থ্রিডি আর্ট।

in hive-129948 •  2 years ago  (edited)
আস-সালামু আলাইকুম

প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাইবোন বন্ধুরা,

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।

IMG_20221127_174230-02-01.jpeg

আজকে আমি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আরও একটি নতুন পোস্ট। আজকের পোস্টে আমি আপনাদের মাঝে শেয়ার করব একটি থ্রিডি আর্ট। থ্রিডি আর্ট গুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তাই ভাবলাম আজকে একটা থ্রিডি আর্ট করব। যেই কথা সেই কাজ বসে পড়লাম থ্রিডি আর্ট করার জন্য। তো চলুন আর বেশি কথা না বলে আপনাদের মাঝে আমার থ্রিডি আর্টের প্রসেস গুলো শেয়ার করা যা বড়ক।

প্রয়োজনীয় উপকরণ

•সাদ কাগজ
•পেন্সিল
•স্কেল

ধাপ-১

IMG_20221127_211751-01-01.jpeg

প্রথমে চিত্র অনুরূপভাবে ধাপে ধাপে এরকম একটি আকৃতির করে নিলাম। এখানে মনে রাখতে হবে প্রত্যেকটা দাগই একই মাপের হওয়া চাই। আমি এখানে প্রত্যেকটা দাগ ২ সেমি করে কেটে নিয়েছি। এই আকৃতিটি অনেক মেপে মেপে করতে হয় একটু এদিক সেদিক হলেই পুরো আর্টটাই বিগড়ে যায়। আমি অতটাও ভালো পারিনা তবে যতটুক সম্ভব চেষ্টা করেছি। আকৃতিটা করতেই আমার সবচেয়ে বেশি সময় লেগেছিল তাছাড়া বাকি আর্ট গুলো খুব সহজেই করে নিয়েছিলাম।

ধাপ-২

IMG_20221127_212004-01.jpeg

এরপর ওই দাগ অনুসরণ করে চিত্র অনুরূপভাবে ধাপে ধাপে সবগুলোকে বক্স আকৃতি করে নিলাম।

ধাপ-৩

IMG_20221127_212526-01.jpeg

এরপর চিত্র অনুরূপভাবে একের পর এক দাগ টেনে নেব। তবে এখানেও প্রত্যেকটা দাগ একই মাপের করে নিয়েছি(২ সেমি)।

ধাপ-৪

IMG_20221127_212738-01.jpeg

এরপর আবার চিত্র অনুরূপভাবে একের পর এক ধাপে ধাপে দাগ দিয়ে নিলাম।

ধাপ-৫

IMG_20221127_174156-01-01.jpeg

IMG_20221127_174218-02.jpeg

ব্যাস এভাবেই ধাপে ধাপে দাগ টানতে টানতে হয়ে গেল আমার থ্রিডি আর্ট কমপ্লিট। তার পর আর্ট এর নিচে একটা সিগনেচার করে দিলাম।

প্রয়োজনীয় তথ্য

ধন্যবাদান্তে@johir65
ফটোগ্রাফি ডিভাইসঃMobile
মোবাইল নেমঃvivo y11
ক্যামেরাঃ13mp

তো প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাই বোন ও বন্ধুরা এই ছিল আমার আজকের থ্রিডি আর্টের পোস্ট। আশা করি আর্টটি দেখতে আপনাদের ভালই লেগেছে। এই আর্টটি ভালোভাবে মেপে মেপে করতে পারলে অনেক সুন্দর লাগে। মাঝখানে স্টার আকৃতির হয়ে যায় এজন্য আমার কাছে দেখতে আরো বেশি ভালো লাগে। আপনাদের কাছে,আর্টি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। যাইহোক আজকের মত এটুকুই আবারো খুব শীঘ্রই নতুন কোন পোস্ট নিয়ে হাজির হব আপনাদের মাঝে ইনশা-আল্লাহ। ততক্ষণ সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন।

আল্লাহ হাফেজ
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ঠিক বলেছেন ভাইয়া থ্রিডি আর্ট গুলো আমার কাছে ভিশন ভালো লাগে।এই আর্ট গুলো করতে আমার একটু ঝামেলা মনে হয়। কারণ মেজারমেন্ট ঠিক না হলে আর্ট করা হবে না। মিলানো সম্ভব না। আপনি সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত। আপনার আর্টটি সবমিলিয়ে ভালো লেগেছে। ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।।

ধন্যবাদ আপনাকে ভাইয়া এত সুন্দর একটি মন্তব্য পেশ করার জন্য।

আপনার থ্রিডি আর্টটি দেখে আমার খুবই ভালো লেগেছে। আপনি থ্রিডি আর্টটি করার জন্য তিনটি জিনিসকে ব্যবহার করেছেন সেগুলো হলো সাদা কাগজ, পেন্সিল, স্কেল। আপনি ঠিকই বলেছেন ভাই এইসব আর্ট গুলোর ক্ষেত্রে পরিমাপ সবসময় একই হতে হয়। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।