বাংলা ভাষার কমিউনিটি
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই, আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে আমাদের বাৎসরিক বনভোজন উপলক্ষে কক্সবাজার যাওয়ার প্রথম পর্ব শেয়ার করবো।
বন্ধুরা অলরেডি আমি আপনাদের সাথে আমাদের অফিস থেকে বাৎসরিক বনভোজন উপলক্ষে কক্সবাজার যাওয়ার প্রস্তুতি নিয়ে একটি ব্লগ শেয়ার করেছিলাম। সেখানে আমি আপনাদেরকে আমাদের ভ্রমণের ব্যানার সহ হোটেল রেস্টুরেন্ট ভাড়া করার প্লান প্রোগ্রাম ও শেয়ার করেছিলাম। অর্থাৎ আমাদের সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ হয়ে গিয়েছিল।
গতকাল সারাদিন আমাদের অফিসে আমাদের পিকনিক নিয়ে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা হয়েছিল। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আমরা ছয় টার পরে অফিস থেকে বের হয়ে গেলাম। তারপর যার যার ব্যাগ গুছিয়ে আটটার মধ্যে ঢাকা নারায়ণগঞ্জ হাইওয়ে রোডের পাশে অবস্থান করতেছিলাম।
আমাদের বাস আটটার সময় ছাড়ার কথা থাকলেও প্রায় ২০ মিনিট বিলম্ব করে আমাদের বাস কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। কিন্তু আমাদের কপাল খারাপ সাইনবোর্ড পৌঁছে কঠিন জ্যামে আটকে গেলাম। তবে সেটা বেশিক্ষণ স্থায়ী হয় নি। ৩০ / ৩৫ মিনিটের মত দেরী হয়েছিল। তারপর ধীরে ধীরে আমাদের পিকনিকের বাস কক্সবাজারের উদ্দেশ্যে চলতে লাগলো।
আঁকাবাঁকা রাস্তা দিয়ে শহর গ্রাম পেরিয়ে আমাদের বাস চলতে লাগলো। কুমিল্লা প্রবেশ করার কিছু টাইম আগে একটি মাহফিলের কারণে আমাদের বাস আবার জ্যামের মধ্যে আটকে গেলো। দুইটি জ্যামের কারণে আমাদের ৪০ থেকে ৪৫ মিনিট দেরি হয়ে গেলো। অবশেষে কুমিল্লা চৌদ্দগ্রাম এসে আমাদের বাসটি একটি বিরতি দিলো
কুমিল্লা চৌদ্দগ্রাম খাদিজা রেস্টুরেন্টের সামনে আমরা সবাই বাস থেকে নেমে পড়লাম। সেখানে যার যার প্রাকৃতিক কাজ শেষ করলো। তারপর যাদের খাওয়া দাওয়ার প্রয়োজন ছিল, সেখান থেকে খাওয়া-দাওয়া শেষ করে নিলো। তারপর রাত দুইটার দিকে আমাদের বাস আবার কক্সবাজারের উদ্দেশ্যে চলতে লাগলো।
বাস যখন ঘুটঘুটে অন্ধকার কুয়াশা কাঠিয়ে চলতে লাগলো, আমরা বাসের মধ্যে বসে যার যার অবস্থান থেকে ঘুমানোর চেষ্টা করলাম। কেউ ঘুমিয়েছে আবার কেউ ঘুমাতে পারে নাই। আমি নিজেও গাড়িতে ঘুমাতে পারিনা। আমরা যখন চট্টগ্রাম শহর অতিক্রম করছিলাম তখন আমি চারপাশের পরিবেশ লক্ষ্য করেছিলাম। কর্ণফুলী সেতু অতিক্রম করার সময় মোটামুটি সবাই জাগ্রত ছিল। ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত সম্পূর্ণ রাস্তা খুবই ভাল ছিল। সকাল সাড়ে পাঁচটার মধ্যে আমরা ডলফিন মোড়ে গিয়ে নেমে পড়লাম।
তারপর সবাই হাতমুখ ধুয়ে ফ্রেশ হয়ে ওযু করে ফজরের নামাজ পড়তে মসজিদে চলে গেলাম। আজ এ পর্যন্তই দ্বিতীয় পর্বে পরের কার্যক্রম গুলো বিস্তারিত বর্ণনা করার চেষ্টা করবো,ইনশাআল্লাহ।
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
ডিভাইস | মোবাইল |
---|---|
মডেল | রিয়েলমি সি-৫৩ |
ফটোগ্রাফার | @joniprins |
তারিখ | ১৬.০১-২০২৫ |
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
@joniprins, [12/30/2024 3:52 PM]
Click Here For Join Heroism Discord Server
ধন্যবাদ।।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
দূরপাল্লার বাস রাস্তায় যদি কোন কারনে জ্যামে ফেঁসে যায় তবে খুবই বোর লাগে। আপনারা অফিসের কলিগরা মিলে বাৎসরিক পিকনিক করতে বেরিয়েছেন। আপনাদের পিকনিক সফল হোক এবং সবাই মিলে খুব আনন্দ করুন এই কামনা করি। তাছাড়া সুস্থভাবে যে কক্সবাজার পৌছে গেছেন এটাও একটি ভাল খবর।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সারারাত ধরে বাসের এই জার্নিটা আমিও করেছিলাম। কুমিল্লা চট্টগ্রাম পেরিয়ে একেবারে সোজা কক্সবাজার। এখনো মনে পড়ে সেই উপভোগ্য যাত্রাপথ। আপনিও দারুণ সুন্দর করে তার বিবরণ আমাদের সামনে তুলে আনলেন। আমিও নস্টালজিক হয়ে গেলাম এবং আমার যাত্রাপথের কথা মনে পড়ল। আমি হানিফ ট্রাভেলস এর বাসে গিয়েছিলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর ভাবে গুষ্টিয়ে কক্সবাজার যাওয়ার প্রাথমিক পর্যায়ের অনুভূতির উপস্থাপন করেছেন। আপনাদের যাত্রা শুভ হোক সেই দোয়া করি। মাঝেমধ্যে সবাই একসাথে মিলে এভাবে যদি বাইরে কোথাও ঘুরতে যাওয়া যায় তাহলে অনেক আনন্দ হয় আর অনেক কিছু সম্পর্কে ধারণা পাওয়া যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Done
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit