সর্ষে ইলিশ

in hive-129948 •  2 years ago 

A_photo_of_popular_Bengali_dish_Sorshe_Ilish_served_traditionally.jpg

সর্ষে ইলিশ একটি জনপ্রিয় বাঙালি খাবার যা ইলিশ দিয়ে তৈরী করা হয়। সর্ষে বাটা দিয়ে রান্না করা ইলিশ মাছের পদকেই বলা হয় সর্ষে ইলিশ।বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে সর্ষে ইলিশ খাওয়ার আকাঙ্ক্ষা প্রবল।

প্রস্তুতি:

টুকরা করে কাটা মাছ ধুয়ে নেওয়া হয়। সরিষা বাটা এবং হলুদ মাখিয়ে নেওয়া হয় মাছগুলোতে। এরপর লবণ দিয়ে সরিষার তেলে ভাজা হয়।
উপকরণ
ইলিশ মাছের টুকরা – ৮/৯টি
সরিষা বাটা – ৩ টেবিল চামচ
হলুদ গুঁড়া – আধা চা চামচ
শুকনা মরিচ গুঁড়া- পরিমান মতো
কাল জিরা- ১/৪ চা চামচ
কাঁচা মরিচ আস্ত – ৬/৭টি
সরিষা তেল – পরিমাণমত
লবণ – স্বাদ অনুযায়ী
লাল-সবুজ মরিচ – ৭টি (সাজাবার জন্য)

প্রস্তুত প্রণালি:

1.প্রথমেই ইলিশের টুকরাগুলো ভালভাবে পরিষ্কার করে ধুয়ে নিন।
2.এবার টুকরাগুলোতে হলুদ ও লবণ মাখিয়ে একটি পাত্রে রেখে দিন।
3.অন্য একটি পাত্র চুলায় দিন। এবার তেল গরম করতে দিন।
4.গরম তেলে কালো জিরা ফোড়ন দিন।
5.সামান্য হলুদ ও শুকনা মরিচের গুঁড়া দিন।একটু পানি দিয়ে কষিয়ে নিন।
6.এবার মাখিয়ে রাখা মাছের টুকরাগুলো দিন।
7.মাঝে মাঝে মাছের টুকরা গুলো উল্টিয়ে দিন৷
8.মাছ সেদ্ধ হয়ে গেলে সরিষা বাটা এবং কাঁচা মরিচ যোগ করুন ৷
9.সামান্য একটু পানি দিয়ে ঢেকে দিন ৷
10.পানি শুকিয়ে এলে নামিয়ে নিন।
11.পরিবেশন
আস্ত লাল সবুজ কাঁচা মরিচ দিয়ে (বা ইচ্ছামত) সাজিয়ে গরম গরম পরিবেশন করুন গরম গরম সাদা ভাতের সাথে৷

প্রকরণ:

ভাঁপা সর্ষে ইলিশ।

পুষ্টি:

প্রতিটিতে পুষ্টি আছে প্রায় ৪৫০ ক্যালোরি ১৭.১ গ্রাম প্রোটিন, ৮.১ গ্রাম কার্বোহাইড্রেট, ৩৮.৪ গ্রাম, মোট চর্বি (৪.৯ গ্রাম সম্পৃক্ত), ৭৩.৫ মিলিগ্রাম কলেস্টেরল, এবং ৮.২ মিলিগ্রাম সোডিয়াম।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

সরষে ইলিশ দেখে তো লোভ সামলাতে পারছি না। ইলিশ মাছ আমার প্রিয় মাছ আর সেটা যদি সর্ষে দিয়ে রান্না করা হয় তাহলে তো লোভ সামলানো মুশকিল হয়ে যায়। আপনি দারুন সুন্দর করে রেখেছেন। রান্নার পদ্ধতি চমৎকার ছিল।

আপনি যেহেতু নতুন এই প্লাটফর্ম সম্পর্কে আপনার সবকিছুই অজানা। আপনাকে প্রথমে পরিচিত মূলক পোস্ট করতে হবে। আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল নিয়ম-শৃঙ্খলা ও দিক নির্দেশনা সম্পর্কে অবগত থাকতে হবে। তাছাড়া আপনি যে পোস্ট করেছেন আপনার পোষ্টের লেখা এবং ছবি দুটোই অন্য জায়গা থেকে নিয়ে এসেছেন যেটা কে চৌর্যবৃত্তি বলে। এটা কোনভাবেই কাম্য নয় এটা অপরাধমূলক কাজ আশা করি বিষয়টি বুঝতে পারবেন।

সরষে ইলিশ আমার পছন্দের একটি খাবার। রেসিপি টা দেখতে খুবই লোভনীয় লাগছে। তবে আপনাকে প্রথমে পরিচিত মূলক পোস্ট দিতে হবে। ধন্যবাদ।

আপনার পোস্টের লেখাগুলো শতভাগই চৌর্যবৃত্তি করা।
এ ধরনের পোস্ট আমার বাংলা ব্লগ কমিউনিটিতে রাখা হয় না। আপনার পোস্ট Mute করা হচ্ছে।

কমিউনিটির নিয়মাবলী ভালোভাবে পড়ে নিন
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-16-aug-22

যে কোন বিষয়ে জানার প্রয়োজন হলে আমাদের সাথে Discord এ যোগাযোগ করুন।

Discord server link: https://discord.gg/ettSreN493

Source:

https://bn.wikipedia.org/wiki/%E0%A6%B8%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%87_%E0%A6%87%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B6