ভিন্ন ভিন্ন গাছের সিমিলার দেখতে পাতার ফটোগ্রাফি।

in hive-129948 •  2 years ago  (edited)
আস-সালামু আলাইকুম

প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাইবোন বন্ধুরা,

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।

20221223_231154_0000.png

Canva দিয়ে তৈরি

আজকে আমি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আরও একটি ফটোগ্রাফি পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব বেশ কিছু পাতার ফটোগ্রাফি। যে পাতাগুলো আলাদা আলাদা গাছের হলেও দেখতে অনেকটা একই রকম। সেই ধরনের কিছু পাতার ফটোগ্রাফি আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক।
প্রথম গাছের পাতার ফটোগ্রাফি

IMG_20220910_140927.jpg

IMG_20220910_140849.jpg

লোকেশন

আপনারা এখন যে গাছের পাতার ফটোগ্রাফি দেখতে পারছেন সেই গাছটির নাম হলো বাবলা গাছ। একদিন আমি রাস্তার ধারে একটা বাবলা গাছে দেখতে পারলাম অনেকগুলো ফুল ধরেছে তাই আমি ওখানে গেলাম ফুলগুলোর কয়েকটা ফটোগ্রাফি করার জন্য। তখন আমার চোখে পড়ে বাবলা গাছের পাতার দিকে। এবং মনে মনে ভাবলাম এরকম সিমিলার দেখতে পাতা তো অনেক আছে। কেননা একই রকম দেখতে কিন্তু ভিন্ন ভিন্ন গাছের অনেকগুলো পাতার ফটোগ্রাফি করে পোস্ট করব। এই ভেবে তখন আর দেরি না করে বাবলা গাছের পাতার ছবি তুলে রাখলাম। যেন পরবর্তীতে এরকম দেখতে আরো অনেক গাছের পাতার ছবি তুলতে পারলে। একসাথে ফটোগ্রাফি পোষ্টের মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করব তার জন্য।

দ্বিতীয় গাছের পাতার ফটোগ্রাফি

IMG_20221013_170956.jpg

লোকেশন

যাই হোক এখন আপনারা যে পাতার ফটোগ্রাফি দেখতে পারছেন এটা হয়তো অনেকেই চিনতে পারছেন। না চিনতে পারলেও সমস্যা নেই আমি তো আছি বলার জন্য। যাই হোক যারা চিনতে পারেননি তাদের উদ্দেশ্যে বলি এটা হল তেঁতুল গাছের পাতা। তেঁতুল গাছ ও বাবলা গাছের পাতা অনেকটা দেখতে একই রকম। তাই আজকের ভিন্ন ভিন্ন গাছের সিমিলার দেখতে পাতার ফটোগ্রাফি পোষ্টের লিস্টে এই তেঁতুল গাছের পাতাটাও রেখেছি। কারা কারা তেঁতুল গাছের পাতা খেয়ে দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। যারা খাননি তাদের উদ্দেশ্যে বলছি এই পাতাগুলো খেতে টকটক লাগে। একবার ট্রাই করে দেখতে পারেন। 😏

তৃতীয় গাছের পাতার ফটোগ্রাফি

IMG_20221223_153859.jpg

IMG_20221223_153904.jpg

লোকেশন

এখন আপনারা যে গাছের পাতার ফটোগ্রাফিটা দেখতে পারছেন। এটা হচ্ছে ইপিল ইপিল গাছের পাতার ফটোগ্রাফি। এ পাতাটাও আগের দুইটা পাতার মতো দেখতে। তাই ইপিল ইপিল গাছের পাতাটাকেও আজকের ভিন্ন ভিন্ন গাছের সিমিলার দেখতে পাতার ফটোগ্রাফি পোষ্টের লিস্টে। আগে ছোটবেলায় অনেকবার তেঁতুল গাছের পাতা ভেবে ইপিল ইপিল গাছের পাতা মুখে দিয়েছি। মুখে দেওয়ার পর বুঝতাম এটা তেতুল গাছের পাতা নয়। কারণ তেতুল গাছের পাতা হচ্ছে টক আর এটা হচ্ছে তেতো। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন এই পাতা মুখে দেয়ার পর কি অবস্থা হতো।

চতুর্থ গাছের পাতার ফটোগ্রাফি

IMG_20221108_084202.jpg

IMG_20221108_084148.jpg

IMG_20221108_084302.jpg

লোকেশন

যাই হোক এখন আপনারা উপরের ফটোগ্রাফিতে যে গাছের পাতার ফটোগ্রাফিটা দেখতে পারছেন এই গাছের পাতাটাও নিশ্চয়ই অনেকেই চিনে থাকবেন। না চিনলেও সমস্যা নেই আমি তো আছি বলার জন্য। যাইহোক যারা চিনেন নাই তাদেরকে উদ্দেশ্যে বলি এটা হচ্ছে লজ্জাবতী গাছের পাতার ফটোগ্রাফি। এটা উপরের পাতাগুলোর মতোই দেখতে। তাই এই পাতাটাকেও আজকের ভিন্ন ভিন্ন গাছের সিমিলার দেখতে পাতার ফটোগ্রাফি পোষ্টের লিস্টে রেখেছি।

