আমার পোষ্ট গুলোর রিভিউ

in hive-129948 •  2 years ago 

আজ - ১৭ অগ্রহায়ণ | ১৪২৯ বঙ্গাব্দ | শুক্রবার | হেমন্তকাল |



আসসালামু ওয়ালাইকুম,আমি জীবন মাহমুদ, আমার ইউজার নাম @jibon47। বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালোই আছি মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন।


আজ আমি আপনাদের মাঝে আমার বিগত সপ্তারের কয়েকটি পোষ্ট রিভিউ শেয়ার করবো। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে।



  • প্রিয় কমিউনিটি,আমার বাংলা ব্লগ
  • কয়েকটি পোষ্ট রিভিউ
  • আজ ১৭ অগ্রহায়ণ, ১৪২৯ বঙ্গাব্দ
  • শুক্রবার


তো চলুন শুরু করা যাক...!


শুভ দুপুর সবাইকে.....!!


পোস্টের রিভিউ করতে এবং সেই সাথে অন্যদের পোস্ট রিভিউ দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। যদিও আমি সচরাচর আপনাদের মাঝে পোস্ট রিভিউ শেয়ার করে থাকি না । তবে আমি এখন থেকে আপনাদের মাঝে প্রতি সপ্তাহে চেষ্টা করব পোষ্ট রিভিউ শেয়ার করার জন্য। সেই ধারাবাহিকতা বজায় রেখে আজ আমি আপনাদের মাঝে আমার বিগত সপ্তাহের কয়েকটি পোস্ট রিভিউ নিয়ে উপস্থিত হয়েছে। এই পোস্ট রিভিউ আমি আপনাদের মাঝে শেয়ার করেছি যেন আপনারা একত্রে আমার বিগত সপ্তাহের পোস্টগুলো দেখতে পারেন। যাইহোক বেশি কথা আর বলবো না এখন আমি আপনাদের মাঝে সেই পোস্টগুলো শেয়ার করব আশা করছি আপনারা খুবই চমৎকার ভাবে উপভোগ করবেন।



IMG20220617013813-01.jpeg

পোস্টার ফটো তৈরিতেঃ-- @jibon47



প্রথম পোষ্ট

alone-513525_640.jpg

source

কবিতা:- মানব-মন বিষাক্ত

পোষ্টের লিংক


কবিতা লিখতে এবং পড়তে পছন্দ করে না এরকম মানুষকে কমই আছে ব্যক্তিগতভাবে আমি কবিতা লিখতে খুবই ভালোবাসি। যদিও আগে তেমন একটা কবিতা লিখতে পারতাম না কিন্তু বর্তমান সময়ে কমিউনিটিতে সকলেই অনেক সুন্দর সুন্দর কবিতা লেখে তাদের কবিতাগুলো আমি পড়তাম প্রতিনিয়ত। প্রতিনিয়ত কবিতা পড়তে পড়তে এখন নিজে নিজে মাঝে মাঝে কবিতা লেখার চেষ্টা করি সেই ধারাবাহিকতা বজায় রেখে আমি প্রতি সপ্তাহে আপনাদের মাঝে একটি করে কবিতা শেয়ার করি। গত সপ্তাহেও আমি আপনাদের মাঝে একটি কবিতা শেয়ার করেছিলাম যে কবিতাটি আপনারা সকলেই খুবই পছন্দ করেছিলেন এবং সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে অনুপ্রাণিত করেছিলেন। কবিতাটির নাম ছিল মানব মন বিষাক্ত। আসলে মানুষের জীবনের প্রিয় মানুষটা হুট করে চলে আসে প্রিয় মানুষটার ভালোলাগার সুন্দর মুহূর্তগুলো আমাদের কাছে খুবই ভালো লাগে। কিন্তু এই ভালোবাসার মানুষটা হঠাৎ করে আমাদের জীবন থেকে হারিয়ে যায় কোন রকম দ্বিধা ছাড়াই। যখন সেই মানুষটা আমাদের জীবন থেকে হারিয়ে যায় তখন মানব মনটা একদম বিষাক্ত হয়ে পড়ে বেঁচে থাকার ইচ্ছেটা হারিয়ে যায়। তবুও মানুষ বেঁচে থাকে শেষটা সুন্দর হবার আশায় কিন্তু শেষটা সুন্দর হবে কিনা এখন পর্যন্ত সেই মানুষটা জানে না। কাউকে ভালবেসে নিঃস্ব হবার থেকে একা একা জীবন অতিবাহিত করাই ভালো। এই কথাগুলোই সেই কবিতার মাধ্যমে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলাম।

