প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাইবোন বন্ধুরা,
তো আমরা কিছুক্ষণ যাওয়ার পর পৌঁছে গেলাম মাঠে অনেকদিন পর মাঠে এসে বেশ ভালই লাগছিল। মাঠে খুব একটা ভিতরে গিয়েছিলাম না সামনে যে সরিষার ক্ষেতটি পেয়েছিলাম ওইটাতেই ছবি তোলার জন্য চলে গিয়েছিলাম। তো প্রথমে গিয়ে আমি নিজেদের ছবি তোলা বাদ দিয়ে সরিষার ফুলের ছবি তুলেছিলাম। তখন আমার বন্ধু রেগে বলছে আগে তো নিজেদের ছবি তুলতে দিবি তারপর না হয় সরিষার ফুলের ছবি তুলবি। যাইহোক তারপরও আমি সরিষার ফুলের কয়েকটা ছবি তুলে তারপর নিজেদের ছবি তোলা শুরু করে দিলাম।
তারপর বেশ কিছুক্ষণ ধরে তিনজনের ছবি তুলে নিলাম। তারপর ভাবলাম যেহেতু অনেকদিন পর মাঠে আসা হয়েছে তাই চারপাশ একটু ঘুরে দেখি। যাই হোক তারপর পাশে লক্ষ্য করলাম একটা লিচু বাগান আছে। দেখলাম লিচু গাছ গুলোতে নতুন নতুন পাতা জন্মেছে তার জন্য গাছগুলো দেখতে দেখতে বেশ সুন্দর লাগছে।
যাই হোক তারপরে দেখলাম পিছনে একটি তুলার ক্ষেত। দেখলাম তুলার ফুল ধরেছে। আবার দেখি কিছু কিছু গাছে ফলও ধরে গেছে। আমরা ওখান থেকে একটা ফল ছিড়ে নিয়ে আসলাম। এটা দেখার জন্য যে যখন তুলার ফলগুলো ছোট থাকে তখন কি রকম দেখায়। যদিও বা এর আগে আমি অনেক দেখেছি কিন্তু ভুলে গেছিলাম তাই আর কি একটা ফল ছিড়ে নিয়ে এসেছিলাম। যাইহোক তারপর এসে ফলটিকে ভেঙে দেখলাম। ফলগুলো ভাঙার পর তুলাগুলোকে কেমন দেখা ছিল সেটা নিশ্চয়ই আপনারা উপরের ফটোর মাধ্যমে দেখতে পারছেন।
যাই হোক তারপর আরেকদিকে লক্ষ্য করলাম একটা গেমার ক্ষেত। দেখলাম গেমাগুলো বেশ বড় বড়। এবং দেখি গেমা ঘাস গুলোর মাথার ওপর ফুল ও ধরেছে। দেখলাম অনেকগুলো একসাথে দেখতে বেশ ভালোই সুন্দর লাগছিল তাই কয়েকটা ফটো তুলে নিয়েছিলাম। যাই হোক তারপর আর এদিক ওদিক না করে আমরা সোজা আমাদের আগের জায়গায় ফিরে এলাম।
আর হ্যাঁ একটা কথা ঘটনাগুলো কিন্তু বেশ কিছুদিন আগের ভেবেছিলাম তখনই আপনাদের মাঝে শেয়ার করব। কিন্তু ছবিগুলো ডিলিট হয়ে যাওয়ার কারণে তখন আপনাদের মাঝে শেয়ার করতে পারেনি। কিন্তু হঠাৎ জানতে পারি যে আমার আমার একটা বন্ধুর গুগল ড্রাইভে ছবিগুলো আছে তাই ওর থেকে নিয়ে আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করলাম।
তো প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাই বোন বন্ধুরা, এই ছিল আমার আজকের পোস্ট। আজকের লেখাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মত এটুকুই। আবারো খুব শীঘ্রই নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবো আপনাদের মাঝে ইনশা-আল্লাহ। ততক্ষণ সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন।
আসলেই এখন ফেসবুক জুরে সরিষার ফুল এর ছবি।ভালোই লাগে দেখতে।বন্ধু রা সহ বেশ ভালো সময় কাটিয়েছেন মাঠে।ছবিগুলো বেশ সুন্দর। তবে একটাগেমার ক্ষেত জিনিস আমি বুঝতে পারলাম না,সেটা হচ্ছে গেমার ক্ষেত কি?যাই হোক ভালো ছিলো।ধন্যবাদ আপনাকে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে গেমা হচ্ছে এক ধরনের ঘাস। মাঠে অনেকেই এই ঘাস চাষ করে থাকে। ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে মন্তব্যটি করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি তো দেখছি মাঠে গিয়ে দারুন সময় অতিবাহিত করেছেন। তার পাশাপাশি মাঠের ফসলি জমির ক্ষেতের কিছু দৃশ্য খুব সুন্দর ভাবে ফটোগ্রাফি করে আমাদের সাথে শেয়ার করেছেন। ভালই উপভোগ করেছি ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনাকে এই সুন্দর মন্তব্যটি করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সময় নিজের অজান্তে অনেক কিছু ডিলিট হয়ে যায়। যেমন আপনার ছবি তোলা গুলো ডিলিট হয়ে গেল। তারপর জানতে পারলেন আপনার বন্ধুর কাছে ছবিগুলো আছে ওখান থেকে আজকে আপনি ফটোগ্রাফি করেছে। তবে আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি খুবই অসাধারণ। আসলে সরিষা ক্ষেতে যখন ফুল ফুটে ওই সময়ে গেলে অনেক সুন্দর লাগে। আজকে আমি সরিষা খেতে গিয়েছিলাম কিন্তু সরিষার মধ্যে কোন ফুল নেই। তবে আপনার ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। চমৎকার ভাবে বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি ঠিক বলেছেন যখন সরিষা ফুল থাকে তখন সরিষার ক্ষেতটা দেখতে এমনিতে অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্যটি করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit