আমারদের গ্রামের কিছু দৃশ্য।

in hive-129948 •  3 years ago  (edited)

আমার প্রিয় বন্ধুরা

  • সবাই কেমন আছেন??

আশা করি সবাই ভালো আছেন।

আজকে আমি আমাদের গ্রামের কিছু দৃশ্য তুলে ধরবো আশা করি সবার ভালো লাগবে।
IMG_20210902_142233.jpg

  • আমাদের গ্রাম যেন প্রাকৃতিক এক লীলা নিকেতন। যে দিকেই তাকায় না কেন,সবুজ মাঠ,ফল-ফুলময়,বৃক্ষ - তৃণ, মনোরম শোভা আর শস্য -শ্যামল ক্ষেত্র। এ অপূর্ব সৌন্দর্য দেখে সবাই মুগ্ধ হয়। কোথাও প্রকৃতির সবুজ অবগুণ্ঠনের মধ্য হতে পাকা শস্যের স্বর্ণ -সুন্দর মুখ খানি বের হচ্ছে। কোথাও দীর্ঘ বট বৃক্ষ মৌন প্রান্তরের মাঝে দাঁড়িয়ে সুশীতল ছায়া দিয়ে পথিকের প্রাণ শীতল করছে। কুটিল ঘেরা পল্লী গ্রাম, মাঠে সবুজের সমারোহ, দীঘির কালো জলে সাদা হংস -হংসী সাঁতার কাটছে। সারি সারি তাল,নারিকেল ও সুপারীর বৃক্ষ তার দিকে প্রতিনিয়ত আকর্ষণ সৃষ্টি করছে।

তাই কবি গুরু রবীন্দ্রনাথ লিখেছেন -

অবারিত মাঠ গগন ললাট চুমে তব পদধূলি,
ছায়া ডুনিবিড় শান্তির নীড় ছোট ছোট গ্রাম গুলি পল্লবঘন আম্রকানন রাখালের লেখা গৃহ,তরল- দীঘি কালো-জল নিশীথ শীতল স্নেহ।

IMG_20210902_142314.jpg

IMG_20210902_142255.jpg

আমাদের গ্রামের যাদি কেউ একবার ভ্রমণ করে তবে তার মন আবার চাইবে আমাদের গ্রামের দৃশ্য ঘুরে দেখতে। আমাদের গ্রামের প্রকৃতিক দৃশ্য খুবই চমৎকার। এখনে অনেক মানুষ আসেন পিকনিক করার জন্য আবার কেউ কেউ আসেন এখান কার প্রকৃতির দৃশ্য উপভোগ করার জন্য।

️আমাদের গ্রামের সবচেয়ে চমৎকার স্থান হলো আমাদের গ্রামের পার্ক যেখানে আপনি একবার ভ্রমণ করলে প্রকৃতির সৌন্দর্য মুগ্ধ হয়ে যাবেন।।।

বিঃদ্রঃ আমাদের গ্রামের পার্ক এর ((((ভিডিও)))

https://steemit.com/hive-129948/@jnajosim/5a4n3b

আমাদের গ্রামের এমন অনেক জাইগা আছে যেখানে আপনি ঘুরতে পারবেন
অবস্থানঃ
গ্রামঃজুগীরগোফা।
থানাঃগাংনী।
জেলাঃমেহেরপুর।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন। আরো কিছু ছবি দিলে ভালো হতো।
W3W লোকেশন অবশ্যই দিবেন।

ভাইয়া লোকেশন দেওয়া আছে কিন্তু নিচে,,, আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্য।

আপনার লেখার হাত চমৎকার। খুব সুন্দর করে গুছিয়ে লিখেছেন। আপনাদের পার্কটা আসলেই অনেক সুন্দর। কোন এলাকায় এই রকম পার্ক থাকলে ওই এলাকার লোকজনের বিনোদনের একটা ব্যবস্থা হয়। আপনার ছবিগুলো অনেক সুন্দর হয়েছে। এই ধরনের পোস্টে অবশ্যই w3word লোকেশন কোড ব্যবহার করবেন। আর চেষ্টা করবেন আরো কিছু ছবি দেয়ার। ধন্যবাদ আপনাকে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ,, আমার পোস্ট খুবই সুন্দর কমেন্ট করার জন্য,,, আমি আরো ভালো কিছু করার চেষ্টা করবো।।

সত্যি ভাই আপনার গ্রামটা অনেক সুন্দর।

image.png

বিশেষ করে এই ছবিটি অসাধারণ লাগছে। যেরকম পরিবেশ সেই রকম মেঘলা আকাশ। এবং W3w লোকেশন কোড ব‍্যবহার করলে ভালো হতো। আপনার জন্য শুভকামনা।।

ভাইয়া আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ,,, আমার পোস্ট সুন্দর কমেন্টে করার জন্য।।

🙂🙂

আপনাদের গ্রামটা অনেক সুন্দর বিশেষ করে মেঘের পূর্বমুহূর্তে এই ছবিগুলো অসাধারণ হয়েছে

আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া,, আমার পোস্ট পরিদর্শন করার জন্য,,,।।

প্রকৃতির মধ্যে যেনো একটা মায়াবী বিষয় লুকিয়ে থাকে। যখন প্রকৃতির কাছে যায় নিজেকে যেনো হারিয়ে ফেলি। অনেক ধন্যবাদ সেই রকম প্রকৃতির ছবি গুলো শেয়ার করার জন্য।

আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া,,, আমার পোস্টটিতে এতো সুন্দর কমেন্টে করার জন্য।