পঞ্চম গাছের পাতার ফটোগ্রাফি

IMG_20221017_171610.jpg

IMG_20221017_171617.jpg

লোকেশন

এখন আপনারা উপরের ফটোগ্রাফিতে যে গাছের পাতার ফটোগ্রাফিটা দেখতে পারছেন এটা হচ্ছে ধৈঞ্চা গাছের পাতার ফটোগ্রাফি। গ্রামাঞ্চলে যারা থাকেন তারা নিশ্চয়ই পাতাটাকে দেখে চিনে ফেলেছিলেন। এই পাতাটাও অনেকটা উপরের পাতাগুলোর মত দেখতে। তাই এই ধৈঞ্চা গাছের পাতাটা কেউ আজকের ভিন্ন ভিন্ন গাছের সিমিলার দেখতে পাতার ফটোগ্রাফি পোষ্টের লিস্টে রেখেছি।

ষষ্ঠ গাছের পাতার ফটোগ্রাফি

IMG_20221108_153352.jpg

IMG_20220912_060733.jpg

লোকেশন

এখন আপনারা উপরে যে গাছের পাতার ফটোগ্রাফিটা দেখতে পারছেন এটা হলো আমলকি গাছের পাতার ফটোগ্রাফি। আমলকি গাছ আমার আপুদের বাড়ি ছিল। আমি যখন আপুদের বাড়ি ছিলাম তখন এই আমলকি গাছের পাতার ফটোটা তুলে রেখেছিলাম। এই গাছের পাতাটাও অনেকটা উপরের পাতাগুলো সাথে মিলে যায় তাই আজকের ভিন্ন ভিন্ন গাছের সিমিলার দেখতে পাতার ফটোগ্রাফি পোষ্টের লিস্টে এই আমলকি গাছের পাতার ফটোগ্রাফিটা কউ রেখেছি।

সপ্তম গাছের পাতার ফটোগ্রাফি

IMG_20221213_164736.jpg

লোকেশন

আপনারা এখন যে গাছের পাতার ফটোগ্রাফি টা দেখতে পারছেন। এই গাছের নাম আমার জানা নেই। কিছুদিন আগে রাস্তার ধারে একটা গাছের এরকম পাতা দেখতে পেয়ে একটা ছবি তুলে রেখেছিলাম। এই গাছটার নাম জানা নেই তবে এটুকু বলতে পারি এই গাছটাতে ফুল ধরে। যেহেতু এই গাছের পাতাটা উপরের গাছগুলোর পাতার মতো। তাই আজকের এই ভিন্ন ভিন্ন গাছের সিমিলার দেখতে পাতার ফটোগ্রাফি পোষ্টের লিস্টে এই পাতার ফটোগ্রাফি টা কেউ রেখেছি।

অষ্টম গাছের পাতার ফটোগ্রাফি

IMG_20221110_085512.jpg

লোকেশন

এখন আপনারা যে গাছের পাতার ফটোগ্রাফি টা দেখতে পারছেন। এই গাছটির নামও আমার জানা নেই কিন্তু পাতাগুলো দেখতে অনেকটা উপরের পাতার ফটোগ্রাফি গুলোর সাথে মিলে যায়। তাই এটারও একটা ফটোগ্রাফি করে রেখেছিলাম। যেহেতু পাতাগুলো দেখতে অনেকটা একই রকম তাই আজকের ভিন্ন ভিন্ন গাছের সিমিলার দেখতে পাতার ফটোগ্রাফি পোষ্টের লিস্টে এই পাতাগুলোর ফটোগ্রাফি টা কেউ রেখেছি।

প্রয়োজনীয় তথ্য

ধন্যবাদান্তে@johir65
ফটোগ্রাফি ডিভাইসঃMobile
মোবাইল নেমঃvivo y11
ক্যামেরাঃ13mp

তো প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাই বোন বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিন্ন ভিন্ন গাছের সিমিলার দেখতে পাতার ফটোগ্রাফি পোস্ট। আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মত এটুকুই। আবারো খুব শীঘ্রই নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবো আপনাদের মাঝে ইনশা-আল্লাহ। ততক্ষণ সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন।

আল্লাহ হাফেজ
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

তেতুল এবং লজ্জাপতি এ দুটো চিনতে পেরেছি, বাকিগুলো কিন্তু চেনার কোন উপায় নেই । দেখতে সত্যিই অনেকটা একই রকম লাগে, ব্যতিক্রম একটা ফটোগ্রাফি দেখলাম দারুন লেগেছে।

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যটি করার জন্য।