দ্বিতীয় পোষ্ট

IMG_20221126_145139.jpg

ছবিঃ- ইউটিউব থেকে স্কিনশট নেওয়া।

source


"পিতা বনাম পূত্রগং"পর্বঃ-০৫ নাটক রিভিউ

পোষ্টের লিংক


নাটক আমার কাছে খুবই ভালো লাগে আমার কাছে সিনেমার থেকে নাটক দেখতে অনেক বেশি ভালো লাগে এবং আমি স্বাচ্ছন্দ্যবোধ করি। সিনেমা দেখতে অনেক বেশি সময় এবং ধৈর্যের প্রয়োজন হয় কিন্তু বর্তমান সময়ে অতটা ধৈর্য এবং সময় আমার কাছে নেই যার কারণে মাঝে মাঝে ইউটিউব থেকে নাটক দেখার চেষ্টা করি। youtube ঘাটাঘাটি করলে অনেক রকম নাটক দেখা যায় তবে বর্তমান সময়ের নাটক গুলো অনেক বেশি শিক্ষনীয়। বিশেষ করে ধারাবাহিক নাটকগুলো সব সময় শিক্ষনীয় হয়ে থাকে সেখানে শিক্ষনীয় বিষয় নিয়ে নাটক উপস্থাপন করা হয়। ধারাবাহিক নাটকগুলো যদি গ্রাম অঞ্চলে করা হয় তাহলে আরো বেশি সুন্দর হয় আমি যে নাটকটা আপনাদের মাঝে প্রতিনিয়ত শেয়ার করে যাচ্ছি সেই নাটকটা গ্রাম অঞ্চলের দৃশ্য। মূলত গ্রাম অঞ্চলের মানুষকে কেন্দ্র করে এই নাটকটা তৈরি গ্রামের অনেক মানুষ আছে যারা ছেলেদের পর্যাপ্ত পরিমাণ বয়স হওয়ার পরেও বিয়ে দিতে চায় না। কেন তারা বিয়ে দিতে চায় না এটা তারা নিজেই বোঝেনা তারা হয়তো ভাবে বিয়ে করলে সংসার নষ্ট হয়ে যাবে কিন্তু তারা হয়তো এটা জানে না যে বিয়ের মাধ্যমেই একটা সংসারের পূর্ণতা পায়। মূলত এই নাটকটিতে পাঁচ ভাইয়ের বিয়ে উপলক্ষ করেই নাটকটা প্রথমে তৈরি করা হয়েছে যদিও নাটকটা সম্পূর্ণ আপনাদের মাঝে এখন পর্যন্ত শেয়ার করতে পারেনি তবে প্রতিষ্ঠান সপ্তাহে একটি করে পর্ব তুলে ধরছি। নাটকটি শেষ অবধি আমি আপনাদের মাঝে তুলে ধরব আশা করছি আপনাদের সকলেরই খুবই ভালো লাগবে।

