বিকেলে ভাগ্নির সাথে রেলওয়ে ট্রাকের উপর ঘোরাঘুরি।

in hive-129948 •  2 years ago 
আস-সালামু আলাইকুম

প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাইবোন বন্ধুরা,

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি

আজকে আপনাদের মাঝে শেয়ার করব আমার ভাগ্নিকে নিয়ে বিকালে রেললাইনে মূলত ওই আমাকে নিয়ে গেছে যাই হোক সেখানে কাটানোর কিছু মুহূর্ত। সারাদিন বাসায় থাকতে থাকতে বোর হয়ে গিয়েছিলাম তাই ভাবলাম একটু বাহিরে ঘোরাফেরা করা যাক।
তো আমরা যখন প্রথম আপুর বাসায় এসে ছিলাম তখন দেখছিলাম একটা বড় ব্রিজ ওই ব্রিজের নিচে রেলওয়ে ট্রাক তখনই আমি ভেবেছিলাম যে ওইখানে একদিন ঘুরতে যাব। তাই জন্য ওখানে গিয়েছিলাম। আমি তো প্রথমে ভেবেছিলাম যে ওই ব্রিজের নিজ দিয়ে যেতে হবে হয়তো রেলওয়ে ট্রাকে। তারপর আমার ভাগ্নি কে আমি একদিন বললাম তখন সে আমাকে অন্য দিক দিয়ে নিয়ে গেল তারপর গিয়ে দেখলাম এখানে একটা রেল স্টেশন আছে।

IMG_20220916_180250-02-01-01.jpeg

যাই হোক অনেকদিন পর রেলওয়ে ট্রাকের উপর এসে অনেক ভালো লাগছিল। তাই একটু হাঁটাহাঁটি করলাম ভেবেছিলাম না অনেক দূরে যাব যতদূর না পর্যন্ত ফাঁকা নিরিবিলি জায়গা পাই। তাই বলে ফাঁকা জায়গার উদ্দেশ্যে রওনা দিলাম কিন্তু একটু দূরে যাওয়ার পরই দেখলাম আজকে আর সময় নেই আর কিছুক্ষণ পরে মাগরিবের আজান দিয়ে দেবে তাই ফিরে আসলাম।

প্রথম

IMG_20220916_175947-02.jpeg

দ্বিতীয়

IMG_20220916_175944-01.jpeg

ফিরে আসার সময় ভাবলাম কিছু ছবি তোলা যায় যেই কথা সেই কাজ পকেট থেকে মোবাইলটা বের করে প্রথমে রেল লাইনের দুই একটা ছবি তুললাম। সে ফটোটা আপনার নিশ্চয়ই উপরের ফটোতে দেখতে পারছেন।

তৃতীয়

IMG_20220916_180250-02-01-01.jpeg

চতুর্থ

IMG_20220916_175323-01.jpeg

এরপর আমি পুরো একটা স্টেশন এর ছবি তুললাম। এরপর আর একটু এগিয়ে এসে একদম স্টেশনের কাছে এসে একটা ছবি তুললাম এটাও নিশ্চয়ই আপনারা দেখতে পারছেন উপরের ফটো দুইটার মধ্যে এটাও নিশ্চয় আপনারা উপরের ফটোতে দেখতে পারছেন।

পঞ্চম

IMG_20220916_175314-01.jpeg

আপনারা তো জানেন রেল লাইনের উপর অনেকগুলো পাথর দেওয়া থাকে সে পাথর গুলো অনেক চকচক করছিল তাই এগুলোরও একটা ফটোগ্রাফি করলাম।

ষষ্ঠ

1663338933625.jpg

এরপর শেষের দিকে মামা-ভাগ্নি একটা সেলফি তুলে নিলাম। এরপর দুজনে মিলে ফিরে আসলাম ফিরে আসার সময় দেরি হয়ে যাচ্ছিল তাই দুজন মিলে হালকা স্পিডে দৌড় লাগালাম।

প্রয়োজনীয় তথ্য

ধন্যবাদান্তে@johir65
ফটোগ্রাফি ডিভাইসঃMobile
মোবাইল নেমঃvivo y11
ক্যামেরাঃ13mp
লোকেশনঃবাঁগিচা গাঁও-কুমিল্লা

তো প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাইবোন ও বন্ধুরা এই ছিল আমার আজকে রেলওয়ে ট্রাকের ঘোরাফেরার একটা ঘটনা। আশা করি আপনাদের ভালোই লেগেছে । তবে এবারে আমি ফাঁকা জায়গায় যেতে পারিনি পরেরবার চেষ্টা করব যদি পারি তো অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। খুব শীঘ্রই আবার নতুন কোন পোস্ট নিয়ে হাজির হব আপনাদের মাঝে ইনশাআল্লাহ। ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন।

আল্লাহ হাফেজ
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বিকেলবেলা রেলওয়ে আপনার ভাগ্নির সাথে ঘোরানোর সময়টুকু পড়ে অনেক ভালো লাগলো। আপনারা সুন্দর সময় কাটানোর পাশাপাশি ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল

ধন্যবাদ ভাইয়া আপনাকে আমার পোস্টে কমেন্ট করার জন্য।

আমি বিশ্বাস করি আপনি একজন ভালো মনের ব্লগার হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবেন। আপনার অনেক ইমপ্রুভ হয়েছে। আশা করি এই ভাবে কাজ করতে থাকলে পরবর্তীতে আরো ভালো করতে পারবেন।

ধন্যবাদ আপনাকে আমাকে মোটিভেট করার জন্য ইনশাল্লাহ চেষ্টা করব আরও ইমপ্রুভমেন্ট আনার জন্য।

বিকেলে ভাগ্নির সাথে রেলওয়ে ট্রাকের ওপর ঘোরাঘুরির মুহূর্তটুকু দেখে বেশ বুঝতে পারছি আপনাদের সময়টা খুব সুন্দর উপভোগ করেছেন। রেলওয়ে রাস্তায় হাঁটার মজাটাই আলাদা। রেল লাইনের উপরে অনেকগুলো পাথর আর সেই পাথরের ফটোগ্রাফি দেখতে দারুন হয়েছে।। ভাই,ভাগ্নির সাথে কাটানো সময়টুকু আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

ধন্যবাদ আপনাকে আমার প্রতি মন্তব্য করার জন্য ঠিক বলেছেন ভাই রেলওয়ে ট্র্যাক এর ওপর হাটার মজাই আলাদা।

রেল লাইনের উপর দিয়ে হাঁটার মজাই আলাদা আমার দাদা বাড়ি যাইতে রেললাইন পরে ।আমরা ছোট থাকতে মাঝে মধ্যেই হাঁটতে যেতাম। যখনি ট্রেনের শব্দ হতো ঠিক তখনি রেললাইন থেকে নিচে নামতাম। আপনাদের দুজনে রেলওয়ে ট্রাকের উপর ঘোরাঘুরির মুহূর্ত বেশ ভালো ছিল ।আপনার জন্য শুভকামনা রইল।

আপনার জন্য শুভকামনা কামনা রইল ধন্যবাদ আমার পোস্টে মন্তব্য করার জন্য।

  ·  2 years ago (edited)

বিকেলবেলা আপনার ভাগিনার সাথে রেলওয়ে ট্রাকের উপরে খুব সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছেন। আসলে রেললাইনকে রেলওয়ে ট্রাক বলে সেটা আমার আগে জানা ছিল না ভাইয়া। আমি তো আপনার পোস্টে ঢুকে রেলওয়ে ট্রাক খুঁজেছিলাম 🤪। পরে অবশ্য বুঝতে পেরেছি। ঠিক বলেছেন পাথর গুলো দেখে বোঝা যাচ্ছে চকচক করছে।

আপনার মন্তব্যটি পড়ে অনেক ভালো লাগলো ধন্যবাদ আমার পোস্টে এত সুন্দর একটা মন্তব্য করার জন্য। রেলওয়ে ট্রাক এটা প্রথমে কোথায় শুনেছি আমারও মনে নেই 😋😁।

রেলওয়ে দিয়ে হেঁটে ঘোরাঘুরি করতে আমার কাছে খুব ভালো লাগে। বিশেষ করে বিকেল টাইম থেকে সূর্যাস্তের আগ পর্যন্ত। ওই সময়টা চারিদিকের আবহাওয়া অনেক বেশি সুন্দর থাকে এবং আকাশের রং অনেক বেশি সুন্দর থাকে। তাই ওই সময় এমন রেলওয়ে দিয়ে ঘুরাঘুরি করার মজাই আলাদা। আমি অবশ্য অনেকবার এই আনন্দ উপভোগ করেছি। এই পোস্টের আপনার করা ফটোগ্রাফি গুলোও আমাকে বেশ আকর্ষণ করেছে।

হ্যাঁ ভাই ঠিক বলেছেন বিকেল বেলায় ঘোরার মজাই আলাদা হালকা হালকা বাতাসে বইছিল। ধন্যবাদ আপনাকে আমার পোস্টে মন্তব্য করার জন্য।