দুর্বলরা কখনোই ক্ষমা করতে পারে না। ক্ষমা শুধু শক্তিশালীরাই করতে পারে।

in hive-129948 •  3 years ago 

অবসরে আমি মাঝে মাঝে বিভিন্ন শিক্ষনীয় ব্লগ ভিজিট করি।ব্লগ গুলো পড়তে ভালো লাগে তাই।

তেমনি একটু আগে একটা ব্লগ পড়লাম।
এই বিষয়‌টা যদিও সবার জানা , তবুও কিছু কিছু বিষয় থাকে যা বার বার পড়তে , শুনতে ও লিখতে ভালো লাগে

istockphoto-1308753258-612x612.jpg
Source

পৃথিবীর বুকে যতো সফল মানুষ আছে ,তারা রাতারাতি সফল হয় নি একথা অবশ্যই সত্য।
তাদের জীবন ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে যে, জীবনের প্রতিটি ক্ষেত্রে নানা ধরনের বাঁধা পেরিয়ে তবেই তারা সফলতার শীর্ষে আরোহণ করেছে ও ইতিহাসের পাতায় তাদের নাম স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ হয়েছে।

নেলসন ম্যান্ডেলা র নাম শুনে নাই এমন মানুষ খুব কমই আছে।
তিনি দীর্ঘ ২৭ বছর জেল খাটার কারণে সূর্যের মুখ দেখতে পান নি।

তারপর কালের আবর্তে নেলসন ম্যান্ডেলা দেশের প্রেসিডেন্ট হওয়ার পর একদিন তাঁর কয়েকজন সহকর্মীকে নিয়ে নিজের শহর টা দেখতে বের হন। কারণ দীর্ঘ দিন জেলের চার দেয়ালে বন্দী থেকে শহরের কি কি পরিবর্তন হয়েছে তা দেখার জন্য।

শহরের অলিগলি দেখতে দেখতে নেলসন ম্যান্ডেলার ক্ষুধা লাগে। তাই তিনি তার সহকর্মীদের নিয়ে রাস্তার পাশে একটা সস্তা হোটেলে খেতে যান।সস্তা হোটেলে খেতে যাচ্ছে একজন প্রেসিডেন্ট , এজন্য সহকর্মীরা বেশ অবাকই হলেন।

তাদের মনের ভাব বুঝতে পেরে নেলসন ম্যান্ডেলা বলেন, জেলের বিভৎস খাবার খেয়েও যেহেতু মরিনি, তাই এতো সহজে মরবো না।

অতঃপর সবাই মিলে তারা একটি টেবিলে খেতে বসলেন। হঠাৎ নেলসন ম্যান্ডেলার চোখ গেল অন্য একটি টেবিলে এক বয়স্ক ভদ্রলোক খেতে বসেছে একা।
তিনি তার এক সহকর্মী কে বললেন ঐ ভদ্রলোক কে ডেকে নিয়ে এসে আমার পাশে একটা চেয়ারে বসিয়ে দাও।

ভদ্রলোক এসে নেলসন ম্যান্ডেলার পাশের চেয়ারটায় বসলেন। খেতে খেতে নেলসন ম্যান্ডেলা ও তার সহকর্মীরা নানা রকম গল্প গুজবে মেতে উঠেছেন। কিন্তু পাশে বসা লোকটি কিছুই খেতে পারছেন না। ওনার হাত কাঁপছে। চামচ থেকে খাবার প্লেটে পড়ে যাচ্ছে।

লোকটির এ অবস্থা দেখে ম্যান্ডেলা নিজ হাতে ওনাকে খাবার খাইয়ে দিলেন এবং ওয়েটারকে ডেকে বললেন- ওনার খাবার বিলটাও আমরা পরিশোধ করবো।

খাবার শেষে সেই বয়স্ক ভদ্রলোক বিদায় নেয়ার জন্য প্রস্তুত হলেন। কিন্তু সবাই অবাক চোখে দেখলো- লোকটি ভালো করে দাঁড়াতে বা হাঁটতে পারছেন না। শরীরের কাঁপুনি ক্রমবর্ধমান!

এবার ম্যান্ডেলা নিজ হাতে ওনাকে উঠে দাঁড়াতে সাহায্য করলেন এবং সহকর্মীদের একজনকে ওনাকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসতে বললেন।

সহকর্মীদের মধ্যে আরেকজন বললেন- এতো অসুস্থ শরীর নিয়ে উনি বাড়ী পৌঁছাতে পারবেন তো!

এই সময় ম্যান্ডেলা বলতে শুরু করলেন-

উনি অসুস্থ না। আমি জেলের যে সেলে বন্দি ছিলাম উনি ছিলেন সেই সেলের গার্ড। প্রচন্ড মার খেয়ে আমার খুব তৃষ্না পেতো। পিপাসায় কাতর আমি যতবার পানি পানি বলে আর্তনাদ করতাম, ততবার উনি আমার সমস্ত শরীরে প্রসাব করে দিতেন।

আজ আমি দেশের প্রেসিডেন্ট। সবচেয়ে ক্ষমতাশালী মানুষ হওয়ার পর আমি ওনাকে আমার টেবিলে একসাথে খাওয়ার জন্য আমন্ত্রণ করেছি! তাই সেই সব দিনগুলোর কথা মনে করে উনি খুব ভয় পেয়েছেন।

নেলসন ম্যান্ডেলা বলেন, ক্ষমতাবান হয়েই ক্ষমতাহীন মানুষকে শাস্তি দেয়া তো আমার আদর্শের পরিপন্থী। তাই শাস্তি পাওয়ার পরিবর্তে উনি আমার ভালোবাসা পেয়েছেন।

আমার অসহায় অবস্থায় মুখে/শরীরে উনি প্রসাব করেছেন। তার বিনিময়ে ওনার মুখে আমি খাবার তুলে দিয়েছি। আমি আপনাদের যেমন প্রেসিডেন্ট, তেমনি ওনারও প্রেসিডেন্ট। দেশের প্রতিটি নাগরিককে সম্মান জানানো আমার নৈতিক দায়িত্ব।

নেলসন ম্যান্ডেলা আরো বলেন,
"শুধুমাত্র প্রতিশোধ নেয়ার মানসিকতা'ই একটি তৈরী রাষ্ট্রকে ধ্বংস করে দিতে পারে।
আর সহনশীলতার মানসিকতা একটি ধ্বংস প্রাপ্ত রাষ্ট্রকে তৈরী করতে পারে।"

নেলসন ম্যান্ডেলার উপরোক্ত উক্তি টি আমার হৃদয় ছুঁয়ে গেছে বার বার। কারণ এমনিতেই সাধারণ ভাবে উক্তি টা বিবেচনা করলে এর অন্তর্নিহিত তাৎপর্য বোধগম্য হবে না সহজেই।

আসলেই আমাদের সমাজে, রাষ্ট্র এ ও দেশে এমন অনেক মানুষ আছে যারা ক্ষমতার অপব্যবহারের সুযোগ পেলে , সেই সুযোগ কখনো হাত ছাড়া করেন না।

কিন্তু একজন আদর্শ মানুষের বৈশিষ্ট্য কি এটা?
নেলসন ম্যান্ডেলার উক্ত উক্তি শুধু সমাজ, রাষ্ট্র ও দেশের জন্য নয়।
এটাকে আমরা আমাদের পরিবার ও ব্যক্তি জীবনে প্রয়োগ করতে পারলে সব জায়গাতেই সুখ ও শান্তি বিরাজ করবে।

কারণ ক্ষমাই হলো সর্বোত্তম মহৎ গুণ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার পোস্টের লেখাগুলো শতভাগই চৌর্যবৃত্তি করা।
আপনার পোস্টে ব্যাবহার করা ফটো কপিরাইট ফ্রি নয়।

পরবর্তীতে আবার একই ধরনের কাজ করলে আপনার একাউন্ট কমিউনিটি থেকে ব্যান করা হবে।

কমিউনিটির নিয়মাবলী ভালোভাবে পড়ে নিন
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-29-sep-21

যে কোন বিষয়ে জানার প্রয়োজন হলে আমাদের সাথে Discord এ যোগাযোগ করুন।

Discord server link: https://discord.gg/ettSreN493

Article Source: Collected

image source: https://www.istockphoto.com/photo/loneliness-teenage-girls-gm1308753258-398647754