প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাইবোন বন্ধুরা,
আশা করি আপনারা সবাই ভাল আছেন আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।
তারপর ভাবলাম সমস্যা কিসের ওখানেও তো কাশফুল আছে অল্প হলেও নানি বাড়ি গিয়ে ওখানেই যাব। শরৎকালে কাশফুল ও আকাশ যেন নতুন রূপে সেজে প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি করে। যাই হোক আমি নানি বাড়ি যাওয়ার পরে দিন গেলাম কাশফুলের কাছে। গিয়ে দেখি আমার জন্য কাশফুলগুলো আর অপেক্ষা করে নাই প্রায় শেষের দিকে। তো যাই হোক কিছু করার নাই যেগুলো ছিল ওগুলোই আপনাদের মাঝে শেয়ার করবো আজকে।
উপরের ফটোটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাশফুল কতটা কম ছিল ওইখানে। কিছু করার নাই তাই কি আর করব যেহেতু গিয়েছিলাম সেহেতু শুধু শুধু না ফিরে কয়েকটা ফটোগ্রাফি করেই নিলাম।
এরপর দেখি কয়েকটা খ্যারে এখনো মোটামুটি কাশফুল আছে। আর কাশফুল সবুজ প্রকৃতির সাথে অতটা সুন্দর লাগছে না। তাই আমি এবার যে কয়েকটা তে ফুল ছিল ওই কইটা ফুলের ছবি তুললাম আকাশকে ব্যাকগ্রাউন্ডে রেখে। এবার ফটোগুলো দেখতে আমার কাছে পার্সোনালি ভালো লাগছিল।
খুঁজে দেখলাম আরো কিছু খ্যারে মোটামুটি কাশফুল আছে। আমার সাথে আমার ছোট মামাতো ভাই ছিল। ওকে আমি বললাম ফুলগুলোকে এক জায়গায় জড়ো করে ধর আমি ফটো তুলি। ও সেই মোতাবেক কাশফুল গুলোকে এক জায়গায় করে ধরল আর আমি আকাশকে ব্যাকগ্রাউন্ডে রেখে কাশফুল গুলোর ফটোগ্রাফি করলাম।
তারপর কিছুটা দূরে অন্য আরেক জায়গায় গেলাম ওখানে গিয়ে দেখি কাশফুল একেবারে ফাঁকা সব কাশফুল ঝরে গেছে। শুধুমাত্র খ্যার গুলাই অবশিষ্ট আছে। তা নিশ্চয়ই আপনারা উপরের ফটো থেকে দেখতে পারছেন।
ফেরার পথে দেখি একটা ছোট্ট কাশফুল আছে। একটা ফটোগ্রাফি করলাম এই কাশফুলটা ছোট হলেও আমার কাছে দেখতে ভীষণ ভালো লেগেছে। আপনারদেরও নিশ্চয়ই ভালো লাগবে।
ধন্যবাদান্তে | @johir65 |
---|---|
ফটোগ্রাফি ডিভাইসঃ | Mobile |
মোবাইল নেমঃ | vivo y11 |
ক্যামেরাঃ | 13mp |
তো প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাই বোন ও বন্ধুরা এই ছিল আমার আজকের পোস্ট। আশা করি ভালো লেগেছে। পোস্টে কোন ভুল ত্রুটি থাকলে আশা করি ক্ষমা স্বরূপ দৃষ্টিতে দেখবেন। আবারো খুব শীঘ্রই নতুন কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন।
বাহ আপনি অনেক সুন্দর করে কাশফুলের ফটোগ্রাফি করেছেন। কুমিল্লাতে অনেকদিন থাকা কারণে ও কাশফুল দেখতে যেতে পারলেন না। পরে চিন্তা করলেন বাড়িতে আসলে যাবেন। এরপর নানীর বাড়িতে গিয়ে কাশফুলের সুন্দর ফটোগ্রাফি করেছেন। কাশফুলের সাথে আকাশের সাদা মেঘগুলো দেখতে অসাধারণ লাগলো আমার কাছে। ধন্যবাদ এত সুন্দর করে ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু আপনাকে আমার পোস্টে মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কাশফুল আছে তবে কাশফুলের রূপ অনেকটাই ঝলসে গেছে সময়ের বিবর্তনে।তবে ফটোগ্রাফি করার স্টাইল সুন্দর ছিল,সাথে আপনার উপস্থাপনাও সুন্দর ছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জ্বী ভাইয়া আসলে অনেক দেরি করে ফেলেছিলাম। ধন্যবাদ আপনাকে আমার পোস্টে মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit