আমার রাজ-পাখির জন্য খেলনা কেনার অনুভূতি

in hive-129948 •  2 months ago 


আসসালামু আলাইকুম
আমার বাংলা ব্লগে সকলকে স্বাগতম


কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য। ভ্রাম্যমান বেশ কিছু বিক্রেতা রয়েছেন। যারা গাড়িতে গাড়িতে বিভিন্ন মালামাল গ্রামে বিক্রয় করে বেড়ায়। ঠিক তেমনি বাবুর জন্য খেলনা কেনার অনুভূতি আপনাদের মাঝে প্রকাশ করব। গ্রামের ভ্রাম্যমান প্লাস্টিকের গাড়ি থেকে খেলনা কেনার অনুভূতি।

IMG_20240820_125842.jpg

photography device: Huawei P30 Pro-40mp

[What 3 word's location](https://w3w.co/halves.controls.reactors)


গ্রামে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস বিক্রেতা এসে থাকেন। এই সমস্ত জিনিস বিক্রেতাদের কাছ থেকে অনেক সময় অনেক কিছুই কেনা হয়ে থাকে। কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো প্রয়োজন হয় অনেক বেশি কিন্তু সবসময় বাজারে যাওয়া হয় না। তাই মাঝে মধ্যে যদি হাতে টাকা থাকে তাহলে এ সমস্ত জিনিস আলা গ্রামে আসলে কেনা সহজ হয়। একদিন রাস্তার পাশে বাবুকে কোলে করে খাওয়াচ্ছিলাম। হঠাৎ দেখতে পারলাম একটি গাড়ি অনেকগুলো প্লাস্টিক সামগ্রী বহন করে এগিয়ে যাচ্ছে। গ্রামে ঘুরে ঘুরে এ সমস্ত জিনিসগুলো বিক্রেতা বিক্রি করে থাকেন। আমি লোকটাকে একটু দাঁড়াতে বললাম। অনেকদিন ধরে ভাবছিলাম আমার বাবুর সমস্ত খেলনা গুলো ভেঙ্গে গেছে। তাই একটি ভাল কোন খেলনা কিনে দেবো। প্লাস্টিকের জিনিস যতই কিনে দেয় না কেন আমার ছেলে ভেঙে ফেলে। তবুও নিজের সন্তান বলে কথা কয়টা জিনিস ভাঙবে। তাই তার হাসি খুশিতে আমিও খুশি। তার জন্য খেলনা কিনব এগিয়ে গেলাম গাড়ির পাশে। সেখানে লক্ষ্য করে দেখলাম বিভিন্ন প্লাস্টিকের জিনিস এবং খেলনাও রয়েছে বেশ। বাচ্চাদের ব্যাট বল থেকে শুরু করে অনেক রকমের খেলনা। এছাড়াও নিত্য প্রয়োজনীয় জিনিস রাখার পাত্র রয়েছে সেখানে। একই সাথে দুই রকমের জিনিস দেখতে পারলাম বেশ ভালো লাগলো।

IMG_20240820_124850.jpg

IMG_20240820_125029.jpg

IMG_20240820_124432.jpg


চুলার পাড়ে বিভিন্ন রকমের মসলা রাখতে ছোট ছোট বয়ম প্রয়োজন হয়ে থাকে। ঠিক তেমনি সাদা সাদা অনেক রকমের কৌটা বা বয়ম দেখতে পারলাম। আর এই সমস্ত জিনিসগুলোর দাম মাত্র ১০ টাকা করে। আমার মেইন উদ্দেশ্য বাবুর জন্য ভালো কোন খেলনা আছে কিনা দেখব। তাই আমি বিক্রেতা চাচার সাথে কথা বলতে থাকলাম। প্লাস্টিকের জগ সর্পোস সদর সহ বিভিন্ন জিনিসের দাম বলতে থাকলেন। আমারও বেশ ভালো লাগলো এ সমস্ত জিনিসগুলোর দাম জানতে পেরে তাই সবকিছুর মোটামুটি দাম জানলাম আর দেখতে থাকলাম। আমার পাশাপাশি বেশ অনেকগুলো মানুষও উপস্থিত হলো। যে যার মত জিনিস দেখেছে এবং কিনেছে। এরমধ্যে আমি লক্ষ্য করে দেখলাম বেশ কয়েকটা সুন্দর সুন্দর খেলনা রয়েছে। তবে সবচেয়ে ভালো লেগেছিল একের মধ্যে ১০ রকমের খেলনা।

IMG_20240820_124556.jpg

IMG_20240820_125027.jpg

IMG_20240820_124328.jpg


এই সমস্ত জিনিসগুলো দেখতে দেখতে একটি পর্যায়ে প্লাস্টিকের জগ বেশ কিছু গুড়া মাশলা রাখার কৌটা ছাড়াও কয়েকটা জিনিস কিনলাম। তারি সাথে আমার বাবুর জন্য মানান খেয়াল না নিয়ে ফেললাম। খেলনাটা দাম দর করার মুহূর্তে ফটো ধারণ করতে না পারলেও বাবু যখন খেলছিল তখন দেখে আমার খুবই ভালো লাগছিল। হয়তো এ খেলনা গুলো মেয়েদের জন্য পারফেক্ট কিন্তু আমার বাবু একসাথে এতগুলো খেলনা পেয়ে মুগ্ধ হয়েছিল।

IMG_20240820_124338.jpg

IMG_20240820_124346.jpg

IMG_20240820_125829.jpg


পূর্বেই বলেছি একের মধ্যে ১০ রকমের খেলনা রয়েছে এখানে। যেখানে একটি পরিবারের যাবতীয় জিনিসের বেশ কিছু রয়েছে। ঘর মাছ টিউবওয়েল থেকে শুরু করে বিভিন্ন জিনিস। আমার অনেক ভালো লাগছিল বাবু যখন এগুলো নিয়ে আনন্দ করে খেলছিল দেখে। নিজের সন্তানের মুখের হাসি আনন্দ দেখলে সত্যি অনেক ভালো লাগে। বাচ্চারা সামান্য কয়েক টাকার জিনিস পেলেই আনন্দ পায়। আর সে আনন্দটা যেন লাখ টাকা দিয়ে কেনা যায় না। আর এই সমস্ত জিনিস কেনার সৌভাগ্য এনে দিয়েছে আমার বাংলা ব্লগ। আর এভাবেই গ্রামের ভ্রাম্যমান প্লাস্টিক সামগ্রীর গাড়ি থেকে নিজেদের প্রয়োজনীয় জিনিসের পাশাপাশি বাবুর জন্য খেলনা কিনেছিলাম। আর সেই খেলনা নিয়ে বাবুর খেলার মুহূর্তে আমিও অংশগ্রহণ করি এবং আনন্দ করেছিলাম।

IMG_20240820_125834.jpg

IMG_20240820_125835.jpg


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png


সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ

ij42VfeLLLL7WCxzYedv2KU7aUqHk3RNyfwHxuumhaYnHGG1dsqAWnhgxDavkADTEGBJEwSdb572op7FjANMqWxnMxgRucn6JYEH18dx32zBsGYg8oAuC5Quz1do2uNbdFiF3z6Lk1Hw8qJ8jcr6SQ85SbvCaLy5VUwHxx3SRmPnXqteex2eVHV2cAzT5iwMRSwwYpQBkt5B8W7bPzGLjyAxm.gif


পোস্ট এর বিবরণ


বিষয়খেলনা কেনার অনুভূতি
What3words LocationGangni-Meherpur
মোবাইলHuawei P30 Pro-40mp
ক্রেডিট@jannatul01
ব্লগারআমার বাংলা ব্লগ কমিউনিটি


আমার পরিচয়


আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর নার্সিং কোর্স করে বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif



2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WGDwoE5cNuP4f1pr5UUQ4A5WGsZ1y45eRYtB46r1QiD7EQLTn44HJr2kribwtuEHdfW5wGbT24WjehaDmHe6.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

সুন্দর লাগলো বাবুর জন্য খেলনা কেনার অনুভূতি পড়ে। আজকে আমাদের গ্রামেও এমন একটি ভ্রাম্যমান দোকান এসেছিল। ঘরের জন্য বেশ কিছু প্লাস্টিকের জিনিসপত্র নিয়েছি। ছেলেও খেলনা কিনেছে। যাইহোক বাবুর জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো।

আমিও গ্রাম থেকে এগুলো কি নিয়ে আপু। বাইরে শহর থেকে কিনতে গেলে দাম বেশি ধরে। কিন্তু এখানে ৫-১০ টাকা কমে পাওয়া যায় অনেক কিছু।

ছোট নলকূপ টা দেখে বড্ড ভালো লাগলো। কি কিউট দেখতে। আমাদের গ্রামের বাড়িতে ওই রকম সাইকেলে করে বোঝাই জিনিসপত্র নিয়ে আসে। এই ফেরিওয়ালা গুলোর কাছে কিন্তু জিনিসপত্রের দাম বেশ কমই হয়। আরেক ধরনের ফেরিওয়ালা আসে যারা চুল কিনে নেয় মানে চুলের বিনিময় জিনিস দেয়। ছোটবেলায় এগুলো অনেক বেশি ছিল এখন কম আসে। আপু আপনার বেশ কিছু টাইপিং মিসটেক আছে। ভয়েস টাইপ করেছেন হয়তো আরেকবার পড়ে নেবেন।

হ্যাঁ আপু এমন কিছু জিনিস রয়েছে যার জন্য ভালো লেগেছিল বলে কিনে দিয়েছি।