আকাশের সুন্দর দৃশ্যের ফটো ধারণ

in hive-129948 •  9 days ago 


আসসালামু আলাইকুম
আমার বাংলা ব্লগে সকলকে স্বাগতম

বিকেল মুহূর্তের আকাশের ফটো


কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য। আজকের বিকালের বেশ কিছু আকাশের চিত্র ক্যামেরাবন্দি করেছি। উপস্থিত হলাম সেই আকাশের সুন্দর চিত্রগুলো আপনাদের দেখানোর জন্য। বৃষ্টির পরে আকাশের সৌন্দর্য বৃদ্ধি পায়, মাঝেমধ্যে মেঘ কেটে গেলে আকাশের অপরূপ দৃশ্য গুলো দেখে মুগ্ধ হয় মানুষ। ঠিক তেমনি আমিও মুগ্ধ হয়ে ছিলাম। আর সে মুগ্ধ হওয়ার মুহূর্ত ভাগাভাগি করে নিলাম আজকের এ ব্লগে।


IMG_20240628_183306.jpg
Photography device: Huawei P30 Pro-40mp
লোকেশন



আকাশের সৌন্দর্য ভালোবাসে না এমন মানুষ খুব কম রয়েছে। আমি ফুলকে যেমন পছন্দ করি ভালোবাসি তাই বিভিন্ন প্রকার ফুলের ফটো ধারণ করি। পাশাপাশি প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য বেশ উপলব্ধি করে থাকে। তাই মাঝেমধ্যে প্রাকৃতিক পরিবেশ থেকে ফটো ধারণ করি। ঠিক একই ভাবে ফুল ও প্রাকৃতিক পরিবেশের মতো আকাশের সৌন্দর্য আমি আরো বেশি পছন্দ করি। শরতের আকাশ যেমন সাদা সাদা মেঘে ছেয়ে যায় ওই অপরূপ দৃশ্য গুলো আমি মন মুগ্ধ হয়ে দুই নয়নে দেখার চেষ্টা করি। এদিকে আবার বৃষ্টির পরে আকাশে ঠিক তেমনি সুন্দর কিছু চিত্র চোখে পড়ে যা দেখলে পরে মন ভরে যায়। সেগুলো ক্যামেরাবন্দি করতে ভালো লাগে। ঠিক তেমনি আমাদের এই গাংনী মেহেরপুরে আজ সকালে এবং বিকেলে দুইবার বৃষ্টি হয়েছে। সকালে বৃষ্টি হওয়ার পর আকাশের চিত্র কেমন ছিল সেটা আমার জানা নেই। তবে বিকেল মুহূর্তে আমার কাজকর্ম শেষে যখন পুকুরপাড়ের দিকে একটু উপস্থিত হলাম আকাশের চিত্র দেখে মুগ্ধ হয়েছি। সূর্য ডোবার আগ মুহূর্তে পশ্চিম আকাশের চিত্র এতটাই মনমুগ্ধকর ছিল তা স্বচক্ষে না দেখলেই নয়। এদিকে পূর্ব দিগন্তেও যেন কিছু সুন্দর মেঘ ভেসে আসছিল। আমি পুকুর পাড়ে উপস্থিত হলে আকাশের এই চিত্রগুলো বেশি লক্ষ্য করে থাকি। আর তাই ভাল লাগে আকাশের সুন্দর এই দৃশ্যগুলো অনুভব করতে।


IMG_20240628_181800.jpg

IMG_20240628_181723.jpg
Photography device: Huawei P30 Pro-40mp
লোকেশন



আকাশের সৌন্দর্য দেখতে দেখতে পুকুরপাড়ে উপস্থিত হলাম। সেখানে আমাদের পুঁই শাক আর লাউ এর গাছ রয়েছে। কিন্তু লাউ গাছে কোন লাউ দেখতে পারলাম না। এদিকে বৃষ্টি হয়েছে তাই বৃষ্টি ভেজা বেশ অনেক কিছু চোখে বাধলো। তবে তেমন কোন কিছু মাটির বুক থেকে ফটো ধারণ করার ইচ্ছে হলো না। কারণ আকাশের সুন্দর লোকেশন দেখে আমি মুগ্ধ। সামান্য কিছুর শাকসবজি উত্তোলন করার পর আর সেখান থেকে মাত্র কয়েকটা ফটো ধারণ করে আবারো আকাশের দিকে আমার নজর। মাঝেমধ্যে সূর্যটা ফুটে উঠছে তবে একদমই পড়ন্ত বেলা সূর্য যাবে যাবে এমন মুহূর্ত। তাই দ্রুত শাকসবজি উঠিয়ে আবার বাড়ির দিকে আসতে পুকুরের পাশে মাঠের জমিতে কিছুক্ষণ অবস্থান করলাম। আর সেখান থেকেই আবারো ফটো ধারণ করার চেষ্টা।


IMG_20240628_182535.jpg

IMG_20240628_181915.jpg
Photography device: Huawei P30 Pro-40mp
লোকেশন



আকাশে যখন সুন্দর মেঘ জমা হয় ওই মুহূর্তে যদি দূর দিগন্তে লক্ষ্য করা যায় পাখি উড়ে যেতে তাহলে খুব ভালো লাগে। ছোটবেলায় আমার খেলার সাথীদের সাথে যখন খেলাধুলা করতাম, বিকেল মুহূর্তে আমাদের আম গাছের নিচ থেকে এমন আকাশের সৌন্দর্য দেখতাম কিন্তু কখনো এভাবে ভেবে দেখিনি। তবে দূর আকাশে যখন উড়োজাহাজ আওয়াজ করে ভেসে চলে যেত মাঝেমধ্যে মেঘের আড়ালে ঢাকা পড়তো দেখা যেত না। আমরা খুব চেষ্টা করতাম দেখার জন্য ওই মুহূর্তে মেঘগুলো নিয়ে অনেক কথা বলতাম। আবার যখন কিছু মেঘের পাশ দিয়ে দেখা যেত জাহাজ ভেসে যাচ্ছে তাহলে আমরা তখন দূর থেকে দেখতাম আর বলতাম মেঘগুলো যদি ওখানে না থাকতো তাহলে আরো কিছুক্ষণ দেখতে পারতাম। যেন ফটো ধারণ করার মুহূর্তে সেই অতীতের দিনগুলো মনে আসলো। কতদিন এভাবে আকাশের দিকে জাহাজ ভেসে যেতে দেখেছি কিন্তু মেঘকে এভাবে গুরুত্ব করে দেখা হয়নি। তবে এখন যেন দেখতে ভালো লাগে, যখন এই মুহূর্তে আকাশ দিয়ে জাহাজ যাচ্ছিল ঠিক ওই মুহূর্তে আরো ফটো ধারণ করতে ভালো লাগছিল।


IMG_20240628_183033.jpg

IMG_20240628_183256.jpg

IMG_20240628_183300.jpg
Photography device: Huawei P30 Pro-40mp
লোকেশন



গাছের আড়াল থেকে সূর্যের কিরণ যখন চোখে লাগছিল তখন কিন্তু ফটো ধারণ করা যাচ্ছিল না আবার ওই মেঘের পাশ দিয়ে একটি জাহাজ যাচ্ছিল সেটা ভালোভাবে চোখে বাদ ছিল না। হয়তো মেঘের আড়াল দিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চলে গেছে শুধু কানে ভেসে এসেছে আওয়াজ। আর ঠিক ওই মুহূর্তটা হঠাৎ ধারণ করতে ভালো লাগছিল পড়ন্ত বেলার সূর্যর এপাশে ওপাশে উপরে নিচে বেশ দেখার মত ছাই ছাই কালো মেঘ ছিল বলে। আর এভাবেই বিকেলের মুহূর্তটা মেঘের সাথে আনন্দ উপভোগ করতে করতে সন্ধ্যা ঘনিয়ে আসলো। এদিকে আমরাও বাড়ির দিকে রওনা দিলাম। আর ঠিক এভাবেই আজকের বৃষ্টির শেষে পড়ন্ত বিকেলটা উপভোগ করলাম আকাশের দিকে লক্ষ্য রেখে।


IMG_20240628_183511.jpg

IMG_20240628_183521.jpg

IMG_20240628_183541.jpg
Photography device: Huawei P30 Pro-40mp
লোকেশন


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png


ডিভাইসHuawei P30 Pro-40mp
বিষয়আকাশের সৌন্দর্য ফটোগ্রাফি
লোকেশনগাংনী- মেহেরপুর
ক্রেডিট@jannatul01
দেশবাংলাদেশ ‌


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


আমার পরিচয়

আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।


2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1NfxyQcRUrHnbvGAuDxuMioMRjoG74XpZyTRDsUp566Bu2ZZHRsryAWmeAqnTe9T6zT4X1bZ8DTXHHYrr.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি আর আমাদের মাঝে আকাশের সুন্দর দৃশ্য আপনার ক্যামেরাবন্দি করে আমাদের মাঝে শেয়ার করেছেন প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে বেশ ভালো লেগেছে। প্রতিবারের ন্যায় আপনার ফটোগ্রাফি গুলো এবার একটু বেশি ভালো ছিল। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে উপহার স্বরূপ দেওয়ার জন্য।

ধন্যবাদ ভাইয়া খুব সুন্দর মন্তব্য করেছেন আপনি।

ফটোগ্রাফি গুলা ভীষণ সুন্দর হয়েছে। আকাশ আমার ভীষণ ভালো লাগে আকাশ দেখলে মনটা ভীষণ ভালো হয়ে যায়। মেঘলা আকাশ এবং সূর্যাস্তের সময়ের আকাশের ফটোগ্রাফি আপনি ফোনে ধারণ করেছেন। চমৎকার হয়েছে ফটোগ্রাফি গুলো আমার অনেক ভালো লাগছে। খুব সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপু এভাবেই পাশে থাকবেন আশা করব।

আকাশের সৌন্দর্য আমারও ভীষণ ভালো লাগে। বিভিন্ন সময় বিভিন্ন রূপে সেজে ওঠে। খুবই ভালো লাগলো আপনার আজকের ফটোগ্রাফি গুলো দেখে। আকাশের বিভিন্ন সময়ের সুন্দর দৃশ্য গুলো ক্যাপচার করেছেন। ধন্যবাদ আপনাকে এত চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

আমারও অনেক প্রিয় আকাশের চিত্র।

আপনার ধারণা করা বিকেল মুহুর্তের আকাশের চিত্র বেশি সুন্দর ছিল। অনেক সুন্দর ভাবে আপনি ক্যামেরাবন্দি করেছেন আকাশের ঐ চিত্রগুলো। আকাশের ফটো ধারণ করতে আমারও ভালো লাগে। তবে এখন যে আকাশের চিত্র ধারণ করা যায় সেটা কিন্তু খেয়াল করিনি। বিশেষ করে শরৎকাল টাই বেশি ভালো লাগে। তবে আপনার পোস্ট দেখে মনে হল লক্ষ্য করতে হবে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

প্রাকৃতিক সৌন্দর্য দেখতে সত্যি বেশ ভালোই লাগে। বেশ সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনি। আপনার প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ ফটোগ্রাফি গুলো দেখতে খুবই সুন্দর লাগছে। আকাশের বৈচিত্র্যময় সৌন্দর্যে মন হারিয়ে যাচ্ছে বারবার। প্রত্যেকটি ফটোগ্রাফি খুবই অসাধারণ হয়েছে। আসলে আকাশের এমন সৌন্দর্য বেশ দারুন। এত চমৎকার ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

আপনার মন্তব্য দেখে ভালো লাগলো

আকাশের ফটোগ্রাফি দেখতে আমার খুবই ভালো লাগে।আজ আপনি দারুন কয়েকটি ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু।আপনার তোলা প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে খুবই আকষণীয় লেগেছে।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

খুব সুন্দর মন্তব্য করেছেন।

আপনার ধারণা করা বিকেলের মুহূর্তের আকাশের চিত্র বেশি সুন্দর লাগছে। আকাশের সৌন্দর্য দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনার তোলা ফটো গুলো অনেক চমৎকার হয়েছে। মেঘলা আকাশ ও সূর্য অস্তের সময় আপনি ফটোগ্রাফি ধারণ করেছেন দেখে অনেক ভালো লাগলো। প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

আমার আকাশের চিত্র ধারণ করা আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।

ধন্যবাদ আপনাকে।