তৃতীয় পোষ্ট

face-4908263_640.png

source


আমরা মানুষ হিসেবে বড্ড বেমানান

পোষ্টের লিংক


আমরা মানুষ,আমরা সৃষ্টির সেরা জীব। আমরা সৃষ্টির সেরা জীব হয়েও আমরা এক এক সময় এমন কোন কাজ করে ফেলেছে কাজগুলো হয়তো সৃষ্টির সেরা জীব হয়ে করা উচিত নয়। এমন কিছু কাজ করে ফেলি যে কাজগুলো হয়তো কোন পশু প্রাণী করবে না আমরা মানুষ হিসেবে বড্ড বেমানান আমরা যেখানেই খাই সেখানেই থালা ফুটা করি গ্রাম অঞ্চলের এই ভাষাটি আসলে এখন অনেক বেশি কার্যকরী। আমরা মানুষকে ভালোবাসি শুধু নিজের স্বার্থ হাসিল করার উদ্দেশ্যে নিজের স্বার্থ যখন হাসিল হয়ে যায় তখন আমরা সেই মানুষকে কিভাবে ক্ষতি করা যায় সেই চিন্তায় ব্যস্ত হয়ে পড়ি। আমরা মানুষের ক্ষতি করার মাঝে এক পৈশাচিক আনন্দ পাই কিন্তু তারা হয়তো এটা জানে না যে মানুষকে ক্ষতি করলে সেই ক্ষতিটা নিজের কাধের উপর এসেই পড়ে। কমিউনিটিতে গত সপ্তাহে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনা আসলেই খুবই হৃদয়বি তারক এরকম ঘটনা কমিউনিটিতে ঘটবে এটা কখনোই আশা করা যায় না। আমি কখনোই ভাবেনি যে কমিউনিটি থেকে কোন ইউজার এরকম অ্যাডমিন মডারেটরদের অপমান করবে এটা আমি ভাবা তো দূরের কথা কখনো কল্পনাও করিনি ।আসলে আমাদের কাছ থেকে তারা এরকম কোন কিছু কখনোই আশা করেনা। যদিও সকলের মন মানসিকতা এক রকম নয় আমরা মানুষ হিসেবে আসলেই বড্ড মেয়ে বানান মানুষ হিসেবে আমরা মানুষকে সম্মান করতে জানিনা। আমরা নিজেকেই সম্মান করতে জানি না তাহলে আমরা অন্যকে কিভাবে সম্মান করবো নিজেকে সম্মান করতে জানলে নিজের ব্যক্তিত্বের পরিচয়টা ঊর্ধ্বে রাখতে জানলে আমরা হয়তোবা অন্যকে সম্মান করতে বা অন্যের সম্মানটা ঊর্ধ্বে রাখতে শিখতাম। আমাদের মন মানসিকতা নিচু যার কারণে হয়তো এরকম একটা পরিস্থিতির মধ্যে আমাদের যেতে হচ্ছে আশা করছি সামনের দিনগুলো আমাদের অনেক বেশি ভালো হবে। আমাদের সকলের ভালোবাসা একত্র করে আমরা আমাদের এই কমিউনিটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।

চতুর্থ পোষ্ট

Picsart_22-11-29_13-02-54-638.jpg

মজাদার বাটা মাছের ঝোল রেসিপি
আলু বেগুন এবং মুলা দিয়ে বাটা মাছের ঝোল রেসিপি

পোষ্টের লিংক


যদিও আমি আপনাদের মাঝে তেমন একটা রেসিপি শেয়ার করি না। রেসিপি শেয়ার করি না এজন্য কারণ এখন তো আর বাসায় থাকা হয়ে ওঠে না লেখাপড়ার কারণে বাসার বাহিরেই বেশি সময় থাকতে হয়। যদিও কিছুদিনের জন্য বাসায় এসেছি তাই ভাবলাম যে যেহেতু বাসায় চলে এসেছি আর অনেকদিন যাবত রেসিপি শেয়ার করা হয়ে ওঠে না তাই কয়েকটি রেসিপি আপনাদের মাঝে তুলে ধরি সেই ধারাবাহিকতা বজায় রেখেই এই রেসিপি পোস্ট করেছিলাম। বাসায় এসে অনেক মজাদার মজাদার রেসিপি খাওয়া হচ্ছে প্রতিদিনই। এইতো কদিন আগে আমি আপনাদের মাঝে মজাদার একটি বাটা মাছের ঝোল রেসিপি শেয়ার করেছিলাম ব্যক্তিগতভাবে বাটা মাছ আমি অনেক বেশি পছন্দ করি। আমি মনে করি বাটা আমার পছন্দ করেনা এরকম মানুষ খুব কমই আছে বিশেষ করে এই বাটা মাছের যদি চচ্চড়ি রান্না করা হয় তাহলে খেতে আরো বেশি সুস্বাদু লাগে। সেদিনের সেই রেসিপিটি অনেক বেশি সুস্বাদু এবং লোভনীয় ছিল খেতে খুবই সুস্বাদু লেগেছিল পরিবারের সকলে মিলে উপভোগ করেছিলাম। চাইলে আপনারাও এরকম ভাবে রেসিপি তৈরি করে খেতে পারেন দেখবেন খুবই সুস্বাদু লাগবে। আমি চেষ্টা করে যাবো বাসায় যতদিন থাকি একটি করে রেসিপি আপনাদের মাঝে প্রতি সপ্তাহে উপস্থাপন করার জন্য। কমিউনিটি থেকে আমরা অনেক অনেক মজাদার মজাদার রেসিপি ও উপহার পাই সেই ধারাবাহিকতা থেকে চেষ্টা করে যাবো মজাদার এবং ইউনিক ধরনের রেসিপি আপনাদের মাঝে শেয়ার করার।



আমার পোষ্ট দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমি আশা করিছি আপনারা সবাই আমার পোষ্ট উপভোগ করবেন এবং আপনারা সবাই আমাকে অনুপ্রাণিত করবেন

পোষ্টের বিবরণ
বিভাগপোষ্ট রিভিউ
ডিভাইজRealme 6i
বিষয়আমার বিগত সপ্তাহের কয়েকটি পোষ্টের রিভিউ।
পোষ্টের কারিগর@jibon47
অবস্থানsource

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

এভাবেই প্রতিনিয়ত সাপোর্ট করে যাবেন বলে আশা রাখি।

আপনি ভাইয়া বেশ কিছু পোস্টের রিভিউ দিলেন। একসাথে অনেক পোস্ট দেখলে ভালোই লাগে।আপনি রেসিপি,জেনারেল পোস্ট, কবিতা,নাটকের রিভিউ দিলেন। এজন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

আমি শুধুমাত্র এই পোষ্টের মাধ্যমে আমার বিগত সপ্তাহের পোস্টগুলো আপনাদের মাঝে তুলে ধরেছি যাতে করে আপনারা নতুন করে আবার এই পোস্ট গুলো দেখতে পারেন। ধন্যবাদ আপনাকে।

বিগত সপ্তাহে আপনি কবিতা, নাটক, রেসিপি ও জেনারেল, বিভিন্ন ধরনের পোস্ট করেছেন আপনি ভাইয়া। সবগুলো পোষ্ট একসাথে দেখে বেশ ভালো লাগছে। যদিও পোস্টগুলো আগে দেখা হয়নি আজ একসাথে দেখলাম।

আমি প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি প্রতি সপ্তাহে ভিন্ন ভিন্ন পোষ্টের মাধ্যমে নিজের এনগেজমেন্ট বৃদ্ধি করা যায়। আমার এই পোস্টগুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম, মন্তব্যের জন্য ধন্যবাদ।

একদম ভালো একটি কাজ করেছেন ভাই। আমরা যারা দুই একটা পোস্ট অনেক সময় মিস দিয়ে ফেলি সেগুলো রিভিউ আকারে তুলে ধরলে, আবার পুনরায় দেখার সুযোগ হয়ে ওঠে। ধন্যবাদ আপনাকে আপনার পোস্টগুলোর রিভিউ আমাদের মাঝে তুলে ধরার জন্য।

কিছু কিছু সময় হয়তো পোস্ট মিস হয়ে যায় যার কারণে অনেকেই পোস্টগুলো দেখতে পারে না কিন্তু রিভিউ আকারে যদি আবার শেয়ার করা যায় তাহলে অনেকেই সেই পোস্টগুলো আবার নতুন করে দেখতে পারে। যার কারনেই আমার এই উদ্যোগ ,আপনার গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ।

প্রতি সপ্তাহের পোস্টগুলো যদি রিভিউ আকার তুলে ধরা হয়, এটার একটা সুবিধা রয়েছে। বিশেষ করে নিজের পোস্টগুলো একটা জায়গাতে সমাবেত করা যায়। ধন্যবাদ আপনাকে আপনার পোস্টগুলো রিভিউ আকারে তুলে ধরার জন্য।

আমি মূলত পোস্টগুলো একত্রে রাখার উদ্দেশ্যেই এই পোস্ট রিভিউ শেয়ার করে থেকেই প্রতি সপ্তাহে যাতে করে বিগত সপ্তাহের পোস্টগুলো একত্রে এক জায়গায় থাকে। আপনি আমার মনের অবস্থাটা বুঝতে পেরেছেন । গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপু।