তিনটি আম গাছের চারা রোপন করলাম।।

in hive-129948 •  7 months ago 

আমার বাংলা ব্লগ
বাংলা ভাষা ছড়িয়ে দাও সবার মাঝে
-

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই, আশা করি সবাই অনেক ভাল আছেন। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে গাছ লাগানোর অনুভূতি শেয়ার করতে যাচ্ছি, ইনশাল্লাহ।

আপনারা সবাই জানেন যে গাছ আমাদের বন্ধু। গাছ আমাদের জীবন। গাছপালা ছাড়া মানুষ বাঁচতে পারবে না। পৃথিবীতে দিনকে দিন গাছপালা কমে যাচ্ছে। যার প্রভাবে ওয়েদার পরিবর্তন হয়ে যাচ্ছে। বৃক্ষ রোদনের কারণে বৃষ্টিপাত কমে গেছে, পৃথিবীতে গরম বাড়ছে। আপনারা সবাই আরো জানেন যে বেশ কয়েক মাস ধরে আমাদের দক্ষিণ এশিয়াতে প্রচুর গরম আবহাওয়া বিরাজমান। সবাই তীর্থের কাকের মতো বৃষ্টির আশায় আকাশের দিকে তাকিয়ে থাকে। অথচ বৃষ্টি হয় না। কিছুদিন আগে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে একদিন বৃষ্টিপাত হয়েছিল। তারপর আর কোন বৃষ্টির দেখা নেই।

এ প্রচন্ড গরমের কারণে সরকারের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করা হলেও তেমন ভাবে কেউ বৃক্ষ রোপন করে নাই। দুই এক জন কিছু গাছ লাগিয়ে পত্রিকায় নিউজ করে বৃক্ষরোপণ কর্মসূচি শেষ হয়ে গেছে। এখন বৃক্ষরোপনের মোক্ষম সময়। এখন সবার উচিত প্রত্যেকে কমপক্ষে দুটি করে গাছ লাগানো।

আমি ঢাকা থাকা অবস্থায় চিন্তা করেছিলাম বাড়িতে গিয়ে কমপক্ষে দুটি গাছ লাগাবো। আমি গত রবিবারে বাড়িতে এসেছি। বাড়িতে এসে বিভিন্ন ঝামেলার কারণে গাছ লাগানোর কথা মনে ছিল না। গত পরশুদিন ছাদে গিয়ে দেখি প্লাস্টিকের ট্রেতে এলোভেরা গাছের সাথে তিনটে আম গাছের চারা মোটামুটি ভালোই বড় হয়েছে। তবে ছাদের মধ্যে আম গাছ হওয়ার কোন চান্স নেই। সেজন্য আমি চিন্তা করলাম আম গাছের চারা গুলো নিচে কোথাও লাগানো দরকার।

কিন্তু আমাদের বাড়িতে গাছ লাগানোর মত তেমন জায়গা নেই। তারপরেও একটি জায়গা খুঁজে বের করলাম। আমাদের ঘরউঠানোর সময় জায়গা বাঁকা হওয়ার কারণে অল্প একটু জায়গা ঘরের পিছন দিক দিয়ে ছেড়ে দিতে হয়েছে। যার ফলে চিন্তা করলাম সেই জায়গাটার মধ্যে গাছগুলো লাগিয়ে দেওয়া যেতে পারে। যে চিন্তা সেই কাজ একটি লোহার শাবল নিয়ে প্রথমে তিনটি গর্ত করলাম।

বন্ধুরা আপনারা উপরের ছবিতে তিনটি গর্ত দেখতে পাচ্ছেন। প্রথমে আমি জায়গা সিলেক্ট করে একটি লোহার শাবল দিয়ে এক এক করে তিনটি গর্ত করে নিলাম। যেহেতু আমার গাছের চারা গুলো একটু বড় হয়ে গেছে তাই আমি গর্তগুলো কিছুটা বড় করেই করেছি। গর্ত করার পরে আমি মাটির সাথে কিছু গরুর আধা শুকনো গোবর মিক্স করে গর্তের নিচে দিয়ে দিলাম। শুকনো গোবর কে বলা হয় জৈব সার। এটা দেওয়ার পরে গাছের মধ্যে প্রচুর পরিমাণ জোর পায়। তারপর প্রত্যেকটা গর্তের মধ্যে অল্প অল্প করে গোবর মাখা মাটি দিয়ে পানি দিয়ে দিলাম। এই পদ্ধতিতে গাছ রোপন করলে গাছ খুব তাড়াতাড়ি বেঁচে উঠার সম্ভাবনা থাকে।

তারপর আমি শাবল নিয়ে আবার ছাদের উপরে গেলাম, ট্রে থেকে দেখে দেখে মাটি সহকারে এক এক করে আম গাছের তিনটি চারা তুলে নিয়ে আসলাম। তারপর ধীরে ধীরে চারাগুলো গর্তের মধ্যে লাগিয়ে দিলাম। আমার গাছ রোপন করার কাজ শেষ হলে, সেখানে গাছ গুলোকে কিভাবে সংরক্ষণ করা যায়, সে বিষয়ে চিন্তা করতে লাগলাম।

অবশেষে বাঁশঝাড় থেকে কিছু বাঁশের কাঁচা কঞ্চি কেটে নিয়ে আসলাম। তারপর গাছগুলোর চারপাশে কঞ্চি গুলো দিয়ে বেড় দিয়ে দিলাম। যেহেতু আশেপাশে ছোট বাচ্চা আছে গাছগুলো নষ্ট করে ফেলার সম্ভাবনা আছে। তাই একটু সংরক্ষণের চেষ্টা করলাম। গাছ লাগানো সহজ কিন্তু গাছকে বড় করে তোলা অনেক কঠিন। গাছ লাগানোর কাজ তো শেষ কিন্তু সেটা কতটুকু পর্যন্ত বড় হতে পারে সেটাই দেখার বিষয়।

যে সময় গাছ লাগিয়েছি তার কিছুক্ষণ পরেই রহমতের বৃষ্টি নেমে গেল। গাছ লাগানোর পরে বৃষ্টি হলে অনেক ভালো। আশা করি যদি কোন প্রবলেম না হয় তাহলে গাছগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে। অন্যান্য গাছ থেকে ফলনশীল গাছ লাগানো অনেক ভালো। এক দিক দিয়ে যেমন ছায়া পাওয়া যায় আবার অন্য দিক দিয়ে ফল পাওয়া যায়।

বন্ধুরা এখন হলো গাছ লাগানোর মৌসুম। আপনারা যথা সম্ভব চেষ্টা করবেন গাছ লাগানোর জন্য। যত গাছ লাগাবেন তাতে আমাদের বেঁচে থাকার সম্ভাবনা বেশি থাকবে। যদি গাছ কমে যায় তাহলে আমাদের নিজেরই অনেক ক্ষতি হবে। আসুন সবাই একসাথে হয়ে প্রত্যেকে কমপক্ষে দুইটি করে গাছ লাগায়। সবশেষে বলতে হয় গাছ লাগান,পরিবেশ বাঁচান।

বন্ধুরা আমার আজকের ব্লগটি এখানে সমাপ্তি ঘোষণা করলাম। আগামীকাল আবার কোন ব্লগ নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।

ফটোগ্রাফির বিবরণ:

2gsjgna1uruv8X2R8t7XDv5HGXyHWCCu4rKmbB5pmEzjYSj1ATxRsaEvyH89EyziiK3D1ksn1tTDvDwLCveqrhctVcDnDqtNbsqFMtuqD1RetzrgjG.png

ডিভাইসমোবাইল
মডেলrealme-53
শিরোনামতিনটি আম গাছের চারা রোপন করলাম।।
স্থানসৈয়েদাবাদ,কসবা,ব্রাহ্মণবাড়িয়া , বাংলাদেশ।
তারিখ১৮/০৬ /২০২৪
কমিউনিটিআমার বাংলা ব্লগ
ফটোগ্রাফার@joniprins

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG_20190907_175336_618.JPG

আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।

FNeY1coMNUL9WkErUPeUKmtGszS37qoEdLJEhh8bj8LkMZg4ZnLbSCPtsqdFwbPFaU6vxamfJRhKsAXwWBZmAwtf2KFjktn9asDsnKpUF6cbBcNYFzwcTbFb5dfFf7N5Lt5j8KUqpB64Bhu5yFCR9Qn5uG4sQo8t4PYbc7VJq37PW7258mLRbFTrsBTtbAnos9AJnU46Lv3HqXsN7s.gif

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqrigHRpcui9esXgmzET2bzsQeMg4RmCSqymiE62YF9FX9CSeYHcZbStqFqiFen18HjyXNbtXG.png

