আমি জান্নাতুল ফেরদৌস, সবার সাথে আমার পরিচিতি শেয়ার করতে চাই

in hive-129948 •  3 years ago  (edited)

আসসালামু আলাইকুম স্টিমিট বন্ধুরা কেমন আছেন সবাই | আমার নাম জান্নাতুল ফেরদৌস | আমি আমার বাংলা ব্লগের একজন নতুন সদস্য | আমার স্টিমিট আইডি @jannatulfardous

IMG20211030182335.jpg

আমার দেশ বাংলাদেশ | আমি বাংলাদেশের ঢাকা বাড্ডাতে থাকি | আমি গুলশান মডেল স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি ও এইচ এস সি পাস করেছি ব্যবসায় শিক্ষা শাখায় | এবং এ কে এম রহমত উল্লাহ ইউনিভার্সিটি তে একাউন্টিং বিবিএ করেছি | বর্তমানে আমি কোন পড়াশোনা করছি না |

IMG20211003170336.jpg

আমি একজন হাউস ওয়াইফ | আমার একটি ছেলে আছে | স্বামী শ্বশুর-শাশুড়ি ননদ মিলে সবাই একসাথে থাকি |

GAEfbrzXaKwWSRepYWdgGOsgbKM.jpg

পাশাপাশি আমি একজন ফ্রিল্যান্সার ও ব্লগার | ফাইবার মার্কেটপ্লেস এ আমার একটি প্রফেশনাল অ্যাকাউন্ট আছে |এবং
আমার একটি ব্লগিং বাংলা সাইট আছে | আমার ব্লগ আরে আমি বিভিন্ন বিষয় বাংলায় লেখালেখি করি | যেমন ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, এসইও, বিভিন্ন রকম গল্প ইত্যাদি | ফাইবার মার্কেটপ্লেস এ আমি ফেসবুক মার্কেটিং, এসইও ইত্যাদি বিষয় সার্ভিস দিয়ে থাকে |

Snapchat-715083675.jpg

আমি ঘোরাঘুরি করতে পছন্দ করি | সময় পেলেই স্বামী ছেলে অথবা মাঝে মাঝে পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে বের হই | আমার বাংলা লেখালেখি করতে খুব ভাল লাগে | তাই আমি আমার বাংলা ব্লগ এর সাথে যুক্ত হতে চাই | আমার বাংলা ব্লগ আমি বিভিন্ন শিক্ষনীয় বিষয় আলোচনা করব এবং আমার ঘুরতে যাওয়ার মুহূর্ত গুলো সবার সাথে শেয়ার করব |

IMG20211003164221.jpg
|

আমি স্টিমিট আইডি ওপেন করার পর আমার বাংলা ব্লগ কমিউনিটি প্রথম পেজে দেখতে পাই | এবং এটি একটি বাংলা ব্লগ হওয়ার আমি এখানে জয়েন করি | আমি সবসময় এখানে অ্যাক্টিভ থাকার চেষ্টা করব | এবং প্রতিনিয়ত নতুন নতুন পোস্ট করব | গ্রুপের সব নিয়মকানুন মেনে চলবো | আমি যেহেতু নতুন তাই আশা করব সবাই আমাকে সাহায্য করবেন | যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে বলবেন সেটা শুদ্ধ করে নেওয়ার জন্য | আমি সবার সাপোর্ট কামনা করছি |

ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগের এডমিন কে, আমরা যারা বাংলায় লিখতে স্বাচ্ছন্দ্যবোধ করি তাদের জন্য এত সুন্দর একটি বাংলা কমিউনিটি তৈরি করার জন্য |

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

আপনি কার কাছ থেকে এই কমিউনিটি সম্বন্ধে জানতে পেরেছেন সেটা পোস্টে উল্লেখ করতে হবে। নয় তো আপনাকে ভেরিফাই করা হবে না।

ভাইয়া আমি তো আমার পোস্টে উল্লেখ করেছি, আমি কারো মাধ্যমে এই গ্রুপ সম্পর্কে জানে নি | স্টিমিট আইডি ওপেন করার পর এই আমি আমার বাংলা ব্লগ টি প্রথম পেজে দেখি এবং বাংলা ব্লক হওয়াতে আমি এখানে কাজ করতে আগ্রহী হই |

আমার বাংলা ব্লগে আপনাকে সুস্বাগতম।।আমার বাংলা ব্লগের সকল নিয়ম কানুন মেনে আমাদের সাথেই থাকবেন। আমরা আপনার সাথে আছি পাশে আছি।। শুভেচ্ছা অবিরাম।।

ধন্যবাদ আপু

আপনি খুব সুন্দর ভাবে আপনার পরিচয়টি দিয়েছেন। আপনাকে আমার বাংলা ব্লগে স্বাগতম। আপনার প্রতি শুভকামনা রইল

ধন্যবাদ

ধন্যবাদ

আপনার আর আমার নাম কিন্তু সেইম। আপনাকে আমার বাংলা ব্লগে স্বাগতম। আপনার জন্য অনেক অনেক শুভ কামনা রইলো আপু।

ধন্যবাদ

আপনি কার কাছ থেকে এই কমিউনিটি সম্বন্ধে জানতে পেরেছেন সেটা পোস্টে উল্লেখ করতে হবে।

লিখে দিয়েছি ভাইয়া

ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল ? এখানে ইনকাম হয় কিভাবে ? পোস্ট করার পর সেই পোষ্টের লাইক বা বোর্ডের উপর ? না অন্য কোন প্রসেস ?

আমাদের ডিসকোর্ড সার্ভারে যোগ দিন। আগামী ১ নভেম্বর থেকে আমাদের কমিউনিটির Abb school এর কার্যক্রম শুরু হচ্ছে। ক্লাস করুন সব শিখে যাবেন। ধন্যবাদ।

https://discord.gg/2JqMJgSNkF

ডিস্কোর্ড লিংক! জয়েন করুন!

আমার বাংলা ব্লগে আপনাকে সু-স্বাগতম। আমার বাংলা ব্লগের একজন নতুন সদস্য হিসেবে আপনাকে আমরা আমাদের নতুন বন্ধু হিসেবেই পাশে পেয়েছি। এটা আমাদের জন্য খুবই খুশির বিষয়। আর সবচেয়ে বড় কথা হলো একজন নতুন বন্ধু থেকে নতুন নতুন অনেক কিছু আশা করা যায়।আশাকরি আপনি আমাদেরকে নতুন নতুন উপহার দেবেন আমরা আছি আপনার পাশে।

আপু আপনি আমার বাংলা ব্লগ এর গাইডলাইন গুলো একটু ভালো করে ফলো করেন। আপনি ভালো কিছু করতে পারবেন। আর এত সুন্দর করে আমাদের সাথে পরিচিত পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ

আপু আপনার অনেক প্রতিভা রয়েছে আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারবো অন্যান্য বিষয় সম্পর্কে। আশা করছি আপনি কমিউনিটির সকল নিয়ম।কানুন মেনে সুন্দর কাজ উপহার দিবেন।

যুক্ত হবার জন্য স্বাগতম জানাই।

ধন্যবাদ

আমার বাংলা ব্লগে আপনাকে স্বাগতম। ফ্রিল্যান্সিং এর উপর আপনার দেখছি ভালো অভিজ্ঞতা আছে।

আমার বাংলা ব্লগ কমিউনিটির কিছু নিয়ম আছে সেগুলো অনুসরণ করে চলবেন। আপনার জন্য শুভকামনা। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।।

ধন্যবাদ

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনাকে স্বাগতম। আশা করছি কমিউনিটির সকল নিয়ম কারণ মেনে সুন্দরভাবে কাজ করবেন। আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