প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাইবোন বন্ধুরা,
যাই হোক চেষ্টা করলাম কল দেওয়ার কিন্তু কেউই কল রিসিভ করছে না। আপুকে কল দিলাম আপু রিসিভ করছে না,আম্মুকে কল দিলাম আম্মুও ফোন ধরছিলো না। তারপর দুলাভাইকে ফোন দিয়ে দেখি এবারে বলছে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। আরো খারাপ লাগা শুরু করলো। তো আম্মু মাঝে মাঝে ঘরের চাবিগুলো বাড়ির কোনো সিক্রেট জায়গায় রেখে যায়। তাই ভাবলাম একবার খুঁজেই দেখি। প্রথম বার খুজেই চাবিটা পেয়ে গেলাম তারপর ঘরের মধ্যে এসে মোবাইল চার্জে দিলাম কারণ মোবাইলে চার্জ ছিল মাত্র চার পার্সেন্ট। এরপর ফোন দিয়ে খোঁজ নেওয়ার চেষ্টা করলাম কিন্তু কারোরই খোঁজ নাই।
পরে দেখি আপুর ফোনটা বাড়িতে রেখে গিয়েছে। তাই আর আপুর ফোনে কল না দিয়ে দুলাভাইয়ের ফোনে কল দেওয়ার চেষ্টা করলাম। তো এক পর্যায়ে কল কানেক্ট হলো কিন্তু নেটওয়ার্ক প্রবলেম হওয়ার কারণে কথা শোনা যাচ্ছিল না। তো হোয়াটসঅ্যাপে যেহেতু শোনা যাচ্ছিল না তাই ভাবলাম সরাসরি কল দেই। কিন্তু সরাসরি কল যাচ্ছে না। পরে দেখি দুলাভাইয়ের ফোন দিয়ে আপু আমার কাছে কল দিয়েছে তখন কল এসেছে। তারপর জানতে পারলাম ওনারা গেছেন খালাতো বোনের বাসায়। আর জানতে পারলাম আম্মু বাজারে আছেন। আমি তখন আপুকে বললাম ঠিক আছে তাড়াতাড়ি আসতে বলো আম্মুকে।
আপু বলল ঠিক আছে আসতে বলছি। কিন্তু সেই সময় বেঁধে গেল বিপত্তি। আগে থেকেই মেঘ ডাকছিল। আর এখন শুরু হলো অনেক জোরে জোরে বাতাস। তো এই বাতাসগুলোই এক পর্যায়ে ঝড় এ পরিণত হলো আর সেই সাথে বৃষ্টি। তখন আম্মুর জন্য বেশ টেনশন হচ্ছিল। ভাবলাম বাজারের দিকে হাঁটা জুড়বো। কিন্তু ততক্ষণে ঝড় শুরু হয়ে যাওয়াতে আর যাওয়া হলো না। তো কিছুক্ষণ পরে আম্মুর সাথে ফোনে কথা হলো তখন জানতে পারলাম তিনি সেভ জায়গায় আছেন। তখন একটু টেনশন কমলো। যাই হোক ঝড় হচ্ছে আর এদিকে কারেন্ট চলে গেছে তাই একা একা শুয়ে ছিলাম। দেখলাম এক পর্যায়ে ঝড়টা থেমে গেল। ঘরের মধ্যে থেকে ঝড়ের তেমন একটা আভাস না পেলেও বাইরে এসে দেখি বেশ ভালই ঝড় হয়েছে।
তখন আর কি করার আছে বেরিয়ে পড়লাম ছাতা নিয়ে আম কুড়ানোর জন্য। দেখলাম বেশ কিছু আম পড়ে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। কুড়াতে থাকলাম একের পর এক সব আমগুলোকে। যাইহোক আম কুড়ানোর শেষ পর্যায়ে দেখলাম আম্মু এসে হাজির। তখন ভাবলাম আম্মুকে বলব কিছু আম কেটে দিতে খাওয়ার জন্য। কিন্তু আম্মু এসে অন্য কাজে ব্যস্ত হয়ে গেল যার কারণে আর আম খাওয়া হলো না।
তো প্রিয় আমার বাংলা ব্লগ কমিউনিটির ভাই বোন বন্ধুরা, এই ছিল আমার আজকের পোস্ট। ভেবেছিলাম আজকে একটা রেসিপি পোস্ট শেয়ার করব। কিন্তু রেসিপি পোস্ট টি শেয়ার করার সময় আপুর একটু সাহায্য লাগতো তাই আর সেই পোস্ট করা হলো না। আর এখন অনেক রাত হয়ে গিয়েছে বেশ ঘুম পাচ্ছে তাই এই ঘটনাটাকেই পোস্ট আকারে সাজিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করলাম। এখন মোবাইলে চার্জ আছে মাত্র ৩ পার্সেন্ট, আবার কারেন্টও নেই। তাই আজ এখানেই শেষ করছি। আবারো খুব শীঘ্রই নতুন কোনো পোস্ট নিয়ে হাজির হবো আপনাদের মাঝে ইনশা-আল্লাহ। ততক্ষণ সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বৃষ্টির দিনে আম কুড়াতে খুবই ভালো লাগে। ছোটবেলা যখন বৃষ্টি হতো তখন ঘর থেকে বের হয়ে যেতাম আম কুড়িয়ে নেওয়ার জন্য। আপনার পোস্টটি অসাধারণ ছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যটি করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে গ্রাম অঞ্চলে এই সমস্যাটা বেশ লক্ষ্য করা যায় একটু ঝড় বাতাস হলেই নেটওয়ার্ক আর থাকে না এ সমস্যাটার জন্য অনেক সময় আমার কাজে ব্যাঘাত ঘটেছে। এবং বিদ্যুৎ থাকে না এটা আর নতুন করে আর কি বলি ভাই এখনো হয়তোবা বিদ্যুৎ আসে নাই। আমি অন্য এলাকায় এসে ফোন চার্জ করে কমেন্ট করছি। যাইহোক হঠাৎ বৃষ্টির সময় বেশ ভালোই সময়টা উপভোগ করলেন। আপনার অনুভূতিটা শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গতরতের লক্ষ্য করে দেখলাম হঠাৎ যেন ঝড় শুরু হয়ে গেল। ঝরে পড়ে সবথেকে মজার বিষয়টা হচ্ছে আম কুড়ানো। যেহেতু কালকে রাত হয়ে গিয়েছিল তাই আমি আম কুড়াতে যাইনি। আপনি তো দেখছি ছাতা মাথায় দিয়ে অনেকগুলো আম কুড়িয়ে নিয়েছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://twitter.com/MdJohir65/status/1798660847277129781?t=XuZXd5PuRF7aJIUS8RuxNg&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit