ইনঅ্যাক্টিভ হয়েও যেন একটিভ।

in hive-129948 •  8 months ago 
আস-সালামু আলাইকুম

প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাইবোন বন্ধুরা,

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।

leaf-8323899_1280.webp

সোর্স

আজকে আমি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আরো একটি নতুন পোস্ট। তো অনেকদিন পর আপনাদের মাঝে আবারো নিয়মিত পোস্ট করার সিদ্ধান্ত নিলাম। আজকে যে পোস্টটা করতে চলেছি এই পোস্টটা মূলত গতকালকে করার ইচ্ছা ছিল। কিন্তু গতকালকের আগে যে পোস্টটা করেছিলাম সেই পোস্টটাতে আমি আপনাদের মাঝে পরবর্তী পোস্ট নিয়ে কথা দিয়ে দিয়েছিলাম তাই কালকে এই পোস্টটা করা হয়নি সেটা আজকে করতে চলেছি। তো যাই হোক চলুন এবারে পোষ্টের মূল বিষয়ে আসা যাক।

আসলে আপনারা যারা আমার বাংলা ব্লক কমিউনিটি বা যেকোনো জায়গায় নিয়মিত কাজ করেন। তাদের হয়তো বা প্রথম প্রথম সব কাজগুলো গুছিয়ে নিতে একটু কষ্ট হয়েছিল কিন্তু একপর্যায়ে সবকিছু কেমন যেন সাধারণ হয়ে গিয়েছে। কারণ প্রতিদিনের তো সেই একই রুটিন একই কাজ তাই সবকিছু সাধারণ না হয়েও উপায় নেই। আর আপনারা হয়তো কখনোই চান না যে কাজগুলো থেকে ইনএক্টিভ হয়ে থাকতে। ঠিক আপনাদের মত আমিও চাইনা ইনঅ্যাক্টিভ হতে। কিন্তু আমার একটা সমস্যার কারণে আমাকে বেশ কিছুদিন ইনাক্টিভ থাকতে হয়েছিল। একপর্যায়ে তো ভেবে নিয়েছিলাম আর কখনোই এই প্লাটফর্মে ব্যাক করবো না।

কিন্তু অনেক ঘাটাঘাটির পর কোন রকমে সমস্যাটা সমাধান খুঁজে বের করে আবারও কমিউনিটির এক্টিভিটি বজায় রাখার জন্য প্রস্তুতি নিলাম। তবে আমি ইনঅ্যাক্টিভ হলে একটা বিষয় লক্ষ্য করি যে আমার প্রতিটা পদক্ষেপ যেন এর কমিউনিটির সাথে সংযুক্ত। আসলে আমি বোঝাতে চাচ্ছি যে আমি ভেবে নিয়েছিলাম যে আমি আর ব্যাক করবো না কিন্তু তারপরেও যদি কোথাও কোন ইউনিক কিছু দেখতাম বা ঘুরতে যেতাম তাহলে ইচ্ছে হতো কয়েকটা ছবি তুলে পোস্ট করতে। আবার ইচ্ছে থাকার পরেও মাঝে মাঝে না পারার কারণে একটু কষ্ট লাগতো। আসলে এটাই হয়তোবা এক ধরনের টান বা ভালোবাসা।

তো এখন যেহেতু সমস্যা কাটিয়ে আবারো কমিউনিটিতে নিয়মিত পোস্ট করার সিদ্ধান্ত নিয়েছি তাই আশা করা যায় এমনটা আর হবে না। তবে এসব নিয়ে যখন ভাবছিলাম তখন অন্য একটা কথা মনে পড়ে গেল। আর সেটা হচ্ছে পার্সন টু পার্সন ভালবাসা। আমরা যখন একসাথে থাকি তখন আমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়ে যায় সেটা বিভিন্ন ধরনের হতে পারে । যেমন মা-বাবাকে একরকম ভাবে ভালবাসি আবার ভাই-বোনকে এক রকম ভাবে ভালোবাসি, আবার হাজব্যান্ড বা ওয়াইফ কে একরকম ভাবে ভালবাসি আবার বন্ধুদেরকে আমরা একরকম ভাবে ভালবাসি, ঠিক তেমনিভাবে ক্লাসের টিচারদের কে আবার অন্য রকম ভাবে ভালোবাসি আবার অফিসের বসদের প্রতি অন্যরকম ভালোবাসা কাজ করে।

তো অনেক সময় দেখা যায় আমরা যখন একসাথে থাকি তখনই এই ভালোবাসার গুলো বহিঃপ্রকাশ হয় কিন্তু যখন আমরা একে অপরের থেকে আলাদা হয়ে যায় তখন এই ভালোবাসা গুলো হারিয়ে যায়। যেমন আমি আমার কলেজের অনেক ফ্রেন্ড এর সাথে পরিচিত ছিলাম কিন্তু অনেকদিন তাদের সাথে দেখা হয় না কথা হয়না। কিন্তু কিছু কিছু বন্ধুদের দেখি তারা কলেজ শেষ করে আজও মাঝে মাঝে একসাথে সময় কাটায় ঘোরাঘুরি করে। আসলে আমরা এখান থেকে বুঝতে পারি যে তাদের ফ্রেন্ডশিপ টা ছিল অনেক গভীর আর যাদের সাথে আর কোনো কথা হয়না দেখা হয় না তাদের সাথে ফ্রেন্ডশিপটা ছিল হয়তো বা কিছু সময়ের জন্য। আবার অনেক হাজবেন্ড ওয়াইফ আছে যাদের ডিভোর্স হয়ে যায়।

এক্ষেত্রে আমরা জানি ডিভোর্স মানে একটা সম্পর্ককে ভেঙে ফেলা কিন্তু অনেক সময় দেখা যায় যে ডিভোর্স হওয়ার পরেও হয়তো হাজবেন্ড নয়তো ওয়াইফ যে কোন একজন অনেক ভেঙ্গে পড়ে। আসলে এখান থেকে বোঝা যায় সেই মানুষটা হয়তো বা সত্যিকারের ভালোবেসেছিল। তবে যেহেতু পৃথিবীটা অনেক বিচিত্রময় তাই সব ক্ষেত্রে যে বিষয়টা এমন হবে তাও কিন্তু নয়। আর যে ভালোবাসার কথা বললাম এই ভালোবাসাগুলো যে চিরকাল স্থায়ী থাকবে তেমনটাও কিন্তু না হতে পারে কারণ মানুষ সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে যায়।

তো প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাই বোন বন্ধুরা, এই ছিল আমার আজকের পোস্ট। তো পোস্টের মাঝে অনেক কথাই বলেছি কোনো ভুল ত্রুটি হলে আশা করি ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক আজকের মত এটুকুই। আবারো খুব শীঘ্রই নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবো আপনাদের মাঝে ইনশা-আল্লাহ। ততক্ষণ সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন।

আল্লাহ হাফেজ
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

এরকম আমার ক্ষেত্রেও হয় মূলত কমিউনিটির প্রতি ভালোবাসা থাকলে এমনটা হবে স্বাভাবিক তবে তারপরেও এখন স্বাভাবিকভাবেই নিয়মিত পোস্ট করে আবার অ্যাক্টিভিটি পুরোপুরি চালু রাখার চেষ্টা করছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া।

Posted using SteemPro Mobile

ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর মন্তব্যটি করার জন্য।

আপনার প্রতি সমবেদনা জ্ঞাপন করছি আপনার সমস্যার জন্য। তবে এখন থেকে অবশ্যই আশা করব আপনি আমাদের সাথে বরাবরের মতোই সংযুক্ত থাকবেন। এবং নিয়মিত আমাদেরকে নতুন নতুন পোস্ট উপহার দিবেন। আসলেই ভালোবাসা বিভিন্ন রকম হয়ে থাকে। মানুষ আসলে আবহাওয়ার মতই বদলে যায় সে কারণেই ডিভোর্স হোক কিংবা কোন বন্ধুত্ব সেই ক্ষেত্রে এই সম্পর্ক গুলো ভেঙ্গে গেলে যে কোন একজন সত্যিই অনেক বেশি কষ্ট পায়। সুন্দর একটি কথা তুলে ধরেছেন আপনি। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।

ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্যটি করার জন্য।