মাছ ধরা ফটোগ্রাফি
কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য। আজকে আমি মাছ ধরা দেখার ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করব। মনে করি, আমার এই ফটোগ্রাফি আপনাদের ভালো লাগবে। অনুভব করতে পারবেন মাছ ধরার মুহূর্তে কতটা আনন্দ হয়েছিল।
পুকুরে জেলে ভাইদের মাছ ধরা দেখতে কার না ভালো লাগে। আর সে জায়গায় যদি হয় নিজেদের পুকুরে মাছ ধরা তাহলে তো ভালোলাগা অবিরত। ঠিক তেমনি উপভোগ করেছিলাম দিলে ভাইদের মাছ ধরার সময়টা। বেশ অনেকদিন ধরে আমাদের বিভিন্ন পুকুরে মাছ ধরা চলছে। তবে বড় পুকুরটাতে মাছ ধরা চলেছিল কয়েকদিন ধরে। আর এই মাছ ধরার মুহূর্তে আমিও উপস্থিত হয়েছিলাম মাছ ধরা দেখব এবং ফটো ভিডিও ধারণ করব বলে। তবে বেশ কিছুদিন পার হয়ে যাচ্ছে আপনাদের মাঝে শেয়ার করব করব শেয়ার করাই হয়ে ওঠে না। ঠিক এমনই বেশ অনেকবার জেলে ভাইদের মাছ ধরা আমার মোবাইলের গ্যালারিতে রয়ে গেছে। আজকে প্রথমে মনে করেছিলাম মাছ ধরার চিত্র আপনাদের মাঝে শেয়ার করব। কিন্তু রেসিপি শেয়ার করার নিয়ত থাকায় যেন হয়ে উঠছিল না। তারপরেও রাতে উপস্থিত হলাম। যেদিন আমাদের পুকুরটাতে মাছ ধরা হয়েছিল ঐদিন আকাশের অবস্থা বেশ ভালো ছিল। প্রচন্ড রোদ গরম আকাশের যেন সাদা সাদা মেঘে পরিপূর্ণ। শুধুমাত্র পুকুর পাড়ে কলা গাছ রয়েছে এই জন্যই বসার একটু সুযোগ হয়েছিল। জেলেরা যখন মাছ ধরেছিল তখন তারাও বেশ আনন্দ করছিল। সারা পুকুরের চারি পাস জুড়ে বাঁশ কুঞ্চি দেওয়া হয় যেন চরে মাছ চুরি না করতে পারে। তাই জেলে ভাইরা চারি কল থেকে সেগুলো আগে উঠিয়ে নিয়েছিল। এরপর তারা তাদের মত করে জাল নামিয়ে মাছ ধরা শুরু করল। উপরে আমরা বেশ কিছু মানুষ উপস্থিত ছিলাম মাছ ধরা দেখার জন্য। পাড়া গায়ের গরিব শ্রেণীর মানুষ ও বেশ কয়েকজন উপস্থিত ছিল মাছ নেওয়ার আশায়। আর সবাই মিলে গল্প গুজবে আড্ডার মধ্য থেকে যেন মাছ ধরা দেখাও উপভোগ করছিলাম।
জেলে ভাইয়েরা মাছ ধরে নিয়ে কে কোথায় মাছ নিয়ে যাবে সেই নিয়ে আলোচনা করছিল। তাদের মুখের গল্প শুনতেও বেশ ভালো লাগছিল। তবে হাস্যকর বিষয় ছিল যারা লম্বায় ছোট ছিল পুকুরের পানির মধ্যে জায়গায় জায়গায় ডুবে যাওয়ার মত হচ্ছিল। তাই তারা পুকুরের মাঝখানে ছাতরিয়ে জাল টানছিল। তারা বেশ কয়টা নিউজ দিল আমাদের। যেহেতু পুকুরে পাঙ্গাস মাছ ছিল 2000 মত। পাঙ্গাস মাছের জায়গায় জায়গায় গর্ত করেছে। অন্যান্য স্বাভাবিক স্তরের চেয়েও মাঝে মাঝে গভীর স্তর তৈরি করেছে। যেখানে এক হাত মতো করে দীর্ঘ এরিয়া জুড়ে গর্ত। আর সে গর্তের নিচের অংশ শক্ত মাটি। অনেকে বলাবলি করছিল মাসে খাবার খাওয়া শেষ করে এই জায়গায় অবস্থান নেয়। আর ঠিক এমন করে চার-পাঁচটা জায়গায় বড় বড় গর্ত রয়েছে। যে গর্তগুলো ৫-৭ হাত লম্বা ও মোটা এরিয়া হতে পারে। তাহলে বুঝতেই পারছেন জায়গায় জায়গায় যদি এমন কাঁদার উপর গর্ত থাকে তাহলে জেলে ভাইদের হঠাৎ চলতে গিয়ে তো ডুবে যাওয়ার ভয়। তবে তারা সাঁতার কাটতে জানে এইজন্য কোন প্রবলেম না। আর এখন প্রচন্ড বৃষ্টিপাত হচ্ছে পুকুরে তো আরো পানি হয়ে গেছে। তখন অবশ্য বৃষ্টিপাত কম ছিল তবে পুকুরে পানি দেওয়া হয়েছিল মটর দিয়ে। তবে সেই মুহূর্তে যদি পুকুরে পানি ডোবা হয়ে থাকে তাহলে এখন কি অবস্থা হয়েছে।
সবকিছুর মধ্যেও জেলেরা খুব হাসি আনন্দ করে মাছ ধরছিল। যখন সারা পুকুরের জাল টেনে এনে নির্দিষ্ট পুকুরপাড়ের পাশে অবস্থান করল তখন তারা দুইটা কোচ তৈরি করল। কারণ অসংখ্য মাছ ছিল তখন। তাই আলাদা আলাদা ভাবে ধরলে মাছের ক্ষতি হবে না। এই মুহূর্তে মাছের লাফালাফি, জেলে ভাইদের তাড়াহুড়া করে মাছ ধরা। কে বড় বড় মাছগুলো ধরে নিতে পারে। এমন সব আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে। আর মাছ ধরতেও বেশ এসেছিল ২০-২২ জন মানুষ। যার জন্য এক প্রকার হইহুল্য লেগে উঠলো মাছ ধরার পাশাপাশি। আমরাও যারা উপরে ছিলাম সবাই বেশ আনন্দের সাথে উপভোগ করতে থাকলাম। আর এভাবেই দীর্ঘক্ষণ জেলে ভাইদের মাছধরা চলতে থাকলো। যতক্ষণ না তারা তাদের প্রয়োজনমতো মাছ ধরতে পারলেও ততক্ষণ তারা জাল ছাড়লো না। সবার হাড়ি লোড হয়ে যাওয়ার পর বাকি মাছগুলো ছেড়ে দিল। আর এভাবেই জেলে ভাইদের মাছ ধরা উপভোগ করলাম আমরা অনেকজন মিলে।
ডিভাইস | Huawei P30 Pro-40mp |
---|---|
বিষয় | মেলা থেকে ফটোগ্রাফি |
লোকেশন | গাংনী- মেহেরপুর |
ক্রেডিট | @jannatul01 |
দেশ | বাংলাদেশ |
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।
এরকম দৃশ্য গুলো সামনাসামনি কখনো দেখা হয়নি। আপনাদের পুকুরটা তো দেখছি বেশ বড়। অনেক মানুষ নেমেছে মাছ ধরার জন্য। ২০-২২ জন মানুষ তো অনেক। ঠিক বলেছেন এরকম পুকুরে মাছ ধরার মুহূর্ত দেখার মজাই আলাদা। আর নিজেদের পুকুরের হলে তো আরো বেশি ভালো লাগে। আপনাদের পুকুরে মাছ ধরার এই মুহূর্তগুলো শেয়ার করেছে দেখে সত্যিই খুব ভালো লাগলো। নিশ্চয়ই অনেক মাছ পেয়েছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ভালোলাগার মুহূর্ত।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পুকুর থেকে মাছ ধরার দৃশ্য গুলো দেখতে আমার অনেক ভালো লাগে। যখন আমরা গ্রামের বাড়িতে থাকতাম তখন এরকম দৃশ্য অনেক দেখা হতো। অনেকদিন থেকে এই দৃশ্যগুলো দেখি না আপু। আপনার পোস্ট দেখে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপু এই পোস্ট শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ আপু,গ্রামে থাকলে দেখা যায় অনেক
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit