এ বছরে প্রথমবার কাশফুলের ফটোগ্রাফি করতে গিয়ে আমার অনুভূতি।

in hive-129948 •  2 years ago  (edited)
আস-সালামু আলাইকুম

প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাইবোন বন্ধুরা,

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।

চলে আসলাম আবার আপনাদের মাঝে নতুন একটা কাশফুলের ফটোগ্রাফি পোস্ট। দীর্ঘ এক মাস কুমিল্লায় ছিলাম ফেসবুকে বা ইউটিউবে ঢুকলেই দেখতাম সবাই কাশফুলের কাছে কাছে গিয়ে ছবি পোস্ট করছে। আমি শুধু দেখতে থাকতাম কারণ এখানে কোথায় কাশফুল আছে কোথায় যাব তার জন্য। ভাবছিলাম বাড়ি গেলেই বাড়ির আশেপাশে যে কাশফুলগুলো আছে সেখানেই যাব। কিন্তু বাড়ি গিয়ে থাকা তো হয়নি চলে গেছিলাম তো নানি বাড়ি।

থাম্বেল

20221031_201435.jpg

তারপর ভাবলাম সমস্যা কিসের ওখানেও তো কাশফুল আছে অল্প হলেও নানি বাড়ি গিয়ে ওখানেই যাব। শরৎকালে কাশফুল ও আকাশ যেন নতুন রূপে সেজে প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি করে। যাই হোক আমি নানি বাড়ি যাওয়ার পরে দিন গেলাম কাশফুলের কাছে। গিয়ে দেখি আমার জন্য কাশফুলগুলো আর অপেক্ষা করে নাই প্রায় শেষের দিকে। তো যাই হোক কিছু করার নাই যেগুলো ছিল ওগুলোই আপনাদের মাঝে শেয়ার করবো আজকে।

প্রথম

IMG_20221013_165857.jpg

উপরের ফটোটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাশফুল কতটা কম ছিল ওইখানে। কিছু করার নাই তাই কি আর করব যেহেতু গিয়েছিলাম সেহেতু শুধু শুধু না ফিরে কয়েকটা ফটোগ্রাফি করেই নিলাম।

দ্বিতীয়

IMG_20221013_165802.jpg

এরপর দেখি কয়েকটা খ্যারে এখনো মোটামুটি কাশফুল আছে। আর কাশফুল সবুজ প্রকৃতির সাথে অতটা সুন্দর লাগছে না। তাই আমি এবার যে কয়েকটা তে ফুল ছিল ওই কইটা ফুলের ছবি তুললাম আকাশকে ব্যাকগ্রাউন্ডে রেখে। এবার ফটোগুলো দেখতে আমার কাছে পার্সোনালি ভালো লাগছিল।

তৃতীয়

IMG_20221013_165820.jpg

IMG_20221013_165840.jpg

খুঁজে দেখলাম আরো কিছু খ্যারে মোটামুটি কাশফুল আছে। আমার সাথে আমার ছোট মামাতো ভাই ছিল। ওকে আমি বললাম ফুলগুলোকে এক জায়গায় জড়ো করে ধর আমি ফটো তুলি। ও সেই মোতাবেক কাশফুল গুলোকে এক জায়গায় করে ধরল আর আমি আকাশকে ব্যাকগ্রাউন্ডে রেখে কাশফুল গুলোর ফটোগ্রাফি করলাম।

চতুর্থ

IMG_20221013_165032.jpg

তারপর কিছুটা দূরে অন্য আরেক জায়গায় গেলাম ওখানে গিয়ে দেখি কাশফুল একেবারে ফাঁকা সব কাশফুল ঝরে গেছে। শুধুমাত্র খ্যার গুলাই অবশিষ্ট আছে। তা নিশ্চয়ই আপনারা উপরের ফটো থেকে দেখতে পারছেন।

পঞ্চম

IMG_20221017_170647.jpg

ফেরার পথে দেখি একটা ছোট্ট কাশফুল আছে। একটা ফটোগ্রাফি করলাম এই কাশফুলটা ছোট হলেও আমার কাছে দেখতে ভীষণ ভালো লেগেছে। আপনারদেরও নিশ্চয়ই ভালো লাগবে।

প্রয়োজনীয় তথ্য

ধন্যবাদান্তে@johir65
ফটোগ্রাফি ডিভাইসঃMobile
মোবাইল নেমঃvivo y11
ক্যামেরাঃ13mp

লোকেশনঃ

তো প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাই বোন ও বন্ধুরা এই ছিল আমার আজকের পোস্ট। আশা করি ভালো লেগেছে। পোস্টে কোন ভুল ত্রুটি থাকলে আশা করি ক্ষমা স্বরূপ দৃষ্টিতে দেখবেন। আবারো খুব শীঘ্রই নতুন কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন।

আল্লাহ হাফেজ
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বাহ আপনি অনেক সুন্দর করে কাশফুলের ফটোগ্রাফি করেছেন। কুমিল্লাতে অনেকদিন থাকা কারণে ও কাশফুল দেখতে যেতে পারলেন না। পরে চিন্তা করলেন বাড়িতে আসলে যাবেন। এরপর নানীর বাড়িতে গিয়ে কাশফুলের সুন্দর ফটোগ্রাফি করেছেন। কাশফুলের সাথে আকাশের সাদা মেঘগুলো দেখতে অসাধারণ লাগলো আমার কাছে। ধন্যবাদ এত সুন্দর করে ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপু আপনাকে আমার পোস্টে মন্তব্য করার জন্য।

কাশফুল আছে তবে কাশফুলের রূপ অনেকটাই ঝলসে গেছে সময়ের বিবর্তনে।তবে ফটোগ্রাফি করার স্টাইল সুন্দর ছিল,সাথে আপনার উপস্থাপনাও সুন্দর ছিল।

জ্বী ভাইয়া আসলে অনেক দেরি করে ফেলেছিলাম। ধন্যবাদ আপনাকে আমার পোস্টে মন্তব্য করার জন্য।