‘‘আমার পরিচিতি’’

in hive-129948 •  9 months ago  (edited)

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ/ আদাব
আশা করি সবাই অনেক ভালো আছেন ।আমি
মোঃ রাশেদুজ্জামান জিহাদ। জন্ম:- ০১/০১/২০১০। ঠিকানা:- টুপামারী দক্ষিণ পাড়া, পোস্ট:- রামগঞ্জ, উপজেলা:- নীলফামারী সদর, জেলা:- নীলফামারী। পেশা:- শিক্ষার্থী, ক্ষুদে লেখক, ক্ষুদে গবেষক ও সাংস্কৃতিক কর্মী । শিক্ষাপ্রতিষ্ঠান:- নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়। আমি স্টিমিট সম্পর্কে জানতে পারি সেলিনা সাথী আপুর কাছ থেকে। আমি দেখি সেলিনা সাথী আপু স্টিমিটে ব্লগ লেখালেখি করেন। সেলিনা সাথী আপুর লেখালেখি দেখে আমারও অনেক ইচ্ছা হইলো আমি স্টিমিটে লেখালেখি করব। তারপর আমি ইউটিউব দেখে একাউন্ট তৈরি করি এবং আমি বর্তমানে গেস্ট ব্লগার হিসেবে কাজ করতে চাই।

1713275769766-01.jpeg

আমি রোমান্টিক লেখা নিয়মিত লিখি এবং এছাড়া অন্যান্য বিষয়ের উপর লেখালেখি করি । আমি ষষ্ঠ শ্রেণী থেকে পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত এরই ধারাবাহিকতায় আমি ২০২২ সালের সেপ্টেম্বর মাসে ঢাকা বাংলা একাডেমি থেকে ক্ষুদে গবেষক হিসেবে পরিকল্পনা মন্ত্রীর কাছ থেকে জাতীয় পর্যায়ের চ্যাম্পিয়ন পুরষ্কার গ্ৰহণ করি।
২০২৩ সালের মার্চ মাসে আমি DoD BD International স্ব-রচিত কবিতা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করি। পিতা:- মোঃ জাহাঙ্গীর আলম। পেশা:- শিক্ষক। মাতা:- মোছাঃ জেসমিন জান্নাতি। পেশা:- গৃহিণী।
ধন্যবাদ জানাই কমিউনিটির সবাইকে
সকলের অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল ♥️

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভাইয়া আপনি অনেক অল্প বয়সেই বেশ গুণের অধিকারী। আপনার প্রতিভার কথা জেনে অনেক ভালো লাগলো। আপনি ঢাকা বাংলা একাডেমি থেকে ক্ষুদে গবেষক হিসেবে পুরস্কার পেয়েছেন এবং পরিকল্পনা মন্ত্রীর কাছ থেকে জাতীয় পর্যায়ের চ্যাম্পিয়ন পুরষ্কার পেয়েছেন জেনে অনেক ভালো লাগলো ভাইয়া।

ধন্যবাদ আপু আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ যাতে স্বপ্নগুলো পূরণ করতে পারি

টাইটেল "আমার পরিচিতি" করে দিন।

জ্বি টাইটেলে ‘‘আমার পরিচিতি’’ করে দিয়েছি