আজ - ০৬ আশ্বিন | ১৪২৮ বঙ্গাব্দ | মঙ্গলবার | শরৎকাল|
আসসালামু ওয়ালাইকুম,আমি জীবন মাহমুদ, আমার ইউজার নাম @jibon47। বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালোই আছি মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন।
- আজকের দিন
- আজ ০৬ষ্ঠ আশ্বিন , ১৪২৮
- মঙ্গলবার
তো চলুন শুরু করা যাক
শুভ সন্ধ্যা সবাইকে
আলহামদুলিল্লাহ, আল্লাহ অশেষ রহমতে এবং আল্লাহর ইচ্ছায় আর একটি সকাল উপভোগ এবং দেখার ভাগ্য হলো। এই জন্যে সেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদাই করছি,আজ আমি আপনাদের সামনে আমার সারাদিন এর ব্যাস্ততাময় কর্মময় দিন উপস্থাপন করবো
আসসালামুওয়ালাইকুম, সবাই কেমন আছেন..?আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালোই আছি।
আমি ভোর ০৬ঃ০০ টায় ঘুম থেকে জেগে উঠি।
তারপরে আমি ওয়াশরুমে যাই, ওয়াশরুমে গিয়ে আমি ফ্রেশ হই এবং দাঁত ব্রাশ করি। তারপরে টিউবওয়েল থেকে ওযু করি ফজরের সলাত আদাই করার জন্যে। ওযু শেষ করে আমি আমার রুমে চলে আসি, রুমে এসে আমি জামা-কাপড় পরিধান করে সলাত শেষ করে,আমি বাইরে যাই কিছুক্ষণ হাঁটাহাঁটি করি। তারপর রুমে এসে কিছুক্ষণ বসে থাকি ফোন চালাই স্টিমে যাই এবং এক এক করে নোটিফিকেশন দেখি,তাপরে আমি লেখাপড়ায় মনোনিবেশ করি। ভোর ৭ঃ০০ টা থেকে ৮ঃ৩০ পর্যন্ত লেখাপড়া চালিয়ে যাই। তারপরে মেসের খালা এসে খাবার দিয়ে যায়। আমি ৮ঃ৪৫ থেকে ৯ঃ০০ মধ্যে সকালের খাবার খাই। তারপরে কিছুক্ষণ বিশ্রাম করি।
বিশ্রাম করতে করতে কিছু সময় ঘুমাই ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হই তারপরে দোকানে যাই এবং কিছু খাবার কিনে নিয়ে আসি তারপরে কিছু খাবার খাই। মেসে খালা চলে আসে দুপুরে রান্না করার জন্য। রুমে এসে খালাকে ডিম দিয়ে সব কিছু বোঝায়ে দিই। দুপুরে কয়টা মিল হবে তা কি রান্না করতে হবে সব কিছু বুঝিয়ে আমি আমার রুমে চলে আসি। রুমে এসে আমি শুয়ে থাকি আবার মাঝেমাঝে বই পড়ি। যেহেতু কলেজ পরিক্ষা কিছু দিন পরে তাই কলেজে যাওয়ার তারাহুরো নেই। তারপরে আমি গোসল করার জন্যে টিউবওয়েল এর উদ্দেশ্য যাই, টিউবওয়েল থেকে গোসল শেষ করে আমি আমার রুমে যাই এবং পোশাক চেঞ্জ করি। তারপরে আমি কিছু খাবার খাই। খাবার খাওয়া শেষ করে আমি আমার রুমে যাই এবং বিশ্রাম করি আবার মাঝেমধ্যে গান শুনি ফেসবুক চালাই। এভাবে ১২ঃ৫০ টা পর্যন্ত চলতে থাকে।
তারপর যোহরের আযান হয় আমি ওযু করে নামাজ পরার উদ্দেশ্য মসজিদে যাই এবং যোহরের সলাত আদাই করি। নামাজ শেষে আমি রুমে চলে আসি।কাল রাতে ব্যাস্ত থাকার কারনে লেখাপড়া ভালো হয় নাই তাই ঠিক করি আমি আজ দুপুরে ঘুমাবো না যেই কথা সেই কাজ না ঘুমিয়ে আমি দুপুর ২ঃ১৫ থেকে ঠিক ৩ঃ১৫ পর্যন্ত হিট ট্রিটমেন্ট অব মেটাল এর অংক গুলো সমাধান করি।
হঠাৎ এক ভাই আমাকে ফোন দেয় একটি হাসপাতালে যাওয়ার জন্যে, আমি তারাতাড়ি করে পোশাক পরিবর্তন করে মেস থেকে রওনা হই হাসপাতালে এর উদ্দেশ্য, সেখানে গিয়ে তার সাথে কিছুক্ষণ বসে থাকি, তার সাথে অনেক ক্ষন গল্প করি বেশ ভালোই লাগছিল। কাজ শেষ করে আমি আমার মেসে চলে আসি, এবং ওযু করি আসরের নামাজ আদাই করার জন্যে, কিছুক্ষণ পরে আসরের আযান হয় আমি নামাজ পড়ার জন্যে মসজিদে যাই ।
নামাজ শেষ করে আমি আমার মেসের পাশে ছোট বাচ্চারা খেলাধুলা করে, আমি কিছুক্ষণ খেলা দেখি। তারপরে খেলা দেখা শেষে মাগরিবের নামাজ আদাই করি এবং রুমে চলে আসি এবং কিছু শুকনো খাবার খাই। তারপরে কিছু সময় বিশ্রাম নিই,বিশ্রাম শেষ করে লেখাপড়া শুরু করি। মাঝে এশার নামাজ আদাই করার জন্যে মসজিদে যাই। নামাজ শেষ করে আমি রাতের খাবার খাই। খাবার খেয়ে মেসের সবার সাথে একটু আড্ডা দেই।
- অবস্থানঃ-https://w3w.co/farm.merrily.hosted
তারপরে আমি ৯ঃ০০ টায় আবার পড়তে বসি, মাঝেমধ্যে দু একটা গান শুনি রুমমেট এর সাথে গল্প করি। এভাবেই চলতে থাকে। পড়াশোনা শেষ করি ১২ঃ০০ টায়। তারপরে আমি ১২ঃ৩০ সময় বেডে যাই ঘুমানোর জন্যে। ঘুমানর আগে ডিসকোর্ড এ সবার সাথে কিছুসময় কথা বলি তারপরে ১২ঃ৪৫ সময় চোখে ঘুম চলে আসে এবং ১ঃ০০ টায় আমি ঘুমিয়ে যাই।
আসলে আপনার দিনটি অনেক সুন্দর ছিল অনেক ব্যস্ততার মাঝে দিনটি কাটিয়েছেন আশা করি আপনি যেন এভাবে ভালো সময় কাটাতে পারেন এবং আপনার জন্য শুভকামনা রইল
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার কর্মব্যাস্ত দিনটি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।এরকম কর্ম ব্যাস্ত দিনের মধ্যে আপনি সময় বের করে অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন।অনেক ধন্যবাদ আপনাকে আপনার পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।শুভ কামনা রইলো আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit