আজ - ২১ চৈত্র | ১৪২৯ বঙ্গাব্দ | মঙ্গলবার| বসন্তকাল|
আসসালামু ওয়ালাইকুম,আমি জীবন মাহমুদ, আমার ইউজার নাম @jibon47। বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালোই আছি মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার বাংলা ব্লগ কমিউনিটি এখন জনপ্রিয় কয়েকটি কমিউনিটির মধ্যে একটি। এটা ভাবতেই আমার অনেক বেশি ভালো লাগে,সেই সাথে আমি সত্যিই অনেক বেশি গর্বিত আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন সদস্য হয়ে।
- আমার বাংলা ব্লগ কমিউনিটি
- স্বরচিত কবিতা
- আজ ২১শ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
- মঙ্গলবার
তো চলুন শুরু করা যাক...!
শুভ দুপুর সবাইকে.....!!
আচ্ছা বলুনতো কবিতা পড়তে কার না ভালো লাগে....?? কবিতা পড়তে কবিতা শুনতে এবং কবিতা লিখতে অনেকেরই হয়তো অনেক বেশি ভালো লাগে। ঠিক তেমনি ভাবে আমি মাঝে মাঝে কবিতা লিখে থাকি সেই সাথে যখন খুবই একাকিত্বের সঙ্গে সময় কাটায় তখন নিজের লেখা কবিতা গুলো পড়তে থাকি। কিছু কিছু কবিতা আছে যা আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, কিছু কিছু কবিতা আমাদের মনের ভেতরে লুকিয়ে থাকা কথাগুলো প্রকাশ পায়। কিছু কিছু কবিতা আমাদের হৃদয়টা কে প্রশস্ত করে তোলে। ঠিক তেমনি ভাবে কিছু কিছু কবিতা আমাদের হৃদয়ে ভালোবাসার দোলা দিয়ে ভালোবাসার পূর্ণতা এনে দেয়। আমি মনে করি কবিতার মাধ্যমে মানুষের মনের ভাষা যতটা সহজ ভাবে প্রকাশ করা যায়,অন্য কোনো মাধ্যমে অবলম্বন করে সেটা প্রকাশ করা যায় না। যদিও আমি কবি নই তবে কবি হওয়ার চেষ্টা করছি মাত্র। খুব শীঘ্রই আমি কবি হয়ে যাব এই আশা রাখি।
মানুষ একটা সময় প্রেমে পড়ে অনেক রকম পাগলামি করে। কেউ কেউ কবিতা লেখে কেউবা গান কেউবা অনেক এরকম ছন্দ। আসলে প্রেম করার মাঝে যে আনন্দটা আছে সেটা হয়তো অন্য কোন কিছুতে খুঁজে পাওয়া যাবে না। কাউকে ভালোবাসার মাঝে যে অতৃপ্তি অনুভূতি কাজ করে সেটাও কাউকে বোঝানো সম্ভব নয়। মূল কথা হচ্ছে আমরা যখনই কাউকে ভালবাসি অথবা পছন্দ করি সেই ভালোবাসার মানুষকে গিয়ে ভালোবাসার কথা বলতে পারাটা অনেক বেশি কষ্টসাধ্য হয়ে পড়ে। কেউ হয়তো বছরের পর বছর শুধু ভালোই বেসে যায় কিন্তু কখনো অপর পাশের মানুষকে বলা হয় না। অপর পাশের সেই মানুষটা হয়তোবা বুঝতে পারে কিন্তু তার দিকে অতটা পাত্তা দেয় না।
হঠাৎ করেই সে হারিয়ে যায়, দুঃখ বাড়ে যন্ত্রণা করে কষ্ট হয় হৃদয় ক্ষতবিক্ষত হয়ে যায় কিন্তু কাউকে দেখানো যায় না। অনেকটা বছর পরে আবার হয়তো সেই প্রিয় মানুষটার সঙ্গে যখন দেখা হয় তখন নতুন করে আবার তার প্রেমে পড়ে যায়। আসলে মায়া অদ্ভুত রকমের সুন্দর কারো মায়ায় যদি কেউ পড়ে যায় তাহলে সেখান থেকে বের হয়ে আসা অনেক বেশি কষ্টসাধ্য।
যাইহোক এরকম একটি কবিতা আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করব যে কবিতাটি হয়তোবা আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে বলে আমার মনে হয়।
একটা সময় ছিল যখন ভালোবাসার গান লিখতাম।
একটা সময় ছিল যখন ভালোবাসার ফানুস বানিয়ে আকাশে উড়াতাম
একটা সময় ছিল যখন চিঠি লিখে তোমায় দেবো বলে যত্ন করে রেখে দিতাম।
তবে সাধ্য হয়নি কখনো তোমার সামনে দাঁড়ানোর
তোমার সামনে দাঁড়ায়নি,ভালোবাসি এটাও বলিনি।
ভালোবাসাটা নিতান্তই একতরফা।
ভেবেছিলাম তোমায় নিয়ে ঝিলের ধারে হাঁটবো,
হাতে হাত রাখবো,চোখে চোখ
তুমি বুঝে যাবে আমার মনের না বলা কথাগুলো,
হৃদয়ে হৃদয়ে রাখার আগেই তুমি বুঝতে পারবে কতটা ভালোবাসা ছিল।
হাতে হাত রাখা হয়েছে, চোখে চোখ রাখা হয়েছে কয়েকশো কোটি বার।
তবে, হৃদয়ে হৃদয় রাখা হয়নি।
তারাবাতিগুলো আজ ধূসর বর্ণ ধারণ করেছে
ভালোবাসার তানপুরা বাজাতে গিয়ে পারিনি,
লিরিক্স গুলো এখন আর আগের মত ওঠেনা
অনেকটাই ভুলে গিয়েছি।
শুধু ভুলতে পারেনি তোমায়, ভুলতে পারিনি তোমার কাজল কালো চোখ।
যে চোখের দিকে তাকিয়ে আমি কাটিয়ে দিতে পারতাম হাজার বছর
যে চোখে আমি মায়া দেখতাম,সে চোখে আজ দেখি বিষাদের দুঃখ খেলা করে।
দুঃখ পেয়ো না, ভয় করোনা
হয়তোবা অনেকটাই দূরে তবে মনে রেখো, তোমার ঠিক কাছেই আছি।
যেদিন বিষাদের অশ্রু তোমার চোখে গড়াবে,
ঠিক-ওই তোমার সামনে আসব রঙিন ওড়না নিয়ে।
ভুলে যাবো সব দুঃখ মুছে দেবো তোমার বিষাদের অশ্রু
নতুন করে ভালোবাসবো তোমায়,
তুমি শুধু একটু ভালো রেখো আমায়।
নতুন করে গানের লিরিক্স খুজে পাব,তারাবাতিগুলো জ্বলজ্বল করে জ্বলবে
আর ভালবাসার গান গেয়ে বলবো, তুমি শুধু আমার...!!
আমার পোষ্ট দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমি আশা করিছি আপনারা সবাই আমার পোষ্ট উপভোগ করবেন এবং আপনারা সবাই আমাকে অনুপ্রাণিত করবেন
বিভাগ | স্বরচিত কবিতা |
---|---|
বিষয় | বিষাদের অশ্রু |
কবিতার কারিগর | @jibon47 |
অবস্থান | [সংযুক্তি]source |
VOTE @bangla.witness as witness
OR
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রেম করাতে অনেক আনন্দ আছে সেটা হয়তো কোনটাতে নাই সেটা হয় বুঝলাম কিন্তু প্রেম করাতে যতটা কষ্ট পাওয়া যায় অন্য কিছুতে এতটা কষ্ট এবং হৃদয়ের রক্তক্ষরণ কখনোই আসে না।।
এখন আমার প্রশ্ন হচ্ছে আপনি প্রেমে পড়ে কবি হয়েছেন না প্রেমে ছ্যাকা খেয়ে কবি হয়েছেন।।
আপনার লেখা কবিতা গুলো প্রতিনিয়তই অসাধারণ।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যদিও আমি কখনো প্রেম করিনি তবে প্রেমের দুঃখ উপলব্ধি করতে পারি। আর ছোটবেলা থেকেই আমি কবি এখন পর্যন্ত কবি হওয়ার চেষ্টা করছি হাহাহা। ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি আজকে আমাদের মাঝে আপনার লেখা দারুন একটি কবিতা শেয়ার করেছেন ভাই। ভাই সেই দিনগুলো এখনো আছে যদি আপনি ইচ্ছে করেন তাহলে এখনো ভালোবাসার ফানুস আকাশে উড়াতে পারেন। ভাই আমি মনে করি কখনো ভোলা যায় না ভালোবাসার মানুষের কাজল কালো চোখ। ধন্যবাদ এত সুন্দর ভাবে সহজ সরল ভাষায় কবিতা লিখে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমরা যাকে মন থেকে ভালবাসি তার কাজল কালো চোখ কখনোই ভুলতে পারিনা। একদম হৃদয়ের সঙ্গে গেঁথে থাকে ধন্যবাদ মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মাঝে মাঝে কবিতার নামকরণ দেখে অবাক হয়ে যাই। বিষাদের অশ্রু নামকরণটি বেশ চমৎকার হয়েছে এবং কবিতাটিও পড়তে অনেক বেশি ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য ভালো থাকুন ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার এই কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম এভাবেই সব সময় সুন্দর মন্তব্য করে পাশে থাকবেন বলে আশা রাখি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি ঠিক বলছেন আমারও কবিতা পড়তে ভালো লাগে এবং লিখতে ভালো লাগে। এমন কিছু কিছু কবিতা আছে যা মনের ভাব এবং মনের মাঝে লোকিত থাকা সব কিছু মান অভিমান প্রকাশ পায় কবিতার ভাষার মাধ্যমে।বিষাদের অশ্রু কবিতাটি দারুন লিখেছেন আসলে কাছের মানুষকে না পাওয়ার বেদনায় যে অশ্র ঝরে সেগুলো বিষাদের অশ্রু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি চেষ্টা করেছি আপনাদের মাঝে চমৎকারভাবে কবিতাটি শেয়ার করার মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে কবিতা আমাদের একাকিত্ব গোচায়। কবিতার মাধ্যমে আমরা আমাদের মনের আবেগ প্রকাশ করতে পারি। পারি নিজের স্বাধীনতা ব্যক্ত করতে। আমিও মাঝে মাঝে নিজের কবিতা আবৃত্তি করে ভাইয়া। বেশ সুন্দর একটি কবিতা আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কবিতার মাধ্যমে আমরা আমাদের মনে না বলা কথাগুলো খুব সহজেই প্রকাশ করতে পারি এজন্যই আমি কবিতা লিখি। ধন্যবাদ মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit