বাংলা ভাষার কমিউনিটি
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের সামনে একটি খেলাধুলা বিষয়ক ব্লগ নিয়ে হাজির হয়েছি। যেহেতু চ্যাম্পিয়ান ট্রফির আসর চলতেছে, বিশ্বের চোখ এখন সেই আসরের দিকে।
গতকাল বাংলাদেশ দলের দ্বিতীয় খেলাটি অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় খেলায় পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে টাইগার বাহিনী নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে। গতকালের ম্যাচ বাংলাদেশের জন্য চ্যাম্পিয়ান ট্রফির আসরে টিকে থাকার জন্য শেষ চান্স ছিল। শান্ত বাহিনী নিউজিল্যান্ডের সাথে হেরে সেই চান্স হারিয়েছে। যদিও খেলাটিতে হাড্ডা হাড্ডি লড়াই হয়েছে। বাংলাদেশ দল ব্যাটিং বোলিং দুই ফর্মেটেই দুর্বলতার পরিচয় দিয়েছে। যদি আর চল্লিশ পঞ্চাশ রান হতো, তাহলে ফলাফল ভিন্ন হতে পারতো।
গতকাল স্থানীয় সময় দুপুর তিনটায় পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টাইগার বাহিনী নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে। এর আগে দুপুর আড়াই টার সময় নিউজিল্যান্ড দল টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ কে ব্যাটিং করার আমন্ত্রণ জানায়। বাংলাদেশ দলের পক্ষে ওপেনিং জুটিতে পরিবর্তন আসে। গতকাল দেখা যায় ওপেনিং জুটিতে তানজিদ হাসানের সাথে ক্যাপটেন নাজমুল হাসান শান্তকে।
গতকাল বাংলাদেশ দল শুরু টা খুবই ভালো করেছিল। সাধারণত বাংলাদেশ দলের প্রথম বা দ্বিতীয় ওভারে উইকেট পড়ে যায়। কিন্তু গতকাল দেখলাম প্রথম জুটিতে মোটামুটি ভালো রান এসেছে। ৪৫ রানে বাংলাদেশের প্রথম উইকেটের পতন হয়। তানজিদ হাসান ২৪ বোল মোকাবিলা করে ২৪ রান সংগ্রহ করে। তারপর চারজন,মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয় ও মাহমুদুল্লাহ রিয়াদ খুবই বাজে ব্যাটিং করেছে। ভালো ভালো চারজন ব্যাটসম্যান মিলে ২৬ রান তুলেছে। ১১৮ রানে বাংলাদেশ দলের পাঁচটি উইকেট চলে যায়। আর এখানেই বাংলাদেশ দল দুর্বল হয়ে যায়।
তবে এক পাশ ধরে খেলেছে নাজমুল হাসান শান্ত। সে জাকের আলীকে সাথে নিয়ে একটি পার্টনারশিপ করার চেষ্টা করেছিল। কিন্তু ব্যর্থ হয়, সে ১১০ বোল মোকাবেলা করে ৭৭ রান সংগ্রহ করে। যার মধ্যে ৯টি চার ছিল, কোন ছয়ের বাউন্ডারি ছিল না। জাকের আলী ৫৫ বলে ৪৫ ও রিশাদ হোসেন করে ২৫ বলে ২৬ রান। সব মিলিয়ে ৫০ ওভার মোকাবেলা করে ৯ উইকেট হারিয়ে ২৩৬ রান সংগ্রহ করে বাংলাদেশ দল।
২৩৭ রানের ছোট লক্ষ নিয়ে মাঠে নামে নিউজিল্যান্ড দল। নিউজিল্যান্ডের পক্ষে ওপেনিং জুটিতে দেখা যায় Will Young ও Devon Conway কে। প্রথম ওভারে তাসকিন আহমেদের মাধ্যমে নিউজিল্যান্ড দলের প্রথম উইকেটের পতন ঘটে। উইল ইয়াং ৬ বোল মোকাবিলা করে শূন্য রানে আউট হয়। তবে ডেভন কনওয়ে ৪৫ বলে ৩০ রান সংগ্রহ করে। তারপর ক্যান উইলিয়ামসন পাঁচ রান করে ফিরে গেলে, আশার আলো জাগে বাংলাদেশীদের মনে।
কিন্তু সে আশার আলোকে অন্ধকারে পরিণত করে রচিন রবীন্দ্র। সে ১০৫ বল মোকাবেলা করে ১১২ রান তুলে। যার মধ্যে ১২টি চার ও একটি মাত্র ছয়ের ভাউন্ডারী ছিল। তারপর টম লাথাম ৭৬ বলে ৫৫ রান সংগ্রহ করলে মোটামুটি ভাবে নিউজিল্যান্ডের দিকে ৯০% ঘুরে যাই জয়ের সম্ভাবনা । ফিলিপ্স ২৮ বলে ২১ ও মাইকেল ব্রেসওয়েল ১৩ বলে ১১ রান করলে জয়ের বন্দরে পৌঁছে যাই নিউজিল্যান্ডের দল।
নিউজিল্যান্ডের পক্ষে মাইকেল ব্রেসওয়েল ১০ ওভারে মাত্র ২৬ রান দিয়ে চারটি উইকেট তুলে নেয়, ব্যাট হাতেও কিছু রান করে অপরাজিতা ছিল। যার ফলে তাকে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত করা হয়। আগামী বৃহস্পতিবারে পাকিস্তানের সাথে সর্বশেষ খেলাটি খেলে টাইগার বাহিনী দেশের পথে রওয়ানা দিবে।
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
@joniprins, [12/30/2024 3:52 PM]
Click Here For Join Heroism Discord Server
ধন্যবাদ।।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Click Here For Join Heroism Discord Server
বাংলাদেশ দলকে সবদিক থেকে তাদের পারফরমেন্সের ভিত্তিতে অনেক উন্নতি করতে হবে। যদিও দলের খেলোয়াড়রা প্রত্যেকটি খেলাতে ভালই লড়াই দিচ্ছিলেন, কিন্তু তবু ম্যাচ ফিনিশ করতে যেরকম খেলা প্রয়োজন তা হয়ে উঠলো না। ভবিষ্যতে বাংলাদেশ দলের জন্য আমার তরফ থেকে শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাই বাংলাদেশ দল শুরুটা ভালো করলে শেষে খারাপ করে। মানে কোথাও না কোথাও দূর্বলতা থাকেই।ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হারলে ও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ। গতকালের ম্যাচ টি দেখতে অনেক বেশি খারাপ লাগছিল আমার কাছে। শেষের মতো যদি শুরু থেকেই ব্যাটিং পারফরম্যান্স করতেন, তাহলে বাংলাদেশের জন্য ভালো কিছু হতো। তবু ও বাংলাদেশের জন্য শুভকামনা রইল। আশা করছি পরবর্তী সময়ে ভালো কিছু বয়ে আনতে পারবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাংলাদেশ ক্রিকেট টিম নিয়ে কি আর বলবো,ওরা সব সময় আমাদেরকে হতাশ করে।যাইহোক ম্যাচটি কিন্তু শুরুর দিকে খুবই সুন্দর ভাবে পার্ফরম্যান্স করছে।তবে পর পর ৩ টি উইকেট গেছে এটাই খারাপ লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে পুরো খেলাটির রিভিউ শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মানুষের স্বপ্ন ভঙ্গ তখন হয় যখন মানুষ স্বপ্ন দেখে। সত্যি বলতে বাংলাদেশের এই ক্রিকেট দল নিয়ে আমি কখনও স্বপ্ন দেখিনা। এতো বছর ধরে ক্রিকেট খেলছে তবুও এদের খেলার কোন উন্নতি নাই। নিউজিল্যান্ডের কাছে একেবারে বাজে ভাবে হেরেছে বললেও কোন ভুল হবে না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit