প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাইবোন বন্ধুরা,
আর রাস্তার মাঝখানে যদি ইট পাথর পড়ে থাকে তাহলে তো বাইক নিয়ে যাওয়াও অনেক রিস্ক হয়ে যায়। কারণ বাইকের চাকার তলে যদি সেই ভাবে একটা পাথর পড়ে তাহলেই এক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। আর একদিন এমনটাও হয়েছিল আমাদের সামনেই। তবে ভালো বিষয় সেই একটা ছোট দুর্ঘটনা ছাড়া আর কোনো দুর্ঘটনা আমার নজরে পরেনি। তো এইতো গেল যখন রাস্তা শুকনা থাকতো তখনকার অবস্থা। কিন্তু কিছুদিন আগে যখন অনেক বৃষ্টি হল তখন রাস্তার যা অবস্থা হয়েছিল সেটা আর বলার মত নয়। কারণ ওই যে বললাম না রাস্তায় ইট পাথরের সাথে মাটি বালি এগুলো থাকতো। আর রাস্তার সাইডে মাটি থাকার কারণে যদি একটু পানি হত তাহলেই রাস্তার অবস্থা খারাপ।
আর যেহেতু এই রাস্তা দিয়ে আমাদের প্রতিনিয়ত হাঁটতে হতো যার জন্য অনেক প্রবলেম হতো। অর্থাৎ এমনিতে যদি রাস্তায় পানি বেধে থাকে তাহলে হাঁটতে গিয়ে অনেক প্রবলেম হয় কারণ কখন জানি কোন গাড়ি এসে আমাকে ভিজিয়ে দিয়ে চলে যাবে এই ভেবে। কিন্তু সেই সময় পানির সাথে সাথে অনেক বেশি কাদাও থাকতো যার কারণে আরো বেশি প্রবলেম হত। আর হাটতে গেলে তো পায়ের অবস্থা একেবারে খারাপ হয়ে যেত। আর কাদা পানির কারণে রাস্তার এমন অবস্থা হয়ে থাকতো যে বাইক চালকদের সব সময় ভয়ে ভয়ে থাকতে হতো কারণ না জানি কখন সিলিপ কেটে পড়ে যায়। তো সেইসময়ের রাস্তার কিছু দৃশ্য নিশ্চয়ই আপনারা ফটোগুলো তে দেখতেই পারছেন।
যদিও বা এখন আর বৃষ্টি হয় না তার কারনে এই সমস্যায় আর ভুগতে হয় না। তবে এখনো যেহেতু অনেক কাজ বাকি আছে তাই হয়তো বা আরো বেশ কিছুদিন এই সমস্যায় ভুগতে হবে। যদিও বা এখন রাস্তার দিকে গেলে আর তেমন একটা রাস্তা ভরে ভরে ইট পাথর পড়ে থাকতে দেখি না। যাইহোক কিছুদিনের মধ্যেই আশা করা যায় সবকিছু কমপ্লিট হয়ে যাবে তখন আর এই সমস্যায় গুলোও থাকবে না। তবে হ্যাঁ এই কিছুটা কষ্ট সহ্য করে কয়েক দিন চলাফেরা করলে ভবিষ্যতে অনেকটাই উপকার হবে। আর যখন উপকারগুলো আমরা উপভোগ করতে থাকবো তখন এগুলো আর মাথায় আসবে না।
তো প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাই বোন বন্ধুরা, এই ছিল আমার আজকের পোস্ট। তো আমার আজকের পোস্টটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতো এটুকুই আবারো খুব শীঘ্রই নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবো আপনাদের মাঝে ইনশা-আল্লাহ। ততক্ষণ সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন।
https://twitter.com/MdJohir65/status/1724848954620473659?t=NJ-U_Pri52C9u89PNObJug&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit