হরেক রকম মানুষের হরেক রকম ইনকামের রাস্তা // [১০% লাজুক খ্যাঁকের জন্য]//

in hive-129948 •  3 years ago 
আসসালামুআলাইকুম

হ্যালো বন্ধুরা কি খবর সবার। অবশ্যই আমার বাংলা ব্লগে কোন বিষয় নিয়ে পোষ্ট করবেন সে বিষয় নিয়ে চিন্তা করতেছেন। চিন্তা করে দেখুন আপনার চারপাশে হাজার রকম বিষয় রয়েছে, যে গুলো নিয়ে আপনারা পোষ্ট করতে পারেন। আমি আজকে ভিন্ন ধরনের একটি পোষ্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। চলুন তাহলে চট করে পোষ্টটা দেখে আসা যাক।

09.jpg

Location
Device-Redmi Note-8

106.png

মানুষ সামাজিক জীব। মানুষ সমাজ ছাড়া একা বসবাস করতে পারে না। যাহারা জঙ্গলে,পাহাড়ে পর্বতে বসবাস করে তারাও কয়েকটি পরিবার, কয়েকটি দল সঙ্গবদ্ধ হয়ে বসবাস করে। মানুষের বেচে থাকার জন্য খাবারের প্রয়োজন। খাবার ছাড়া মানুষ বাচতে পারে না। ঘর থেকে বের হয়ে খাবার সংগ্রহ করতে হয় বা খাবার উৎপাদন করতে হয় অথবা খাবার কিনার জন্য অর্থ উপার্জন করতে হয়।মানুষ বিভিন্ন ভাবে খাবার উৎপাদন করতে পারে আবার বিভিন্ন ভাবে অর্থও উপাজর্ন করতে পারে।

আদিম যুগে অর্থের পচলন না থাকায় মানুষ জল থেকে মাছ ও বন জঙ্গল থেকে ফলমূল সংগ্রহ করে জীবিকা নির্বাহ করতো। যুগ পরিবতর্ন হয়ে বিনিময় প্রথা চালু হয়েছে। এখন অর্থের বিনিময়ে খাবার সহ নিত্য প্রয়োজনীয় সব কিছু পাওয়া যায়। কিছু মানুষ অর্থের বিনিময়ে পণ্যে দেয় আর কিছু মানুষ পন্যের বিনিময়ে দেয়। কেউ কাউকে ছাড়া সয়ং সম্পূর্ন হতে পারে না।

পৃথিবীর মানুষ বিভিন্ন উপায়ে অর্থ উপার্জন করে থাকে। বর্তমানে অনলাইনে অফলাইনে দুইভাবেই অর্থ উপার্জন করা যায়। কিছু মানুষ ঘরে বসে মাসে কোটি কোটি টাকা ইনকাম করে। আবার কিছু মানুষ দিন রাত কঠোর পরিশ্রম করেও এমন টাকা ইনকাম করে যার মাধ্যমে কোন রকম দুবেলা দুমুটু ডাল ভাত খেয়ে বেচে আছে। কখন কার ভাগ্যে কি আসে কেউ বলতে পারে না। তবে আমাদের চেষ্টা করে যেতে হবে। আজব এই দুনিয়ায় হরেক রকম মানুষের হরেক রকম ইনকামের রাস্তা রয়েছে । অফলাইনে ছোট ছোট ব্যবসার মাধ্যমে অর্থ উপার্জনের কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম।

102.png

ইয়ারফোন মামা

01.jpg

Location
Device-Redmi Note-8

106.png

ঢাকার মিরপুর-৬ নাম্বারে অভার ব্রিজের উপরে দেখলাম এই মামা মোবাইলের সাথে সম্পর্কিত বিভিন্ন আইটেম বিক্রয় করতেছে। যেমন ইয়ারফোন, বুলুটুথ, ওটিজি ইত্যাদি আরো অনেক কিছু। মামাকে জিঙ্গেস করলাম মামা সারাদিনে কত টাকা ইনকাম হয় ? মামা বললেন নির্দিষ্ট করে বলা যায় না, কোনদিন ৫০০ টাকা আবার কোন দিন ৭০০ টাকা ইনকাম হয়। তা দিয়েই কোন রকম জীবন অতিবাহিত করি।

102.png

ফ্যাশনেবল মামা

02.jpg

Location
Device-Redmi Note-8

106.png

অভার ব্রিজের আরেক পাশে এই মামাকে দেখলাম ফ্যাশনেবল স্টাইল করার মত অনেক কিছু বিক্রয় করতেছেন। যথা হাতের ব্রেসলাইট,গলার চেইন, আঙ্গুলের আংটি সহ আরো অনেক কিছু । এই মামার ইনকামের অবস্থাও আগের মামার মতই। সাধারন ভাবে জীবনটা অতিবাহিত করার মতই।

102.png

সানগ্লাস মামা

03.jpg

Location
Device-Redmi Note-8

106.png

অভার ব্রিজের নিচে এই মামা সানগ্লাস বিক্রয় করে। তার কাছে ৩০ টাকা থেকে শুরু করে ৪০০/৫০০ টাকার সানগ্লাসও আছে। এটা হলো নিম্নও মধ্যবিত্তদের শপিংমল। তারা এসব জায়গা থেকে মার্কেট করতে পারলেই মেলা খুশি। বড় বড় শপিংমলে তাদের যাওয়ার সাহস হয় না। তার কারনটা অবশ্যই আপানাদের জানা আছে তাই আমি আর বললাম না।

102.png

লেদার মামা

04.jpg

Location
Device-Redmi Note-8

106.png

সেই অভার ব্রিজের নিচেই এই মামা বিক্রয় করে চামড়ার বেল্ট। অনেকে আবার লেদার বলে থাকে। একটি বেল্ট নিয়ে মামাকে বললাম দাম কত..? মামা বললেন ৫৫০ টাকা । আমি বললাম মামা কুরবানির সময় তো ২ লাখ টাকার একটি গরুর চামড়া ৩০০ টাকাও বিক্রি করতে পারি না, একটি গরুর চামড়া দিয়ে কয়টা বল্টে হবে..এত দাম চাও কেন..? মামা কিছু বলে না শুধু মুচকি মুচকি হাসে। গরুর চামড়া নিয়েও সিন্ডিকেট হয়, সে বিষয়ে আরেক দিন পোষ্ট লিখবো।

102.png

মানিব্যাগ মামা

05.jpg

Location
Device-Redmi Note-8

106.png

এই মামা আবার চামড়ার মানিব্যাগের সাথে আরো অনেক কিছু বিক্রি করে। আমি ফটোগ্রাফি করার সময় এই মামা জিঙ্গেস করেছিল ছবি তুলে কি করবেন ..? আমি বললাম স্টিমিটে পোষ্ট করবো। সে বললো স্টিমিট কি..? আমি বললাম অনলাইন সাইট। আচ্ছা ঠিক আছে আমরা এসব বুঝি না। আমি হাসতে হাসতে চলে আসলাম।

102.png

বুলুটুথ মামা

06.jpg

Location
Device-Redmi Note-8

106.png

এই মামাও মোবাইল সম্পর্কিত জিনিষ পত্র বিক্রি করে কিন্তুু সে নিজের ছবি তুলতে দিলেন না। মনে হয় লজ্জা পায়ছে বা ভয় পায়ছে ।

102.png

মোবাইল গ্লাস পেপার মামা

07.jpg

Location
Device-Redmi Note-8

106.png

তিনি আবার মোবাইলের কভার, মোবাইলের গ্লাস পেপার, মোবাইলের স্টিকার সহ অনেক কিছু বিক্রি করে। আমি ঘুরে ঘুরে দেখলাম মোবাইলের সাথে সম্পর্কিত জিনিষই তারা বেশি বিক্রি করে । মানুষ শখের মোবাইলের জন্য কত কিছুই না ক্রয় করে।

102.png

ঝাল মুড়ি মামা

08.jpg

Location
Device-Redmi Note-8

106.png

সর্বশেষ এই মামা থেকে ১০ টাকার ঝাল মুড়ি খেয়ে চলে আসলাম। কারন আমিও মধ্যবিত্ত ঘরের সন্তান বড় বড় সাজানো গুছানো রেস্টুরেন্টে যাওয়ার মত অর্থ এখনো ইনকাম করতে পারি নাই।

মানুষ কত রকমের ব্যবসা আর কত রকমের কাজ দিয়ে অর্থ উপার্জন করে। দিন শেষে অর্থ ছাড়া ঘরে ফিরলে কারো মুখে হাসি থাকে না। পৃথিবীতে বেচে থাকতে হলে অর্থ ‍উপার্জন করতেই হবে। সেটা যে কোন উপায়ে। সে উপায়টা অবশ্যই হালাল হতে হবে। তাহলে এজীবনে কষ্ট হলেও পরকালে সুখ পাওয়া যাবে।

বন্ধুরা আজ এখানেই সমাপ্ত করলাম। কেমন হলো আজকের পোষ্টি কমেন্ট করবেন অবশ্যই। আবার দেখা হবে নতুন কোন পোষ্ট নিয়ে। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন, চোখ,কান খোলা রাখবেন।। আল্লাহ হাফেজ।

108.png

qjrE4yyfw5pEPvDbJDzhdNXM7mjt1tbr2kM3X28F6SraZfRiVYwbSKEHa7jxYTfNGAKWeYKdYcUHURtq5gU2pPT43ZjtY8dK2rWmBZNCcDdL16HmkzCULVYi.png

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

112.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

লেখাগুলো পড়ে সত্যি ভালো লাগলো। আপনি মানুষের বিভিন্ন ইনকাম করার কিছু পদ্ধতি আমাদের মাঝে ফটোগ্রাফি হিসেবে তুলে ধরেছেন। আসলেই মানুষ বিভিন্ন পন্থায় উপার্জন করে থাকে কেউ আসলে লাখ লাখ টাকা ইনকাম করে আর কেউ আসলে ইনকাম করে মোটামুটি জীবনকে চালানোর জন্য। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে তুলে ধরার জন্য।

জী ভাইয়া মাঝে মাঝে মন চাই তাদেরকে ফোকাস করার জন্য।

এমন ব্যবসায়ী মামাদের থেকে আমার জিনিসপত্র কেনার টুকটাক অভিজ্ঞতা আছে । তবে এনাদের বলার দামের চেয়ে বিক্রির দামের মাঝে বিস্তর ফারাক লক্ষ্য করা যায় । দাম বলে এক হাজার বিক্র হয় তিশ তে । কিসের মাঝে কি বোঝা বড় দায় ।
তবে তারা জীবিকার সন্ধানে কোন রকম অপকর্মে না জড়িয়ে নিজের রুজির জন্য ব্যবসাকে পেশা হিসেবে নিয়েছে এটাও অনেক ভাল একটা দিক ।
বেঁচে থাকুক মামা গুলো তাদের হাঁকডাকের মাঝে ।

জী ভাইয়া আপনি ঠিক বলেছেন, বুঝে শুনে দাম বলতে হয়।