কিছুদিন দিন আগের একটি ঘটনা বৃষ্টি ভেজা দিলে ঘর থেকে বেড়িয়ে আসতেই দেখি চড়াই পাখিটা বাড়ির উঠানে পরে আছে ওখান থেকে তুলে পাখিটাকে পরিষ্কার করে কিছুক্ষণ রেখে দেওয়ার পর একাই নড়াচড়া করে উড়তে চাইছিল কিন্তু উড়তে পারছিল না।
প্রায় একটা দিন আমর কাছে থাকার পর রোদের দুপুরে বের করার পর আমার হাতের উপরেই বসে থাকতো কিন্তু অবাক করা বিষয় ছিল একটাই যে পাখিটাকে যতটাই উড়ায়ে দিতে যাচ্ছি ততবারই আমার কাছেই ফিরে আসছিল। এভাবে দু একদিন যাওয়ার পরে হঠাৎ দেখে চোরাই পাখির মা তার বাচ্চাকে খুঁজতে টিনের চালে লাফালাফি করছে।
পরে আমি বাচ্চাটাকে টিনের চালে উঠায়ে দিতেই বাচ্চাটাকে পেয়ে তার মায়ের ছোটাছুটি যেন শান্ত হল। পরক্ষণে আমিও পাখিটাকে তার মায়ের কোলে ফিরিয়ে দিয়ে আত্মার একটা শান্তি অনুভব করলাম।