আলু ও মিষ্টি কুমড়ো দিয়ে সিলভার কাপ মাছের রেসিপি ||🦊 ১০% বেনিফিশিয়ারি🦊 @shy-fox 🦊||রেসিপি

in hive-129948 •  3 years ago 

আজ - ২২ মাঘ | ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | শীতকালে |



আসসালামু ওয়ালাইকুম,আমি জীবন মাহমুদ, আমার ইউজার নাম @jibon47। বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালোই আছি মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন।


আজ আমি আপনাদের মাঝে আলু এবং মিষ্টি কুমড়ো দিয়ে সিলভার কাপ মাছ রান্নার রেসিপি সম্পর্কে উপস্থাপন করবো । আশা করছি আপনাদের সবার ভালো লাগবে।



  • সিলভার কাপ মাছ রান্নার রেসিপি
  • আজ ২২ মাঘ, ১৪২৮ বঙ্গাব্দ
  • শনিবার


তো চলুন শুরু করা যাক...!


শুভ সন্ধ্যা সবাইকে.....!!



IMG_20220205_130658.jpg

মজাদার রেসিপি


🛤️প্রয়োজনীয় উপকণাদি🛤️

IMG20220205111341-01.jpeg

  • পেঁয়াজ
  • কাঁচা মরিচ
  • হলুদের গুড়া
  • তেল
  • লবণ
  • মরিচের গুড়া
  • জিরা
  • ধুনের গুড়া

🍛ধাপঃ-০১🍛

IMG20220205111133-01.jpeg

সর্ব প্রথম আলো এবং মিষ্টি কুমড়ো এই দুটি সবজি অনেক চমৎকার ভাবে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। যেন ও সবজির সাথে কোন প্রকার ময়লা লেগে না থাকে সেদিকে ভীষণ রকম ভাবে লক্ষ্য রাখতে হবে।

🍛ধাপঃ-০২🍛

IMG20220205110514-01.jpeg

IMG20220205112658-01.jpeg

প্রথমে সিলভার কাপ মাছ গুলো হলুদ মিশিয়ে অনেক সুন্দর ভাবে মাখিয়ে একটা প্লেটে রেখে দিতে হবে। তারপরে কড়াই এর উপর তেল ঢেলে অনেক সুন্দরভাবে মাছগুলো ভাজি করে নিতে হবে। ভাজি মাছ অনেক বেশি সুস্বাদু লাগে।

🍛ধাপঃ-০৩🍛

IMG20220205113248-01.jpeg

IMG20220205113608-02.jpeg

এরপরে পেঁয়াজ মরিচ এবং রসুন এই তিনটি উপকরণ কড়াই এর উপর দিয়ে অনেক সুন্দর ভাবে ভাজি করে নিতে হবে। এই উপকরণ তিনটি ভাজি শেষ হয়ে গেলে পাটা সাহায্যে অনেক সুন্দরভাবে বেটে নিতে হবে। খেয়াল রাখতে হবে উপকরণ গুলো যেন অনেক সুন্দর মসৃণ হয়।

🍛ধাপঃ-০৪🍛

IMG20220205113646-01.jpeg

এরপরে কড়াই এর ওপর আলু এবং মিষ্টি কুমড়া ছেড়ে দিতে হবে। আলু এবং মিষ্টি কুমড়ার ওর লবণ এবং হলুদের গুঁড়া ছিটিয়ে দিতে হবে।

🍛ধাপঃ-০৫🍛

IMG20220205113700-01.jpeg

লবণ এবং হলুদের গুঁড়া ছিটিয়ে দেওয়া শেষ হলে, 2 টি উপকরণ এর উপর মরিচের গুঁড়া ছিটিয়ে দিতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে মরিচের গুড়া যেন বেশি না হয়ে যায়।

🍛ধাপঃ-০৬🍛

IMG20220205113820-01.jpeg

এবার সকল উপকরণ এর সাথে আলু এবং মিষ্টি কুমড়া অনেক চমৎকার ভাবে একটি চামচের সাহায্যে নারানারি করতে হবে। এমন ভাবে না নারী করতে হবে যেন উপকরণগুলি সাথে আলু এবং মিষ্টি কুমড়া একত্রে মিশে যায়

🍛ধাপঃ-০৭🍛

IMG20220205114022-01.jpeg

এরপরে ভাল এবং মিষ্টি কুমড়ার সাথে একটু পানি মিশিয়ে দিতে হবে, যেন আলু এবং মিষ্টি কুমড়া ভালো মতো সিদ্ধ হয়ে যায়।

🍛ধাপঃ-০৮🍛

IMG20220205115201-01.jpeg

IMG20220205115207-01.jpeg

আলু এবং মিষ্টি কুমড়া সিদ্ধ হয়ে গেলে এরপরে করাইয়ের মধ্যে পানি ঢেলে দিতে হবে। সেইসাথে ভাজা মাছ গুলো করা এরপর একে একে ছেড়ে দিতে হবে।

🍛ধাপঃ-০৯🍛

IMG20220205115550-01.jpeg

তরকারিতে স্বাদ বাড়ানোর জন্য আমি ধুনিয়া পাতা মিশিয়ে দিয়েছি। ধুনিয়া পাতা দিয়ে এরকম ভাবে মাছ রান্না করলে খুবই সুস্বাদু লাগে। শুধুমাত্র মাছ নয় যেকোনো ধরনের রেসিপিতে ধুনিয়া পাতা ব্যবহার করলে অনেক বেশি সুন্দর লাগে।

🍛ধাপঃ-১০🍛

IMG20220205120049-01.jpeg

এবার কিছুক্ষণ তাপ দিতে হবে। যেন আলু এবং কুমড়ো অনেক চমৎকার ভাবে সিদ্ধ হয়ে যায় সেই সাথে মাছগুলো জানো অনেক ভালোভাবে তরকারি সঙ্গে মিশে যায়। কিছুক্ষণ তাপ দিয়ে ঝোল শুকিয়ে নিতে হবে। বেশি পরিমাণে ঝেল থাকলে তরকারি স্বাদ লাগে না। তাই তাপ দিয়ে পানি কিছুটা শুকিয়ে নিতে হবে।

🍛পরিবেশন🍛

IMG_20220205_122555.jpg

চাইলে আপনারাও বাসায় এরকমভাবে আলু এবং মিষ্টি কুমড়া দিয়ে ধনিয়াপাতা মিক্স করে সিলভার কাপ মাছ রান্না করতে পারেন। খুব মজাদার এবং সুস্বাদু মিষ্টি রেসিপি। আমার কাছে এ ধরনের রেসিপি খেতে খুবই সুস্বাদু লাগে।

আমার পরিচয়


1630010060468-01.jpeg

আমি জীবন মাহমুদ। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিটিউট এর মেকানিক্যাল ডিপার্টমেন্টের সপ্তম পর্বের অধ্যায়ন রত আছি। আমি ছবি আঁকতে এবং ফটোগ্রাফি করতে ও মাঝে মাঝে গুন গুন করে গান গাইতে খুবই ভালোবাসি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমাইট প্লাটফর্মে কাজ করতে।



logo.gif


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আলু দিয়ে সিলভার কার্প মাছের রেসিপি দেখে সুস্বাদু মনে হচ্ছে। তাই বারবার খেতে ইচ্ছা করছে। আপনার রেসিপি আমার কাছে অনেক ভাল মনে হয়েছে। খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন।আপনার জন্য রইল শুভকামনা।

ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্যে

মিষ্টি কুমড়া দিয়ে আমি কখনো মাছ রান্না করিনি। কিন্তু আপনার মিষ্টি কুমড়া আলু দিয়ে সিলভার কার্প মাছ দেখে মনে হচ্ছে যে খুবই মজাদার হয়েছে। তাছাড়া আপনি রান্নার পদ্ধতি গুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। যা দেখে খুবই ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য।

এ ভাবে খেয়ে দেখতে পারেন,খুবই সুস্বাদু লাগে, ধন্যবাদ আপু সুন্দর ভাবে মন্তব্য প্রকাশ করার জন্যে

আলু ও মিষ্টি কুমড়ো দিয়ে আপনি খুবই সুন্দর একটি রেসিপি তৈরি করেছেন। আলু ও মিষ্টি কুমড়া দিয়ে সিলভার কার্প মাছ আমার কখনো খেয়ে দেখা হয়নি। তবে আপনার রান্নাটি দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে ।প্রতিটি ধাপ আপনি চমৎকারভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপু গঠনমূলক মন্তব্য করার জন্য

ওয়াও চমৎকার একটি রেসিপি শেয়ার করেছেন ভাইয়া। দেখে তো আমার জিভে জল চলে আসছে। আলু ও মিষ্টি কুমড়ো দিয়ে সিলভার কাপ রান্না আমার কাছে ভীষণ ভালো লাগে। ধাপ গুলো খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য

ওয়াও আপনার রেসিপিটি খুবই চমৎকার হয়েছে। সিলভার কার্প মাছ ও বেশ চমৎকার দেখাচ্ছে। আলু ও মিষ্টি কুমড়া এভাবে কখনো খাওয়া হয়নি। তবে রান্না দেখে খেতে ইচ্ছে করছে। শুভকামনা রইল

ধন্যবাদ আপনাকে

ভাইয়া অনেক সুন্দর একটা রেসিপি শেয়ার করেছেন ভাই। আলু দিয়ে সিলভার কার্প মাছের রেসিপি বেশ লোভনীয় লাগছে। মনে হয় খুবই সুস্বাদু হবে।অসংখ্য ধন্যবাদ আপনাকে

আপনাকে অসংখ্য ধন্যবাদ

  • রেসিপি টা দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। রেসিপি দেখলে আমার খুব ভালো লাগে। দেখলে খেতে খুব ইচ্ছে করে। আপনি খুব সুন্দর ভাবে এই রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করেছেন। এত সুন্দর একটা রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্যশুভকামনা রইল আপনার জন্য

ধন্যবাদ আপনাকে

আলু ও মিষ্টি কুমড়ো দিয়ে সিলভার কাপ মাছের রেসিপিটি অনেক সুন্দর হয়েছে। সিলভার কার্প মাছ আমার খুব প্রিয় মাছ। নতুন আলুর এবং মিষ্টি কুমড়ার মিশ্রনে রেসিপি টি লোভনীয় লাগছে দেখতে। তবে মিষ্টি কুমড়া আমার খেতে খুব বিরক্তিকর লাগে। আপনার রেসিপি টি দেখে বুঝা যাচ্ছে অনেক সুস্বাদুই হয়েছে। আলু ও মিষ্টি কুমড়ো দিয়ে সিলভার কাপ মাছের রেসিপি সম্পর্কে ভালো উপস্থাপন করেছেন। শুভেচ্ছা রইল আপনার জন‍্য।

ধন্যবাদ আপনার গঠনমূলক মন্তব্য করার জন্য

আপনার রেসিপিটি খুবই অসাধারণ হয়েছে আপনি খুব সুন্দর করে রন্ধন প্রণালী আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আলু ও মিষ্টি কুমড়ো দিয়ে সিলভার কাপ মাছ রান্নার স্বাদ অন্যরকম হয়ে থাকে। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ আপনাকে

  • বাঙালি খাদ‍্যরিসক হিসাবে পরিচিত। আমাদের খাবারে রয়েছে অনেক বৈচিত্র্য। যাইহোক আলু মিষ্টি কুমড়া দিয়ে সিলভার কাপ মাছের রেসিপি টা দারুণ তৈরি করেছেন। বেশ দারুণ লাগছে। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাই

অনেক সুন্দর একটি রেসিপি শেয়ার করেছেন দেখছি। আজকে কয়েক দিন আমার বাংলা ব্লগে সিলভার কার্প মাছের রেসিপি অনেক দেখতে পেলাম। এই মাছটা খেতে কিন্তু অনেক সুস্বাদু। যেকোনো রান্না এই মাছের সাধ হয়। আর আপনি আলু এবং মিষ্টি কুমড়া দিয়ে রান্না করেছেন মনে হয় সুস্বাদু হয়েছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্যে

ভাই আপনার মিষ্টি কুমড়া আলু দিয়ে সিলভার কার্প মাছের রেসিপি দেখে মনে হচ্ছে খুবই মজাদার হয়েছে। তাছাড়া আপনি রান্নার পদ্ধতি গুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। যা দেখে খুবই ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ আপনাকে

সিলভার কার্প মাছ খেতে আমি অনেক ভালোবাসি এই মাছটি সাইজে অনেক বড় হয়ে থাকে। আপনি আমাদের মাঝে সিলভার কার্প মাছ এবং আলু ও মিষ্টি কুমড়া দিয়ে খুবই চমৎকার একটি রেসিপি পোষ্ট শেয়ার করেছেন। আপনি একটি শীতকালীন রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করেছেন শীতকালে এমন রেসিপি খেতে আসলেই অনেক মজাদার লাগে। মাছ আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটিতে প্রচুর পরিমাণে আমিষ রয়েছে যা ক্ষয় পূরণ ও বৃদ্ধিসাধন এ অনেক বেশি সহায়তা করে থাকে। ধন্যবাদ আপনাকে এমন সুস্বাদু এবং পুষ্টিকর একটি রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