শাপলা ফুল ও কচুরিপানা ফুলের (ফটোগ্রাফি)।

in hive-129948 •  2 years ago 
আস-সালামু আলাইকুম

প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাইবোন বন্ধুরা,

আশা করি সবাই ভাল আছেন আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।

আজকে আমি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম একটি ফটোগ্রাফি পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে পানিতে জন্মায় তেমন কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করব। আপনারা যারা নিয়মিত আমার পোস্ট পড়েন তারা নিশ্চয়ই জানবেন কিছুদিন আগে আমি পরীক্ষার উদ্দেশ্যে নানিবাড়ি ছিলাম বেশ কিছুদিন।
থাম্বনেল

IMG_20221123_154857-01.jpeg

আজকে আপনাদের মাঝে যে ফটোগুলো শেয়ার করব সেগুলো সবই ওখান থেকেই তুলেছিলাম। আসলে এখন যেখানেই যাই কোন একটা কিছু দেখলেই ফটোগ্রাফি করতে ইচ্ছে হয়। আর এমনিতে ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তার জন্য আরো বেশি ফটোগ্রাফি করা হয়। যাইহোক বেশি কথা না বলে চলুন ফটোগ্রাফির দিকে যাওয়া যাক।

প্রথম

IMG_20221021_123238.jpg

IMG_20221021_123657.jpg

IMG_20221021_123311.jpg

লোকেশন

উপরের ফটোটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা একটি শাপলা ফুলের ফটোগ্রাফি। আসলে প্রতিবছরই একবার হলেও শাপলা ফুলের দেখা মেলে। এবারেও তার ব্যতিক্রম নয়। নানি বাড়ি থাকাকালীন এক দিন @marufhh ভাইয়া আমাকে বললেন চল পুকুরের দিক থেকে একটু ঘুরে আসি। পুকুরটা মূলত বাড়ি থেকে একটু দূরে। আমি বললাম কি করবেন? আমি জিজ্ঞেস করাতে তিনি বলল পুকুর একটু পরিষ্কার করতে হইবে। আর ওইখানে একটি জলাশয়ে শাপলা ফুল ফুটেছে চল গিয়ে দেখে আসি। আমরা চলে গেলাম পুকুর এর কাছে। তারপর মারুফ ভাইয়া এবং ওনার ছোট ভাই শুয়াইব দুজনে মিলে পুকুরটাকে পরিষ্কার করে ফেললো। তারপর আমরা চলে গেলাম শাপলা ফুলের কাছে। ওখানে পৌঁছে দেখি অতো বেশি শাপলা ফুল ফুটে নাই। তবে ছিল বেশ কয়েকটা শাপলা ফুল। ওখান থেকে আমি বেশ কয়েকটা শাপলা ফুলের ফটোগ্রাফি করেছিলাম। সেখান থেকে কয়েকটা ফটো আপনাদের মাঝে শেয়ার করছি। তা নিশ্চয় আপনার উপরের ফটো গুলোর মাধ্যমে দেখতেই পারছেন।

দ্বিতীয়

IMG_20221021_123732.jpg

লোকেশন

আমি শাপলা ফুলের ছবি তুলছিলাম আর মারুফ ভাইয়া দেখি শাপলা ফুল তুলছিল। দেখলাম বেশ কয়েকটা শাপলা ফুল তুলেছে। অনেকগুলো শাপলা ফুল তোলার পর ভাইয়া আমাকে বলছিল। এবার আমার হাত থেকে একটা ছবি তোল। যেহেতু বলল তাই ছবিটা তুলে নিলাম। তা নিশ্চয় আপনারা উপরে দেখতেই পারছেন।

তৃতীয়

IMG_20221021_123517.jpg

লোকেশন

এই এত এত শাপলা ফুলের মাঝে দেখতে পারলাম একটি কচুরিপানা ফুল। তবে হ্যাঁ কচুরিপানার ফুলটা অতটা বড় সাইজের ছিল না। তারপরও যেহেতু এই ফুলটির দেখা পেয়ে গেলাম তাই এটারও একটা ফটোগ্রাফি করলাম। তা নিশ্চয় আপনারা উপরে ফটোর মাধ্যমে দেখতে পারছেন।

