হ্যালো প্রিয় বন্ধুগণ।
কেমন আছেন সবাই, আশা করি সবাই ভাল আছেন। সবার সুস্থতা ও সুন্দর ভবিষ্যৎকামনা করে আজকে আমি নতুন একটি পোষ্ট শুরু করলাম।
আমি ঈদের পরের দিন জরুরী একটি কাজে শরীয়তপুর গিয়েছিলাম। লঞ্চে যাওয়ার সময় পদ্মা নদীতে সন্ধার সময় অনেক গুলো ফটোগ্রাফি করেছিলাম। প্রত্যেকটা ছবিতে নদীর পানি আলাদা আলাদা কালার দেখা যায়। আজকে আমি সে গুলো আপনাদের সাথে সেয়ার করবো।
বাংলাদেশ নর্দী মাতৃক দেশ। বাংলাদেশে রয়েছ ছোট বড় অনেক নদ নদী। পদ্মা মেঘনা যমুনা বাংলাদেশের বড় নদী। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ নদীগুলো হচ্ছে তিস্তা , তিতাস, আড়িয়াল খাঁ, সুরমা, ভৈরব, ব্রহ্মপুত্র, বুড়িগঙ্গা, চিত্রা, ডাকাতিয়া,ইছামতি, আতাই, কপোতাক্ষ,কংস, করতোয়া, গড়াই, মধুমতি, বলেশ্বর, আত্রাই, হুরাসাগর, কর্ণফুলী, কুশিয়ারা, ফেনী, ডাকাতিয়া তুরাক ,গোমতি ইত্যাদি।
বাংলাদেশের বড় বড় নদী ছাড়া ছোট ছোট নদী গুলো অধিকাংশ সময় শুকনা থাকে। বর্ষা ছাড়া অনেক নদীতে পানির দেখা পাওয়া যায় না। বাংলাদেশের উত্তরাঞ্চলে নদীতে পানি শুকিয়ে যাওয়ার জন্য অনেক সময় ফসল ফলাতে পারে না। আবার বর্ষার মৌসমে অতিরিক্ত পানির কারনে অনেক সময় ফসল পানির নিচে তলিয়ে যায়।
আজকে আমার পোষ্টের প্রধান বিষয় হলো পদ্মা নদী। পদ্মা বাংলাদেশের প্রধান নদী। হিমালয়ে উৎপন্ন গঙ্গানদীর প্রধান শাখা এবং বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম নদী। পদ্মা নদীতে সবথেকে বেশি স্রোত থাকে। এই নদীর দুই তীরে গড়ে উঠেছে বাংলাদেশর অনেক জেলা শহর যথা নবাবগঞ্জ, রাজশাহী, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নাটোর,পাবনা, কুষ্টিয়া, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, রাজবাড়ী, চাঁদপুর। পদ্মার আরেক নাম কীর্তিনাশা।
নদীতে এখন অনেক পানি, বলতে গেলে এখন নদীর যৌবন চলতেছে। আকাশের কালারের কারনে নদীর পানিটা অনেকটা নীল কালার ধারন করেছে।
অল্প কিছুক্ষন পর মহূতেই আবার নদীর পানিটা পারপিল কালার ধারন করেছে। কিছুক্ষন পর পর আকাশের কালারের সাথে সাথে নদীর পানির কালারটাও পরিবর্তন হয়।
সন্ধায় আকাশের কালার ইয়েলো আবার নদীর পানির কালারও ইয়েলো হয়ে গেছে। খুব সুন্দর লাগে দেখতে মুহূর্তে মুহূর্তে পরিবর্তন হয়।
এখন আবার আকাশের কালার সাদা হওয়ার কারনে পানির কালারটিও সাদা দেখা যায়। আল্লাহর কুদরত বুঝা বড় কঠিন।
আমাদের লঞ্চটি অতিক্রম করে অন্য একটি লঞ্চ চলে যাচ্ছে। বিশাল বড় নদীতে এত বড় লঞ্চটিকেও একটি ছোট নৌকার মত দেখা যায়।
নিচে পানি উপরে আকাশ দুইটার মধ্যে অল্প একটু দুরত্ব বোঝা যায়। অথচ বাস্তবে কত হাজার হাজার মাইল দুরত্ব। আল্লাহর সৃষ্টি দেখে মুগ্ধ হওয়া ছাড়া উপায় নেই।
সন্ধায় সূর্য মামা পদ্মা নদীর নিচে হারিয়ে যাচ্ছে। সূর্য মামা ডুবে যাওয়ার মহূর্তটা লঞ্চের সাদে বসে বসে উপভোগ করলাম।
বন্ধুরা আজ এপর্যন্তই । কেমন হলো আজকের পোষ্টি কমেন্ট করে জানাবেন অবশ্যই। শরীয়তপুরের পরের পোষ্ট নিয়ে হাজির হবো খুব তারাতারি। ততদিন পর্যন্ত ভাল থাকবেন সুস্থ থাকবেন , নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।
ডিভাইস | মোবাইল |
---|---|
ক্যামেরা | রেডমি নোট-৮ |
কমিউনিটি | আমার বাংলা ব্লগ |
ক্যাপশন | @joniprins |
ধরন | সূর্য মামার সাথে পদ্মা নদীর পানির ধারুন এক সম্পর্ক |
স্থান | শরীয়তপুর |
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
The sunset are very fascinating. Thank you for sharing this to us. 😊
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you so much.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Youre welcome.. 😊😊
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit