শহর উন্নয়ন ও অতীতের স্মৃতিচারণের চেষ্টা। পর্ব-১

in hive-129948 •  9 months ago 
আস-সালামু আলাইকুম

প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাইবোন বন্ধুরা,

আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি।

IMG_20240509_010755.jpg

আজকে আমি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আরো একটি নতুন পোস্ট। আজকের পোস্টে একটু ভিন্ন কিছু শেয়ার করব। প্রতিনিয়তই আমাদের শহরটাকে উন্নতির দিকে নিয়ে যাওয়া হচ্ছে। অনেক আগে একরকম ছিল আর এখন ধীরে ধীরে অনেকটাই পাল্টে যাচ্ছে সবকিছু। তো মাঝে মাঝে ছোট চেঞ্জ হয় কিন্তু এবারে মনে হয় একটু বড়ই চেঞ্জ হতে চলেছে শহরটা। রাস্তা থেকে শুরু করে শহরের অনেক কিছুই উন্নত বানানোর চেষ্টা করে যাচ্ছে প্রতিনিয়তই। তো আজকে তার মধ্যে থেকেই শহরের কিছু পরিবর্তন আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি আপনাদের ভালই লাগবে তো চলুন এবারে মূল বিষয় আসা যাক।

তো গত কয়েকদিন আগে দিনের বেলায় একটু বাজারে গিয়েছিলাম। আসলে কাজের উদ্দেশ্যে সারাদিন অন্য একটা বাজারে থাকা হয় যার কারণে অনেকদিন হয়ে গেছিল দিনের বেলায় গাংনী বাজারে যাওয়া হয় না। রাতের বেলায় যাওয়া হয় তবে চারিদিকে অতটা লক্ষ্য করা হয় না। তো সেদিন দিনের বেলায় বাজারে গিয়ে কয়েকটা জায়গা দেখলাম পরিবর্তন করা হচ্ছে। আর অনেক জায়গা তো পরিবর্তন হয়েই গেছে। তাই বেশ কিছু স্থানের ছবি তুলে নিয়েছিলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য।

IMG_20240424_122047-01.jpeg

IMG_20240424_122055-01.jpeg

তো উপরে আপনারা যে ছবি দুটো দেখতে পারছেন এখানে কিছু একটা করা হচ্ছে। তবে কি করা হবে সেটা আমি জানিনা কিন্তু কয়েকদিন আগেও এখানে বাজার বসতো। অর্থাৎ কাঁচা বাজার থেকে শুরু করে মাছ মাংস সবগুলো এখানে পাওয়া যেত। কিন্তু কয়েকদিন থেকে এখানে বাজার বসা কমে গেছে। আর কয়েকদিন আগে তো অন্য একটা জায়গায় বাজার বসতে শুরু করে দিছে। তো যাইহোক এইতো ছিল একটা জায়গা যেটা‌ পরিবর্তন হতে শুরু করে দিয়েছে।

IMG_20240424_122213-01.jpeg

IMG_20240509_010622.jpg

তো এবারে রাস্তা দিয়ে যখন বাড়ির দিকে আসছিলাম তখন আরো কিছু পরিবর্তন দেখলাম আর পুরনো দিনের স্মৃতিচারণ করতে থাকলাম। তো উপরে দুইটা ছবিতে আপনারা নিশ্চয়ই রাস্তা থেকে কিছুটা দূরে দোকান গুলো দেখতে পারছেন। আসলে কয়েকদিন আগেও দোকানগুলো রাস্তার আরো কাছে ছিল। অর্থাৎ মূল দোকান জায়গা মতোই আছে কিন্তু দোকানের আরো কিছু অংশ সামনের দিকে ছিল। আর ছবিতে আমি যেখানে দাগ কেটে দিয়েছি ওই পর্যন্ত দোকানগুলো ছিল কিন্তু কয়েকদিন আগেই মাঝখান দিয়ে ড্রেন তৈরি করার ফলে এখন এই অবস্থা হয়ে আছে। যাইহোক এই জায়গাটা সবথেকে বড় স্মৃতি হল এই জায়গাটায় আমার আব্বুর দোকান ছিলো।

IMG_20240424_122323-01.jpeg

তো এখন আমি যদি ওই জায়গায় রাস্তার অপর পাশের কথা বলি তাহলে একসময় রাস্তার অপর পাশে একটা বড় পুকুর ছিল তবে সেই জায়গাগুলোতে এখন দোকান হয়ে গিয়েছে। আর আমার মনে আছে এই জায়গায় আগে চুল কাটার দোকান ছিল। যে জায়গা থেকেও আমি এক সময় চুল কাটতাম। আসলে কিছু জায়গায় পুরনো দিনের সেই দোকানগুলো নেই তবে দিন দিন আরো নতুন নতুন দোকান তৈরি হচ্ছে। আর ভবিষ্যতে হয়তো আরো হবে। চলবে......

তো প্রিয় আমার বাংলা ব্লগ কমিউনিটির ভাই বোন বন্ধুরা, এই ছিল আমার আজকের পোস্ট। তো আজকের পোস্টে এটুকুই রাখলাম পরবর্তী পোস্টগুলোতে শহরের আরো কিছু পরিবর্তন নিয়ে আলোচনা করব ইনশা-আল্লাহ। তো আজকের মত এটুকুই। আবারো খুব শীঘ্রই নতুন কোনো পোস্ট নিয়ে হাজির হবো আপনাদের মাঝে ইনশা-আল্লাহ। ততক্ষণ সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন।

আল্লাহ হাফেজ
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

image.png

হ্যাঁ ব্যাপক পরিবর্তন হয়েছে গাংনী শহরে। রাস্তা এবং পাশের ড্রেন ঠিকঠাক করার জন্য অনেক কিছু অপসারণ করেছে। যাই হোক আমিও বেশ কিছুদিন লক্ষ্য করছি এবং ২০১৩-১৪ সালের কথা স্মরণ করেছিলাম একদিন ঠিক এই জায়গাতে। আগে কত সুন্দর গাছপালায় পরিপূর্ণতা ছিল, এখন সব ফাঁকা হয়ে গেছে রাস্তার উন্নয়নে। যাইহোক ভালো লাগলো এ পোস্ট দেখে।

জি ভাই ধীরে ধীরে সব কিছুই পরিবর্তন হয়ে যাচ্ছে। আর এই পরিবর্তনের কারণে কাঁটা পড়ছে অনেক গাছপালা। যাই হোক ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যটি করার জন্য।

যাইহোক এই জায়গাটা সবথেকে বড় স্মৃতি হল এই জায়গাটায় আমার আব্বুর দোকান ছিলো।

এজন্যই হয়তো ব্যাপারটা আপনার চোখে বেশি ধরা পড়েছে। আসলে যখন একটা এলাকার উন্নতি হয় বা উন্নয়ন করার চেষ্টা করা হয়, তখন অনেক কিছুই পরিবর্তন হয়। যেমন রাস্তাঘাট বড় করার জন্য দোকানপাট পেছনে নেওয়া হয় কিংবা পুরনো বাজার ভেঙে দিয়ে সেখানে কিছুটা উন্নত ব্যবস্থা করে, নতুন করে আবার বাজারের ব্যবস্থা করা হয়। এই ব্যাপার গুলো মোটামুটি সব জায়গাতেই হয় ভাই। আপনাদের ওইখানে যে উন্নয়ন হচ্ছে, এটা তো বেশ ভালো কথা।

জি ভাই আমাদের এখানেও ধীরে ধীরে সব কিছু পরিবর্তন করা হচ্ছে।