চতুর্থ

IMG_20221014_104326.jpg

লোকেশন

যেহেতু আমার নানিদের এলাকায় অনেক বেশি পুকুর রয়েছে তার জন্য অনেকগুলো পুকুরেই এরকম কচুরিপানা দেখা যায়। একদিন একটা পুকুরে দেখলাম একটা কচুরিপানা ফুল ফুটে আছে ফুলটা অতটা বড় না কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছিল। তার জন্য আর অপেক্ষা না করে তখনই একটা ফটোগ্রাফি করে নিয়েছিলাম। সেই ফটোটা নিশ্চয়ই আপনারা উপরে দেখতে পাচ্ছেন। আর হ্যাঁ এই ফটোটায় আমার কাছে দেখতে সবথেকে দারুণ লেগেছে।

পঞ্চম

IMG_20221013_165114.jpg

লোকেশন

এতক্ষণ আপনাদের মাঝে যে কচুরিপানার ফুলগুলো শেয়ার করলাম সবগুলোই তো ছোট ছোট। কিন্তু এখন আপনারা উপরে যে ফটোটা দেখতে পাচ্ছেন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা সবথেকে বড় ফুল আমার তোলা ফটো গুলোর মধ্যে। এই ফুলগুলোকে দেখতে আসলে অনেক সুন্দর লাগে। যখন পুকুরের মধ্যে অনেকগুলো একসাথে ফোটে। কিন্তু আমি যেখানে এই ফুল টা দেখেছিলাম ওখানে এই একটা ফুল শুধু ফুটেছিল। তাই সেই ফুলটারই একটা ফটোগ্রাফি করে নিয়েছিলাম। আর হ্যাঁ আমাদের এখানে এই কচুরিপানাকে আবার জার্মানিও বলা হয়ে থাকে।

প্রয়োজনীয় তথ্য

ধন্যবাদান্তে@johir65
ফটোগ্রাফি ডিভাইসঃMobile
মোবাইল নেমঃvivo y11
ক্যামেরাঃ13mp

তো প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাই বোন ও বন্ধুরা, এই ছিল আমার আজকের পানিতে জন্মানো কিছু ফুলের ফটোগ্রাফি পোস্ট। আশা করি আপনাদের ভালই লেগেছে। আপনাদের কাছে ফটোগ্রাফি গুলো কেমন লেগেছে এবং কোন ফটোটা সবচেয়ে বেশি ভালো লেগেছে আমাকে মন্তব্যের মাধ্যমে জানালে খুশি হব। যাইহোক আবারো খুব শীঘ্রই আপনাদের মাঝে নতুন কোন পোস্ট নিয়ে হাজির হব ইনশা-আল্লাহ। ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন।

আল্লাহ হাফেজ
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

শাপলা ফুল ও কচুরিপানা ফুলের ফটোগ্রাফি গুলো খুবই চমৎকার হয়েছে। এই ফুলগুলো আমার ভীষণ পছন্দ ।ছোটবেলায় শাপলা ফুল ও কচুরিপানা ফুল দিয়ে কত খেলেছি তার হিসেব নেই। গ্রাম অঞ্চলে এই দিনে কচুরিপানা ফুল খাল বিল ভরে যায়।

ছোটবেলায় শাপলা ফুল দিয়ে আমরাও মালা গেঁথে খেলা খেলতাম।

আপনার মত আমিও কোনো কিছুর ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি ।তাই আমিও মাঝে মাঝে ট্রাই করি সামনে সুন্দর কিছু পেলেই ফটোগ্রাফি করার। আপনি খুব সুন্দর করে শাপলা ও কচুরিপানা ফুলের ফটোগ্রাফি করেছেন। অনেকদিন হয়ে গেল সরাসরি শাপলা ফুল আর কচুরিপানা ফুল দেখা হয় না। ছোটবেলায় এ দুটি ফুল দিয়ে অনেক খেলা করতাম।

ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

ভাইয়া আপনি প্রতি বছর শাপলা ফুল দেখেন আর আমি শেষ কবে দেখেছিলাম সেটা মনে নেই। কমপক্ষে পাচঁ বছর তো হবেই। আমাদের দিকে বর্ষার পানি আসে না। একটু পানি দেখলেও সেটা দুই এক দিন পরে আবার চলে যায়। আপনার ফটোগ্রাফি গুলো দেখে ভালেই লাগলো। ধন্যবাদ ভাই।

কমপক্ষে পাঁচ বছর আপনি শাপলা ফুল দেখেনি যেন অবাক হলাম। যাই হোক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

খুব সুন্দর দুটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আমার কাছে এই দুটি ফুল অনেক ভালো লাগে। কচুরি পানার ফুল দিয়ে আমরা বড়া বানিয়ে খাই। এই বড়া খেতে খুবই সুস্বাদু লাগে।শাপলা আমাদের জাতীয় ফুল যেমন তেমনি এটি দিয়েও আমরা রেসিপি তৈরি করি। আপনার ফটোগ্রাফির মধ্যে দুটো ফুলই দেখতে খুব সুন্দর দেখাচ্ছে। ধন্যবাদ সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

কচুরিপানার ফুল দিয়ে যে বড়া বানানো যায় এটা আমি আজকে আপনার কাছে প্রথম শুনলাম। শাপলা ফুল দিয়ে যে আপনি রেসিপি তৈরি করেন এটা জেনে অবাক হলাম।

আপনার মত আমিও যেখানেই যাই সুন্দর কিছু দেখলে ফটোগ্রাফি করে ফেলি। ফটোগ্রাফি করতে আমারও খুব ভালো লাগে। শাপলা ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। আপনার শাপলা ফুলের কালার এর সাথে কচুরিপানা ফুলের কালার মিলে গেছে। প্রত্যেকটা ফটোগ্রাফি খুবই সুন্দর হয়েছে ভাইয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

আসলেই যতদিন যাচ্ছে ততই ফটোগ্রাফি করতে বেশি ইচ্ছা হয়। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

শাপলা ফুল ও কচুরিপানা ফুলের ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে ভাইয়া। ছোট বেলায় বর্ষার দিনে শাপলা তোলার জন্য বিলের মধ্যে যেতাম খুব ভোর বেলায়। শাপলা তুলে বাড়িতে নিয়ে এসে মা কে দিতাম রান্না করার জন্য।আর কচুরিপানা ফুল দিয়ে ছোট বেলায় অনেক খেলতাম।এই ফুল দুটি ছোট বেলায় অনেক স্মৃতি জমে আছে।

আপনার মত ছোটবেলায় আমিও কয়েকবার গিয়েছি শাপলা ফুল তুলতে। বন্ধুদের সাথে যেতাম অনেক ভালো লাগতো।

আপনার পুরো পোস্ট দেখে সত্যি আমি খুব মুগ্ধ হলাম। আপনি খুব সুন্দর করে অত্যন্ত দক্ষতার সহকারে জলজ উদ্ভিদ ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। বিশেষ করে আমার কাছে কচুরিপানার ফুলের ফটোগ্রাফি বেশ দুর্দান্ত লাগছে। আপনি ফটোগ্রাফির পাশাপাশি খুব সুন্দর বর্ণনা উপস্থাপন করেছেন। এত চমৎকার পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অন্তরের অন্তর থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

শাপলে এবং কচুরিপানা ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে বেশ চমৎকার লাগছে। আমরা গ্রামের ছেলে আমাদের পুকুরে অনেক শাপলা ফুল পাওয়া যায়। ছোটবেলায় আমরা শাপলা ফুল তুলে নিয়ে আসতাম। কচুরিপানা দিয়ে আমরা খেলা করতাম। আপনার ফটোগ্রাফির শাপলা এবং কচুরিপানা দেখে আমার ছোট কলের কথা মনে পড়ে গেল। সেই সময় আমরা এই কচুরিপান এবং শাপলা নিয়ে অনেক খেলা করেছি।

ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

যখন সুন্দর কোন দৃশ্য সামনে আসে তখন আমার হাত বরাবরের মতই খালি থাকে, মানে ফোন বাড়িতে রেখে বের হই । এই দিনটাও তেমনি ছিল । শুধু মাত্র কয়েকটা ক্লিক এর অভাবে অনেক কিছুই মিস করে গেলাম ।

আহারে ভাইয়ার কি দুঃখ। আপনার বাড়ির পাশেই ছিল আবার গিয়ে ফটো তুলে আনতে পারতেন।😃 ধন্যবাদ আপনাকে আমার পোস্টে মন্তব্য করার জন্য।