আসসালামুআলাইকু/ নমস্কার/ আদাব।
আজকে আপনাদের সাথে একটি সচেতনতামূলক পোষ্ট শেয়ার করবো।
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই, আশা করি সবাই অনেক ভাল আছেন। আজকে আপনাদের সাথে আমি একটি সচেতনতামূলক পোষ্ট নিয়ে হাজির হয়েছি। যদি ঘটনাটি পড়ে শিক্ষা নিতে পারেন, তাহলে জীবন চলার পথে হয়তো কোন সময় কাজে লাগতে পারে। চলুন বিস্তারিত বর্ণনা করি।
গতকাল শুক্রবার গেছে। শুক্রবারে মাকের্টে যাবে সেটা আমাকে আগেই বলে রেখেছিল, আমার বউ আর খালাতো শালিকা। মার্কেটে যাওয়ার কারন হলো একটি লেহেঙ্গা কিনবে, আর পাশাপাশি কিছু কসমেটিক্স। আমি গত বৃহস্পতিবারে অনলাইনে বিভিন্ন মার্কেটে লেহেঙ্গার প্রাইজ কেমন সেটা জেনে নিয়েছি। এক জন বন্ধুর নিকট ফোন দিয়ে নরসিংদী বাবুর হাটের অবস্থাও জেনে নিলাম। তবে বন্ধু আমাকে বাবুর হাটে না যাওয়ার জন্যই পরামর্শ দিলো। সে বললো সেখানে নাকি লোকাল মার্কেটের কাপড় বেশি। সেখানের কাপড়ের মান তেমন ভাল না। আর ভাল কাপড়ও আছে তবে সেটা আমরা চিনে আনতে পারবো না। সব দিক দিয়ে চিন্তা করে বাবুর হাটে যাওয়া সিদ্ধান্ত বাতিল করে দিলাম।
তারপর অনলাইনে অনেক্ষন খুজে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সে একটি লেহেঙ্গা পছন্দ হলো। অনলাইনে সেটার দাম দেওয়া আছে ৯৫০০ টাকা। এই ডিজাইনের লেহেঙ্গা বসুন্ধরা,যমুনা ফিউচার সহ অন্য মার্কেটে আঠারো হাজার টাকা দাম দেওয়া আছে। সেসব মার্কেট গুলোতে এই লেহেঙ্গাটি সর্বসাকুল্যে মানে সেলাই করে ফিটিং সহ ১৪০০০ হাজার টাকা হলে নিতে পারবো। সুতরাং ইস্টার্ন মল্লিকাতে গেলে সেইম ডিজাইনের লেহেঙ্গা নিলে ৪৫০০ টাকা কম পাবো। সুতরাং ইস্টার্ন মল্লিকাতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম।
জুম্মার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে সাড়ে তিনটার দিকে ইস্টার্ন মল্লিকার উদ্দেশ্যে রওয়ানা দিলাম। প্রথমে গুলিস্থান গিয়ে সেখানে কিছু কাজ করে সেখান থেকে মিডলাইন বাসে উঠলাম। ইস্টার্ন মল্লিকার লোকেশন হলো এলিফ্যান্ট রোড থেকে বাটা সিগন্যাল এর বিপরীত দিক দিয়ে গাউসিয়া যাওয়ার পথে এটি অবস্থিত। অন্যদিকে নিউ মার্কেট থেকে র্পূবদিকে পাচঁ মিনিটের রাস্তা। আমরা বাসে উঠে শালিকা আর বউকে বসালাম একসাথে আর আমি বসলাম তাদের পিছনের সিটে। আমাদের বাসটা শাহবাগ মোড়ে যাওয়ার আগেই একটি ঘটনা ঘটে। আমার দুই পকেটে বিশ হাজার টাকা ছিল আর দুইটি মোবাইল ছিল। গুলিস্তানে থাকা অবস্থায় একটি চক্র আমাকে ফলো করে আমাদের সাথে আমাদের বাসে উঠে।
ধীর্ঘ দিন ঢাকাতে থাকার সুবাদে কিছু চক্রের বিষয়ে আমার ধারনা রয়েছে। কিছু চক্র রয়েছে যারা চার থেকে পাচঁজন এক সাথে বাসে উঠে। তারপর তাদের মধ্যে কেউ একজন টার্গেট করা যাত্রীর উপরে বমি করে দেয়। তারপর সাথে থাকা লোকজন কি হয়েছে কি হয়েছে এসব কথা বলে একটি জটলা পাকিয়ে দেয়। আর সেই সুযোগে টাগের্ট কৃত ব্যক্তির পকেটে থাকা মানিব্যাগ আর মোবাইল সহ যাবতীয় জিনিষ পত্র হাতিয়ে নিয়ে যায়। গতকাল আমার সাথেও সেইম ঘটনা ঘটেছে। তবে আমি সর্তক থাকার কারনে বেঁচে গেছি।
শাহবাগে আসার একটু আগে আমার উপর একটি লোক বমি করে দেয়। আমার উপরে বমি করার সাথে সাথে আমার মাথায় সেই চক্রের কথা মনে পড়ে গেল। আমি দুই পকেটে হাত দিয়ে বসে রইলাম। বমি করা ব্যক্তির সাথে থাকা লোকজন আমাকে বলতে লাগলো সরি ভাই সরি সে অসুস্থ আমরা পরিষ্কার করে দিচ্ছি। আমি তাদেরকে সাথে সাথে বলতে লাগলোম সাবধান আমার শরীরে হাত দিবেন না। বমি করছে কোন সমস্যা নাই আমি নিজেই পরিষ্কার করে নিবো। তারপর তারা বমি করা ব্যক্তিকে সাথে নিয়ে শাহবাগে নেমে গেল।
তারা বাস থেকে নামার পরে যাত্রিরা বলতে লাগলো তারা ইচ্ছে করে এমন কাজ করেছে। আসলে তারা একট কুচক্র। আপনি বুদ্ধিমানের কাজ করেছেন আপানার শরীরে টার্চ করতে দেননি। আমি বললাম জী আমি জানি। এমন কুচক্র মহলের ব্যাপারে আমার ধারনা আছে। তারপর কাটাঁবন নেমে মসজিদ থেকে পরিষ্কার হয়ে রিকশা দিয়ে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সে গেলাম।
উপরের ঘটনাটা আপনাদের মাঝে শেয়ার করার একমাত্র উদ্দেশ্য হলো ,যদি কোন সময় আপনাদের সাথে এমন ঘটনা ঘটে তাহলে সতর্ক থাকবেন। আপনার শরীরে বমি করলেও কাউকে আপনার শরীরে স্পর্শ করতে দিবেন না। আজ এখান থেকেই বিদায় নিতেছি। সবাই ভাল থাকবেন,নিজের প্রতি খেয়াল রাখবেন,চোখ কান খোলা রাখবেন। সতর্কতাই একটি বড় দূর্ঘটনা থেকে আপনাকে বাচিয়ে দিতে পারে।
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Hello, friend!
This post has been upvoted by the Steemgoon curation team.
Thank you for sharing content and contributing to the STEEM blockchain.
Please support us @steemgoon.witnez as one of your witness votes, you will get daily steem rewards and upvoted.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠান্ডা মাথায় দারুন ভাবে পরিস্থিতি সামাল দিয়েছেন ভাই। এই চক্রের ব্যপারে প্রায়ই পেপার পত্রিকায় দেখি।মানুষ চুরি ডাকাতির কত কত নতুন নতুন কৌশল বের করে।এরকম যদি ভাল কাজে করত,তাইলে দেশ আরো এগিয়ে যেত।ধন্যবাদ ভাই সতর্কতামূলক পোস্টটির জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জী ভাইয়া তারা নতুন নতুন কৌশল অবলম্বন করে মানুষকে বোকা বানায়। ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একটি ছিনতাইকারি চক্র ঢাকায় বিভিন্ন বিভিন্ন কৌশল অবলম্বন করে সাধারণ মানুষকে ধোকা দিয়ে থাকে। বউ-শ্যাকিকাকে নিয়ে বাস যাত্রায় আপনি সেরকম এক চক্রের খপ্পরে পরেছিলেন! আপনি উপস্থিত বুদ্ধিতে-ঠান্ডা মাথায় মোকাবিলা করতে পেরেছেন। যা আমাদের জন্য শিক্ষণীয় ।আসলে এখন চোখ-কান খোলা রেখেই সবার চলাফেরা করা উচিত। একটি জনসচেতনামূলক পোস্ট দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জী আপু গতকাল সতর্ক না থাকলে অনেক বড় একটি লস খেয়ে যেতাম। ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এরকম কুচক্রী মহল অনেকভাবেই মানুষের কাছ থেকে যেকোনো কিছুই হাইজ্যাক করে নিয়ে যায়। তবে আপনার ভাগ্য খুবই ভালো, আর আপনি বুদ্ধিমত্তার কাজ করেছেন। সে জন্যই আপনি বেঁচে গিয়েছেন। যারা জানেনা এসব বিষয়ে তারা অনেকেই তাদের শিকার হয় এবং নিজেদের সবকিছুই হারাতে বসে। আপনাকে অসংখ্য ধন্যবাদ একটি গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জী আপু সবার সতর্কতার জন্যই আজকের পোষ্টটি শেয়ার করা। ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গায়ে বমি করে দিয়ে ছিনতাই করা এরকম কাহিনী তো কোনদিন শুনিনি। হা হা হা... তবে আপনি হয়তো বুদ্ধিমান জন্য বেঁচে গেছেন। বেশ ভালো একটা সচেতনমূলক পোস্ট ছিল। যদিও এরকম ঘটনা আমাদের এখানে ঘটে না, তবে সতর্ক হয়ে গেলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জী ভাইয়া বমি করে ছিনতাই করা নতুন কৌশল। ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি সতর্ক ছিলেন তাই ভালো হয়েছে না হলে তো আপনাকে লুট করে নিত তারা। আসলে আমাদেরকে যেকোনো জায়গায় এভাবে সচেতন থাকা দরকার। গায়ের উপরে বমি করে এভাবে ছিনতাই করার বিষয় আগে কখনো শুনিনি। এখন তো এরকম ঘটনা অহরহ দেখা যাচ্ছে। সবসময় আমাদের চোখ-কান খোলা রেখে চলাফেরা করা উচিত। তাহলে এরকম ঘটনা কখনো আমাদের সাথে ঘটবে না। এরকম একটা সচেতনমূলক পোস্ট শেয়ার করলেন দেখে ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জী আপু এমন ঘটনা প্রায় শুনা যায়। সতর্ক থাকতে হবে । ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এখন তো চারদিকে শুধু এরকম ঘটনা দেখা যাচ্ছে। ভাগ্যিস আপনি টের পেয়ে গিয়েছিলেন তাই সচেতন ছিলেন না হলে তো ছিনতাই হয়ে যেত। এরকম পদ্ধতিতে মানুষ ছিনতাই এবং চুরি করে জানতাম না। সবাই যেন সচেতন থাকে এবং এরকম মানুষদের হাত থেকে যেন সবাই দূরে থাকতে পারে সেই কামনা করি। আপনার আজকের লেখার টপিক কিন্তু খুবই ভালো ছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জী ভাইয়া সবার সচেতনার জন্যই আজকের পোষ্টটি করলাম। ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি এমন ঘটনা এখনো শুনিনি। তবে এরা নানাভাবে মানুষকে প্রতারিত করে ক্ষতিগ্রস্ত করে তা জানি। ধন্যবাদ শেয়ার করার জন্য। সবাই আশাকরি সতর্ক হয়ে যাবে আপনার পোস্টের মাধ্যমে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জী আপু এটা নতুন কৌশল। ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইরে ভাই কি বুদ্ধি আপনার। আমি তো হলে এগুলো কিছুই করতে পারতাম না। আপনি তো বেশ কায়দা করে বেচেঁ গেলেন। তবে আপনার পকেটে হাত দিয়ে রাখার বিষয়টায় বেশ মজা পেলুম। হ্যাঁ এখন এমন অনেক ঘটনাই ঢাকার শহরে ঘটছে। তাই তো বাহিরে যেতে ভয় হয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জী আপু আমি আগে এগুলো শুনেছিলাম। গতকাল নিজে শিকার হলাম। ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit