আজ--১৯ ভাদ্র| ১৪৩১ বঙ্গাব্দ | মঙ্গলবার | শরৎকাল |
আসসালামু ওয়ালাইকুম,আমি জীবন মাহমুদ, আমার ইউজার নাম @jibon47। বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালোই আছি মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার বাংলা ব্লগ কমিউনিটি এখন জনপ্রিয় কয়েকটি কমিউনিটির মধ্যে একটি। এটা ভাবতেই আমার অনেক বেশি ভালো লাগে,সেই সাথে আমি সত্যিই অনেক বেশি গর্বিত আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন সদস্য হয়ে।
- আমার বাংলা ব্লগ কমিউনিটি
- সুন্দর ফটোগ্রাফি
- আজ--১৯শ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
- মঙ্গলবার
তো চলুন শুরু করা যাক...!
শুভ সন্ধ্যা সবাইকে.....!!
বর্তমান সময়ের ফটোগ্রাফি করাটা যেন সকলের নেশা হয়ে গিয়েছে। কমিউনিটিতে এখন প্রায় সকলেই অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করছে যে ফটোগ্রাফি গুলো সত্যি অনেক বেশি সুন্দর এবং মনোমুগ্ধকর হয়। আমিও প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি সুন্দর সুন্দর ফটোগ্রাফির মাধ্যমে নিজের ক্রিয়েটিভিটি কে তুলে ধরার। যদিও তেমন একটা ভালো ফটোগ্রাফি করে না তবে প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি সুন্দর ফটোগ্রাফি করার। আমি আজকে আপনাদের মাঝে যে ফটোগ্রাফি গুলো শেয়ার করবো সেই ফটোগ্রাফি গুলো মূলত বিভিন্ন জায়গা থেকে আমি তুলেছিলাম। বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের ফটোগ্রাফি করতে আমার অনেক বেশি ভালো লাগে। প্রতিনিয়ত আমি চেষ্টা করে যাব সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার।
সত্যি বলতে আমি সবসময়ই প্রকৃতির ফটোগ্রাফি করতে অনেক বেশি ভালোবাসি, বলতে পারেন আমি একজন প্রকৃতিপ্রেমী মানুষ সময় পেলেই চলে যাই প্রকৃতির সান্নিধ্যে। আর প্রকৃতি যে কতটা সুন্দর সেটা প্রকৃতির সান্নিধ্যে না গেলে কেউ কখনো বুঝতে পারে না, সব মিলিয়ে আমি চেষ্টা করেছি প্রতিটি ফটোগ্রাফি দারুন ভাবে ক্যাপচার করার,আশা করছি আপনাদের সকলের অনেক বেশি ভালো লাগবে।
ফটোগ্রাফি--০১
পেঁপে ফুলের ফটোগ্রাফি |
Location |
Device :realme 6i |
Photo Edit:Snapped |
পেঁপে ধরার আগে পেঁপে গাছ আছে অনেক সুন্দর একটা ফুলের সৃষ্টি হয়। আর এই ভুল থেকেই মূলত পেঁপের জন্ম হয় এটা হয়তোবা আপনারা অনেকেই জানেন। কিন্তু এই ফুলের সৌন্দর্য কি কখনো উপভোগ করেছেন বা খুব কাছ থেকে কি এই ভুল দেখেছেন অনেকেই হয়তোবা দেখেছেন তবে আমি আগে খুব একটা বেশি এই ফুলের সৌন্দর্য দেখিনি কিছুদিন আগেই এরকম সৌন্দর্য দেখেছি। বিকেল বেলা হঠাৎ করেই আমাদের বাসার পাশে নিজেদের জমিতে গিয়েছিলাম সেখানে গিয়ে দেখি যে একটা পেপে গাছ লাগানো হয়েছে যদিও পেঁপে গাছটা খুব একটা বেশি বড় নয় ছোট্ট একটা গাছে অনেক পেঁপে ফুলের সাজ এসেছে। মনে হচ্ছিল যেন যখন এই পেঁপে গাছে ধরবে তখন গাছটাই ভেঙ্গে যাবে। প্রত্যেকটা ডগা থেকে একটা করে ফুলের সৃষ্টি হয়েছে দৃশ্যটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল আর গাছটা অনেক বেশি সবুজ এবং টাটকা মনে হচ্ছিল মনেই হচ্ছিল যে এই গাছটা প্রতিনিয়ত পরিচর্যা করা হয় এরকম দৃশ্য দেখে কয়েকটা ফটোগ্রাফি করেছিলাম।
ফটোগ্রাফি--০২
শেষ বিকেলের সূর্যের ফটোগ্রাফি |
Location |
Device :realme 6i |
Photo Edit:Snapped |
প্রচন্ড রোদ্রের তাপে আমরা সূর্যের দিকে তাকাতে পারি না কিন্তু এই সূর্য যখন পশ্চিম আকাশে হেরে যায় তখন কিন্তু আমরা অনেকেই সেই সূর্যের দিকে তাকিয়ে সূর্যের সৌন্দর্য উপভোগ করি। সূর্য যখন পশ্চিম আকাশে হেরে যায় তখন প্রকৃতির সাজে তার নিজস্ব একটা রূপ নিয়ে চারিদিকে কেমন যেন একটা নীরবতা কাজ করে আর যখন সূর্য রক্তাক্ত বর্ণ ধারণ করে সেই দৃশ্যটা আরো বেশি সুন্দর। আর এইরকম দৃশ্য যদি আপনি নদীর পাড়ে দাঁড়িয়ে অথবা সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে উপভোগ করতে পারেন তাহলে দেখবেন নিজের কাছে কতটা ভালো লাগা কাজ করছে যা হয়তো কখনো কোন ভাবে বর্ণনা করা সম্ভব নয়। এমন অনেক মানুষ আছে যারা প্রকৃতি অনেক বেশি ভালোবাসে সত্যি বলতে আমি প্রকৃতি প্রেমী একজন মানুষ সবসময়ই প্রকৃতি শান্তিতে গিয়ে সময় কাটাতে অনেক বেশি ভালোবাসি। এরকমই এক সূর্যাস্তের সময় নদীর পাড়ে দাঁড়িয়ে এরকম একটা দৃশ্য দেখেছিলাম।
ফটোগ্রাফি--০৩
মেঘলা দিনের ফটোগ্রাফি |
Location |
Device :realme 6i |
Photo Edit:Snapped |
রৌদ্রের ঝলমলে দিন আমরা অনেকেই পছন্দ করি আবার অনেকেই আছি যারা কিনা একটু মেঘলা মেঘলা টাইপের প্রকৃতি অনেক বেশি ভালোবাসে। আমার কাছে রৌদ্রের ঝলমলে দিনের থেকে একটু মেঘলা মেঘলা দিনটা অনেক বেশি খুব ভালো লাগে। বিশেষ করে এই মেঘলা দিনে যদি নদীর পাড়ে গিয়ে নৌকা নিয়ে একটু ভাসা যায় তাহলে হয়তোবা আরো বেশি ভালো লাগবে সবসময়। যারা ছোটবেলা থেকেই গ্রাম অঞ্চলে বড় হয়েছেন একমাত্র তারাই হয়তোবা নদীর পাড়ে গিয়ে মেঘলা দিনে মাঝে মাঝে সময় অতিবাহিত করেছে আকাশে যখন চারিদিকে মেঘ পুচকুচে কালো বর্ণ ধারণ করে তখন নদীর পাড়ে গিয়ে যখন আপনি দাঁড়াবেন দেখবেন যে নদী থেকে বয়ে আসা পূবালী বাতাস আপনার গায়ে এসে যখন লাগছে তখন মনে হচ্ছে যে রাজ্যের যত ক্লান্তি সব দূর হয়ে যাচ্ছে নিমিষেই। আর এই অনুভূতিটা আপনি কোনোভাবেই বর্ণনা করে কাউকে বোঝাতে পারবেন। এরকমই একটা অনুভূতি আমার মাঝে এখন পর্যন্ত নিহিত।
ফটোগ্রাফি--০৪
কাঁটাযুক্ত গাছের ফটোগ্রাফি |
Location |
Device :realme 6i |
Photo Edit:Snapped |
এই কাটার গাছের সঙ্গে আপনারা হয়তোবা ছোটবেলা থেকেই অনেক বেশি পরিচিত কারণ ছোটবেলায় এই কাটার গাছ নিয়ে যে আমরা কতটা খেলাধুলা করেছি সেটা হয়তোবা বর্ণনা করে বোঝানো সম্ভব নয়। আমার মনে হয় প্রত্যেকের জীবনে এই কাটার গাছ নিয়ে কোনো না কোনো স্মৃতি রয়েছে ছোটবেলায় এই গাছ থেকে এই কাঁটাগুলো তুলে অন্যের চুলের সঙ্গে লাগিয়ে দিতাম। যখনই অন্যের চুলের সঙ্গে এটা লেগে যেত তখন এটা চুল থেকে ছাড়াতে অনেক বেশি কষ্ট হয়ে যায় এরকমই এক আনন্দে মেতেছিলাম কিছুদিন আগে। ভাই ব্রাদার কয়েকদিন আগে নদীর পাড়ে ঘুরতে গিয়ে এই কাটার গাছ দেখে সেখান থেকে ছিড়ে ছিড়ে একে অন্যের গায়ে ছুড়ে মারছিলাম আমার চুল বড় থাকার কারণে অনেকেই আমার চুলের উপর টার্গেট করে চুলের সঙ্গে অনেকগুলো লাগিয়ে দিয়েছিল যদিও সেগুলো খুলতে অনেক বেশি সময় লেগেছিল এবং আমার অনেক চুল উঠে গিয়েছিল খুবই খারাপ লেগেছিল সেই সময়টাতে তবে পুরো ব্যাপারটা এনজয় করেছি।
ফটোগ্রাফি--০৫
গোলাপ ফুলের ফটোগ্রাফি |
Location |
Device :realme 6i |
Photo Edit:Snapped |
গোলাপ ফুল পছন্দ করে না এরকম মানুষ খুব কমই আছে ব্যক্তিগতভাবে আমি গোলাপ ফুল অনেক বেশি পছন্দ করি তবে সবথেকে বেশি পছন্দ আমার রজনীগন্ধা। তবে গোলাপকে ভালোবাসার প্রতীক হিসেবেই ব্যবহার করা হয় গোলাপ ফুল নষ্ট হয়ে গেলেও সেটা হয়তোবা ভালোবাসার প্রতীক হিসেবেই থেকে যায়। আপনারা অনেকেই জানেন যে গোলাপ ফুল যখন ফোটে আর তখন যদি গোলাপ ফুলের উপর বৃষ্টির ফোঁটা পড়ে তাহলে কিছুদিনের মধ্যেই গোলাপ ফুলের ডগার মধ্যে পানি প্রবেশ করার কারণে গোলাপ ফুলটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় ঠিক এরকম একটা গোলাপ ফুল আপনারা এই ছবিতে দেখতে পাচ্ছেন। এটা হতে পারে বৃষ্টির পানির ফোটা ডগার মধ্যে প্রবেশ করাতে এটা নষ্ট হয়ে যাচ্ছে অথবা অনেকদিন ধরে এই ফুলটা গাছের সঙ্গে ধরে আছে এখন হয়তোবা পাপড়িগুলো ধরে যাবার সময় এসেছে যার কারণেই ফুলটা কিছুটা নিস্তেজ হয়ে গিয়েছে।
ফটোগ্রাফি--০৬
নদীতে নৌকা দিয়ে মাছ ধরার ফটোগ্রাফি |
Location |
Device :realme 6i |
Photo Edit:Snapped |
আপনারা কি কেউ কখনো মাছ ধরার নৌকায় উঠেছেন..?? ছোটবেলায় আমি অনেক মাছ ধরা নৌকায় উঠেছি কারণ আমার ফুফার অনেক বড় বড় দুটো মাছ ধরার নৌকা ছিল। মাঝে মাঝে আমি সেই নৌকাতে গিয়ে বসে থাকতাম এবং অন্যরা কিভাবে মাছ ধরত সেটা নৌকাতে বসে বসে দেখতাম এই বিশ্বটা আমার কাছে অনেক বেশি ভালো লাগতো। বিশেষ করে নদীতে জাল ফেলে সেই জাল টেনে যখন আবার নৌকাতে উঠানো হতো তখন পানির মধ্যে থাকা মাছগুলো এদিকে ওদিকে লাফালাফি দিত জাল থেকে বের হওয়ার জন্য এই দৃশ্যটা আমার কাছে এতটা বেশি ভালো লাগতো যে বলে বোঝাতে পারবো না। অনেকদিন আগে নদীর পাড়ে গিয়েই এরকম একটা দৃশ্য দেখেছিলাম যে নদীতে জাল ফেলে এখন তারা সেই জাল আবার টেনে টেনে তুলবে মাছ ধরার জন্য। বিষয়টা দেখেই ফটোগ্রাফি করেছিলাম সেই সাথে নদীতে ভেসে থাকা এরকম নৌকার দৃশ্য দেখতেও সুন্দর লাগে।
ফটোগ্রাফি--০৭
অচেনা ফুলের ফটোগ্রাফি |
Location |
Device :realme 6i |
Photo Edit:Snapped |
পৃথিবীতে অনেক ধরনের ফুল রয়েছে তবে সত্যি বলতে আমি সব ফুলের নাম খুব একটা বেশি জানি না হাতেগোনা কয়েকটা ফুলের নাম জানি। উপরের ছবিতে আপনারা যে ফুলটা দেখতে পাচ্ছেন এই ফুলটা দেখতে অনেকটাই সুন্দর তবে এই ফুলের নাম আমি জানিনা এই ফুলের ফটোগ্রাফিটা আমি কোন একটা জায়গা থেকে করেছিলাম তবে আমার সঠিক মনে নেই। তবে এটা মনে আছে যে এই ফুল গাছের নিচে দাঁড়িয়ে আমি অনেকগুলো ফটোগ্রাফি করেছিলাম। ফুলটা দেখতে আসলেই অনেক বেশি সুন্দর বিশেষ করে আমার মনে হয় বাড়ির আঙিনায় অথবা বাড়ির গেটে যদি এরকম একটা ফুল গাছ লাগানো থাকে তাহলে শোভা বর্ধনে অনেকটাই কাজে লাগবে। এরকম দৃশ্য বারবার দেখতে মন চায় ফুল সেটা যেমনই হোক না কেন সেটা সবসময়ই গাছের সাথেই সুন্দর গাছ থেকে যখন ছিড়ে ফেলা হয় তখন সেই ফুলের সৌন্দর্যটা আর থাকে না। এখানে আমি ছবিতে ফুলটাকে কিছুটা দূরে রেখে ফুলের পাতার সৌন্দর্যটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি।
আমার পোষ্ট দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আশা করছি আপনাদের কাছে আমার এই পোস্ট খুবই ভালো লেগেছে। আমার এই পোস্ট পরে সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে অনুপ্রাণিত করবেন বলে আশা রাখি। আপনার সুন্দর মন্তব্যই আমার কাজ করার অনুপ্রেরণা
বিভাগ | ফটোগ্রাফি |
---|---|
বিষয় | আমার বেস্ট ফটোগ্রাফি পর্ব-৩৭ |
পোস্ট এর কারিগর | @jibon47 |
অবস্থান | [সংযুক্তি]source |
আমি জীবন মাহমুদ, আমার ইউজার নেম @jibon47। আমি মাতৃভাষা এবং মাতৃভূমিকে অনেক বেশি ভালোবাসি। আব্বু আম্মু আর ছোট বোনকে নিয়েই আমার পরিবার। এই তিনজন মানুষকে কেন্দ্র করেই আমার পৃথিবী।একসাথে সবাইকে খুশি করা তো সম্ভব নয়, তারপরও আমি চেষ্টা করি পরিবারের সবাইকে খুশি রাখার। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে।আমি বর্তমানে সোনারগাঁও ইউনিভার্সিটিতে মেকানিক্যাল ডিপার্টমেন্ট থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং লেখাপড়া করছি। আমি গান গাইতে, কবিতা লিখতে, এবং ভাই ব্রাদারের সঙ্গে ঘোরাঘুরি করতে অনেক বেশি ভালোবাসি। সত্যি বলতে আমি প্রচন্ড রকমের অভিমানী, হতে পারে এটা আমার একটা বদ অভ্যাস। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব,"আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, পরিশ্রম সফলতার চাবিকাঠি।
@jibon47
VOTE @bangla.witness as witness
OR
আপনি প্রতিনিয়ত এই সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন।
আজকের ফটোগ্রাফি গুলো ও তেমন সুন্দর ছিল বিশেষ করে শেষ বিকেলের সূর্যাস্ত নদী কেন্দ্রিক ফটোগ্রাফি গুলো অসাধারণ।
সেই সাথে সুন্দর কথা তুলে ধরেছেন ফটোগ্রাফি গুলো সম্পর্কে। শুভেচ্ছা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে ভাইয়া। এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখে অনেক ভালো লাগলো। এই ধরনের ফটোগ্রাফি গুলো দেখতে অনেক ভালো লাগে। গ্রামের দিকে গেলে এই সুন্দর ফটোগ্রাফি গুলো করা যায়। দারুন হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দারুণ ফটোগ্রাফি উপহার দিলেন আপনি আজকে। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো সব সময় বেস্ট হয়ে থাকে। বিভিন্ন ক্যাটাগরির ফটোগ্রাফি দেখতে খুবই ভালো লাগলো। ফটোগ্রাফির সাথে বর্ণনা অসাধারণ ছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চমৎকার, দুর্দান্ত, অসাধারণ সব ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া। প্রত্যেকটা ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে। বিশেষ করে সূর্য অস্তের ফটোগ্রাফি আমার কাছে বেশি ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে ভাইয়া।আপনি সব সময় দারুন সব ফটোগ্রাফি শেয়ার করেন।আজকের সবগুলো ফটোগ্রাফি দারুন লেগেছে আমার কাছে। সুন্দর বর্ননা তুলে ধরেছেন এজন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া প্রকৃতির সৌন্দর্যের খুব সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। প্রকৃতির সৌন্দর্য দেখতে সবসময়ই ভালো লাগে। প্রকৃতি থেকে তুলা ফটোগ্রাফি গুলো দেখলে মুগ্ধ হয়ে যাই। আপনার প্রতিটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। আমার কাছে তো সবগুলোই ভালো লেগেছে। আপনার প্রতিটা ফটোগ্রাফি একদম ক্লিয়ার হয়েছে যার জন্য দেখতে আরও বেশি ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া এত চমৎকার সব ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কমিউনিটির নির্দেশনা অনুযায়ী আমার বাংলা ব্লগের নেটিভ কয়েন $PUSS কিনতে হবে মিনিয়াম 5000, না হলে এখন হতে পোষ্ট নমিনেশনে যাবে না। ইতিপূর্বে কয়েকবার এই বিষয়ে ঘোষণা দেয়া হয়েছে কিন্তু আপনারা কেউ কথা শুনেন না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ছবিগুলো খুবই সুন্দর এবং মন ভালো করার মত। বিশেষ করে নদীতে নৌকার ছবিটা আমার বেশি ভালো লেগেছে। কাটাওয়ালা ফুলের ব্যাকগ্রাউন্ডটাও ভালো লেগেছে অনেক। সুন্দর কিছু ছবি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রকৃতির অপরূপ সৌন্দর্যময় দৃশ্যগুলো আপনি এত সুন্দর ভাবে ক্যামেরা বন্দি করেছেন দেখেই তো আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রত্যেকটা দৃশ্য একেবারে মনোমুগ্ধকর ছিল, যা দেখে আমি জাস্ট মুগ্ধ হলাম। আপনি সবসময় অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেন। এরকম সুন্দর ফটোগ্রাফি দেখলে আর চোখ ফেরাতে ইচ্ছে করে না। আমার কাছে আপনার ২ এবং ৩ নাম্বার ফটোগ্রাফি বেশি ভালো লেগেছে। এত সুন্দর বর্ণনার মাধ্যমে ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন দেখে আমার কাছে একটু বেশি ভালো লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ আপনি আজকে আমাদের মাঝে বেশ কিছু চমৎকার ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। এমনিতেই যে কোন ধরনের ফটোগ্রাফি আমি বেশ পছন্দ করি। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে পেঁপে ফুলের ফটোগ্রাফি। ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে প্রকৃতির ফটোগ্রাফি দেখতে এবং ক্যাপচার করতে আমার কাছেও ভীষণ ভালো লাগে। আপনি আজকে দারুণ দারুণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন। সব গুলো ফটোগ্রাফি দেখে মুগ্ধ হলাম ভাই। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আপনি তো আজকে দারুন দারুন ফটোগ্রাফি করেছেন। সত্যি আপনার প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লাগলো। শেষ বিকেলে সূর্যের ফটোগ্রাফি টা দারুন হয়েছে। প্রকৃতি এমনিতেই সুন্দর তারপরে আমরা যদি প্রকৃতির সৌন্দর্য টাকে ফটোগ্রাফির মাধ্যমে ধারণ করে অন্য সময় দেখি তাহলে আরো বেশি ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই , আপনার শেয়ার করা এলোমেলো এই ফটোগ্রাফি গুলো দেখে আমি জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। প্রত্যেকটি ফটোগ্রাফি জাস্ট অসাধারণ হয়েছে। তবে বিশেষভাবে বলতে গেলে, শেষ বিকেলের সূর্যের ফটোগ্রাফি এবং মেঘলা দিনের আকাশের ফটোগ্রাফি আমার কাছে বেশি ভালো লেগেছে। এত সুন্দর একটি ফটোগ্রাফি মূলক পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি তো অসাধারণ ফটোগ্রাফি ক্যাপচার করেন। আপনার আজকের প্রত্যেকটা ফটোগ্রাফি ভীষণ ভালো লেগেছে। খুব সুন্দরভাবে এবং দক্ষতার সাথে প্রত্যেকটা ফটোগ্রাফি ক্যাপচার করেছেন। শেষ বিকেলের ফটোগ্রাফি টা অনেক ভালো লেগেছে আমার কাছে। ধন্যবাদ আপনাকে দারুন এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সোনার গাঁও, আমি তোমায় শ্যামলী!
সোনার গাঁও, এই নিদর্শন কৃষ্ণের পর্দার মধ্য থেকে অজত্না হয়ে উঠেছে। @jibon47 এই শ্যামলীর সুন্দর বাংলা প্রকাশনা, আমার অভিনন্দের জন্য, তোমার এই গর্ব হয়ে উঠেছে! @jibon47 স্মরণ কর, আমি চায় (ভয় পাওয়া) না, আমি শিখতে চাই, শেষ বলেন। @jibon47 এর স্কলারশিপ, হয়ে উঠেছে!
আমি তোমায় ভালোবাসতে চাই, @jibon47, একজন দরিদ্র শিক্ষার্থী। @jibon47 আমায় ভালোবাসতে চাই, @jibon47, একজন দরিদ্র শিক্ষার্থী।
ভোট @bangla.witness as witness
আমি তোমায়, @jibon47, বেছে নিয়ে সেই ভারত দেশের কলপাত হৃদায়, আনন্দের জন্ম দিয়ে ভোট @bangla.witness as witness।
আপনি ভোট করার জন্য এখানে গিয়েছেন?
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুব সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে এরকম অসাধারণ কিছু ফটোগ্রাফি দেখে একেবারেই মুগ্ধ হয়ে গেলাম৷ যেভাবে আপনি একের পর এক এখানে ফটোগ্রাফি শেয়ার করেছেন এবং এর সাথে সুন্দর সুন্দর বর্ণনা দিয়েছেন তা বেশ অসাধারণ হয়েছে৷ এর মধ্যে প্রথমে আপনি যে পেঁপে গাছের ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন সেটি আমার অনেক বেশি ভালো লেগেছে৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit