জয়নুল আবেদীনের বিখ্যাত "গরুর গাড়ি ঠেলার "চিত্রকর্ম

in hive-129948 •  2 months ago  (edited)

আসসালামুয়ালাইকুম/আদাব


প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আমি বাংলাদেশের সিরাজগঞ্জ জেলা সদরে বসবাস করি।

IMG_20240910_102208.jpg

আজকে আমি জয়নুল আবেদীনের বিখ্যাত চিত্রকর্ম গরুর গাড়ি ঠেলে নিয়ে যাওয়া কৃষকের চিত্র আঁকাব। জয়নাল আবেদীন আমাদের দেশের একজন বিখ্যাত চিত্রশিল্পী ছিলেন। তিনি তার চিত্রকর্মের মধ্যে দিয়ে বিভিন্ন বিদ্রোহ প্রকাশ করতেন।১৯৪৩ সালের ভয়াবহ দুর্ভিক্ষের মানুষের জীবনযাত্রা তুলে ধরেছেন এই চিত্রের মধ্যে দিয়ে। গরুর গাড়ি গ্রাম একটা যান।আর যে ব্যক্তি গাড়িটি ছেলে নিয়ে যাচ্ছে সে কৃষকদের প্রতীক।কৃষকদের দুর্দশা এই চিত্রের মধ্যে দিয়ে ফুটে তুলেছেন।
চিত্রটি কিভাবে আমি আঁকলাম তা আপনাদের মাঝে তুলে ধরছি।

IMG_20240910_085812.jpg

প্রয়োজনীয় উপকরণ :

১. একটি খাতা
২. তিনটি হালকা ও গাড়ো রঙের পেন্সিল।
৩. একটি কালো মার্কার কলম।

বিবরণ :

ধাপ -১

IMG_20240910_095554.jpg

প্রথমে গরুর মুখ,মাথা, কান ও পিঠ আঁকাবো ।

ধাপ -২

IMG_20240910_095625.jpg

গরুর সামনের পা পিছনের পা এবং পেট আঁকাব।

ধাপ-৩

IMG_20240910_110206.jpg

গরুটির পিছনের গরুটি আঁকাবো এবং কাঁধের লাঠি আঁকাব।

ধাপ-৪

IMG_20240910_111600.jpg

গরুর লেজ আঁকাব এবং গরু দুইটার পিছনে লম্বা একটা দাগ দিব।

ধাপ-৫

IMG_20240910_100258.jpg

ঠেলাগাড়ির চাকা বোঝা এবং মানুষ আঁকাব।

ধাপ-৬

IMG_20240910_100336.jpg
পিছনের গরুটিকে পেন্সিল দিয়ে কালো করবো পেন্সিল দিয়ে।

ধাপ-৭

IMG_20240910_100617.jpg
সামনের গরুটির পেট পা ও গলার ভাঁজ গুলো বোঝা যায় এমন করে পেন্সিলের সাহায্য আঁকাব।

ধাপ-৮

IMG_20240910_100723.jpg

বোঝা বুঝাতে পেন্সিলের সাহায্যে গাঢ় করে নিব।

ধাপ-৯

IMG_20240910_093330.jpg

শেষ ধাপ-

IMG_20240910_101158.jpg

সবশেষে লোকটির চুল এবং লুংগি পেন্সিল দিয়ে গাঢ় করে নিব। অবশেষে শেষ হয়ে গেল জয়নুল আবেদীনের সেই বিখ্যাত চিত্রকর্মটি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে।

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi note 9
ধরণআর্ট পোস্ট 🖼️
মডেলnote-9
ক্যাপচার@jannat0499
অবস্থানসিরাজগঞ্জ -রাজশাহী- বাংলাদেশ।

banner-abbVD-1.png

আমার পরিচয়

IMG_20211011_092535.jpg
আমি মোছা: জান্নাতুল ফেরদৌস। বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার সদরে বসবাস করি। আমি একজন সৃজনশীল মানুষ ।ছবি আঁকতে, নতুন কিছু বানাতে আর সময় পেলে ঘোরাফেরা করতে আমি খুবই ভালোবাসি।সুযোগ পেলেই পরিবার নিয়ে ঘুরতে বের হই।ভ্রমণ করার পাশাপাশি আমি বাগান করতে খুব ভালোবাসি।অবসর সময়ে আমি রঙ তুলি নিয়ে বসে যাই নতুন উদ্ভাবনায়।বই পড়তে আমার খুবই ভালো লাগে বিশেষ করে উপন্যাস।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাইআমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।🌼💖🌼


👉সবার প্রতি শুভেচ্ছা এবং পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

আপু আপনার অংকন করা চিত্রটি অসাধারণ হয়েছে। এত চমৎকার একটি চিত্র দেখে খুবই ভালো লেগেছে। অনেক দক্ষতার সাথে আপনি আপনার অংকন চিত্রটি সম্পন্ন করেছেন। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপু।

আপনাকেও অনেক ধন্যবাদ,আপনার মূল্যবান মন্তব্য রাখার জন্য।

বেশ চমৎকার একটি আর্ট শেয়ার করেছেন আপু।আপনার করা আর্ট টি দেখতে দারুন হয়েছে।খুব নিখুঁত ভাবে আর্ট টি সম্পূর্ণ করেছেন।যা দেখে ভীষণ ভালো লাগলো।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

আপনাকেও অনেক ধন্যবাদ।

আপনার আর্ট গুলো সত্যি মুগ্ধ হওয়ার মত। একদম পারফেক্টলি আর্ট করেন আপনি। এর আগেও আপনার একটি পেইন্টিং দেখা হয়েছে। অসাধারণ হয় আপনার আর্ট। আরো সুন্দর সুন্দর আর্ট আপনার কাছ থেকে দেখতে চাই। শুভকামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ আপনাকে। আমি আরো সুন্দর সুন্দর আর্ট উপস্থাপন করার চেষ্টা করব।

খুবই দক্ষতার সাথে আপনি আপনার চিত্র টা একেছেন।একদম রিয়েলিস্টক লাগছে দেখতে।প্রতিটি ধাপ খুব চমৎকার ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন। শুভ কামনা রইলো।

ধন্যবাদ আপনাকে,এত সুন্দর মন্তব্য করার জন্য।

গরুর গাড়ি ঠেলার চিত্রকর্ম টি আমার কাছে অসাধারণ লেগেছে। একদম নিখুঁতভাবে আর্ট টি করেছেন আপনি। সত্যিই চমৎকার দেখাচ্ছে ।অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

গরুর গাড়ি ঠেলার চিত্রটি অসাধারণ হয়েছে, দেখতে পেয়ে মুগ্ধ হলাম। আপনি খুবই দক্ষতার সাথে এই চিত্রটি অংকন করেছেন। চিত্রটি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন আমার অনেক ভালো লেগেছে।

আপু আপনার এত সুন্দর আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। আমার কাছে আপনার এই আর্ট অনেক ভালো লেগেছে। এই ধরনের পেন্সিল আর্ট দেখতে সবসময়ই ভালো লাগে। আপনার এই আর্ট যত দেখছি ততই যেনো আরও বেশি দেখতে ইচ্ছে করে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। জয়নুল আবদিন এর আর্ট গুলো আমার খুব পছন্দের। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

আপু আপনি আজকে জয়নুল আবেদনের সেই বিখ্যাত চিত্রকর্মটি আমাদের মাঝে অংকন করে শেয়ার করেছেন দেখে অনেক ভালো লাগলো। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।