KNoz79cGRt58XHcjM3shjWsSEtKgRtxoVdChppmw4FvW2CQtZxVJGen4yBCeRMj2Y2h9ttHevCs9rtWncvn3FXAHo5MrkNBCbLay5LtH7wgCA27mBRvWM5GDKNQKzJk62Dz8KRvqdiFsZ66guzvyhyBYqJu6KB21dLiPDmtFGR2yvqBCtUPp3Rscm37PwtDEWYMtuKM5v3qhNod24L.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন

HNWT6DgoBc14riaEeLCzGYopkqYBKxpGKqfNWfgr368M9VRjuxKSTKuNvqEk1nfiYiKKnHbcTuABq9Fu2qE77V9BjGsoqkb23ngKUAk2mCBmjpG3wz3go7Vd2YW.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

download-03.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য

download-044.png

Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

Click Here For Join Heroism Discord Server

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7J8W9NZEbNsUTLEMkrtgqwUMHmRbAh6UqX4xVw4ivcS7bbpBquT2w2543nYruerj3XBGzuKvCPijibJe6h1hHzcjF.gif

Posted using SteemPro Mobile

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বৃক্ষ রোপন খুবই ভালো একটি কাজ করেছেন ভাইয়া। আম গাছ তিনটি লাগিয়ে বাঁশ ঝাড় থেকে কঞ্চি এনে সুন্দরভাবে ঘিরে দিয়েছেন। আমাদের প্রত্যেকেরই উচিত গাছ লাগানো। কেননা পৃথিবীতে দিন দিন গাছপালা কমে যাচ্ছে আর এতে আমাদেরই ক্ষতি হচ্ছে। খুবই ভালো লাগলো ভাইয়া আপনার পোস্ট পড়ে ধন্যবাদ।

জী আপু গাছগুলো অনেক যত্ন করে লাগালাম। দেখা যাক কতটুকু বড় হয়। ধন্যবাদ আপু।

খুবই ভালো একটা উদ্যোগ। এই গরমের তীব্রতা থেকে বাঁচার জন্য অবশ্যই অবশ্যই গাছ লাগাতে হবে। গাছ পরিবেশের পরম বন্ধু। আপনার দেখাদেখি অনেকে গাছ লাগানোর জন্য এগিয়ে আসবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

জী ভাই সবাই যদি অত্যন্ত দুই একটি কাজ করে লাগাই, তাহলে আমাদের পরিবেশটা অনেক সুন্দর হয়ে যাবে। ধন্যবাদ।

বৃক্ষ রোপন করেছেন খুবই ভালো হলো ভাই। গাছ হচ্ছে আমাদের প্রকৃত বন্ধু। গাছ নিঃস্বার্থভাবে আমাদের উপকার করে যাচ্ছে। আপনি তিনটি আম গাছের চারা রোপন করেছেন জেনে খুব ভালো লাগলো। নিশ্চয়ই আগামীতে এই আম গাছের চারা গুলো থেকে অনেক বেশি উপকৃত হবেন। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

জি ভাইয়া গাছ ছাড়া, আমাদের বেঁচে থাকা অসম্ভব। ধন্যবাদ।

ছাদের ওপর প্লাস্টিকের পাত্রে আম গাছে চারা বের হয়েছিল আর সেগুলো আপনি তুলে নিচে লাগিয়েছেন দেখে খুবই ভালো লাগলো। আমাদের উচিত বাড়ির আশেপাশে বিভিন্ন ধরনের গাছ লাগানো। এতে প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য বাড়ে আবার আমাদেরও অনেক সাহায্য হয়। আপনার এরকম বৃক্ষরোপণ দেখে কিন্তু অনেকেই বাড়ির আশেপাশে বৃক্ষরোপণ করতে উৎসাহ পাবে ধন্যবাদ।

জি ভাইয়া সবার উচিত, বাড়ির চারপাশে বৃক্ষরোপণ করা।ধন্যবাদ।

খুব ভালো একটা উদ্যোগ। বৃক্ষরোপণ করছেন খুব ভালো হলো ভাইয়া।গাছ আমাদের প্রকৃত বন্ধু। এই তীব্র গরম থেকে বাঁচার জন্য অবশ্যই গাছ লাগাতে হবে। আপনার দেখাদেখি অনেকেই গাছ লাগানোর জন্য এগিয়ে আসবে। অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি পোষ্ট শেয়ার করার জন্য।

জী আপু গরম থেকে স্থায়ী সমাধান পেতে হলে, বৃক্ষরোপন ছাড়া আর বিকল্প কিছু নেই। ধন্যবাদ।

জি ভাই ঠিকই বলেছেন সু স্বাগতম আপনাকে।