আজ--২২ কার্তিক | ১৪৩১ বঙ্গাব্দ |শনিবার | হেমন্তকাল|
আসসালামু ওয়ালাইকুম,আমি জীবন মাহমুদ, আমার ইউজার নাম @jibon47। বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালোই আছি মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন।
- প্রিয় কমিউনিটি,আমার বাংলা ব্লগ
- অনেকদিন পরে রাতের বেলা আড্ডা।
- আজ--২২শঅগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
- শনিবার
তো চলুন শুরু করা যাক...!
শুভ দুপুর সবাইকে......!!
রাতের বেলা আড্ডা দিতে পছন্দ করেনা এরকম মানুষ হয়তো বা খুবই কম আছে। ব্যক্তিগতভাবে দিনের থেকে রাতের বেলা ভাই ব্রাদার এবং বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে আমার অনেক বেশি ভালো লাগে আর আমি মনে করি আমার এই কথার সঙ্গে আপনারা অনেকেই একমত পোষণ করবেন কারণ রাতের বেলা চারিদিকে অন্ধকার হয়ে যায় ছোট্ট একটা লাইট এর নিচে খুব কাছের প্রিয় কিছু মানুষদের সঙ্গে আড্ডা দিতে সকলেই অনেক বেশি পছন্দ করবেন বলে আমার মনে হয়। বাসা থেকে এসেছি অনেক দিন হল বাসায় যাওয়া হয় না প্রায় অনেকদিন খুব কাছের প্রিয় মানুষদের সঙ্গে একত্রে বসে আড্ডা দেওয়া হয় না অনেকদিন যদিও ঢাকায় আসার আগে প্রত্যেক রাতেই সকলে মিলে একটা জায়গায় বসে আড্ডা দিতাম গল্প করতাম অনেক মজা করতাম সেই দিনগুলো এখন আর নেই হঠাৎ করেই কোথায় যেন হারিয়ে গেল আর কোনোভাবেই সেই দিনগুলোকে ফিরে পাচ্ছি না। মাঝে মাঝে সত্যিই অনেক বেশি অসহায় মনে হয় যখন সেই পুরনো দিনগুলোর কথা মনে পড়ে তখন ঠোঁটের কোণে মৃদু একটা হাসি নিয়ে এটাই বলতে হয় কতই না ভালো ছিল সেই দিনগুলো। সত্যি বলতে আমরা প্রতিনিয়ত যেই দিনগুলো হারিয়ে ফেলি সেগুলো হয়তো বা আর কখনোই আমরা পাব না তাই আমাদের সকলেরই উচিত প্রত্যেকটা সময়কে অনেক বেশি রোমাঞ্চকর করে কাটানো।
আমি আপনাদের আগেই বলেছি যখন বাসায় থাকতাম তখন মাঝে মাঝেই রাতের বেলা আমরা আড্ডা দিতাম কিন্তু এখন বাইরে থাকার কারণে সেই পাঁচ থেকে ছয় জন মানুষ আর একত্রে বসতে পারি না তবে ঢাকায় কয়েকজন আছে, ঢাকায় কয়েকজন থাকলেও একেক জন ঢাকার এক এক প্রান্তে থাকি যার কারণে এক সঙ্গে খুব একটা বেশি সময় কথা হয় না দেখা হয় না বসে গল্প করা হয় না। হঠাৎ করেই সেদিন আমি আর এক বড় ভাই সিদ্ধান্ত নিলাম যে রাহুল মামার বাসায় ঘুরতে যাব। তার বাসা আমাদের বাসা থেকে অনেকটাই দূরে প্রায় ২০ থেকে ২৫ কিলো দূরে যেহেতু আমাদের বাইক আছে যার কারণে খুব একটা বেশি চাপ নেইনি বাইক নিয়ে যেতে বেশি সময় লাগবে না যদি রাস্তায় জ্যাম কম থাকে তাহলে খুব দ্রুতই আমরা সেখানে চলে যেতে পারব। যথারীতি আমরা সন্ধ্যার পর পরই বাসা থেকে রওনা হলাম রাহুল মামার বাসার উদ্দেশ্যে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আমরা বড় একটা সিগন্যালের সম্মুখীন হলাম সেখানেই প্রায় আমাদের আধা ঘন্টা সময় কেটে গিয়েছিল। আর আপনারা সকলেই জানেন ঢাকা শহরের জ্যাম একবার শুরু হলে সেটা শেষ হতে অনেকটা সময় লেগে যায়।
জ্যামের মধ্যে আমরা বসে ছিলাম অনেকটা সময়। অনেকটা সময় বসে থাকার পরে দুজনেই অনেক বেশি অস্থির হয়ে পড়েছিলাম কোনোভাবেই যেন এই জ্যাম আর ছাড়ছে না যার কারণে আমরা মেইন রাস্তা বাদ দিয়ে অন্য আরেকটা রাস্তা দিয়ে সামনের দিকে অগ্রসর হয় সেই রাস্তাতেও খুব একটা বেশি যে খোলামেলা ছিল তা কিন্তু নয় সেখানেও একটু একটু জ্যাম ছিল তবে খুব একটা বেশি নয়। আপনারা সকলেই জানেন ঢাকা শহরের মেইন রাস্তার পাশ দিয়ে ছোট্ট আরেকটি রাস্তা অলিতে গলিতে চলে গিয়েছে আমরা মূলত অলিগলি দিয়েই সামনের দিকে অগ্রসর হচ্ছিলাম আমাদের গন্তব্যস্থল ছিল মিরপুরের সামান্য একটু কাছে জায়গাটার নাম এখন মনে পড়ছে না। তবে মিরপুরের খুব কাছেই।
রাতের বেলা শহরে বাইক নিয়ে ঘুরাঘুরি করতে আসলেই অনেক বেশি ভালো লাগে অনেকদিন পরে সেদিন রাতের বেলা আমরা দুজন বাইক নিয়ে বের হয়েছিলাম। শহরের রাস্তাগুলো দেখতে অনেক বেশি ভালো লাগছিল কারণ রাস্তার পাশে ল্যাম্পপোস্টের কারণে চারিদিকে অনেক বেশি আলোকিত হয়েছিল আর হালকা মৃদু হাওয়া গায়ে এসে লাগছিল আবার আকাশটাও একটু মেঘলা ছিল। যার কারণে পুরো পরিবেশটা একটু থমথমে ছিল আমরা প্রায় এক ঘন্টা পরে রাহুল মামার বাসায় গিয়ে পৌঁছায় আর বাসায় গিয়ে ফ্রেশ হয়ে বাইক রেখে আমরা চলে যাই পাশেই একটা নদীর ধারে। নদীর ধারে গিয়ে আমরা অনেকটা সময় গল্প করছিলাম যদিও প্রথম অবস্থায় যেই জায়গাতে বসে বসে গল্প করেছিলাম সেই জায়গাটা ছিল একদমই অন্ধকার। তবে অন্ধকারের মাঝেও কিছুটা দূর দূরান্তের আলো দেখতে পাচ্ছিলাম নদীতে প্রচুর পানি সেই সাথে হালকা ঢেউ ছিল পানির শব্দে পুরো ব্যাপারটা একদম সুন্দর হয়ে উঠেছিল। অনেকটা সময় সেখানে বসে থেকে গল্প করার পরে আমরা সিদ্ধান্ত নিলাম পাশেই ছোট্ট একটা খাবারের অনেক টি স্টল রয়েছে আমরা সেখানে গিয়ে বসবো বলে সিদ্ধান্ত নিয়ে সেখান থেকে উঠে আসি।
সেখানে যাওয়ার পরে আফসোস হচ্ছিল কারণ আমরা প্রথমেই যদি এই জায়গাতে চলে আসতাম তাহলে আরো বেশি সুন্দর মুহূর্ত অতিবাহিত করতাম কারণ চারিদিকের পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল। চারিদিকে খুবই চমৎকার এবং মজাদার মজাদার খাবারের দোকান ছিল আমরা সেখানে বসে হাঁসের মাংস দিয়ে রুটি খেয়েছিলাম সত্যি বলতে এতটা বেশি ক্ষুধা লেগেছিল যে ছবি তুলতেই একদমই ভুলে গিয়েছিলাম হাহাহা। তিনজনে মিলে অনেকটা সময় নিয়ে বসে গল্প করছিলাম আর খাওয়া-দাওয়া করছিলাম খাওয়া-দাওয়া শেষ করে মন চাইলো দুধ চা খাওয়ার। মাটির কাপে দুধ চা খাওয়া হয় না অনেকদিন বাসায় থাকতে মাঝে মাঝে কুমারখালী গিয়ে মাটির কাপে দুধ চা খেতাম ভীষণ ভালো লাগতো মূলত এটাকে মটকাচা-ও বলা চলে। অনেকদিন পরে মটকা চা খেয়ে নিজের কাছে অনেক বেশি ভালো লেগেছিল। যেহেতু অনেকদিন পরে তিনজন এক সঙ্গে হয়েছে তার মানে বুঝতেই পারছেন কতটা বেশি সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছিলাম।
মটকা চা খাওয়ার পরে আমরা সিদ্ধান্ত নিলাম এখন আমাদের বাসায় ফেরার পালা ততক্ষণে প্রায় রাত্রি সাড়ে দশটা বেজে গিয়েছে। যদিও আমরা ইচ্ছে করেই কিছুটা অপেক্ষা করেছিলাম কারণ ঢাকার রাস্তায় এতটা বেশি জ্যাম যে যত বেশি গভীর রাত হবে ততই জ্যামের ভোগান্তি টা কম পোহাতে হবে। যার কারনে আমরা কিছুটা লেট নাইট এখানে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম অনেক আগে থেকেই সাড়ে দশটা বাজার সঙ্গে সঙ্গেই রাহুল মামাকে তার বাসায় নামিয়ে দিয়ে আমরা দুজন বাইক নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেই। যেহেতু মিরপুর চলেই গিয়েছিলাম যার কারণে আমরা সিদ্ধান্ত নেই যে রাতে একটু শহর ঘুরব যার কারণে আবার সেখান থেকে উত্তরায় চলে যাই উত্তরাস সেন্টার থেকে শুরু করে আস্তে আস্তে আমরা আবার মিরপুর হয়ে শেওড়াপাড়ার রাস্তা ধরে চলে আসি মোহাম্মদপুরে। যখন আমরা বাসার সামনে এসে পৌছাই তখন প্রায় রাত্রি বাজে ১১:৪৫। বাসার সামনে এসেই দেখি দারোয়ান গেট বন্ধ করে দিয়েছে। এখানে এসে অনেকটাই হতাশ হয়ে পড়েছিলাম কারণ দারোয়ান কোনভাবেই গেট খোলছিলো না সে হয়তো বা ঘুমিয়ে পড়েছিল।
অনেকটা সময় ডাকাডাকি করার পরে দারোয়ান এসে গেট খুলে দেয় এবং সে বলে কিছুক্ষণের জন্য সে নাকি ঘুমিয়ে গিয়েছিল যার কারণে বুঝতে পারিনি। যদিও আমাদের বাসার গেট সাড়ে ১১ টায় বন্ধ হয়ে যায় আর আমরা যেহেতু ১৫ মিনিট দেরি করে ফেলেছি যার কারণে সে হয়তো বা ক্ষনিকের জন্য ঘুমিয়ে পড়েছিল। যাই হোক সন্ধ্যা থেকে শুরু করে রাত্রি সাড়ে এগারোটা পর্যন্ত খুবই ভালো সময় অতিবাহিত করেছিলাম সেদিন এরকম মুহূর্ত বারবার কাটাতে মন চায় তবে সব সময় তো আর এরকম সুন্দর মুহূর্ত কাটানো সম্ভব হয়ে ওঠেনা। তবে যদি কখনো সময় হয় আবারও এরকম সুন্দর মুহূর্ত কাটাতে চাই। এটাই ছিল আমার আজকের পোস্ট আশা করছি আমার এই পোস্ট আপনাদের সকলের অনেক বেশি ভালো লেগেছে। সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন, আমার বাংলা ব্লগ কমিউনিটি পরিবারের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সকলকে....??
আমার পোষ্ট দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আশা করছি আপনাদের কাছে আমার এই পোস্ট খুবই ভালো লেগেছে। আমার এই পোস্ট পরে সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে অনুপ্রাণিত করবেন বলে আশা রাখি। আপনার সুন্দর মন্তব্যই আমার কাজ করার অনুপ্রেরণা
বিভাগ | জেনারেল রাইটিং |
---|---|
বিষয় | অনেকদিন পর রাতের বেলা আড্ডা |
পোস্ট এর কারিগর | @jibon47 |
অবস্থান | [সংযুক্তি]source |
আমি জীবন মাহমুদ, আমার ইউজার নেম @jibon47। আমি মাতৃভাষা এবং মাতৃভূমিকে অনেক বেশি ভালোবাসি। আব্বু আম্মু আর ছোট বোনকে নিয়েই আমার পরিবার। এই তিনজন মানুষকে কেন্দ্র করেই আমার পৃথিবী।একসাথে সবাইকে খুশি করা তো সম্ভব নয়, তারপরও আমি চেষ্টা করি পরিবারের সবাইকে খুশি রাখার। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে।আমি বর্তমানে সোনারগাঁও ইউনিভার্সিটিতে মেকানিক্যাল ডিপার্টমেন্ট থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং লেখাপড়া করছি। আমি গান গাইতে, কবিতা লিখতে, এবং ভাই ব্রাদারের সঙ্গে ঘোরাঘুরি করতে অনেক বেশি ভালোবাসি। সত্যি বলতে আমি প্রচন্ড রকমের অভিমানী, হতে পারে এটা আমার একটা বদ অভ্যাস। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব,"আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, পরিশ্রম সফলতার চাবিকাঠি।
@jibon47
VOTE @bangla.witness as witness
OR
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমিও এইরকম রাতের বেলা বাইরে আড্ডা দিয়ে থাকি কারণ সেম আপনার মতো আমারো রাতের বেলা আড্ডা দিতে ভালো লাগে। তবে বিশেষ করে শহরে রাতে বাইক নিয়ে সত্যি অসাধারণ লাগে। যাইহোক আপনার পোস্ট পড়ে খুবই ভালো লাগলো ভাই। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই শহরে রাতের বেলা বাইক নিয়ে ঘুরাঘুরি করতে অনেক বেশি ভালো লাগে। ল্যাম্পপোস্টের আলোয় পুরো ব্যাপারটা একদম অন্যরকম আর এই অনুভূতি কখনো বর্ণনা করা যায় না। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit