জেনারেল রাইটিং পোস্ট
আসসালামু আলাইকুম। ২০২৫ সালের শুরুতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার পক্ষ থেকে আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। বছরের শুরুতেই আমরা প্রতিজ্ঞাবদ্ধ করি। আমরা আমাদের পথ চলার প্রত্যেকটা ক্ষেত্রে লিমিট এর মধ্যে রাখবো। চাওয়া পাওয়া চাহিদা থেকে শুরু করে লোভ লালসা লজ্জা শরম হাসি আনন্দ সমস্ত কিছু একটা লিমিটের মধ্যে রাখার চেষ্টা করব, যেন পরবর্তীতে কোন সমস্যার সম্মুখীন না হতে হয়। কারন আমরা সবাই জানি, জীবন চলার পথে অনেক কিছুর সম্মুখীন হতে হয়। কিছু মানুষ রয়েছে, নিজের সেই পথ চলাকে এমনভাবে সৃষ্টি করে নাই যে; পরবর্তীতে লিমিট ক্রস করে সমস্যার সম্মুখীন এ চলে যায়।
আমাদের দৈনন্দিন জীবনে অনেক কিছুর চাহিদা রয়েছে। গার্জেন ব্যক্তিদের কাছে আমরা অনেক কিছু পাওয়ার প্রত্যাশা করে থাকি। গার্জেনরা সব সময় চেষ্টা করে স্নেহের ভাষণ ব্যক্তিদের এটা সেটা দিয়ে খুশি রাখি। তবে এমন কোন দাবি তাদের কাছে করবো না, যেটা গার্জিয়ান এর কাছে বোঝা স্বরূপ হয়ে ওঠে। জীবন চলার পথে কোন কিছু প্রত্যাশা করে আমরা যতোটুকু যা পাবো না কেন তাই নিয়ে সন্তুষ্ট থাকব। মাত্রায় অতিরিক্ত পাওয়ার প্রত্যাশা করলে সেটা হয়ে যাবে নিজের ভুল। সহজ কথা বলতে গেলে এক কেজের চাউলে যদি পেট ভরে, তাহলে দেড় কেজি চাউলের প্রত্যাশা না করাটাই উচিত।
এখন শীতের সময়। আমার আপনার সকলের কম বেশি শীতের পোশাক রয়েছে। তবুও আমরা নতুন বছরে নতুন পোশাকের আশা করে থাকি। কিন্তু আমরা ভেবে দেখেছি কি? যাদের পোশাক নেই পোশাক কেনার সামর্থ্য নেই তাদের কি অবস্থা। আমরা যদি নিজের পোশাক থাকা সত্ত্বেও আরেকটি পোশাকের আশা করি, সেই জায়গায় সহযোগিতার হাত কি গরিবের মাঝে বাড়িয়ে দিতে পারি না? কিন্তু আমরা লিমিটের মধ্যে নতুন কিছু পাওয়ার প্রত্যাশা না করে লিমিট ক্রস করে দামি পোশাকের আশা করে ফেলি। যেখানে ৫০০ টাকায় চাহিদা পূরণ হবে সেখানে ১৫০০ টাকা পর্যন্ত চলে যায়। একটু ভেবেচিন্তে যদি দেখি। তাহলে আমার সেই টাকার মধ্যে কিন্তু আরও একজনার সহযোগিতা করার সাধ্য রয়েছে। আমাদের সকলের মন মানসিকতা যদি এমন স্থানে আনতে পারি, তাহলে কিন্তু আমাদের মাঝে সুন্দর পরিবেশ সৃষ্টি করা সম্ভব।
নতুন বছরের প্রত্যেকটা দিন যেন আমরা সেই সজাগ দৃষ্টি নিয়ে চলতে পারি। নিজেকে লিমিটের মধ্যে আনতে পারি। নিজের চিন্তা ভাবনার পাশাপাশি অন্যকে নিয়ে যেন ভাবতে পারি। যেখানে আমি ভালো আছি সেই স্থানে আমার চেয়ে খারাপ অসহায় অবস্থায় রয়েছে এমন, এমন মানুষকে নিয়ে একটু ভাবতে হবে। আপনি চলতে পারছেন আলহামদুলিল্লাহ, পাশে পড়ে থাকা মানুষটার হাত ধরে নিন আপনার সাথে চালানোর জন্য। দেখবেন সেখানে প্রশান্তি রয়েছে। প্রকৃত সুখ রয়েছে তার মধ্যে। তাই আমার কথাটা ছিল, নিজের আনন্দ অন্যের সাথে একটু ভাগাভাগি করে নিতে শিখুন। নতুন বছরে নতুন ভাবে পরিবেশটাকে ভাবতে শিখুন সাজাতে শিখুন। দেখবেন আপনি যাকে সহযোগিতা করছেন সে আপনাকে মনে রাখুক বা না রাখুক আপনার পরিবেশ আপনাকে স্মরণ করবে। আপনার চিন্তাধারা আরেকজন মানুষের মধ্যে প্রভাব ফেলবে। আর এভাবেই সকলের মধ্যে সুচিন্তা একটি লিমিটের মধ্যে চলে আসবে। আর এভাবে জাগ্রত হবে সমাজ ব্যবস্থা।
পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ
বিষয় | জেনারেল রাইটিং |
---|---|
ফটোগ্রাফি ডিভাইস | Infinix Hot 11s-50mp |
ক্রেডিট | @jannatul01 |
দেশ | বাংলাদেশ |
ব্লগার | আমার বাংলা ব্লগ কমিউনিটি |
আমার পরিচয়
আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।
X--promotion
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকের কাজ সমাপ্ত
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তোমার লেখাগুলো পড়ে আমার খুবই ভালো লেগেছে। তোমার লেখাগুলোর মধ্যে বেশ সুন্দর সুন্দর যুক্তি রয়েছে। তবে নিজেকে লিমিটের এর মধ্যে নিয়ে আসা বড়ই কঠিন একটি কাজ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কঠিন হলেও নতুন বছরের সূচনা হোক লিমিট কে কেন্দ্র করে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি ঠিকই বলেছেন আপু সব কিছু একটা সহনশীলতার ভিতরে থাকা উচিত। এমন কিছু করা উচিত নয় যা পরিবার বা একটি ব্যক্তির উপরে অতিরিক্ত বোঝা না হয়ে যায়। তাই নিজেদেরকে সংযত ভাবে চলতে হবে। নতুন বছরটা সবার শুভময় হোক ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ নতুন বছরের চেতনা যেন লিমিটের মধ্যে দিয়ে যায়
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুবই সুন্দর পোস্ট শেয়ার করেছেন আপনি। আপনার কাছ থেকে এই সুন্দর পোস্ট পড়ে খুবই ভালো লাগছে৷ আসলে মানুষজন এখন একেবারে অতিরিক্ত পেতে পেতে অতিরিক্তের কাছাকাছি এত ভালোভাবে তাদের চরিত্রকে তৈরি করে ফেলেছে যে তারা শুধুমাত্র পেতে চায়৷ তবে সকলকেই যদি তাদের নিজের লিমিটের ভিতরে থাকে তাহলে জীবন সুন্দর৷ ধন্যবাদ আজকের এই সুন্দর পোস্ট শেয়ার করার জন্য৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ তাইতো সবকিছুর মধ্যে লিমিট থাকতে হবে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit