করে সামনে কোন কাজ হলে তার জন্য বিপদ হয়ে যাবে। তখন শিক্ষকটি বলতেছে ঠিক আছে আমি চেষ্টা করব হানিফের কাগজ ঠিক করে দেওয়ার জন্য। তখন আমি তাকে বললাম আপনাকে কে বলেছে ওই হানিফ মারা গেছে।
তখন শিক্ষক বলতে লাগলো তারা দুইজন মারা গেল এই কথা বলেছে। তবে আপনাদের বাড়িতে দুইজনের নাম হানিফ সেটা আমি জানতাম না। তবে আমার চোখের সামনে আপনাদের বাড়ির এই হানিফের নাম পড়েছে। এই কারণে আমি এই লোকের নামে টিক দিয়ে দিলাম। সত্যি কথা আমি নিজেও জানিনা লোকটি জীবিত আছে কিনা মারা গেছে। তবে যে হানিফ জীবিত আছে এই হানিফ চট্টগ্রামে থাকে। আর যেই হানিফ মারা গেল সে আমার সাথে বিদেশ থাকতেন একই জায়গাতে। লোকটি ওমানে ওই জায়গাতে মারা গেল। তখন শিক্ষকটি আমার কথাগুলো বিশ্বাস করেছেন। আসলে কিছু ভুলের কারণে অনেক সময় মানুষের বড় ধরনের ক্ষতি হয়ে যায়। যদিও আমি ওই সময় ক্লিয়ার কথা না বলতাম তাহলে এক হানিফের জায়গা অন্য হানিফের নাম হয়ে যেতেন মৃত হানিফ।
তবে শিক্ষক আমাকে আরো বললো যে সময় এই কাগজপত্রগুলো আসতো তখন ওই সময় এই লোকগুলো আমার সাথে ঝগড়া করতেন লাজিম। কারণ ৬ নম্বর ওয়ার্ড এর ভোটার তালিকা আমি নিজে করতেছি। এটি কিন্তু আপনাদের বাড়িতে সবাই জানে। তাই এই হানিফের জায়গা ওই হানিফের নাম আসলে তো সবাই আমাকেই ধরত। ভাগ্য ভালো আগে জানতে পারলাম তবে আমি কাগজপত্র গুলো ঠিক করে দেবো আজকে। এই কথা আমাদের প্রাইমারি স্কুল শিক্ষক বলেছে। সত্যি অনেক সময় দেখা যায় একজনের জায়গা অন্যজনের নাম হয়ে যায়। আবার একজনের মৃত্যুর জায়গায় অন্য জনের নাম বসে যায়। আর এইসব কারণে মানুষে অনেক ভোগান্তিতে পড়ে। আশাকরি আমার বাস্তব গল্পটি পড়ে আপনাদের ভালো লাগবে।
আমার পরিচয়
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
https://x.com/Jamal7183151345/status/1892924876026966334?t=8Zu39PUKqTb0kqdD9K3ClA&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার গল্পটি একটি গুরুত্বপূর্ণ বাস্তব সমস্যার দিকে ইঙ্গিত করে। একই নামে একাধিক ব্যক্তি থাকলে প্রশাসনিক ভুলের কারণে বড় বিপদ ঘটতে পারে, যেমন পরিচয় বিভ্রান্তি, আইনি জটিলতা বা সরকারি সুবিধা পেতে সমস্যা হওয়া। এ ধরনের ভুল এড়াতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও সতর্ক হওয়া দরকার, পাশাপাশি নাগরিকদেরও উচিত তাদের নথিপত্র যাচাই করা। আপনি সময়মতো বিষয়টি ধরতে পেরেছেন বলে একজন নিরীহ ব্যক্তি ভবিষ্যতে বড় সমস্যায় পড়া থেকে রক্ষা পেলেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit