সাজাও মন রাঙাও হৃদয় ভালোবাসার বন্ধনে-
হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি বেশ কিছুদিন যাবৎ আমাদের $PUSS কয়েনের ওয়েবসাইট রিভিউ করার চিন্তা করতেছি। কিন্তুু সময় আর সুযোগ হয়ে উঠছে না। $PUSS কয়েন লঞ্চ করেছে প্রায় দুই মাস হতে চললো। এই কয় দিনে আমাদের $PUSS কয়েন সফলতার দ্বারপ্রান্তে দাড়িয়ে। $PUSS কয়েন লঞ্চ করার সাথে সাথেই ক্রিপ্টোকারেন্সি জগতে আলোড়ন সৃষ্টি করেছে। তার কারন হলো $PUSS কয়েন হলো স্টিমিট প্লাটফর্মের প্রথম মেমে কয়েন। এই কয়েন নিয়ে আমাদের দাদার অনেক প্লান-প্রোগ্রাম রয়েছে।
$PUSS লঞ্চ করার কিছুদিন পরেই $PUSS কয়েনের ওয়েবসাইট প্রকাশ করা হয়েছে। আমি অবশ্য প্রতিদিন $PUSS এর ওয়েবসাইটে প্রবেশ করি। নতুন নতুন আপডেট এই ওয়েবসাইটে প্রকাশ করা হয়। অলরেডি অনেক কিছু আপডেট করা হয়েছে। সে জন্য চিন্তা করলাম $PUSS ওয়েবসাইটের সংক্ষিপ্ত একটি রিভিউ আপনাদের নিকট প্রকাশ করি। আমি ওয়েবসাইট থেকে স্কিনশর্ট সহকারে নিচে সংক্ষিপ্ত বর্ণনা দেওয়ার চেষ্টা করবো।
https://puss.meme/index.html এই লিংকে প্রবেশ করলেই খুব সুন্দর ভাবে আমাদের $PUSS টোকেনের ওয়েবসাইটে প্রবেশ করা যাবে। ওয়েবসাইটে প্রবেশ করার পরে উপরে Home, Market ,Team ,Roadmap, PUSS ONE ,Community, Contact এই অপশন গুলো দেখা যাবে। এগুলো প্রত্যেকটার মধ্যে বিস্তারিত তথ্য আছে। প্রত্যেকটাতে ক্লিক করলেই তথ্য গুলো পেয়ে যাবে। আমি সেদিকে পরে যাচ্ছি আগে নিচের দিকে কি আছে, সেটা দেখার চেষ্টা করছি। নিচের দিকে তাকালেই GET STARTED এবং WHITE PAPER নামে দুটি অপশন আছে। GET STARTED এ ক্লিক করলে https://sunpump.meme/token/ ওয়েবসাইটে চলে যাবে। সেখানে sunpump এর মাধ্যমে $PUSS কয়েনের প্রাইজ দেখা যায়। Trading History দেখা যায়। আর WHITE PAPER ক্লিক করলে PussFi এর সম্পূর্ণ ইতিহাস জানা যাবে। এখানে Introduction, Tokenomics, Roadmap, DEX Interface, Delegation Service, NFT Marketplace, Crypto Games, Sustainability & Long-Term Growth সহ অনেক কিছু আছে। প্রশ্ন আকারে এখানে বিস্তারিত সব কিছু উল্লেখ করা আছে।
এভাবে ধীরে ধীরে নিচের দিকে আসলে সব থেকে গুরুত্বপূর্ণ পেইজটি শো করবে। আর সেটা হলো Market Watch on CEX & DEX. এখানে খুব সুন্দর ও সহজ ভাবে $PUSS টোকেনের বর্তমান মার্কেট দেখতে পারবেন। বাই সেলের অর্ডার দেখা যায়। এখানে $PUSS টোকেনের Steemit, Twitter, Telegram, Discord পেইজের লিংক দেওয়া আছে। ক্লিক করলে সাথে সাথে ঐ সব সাইট গুলোতে প্রবেশ করা যায়।
তারপর আরেকটু নিচে প্রবেশ করলে কোন এক্সেন্জ সাইটে $PUSS টোকেন লিস্টেড করা হয়েছে সেই সাইট গুলো দেখা যাবে। অলরেডি SunSwap, Transit Finance, Poloniex, Mexc তে $PUSS টোকেন লিস্টেড করা হয়েছে। আজকে বাংলাদেশ টাইম বিকাল চারটার সময় AscendEX লিস্টেড হবে। এসব সাইট থেকে ২৪ ঘন্টা $PUSS টোকেন বাই সেলা করা যাবে। আর এই মাসের শেষের দিকে www.htx.com এর লিস্টেড হবে ইনশাআল্লাহ। এখানে $PUSS টোকেনের RANK- 3288 দেওয়া আছে। তবে MARKET CAP এখনো উল্লেখ করা হয়নি। আরেকটি জিনিষ এখানে উল্লেখ করা আছে, আর সেটা হলো VOLUME-$252.87 K USD.
তারপর আরেকটু নিচে গেলে সবার মনে লুকিয়ে থাকা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আর সেটা হলো সবার মনে একটা প্রশ্ন যে, কত পরিমান $PUSS টোকেন হোল্ড করলে স্টিমিটে কি পরিমান আপভোট বোনাস পাওয়া যাবে। এখানে দাদা খুব সুন্দর ভাবে সব কিছু উল্লেখ করে দিয়েছেন যে, 20,000 $PUSS Stake থাকলে 1.5% আপভোট পাবে। 35,000 $PUSS Stake থাকলে 3%, 65,000 $PUSS Stake থাকলে 5%, 90,000 $PUSS Stake থাকলে 8%, 1,20,000 $PUSS Stake থাকলে 10%, 1,50,000 $PUSS Stake থাকলে 15% আপভোট বোনাস পাবেন। এভাবে হয়তো Stake এমাউন্টের সাথে আপভোটের % বাড়তে পারে। যখন এই প্রজেক্টি শুরু হবে তখন দাদা সব কিছু বিস্তারিত বলে দিবেন।
তারপর আরেকটু নিচে গেলে দেখা যায় আমাদের Dedicated Team মেম্বারদের তালিকা ও ছবি দেওয়া আছে। তারা সব সময় আমাদেরকে হেল্প করার জন্য রেডি হয়ে আছে। আমাদের যে কোন প্রশ্নের জবাব দিতে তারা প্রস্তুুত। $PUSS টোকেন সম্পর্কে যে কোন বিষয়ে তারা আমাদের সহযোগিতা করবে। এখানে আমাদের এবিবি কমিউনিটির এডমিন-মডারেটর প্যানেল ছাড়াও আরো কিছু মেম্বার রয়েছে। সবাই $PUSS টোকেন প্রমোশনে তিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।
এই পেইজের সবার শেষে গেলে দেখা যায় $PUSS টোকেনের পার্টনাদের নাম দেওয়া আছে। $PUSS টোকেনের পার্টনাদের মধ্যে রয়েছে Sunswap V2, Transit Finance ,Poloniex, Mexc, Gotbit ,Photons Hedge. তারা সবাই $PUSS টোকেনের বিশ্বস্ত ব্লকচেইন পার্টনার।
সবার উপরের PUSS ONE অপশনে ক্লিক করলে আপনারা উপরের স্কিন শর্ট দেওয়া পেইজটি দেখতে পারবেন। এখানে $PUSS টোকেনের Full Roadmap দেওয়া আছে। যে গুলো চালু হয়েছে সে গুলো সবুজ টিক মার্ক দেওয়া আছে। আর যে গুলোর কাজ চলমান, এখনো শুরু হয়নি সে গুলোতে টিক নেই। এখানে দেখা যায় Coin Creation, Website Development, Marketing, CEX Listing এর কাজ কম্পিলিট। আর Delegation Service, DEX Interface, NFT Marketplace, E-Commerce, Interactive Crypto Games, Mass Adoption এগুলো খুব শীগ্রই চালু হবে।
এগুলো হলো $PUSS টোকেন ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ তথ্য। এছাড়াও আরো অনেক তথ্য রয়েছে। যাদের ইচ্ছা ওয়েবসাইটে প্রবেশ করে সব কিছু বিস্তারিত দেখতে পারবেন।
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
X Promotion
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
$PUSS টোকেন ওয়েবসাইটের রিভিউ অনেক সুন্দর করে তুলে ধরেছেন ভাইয়া। এই ওয়েবসাইট সম্পর্কে বেশ ভালোভাবে আপনি উপস্থাপন করেছেন। আপনার এই পোস্ট পড়ে অনেক কিছুই জানতে পারলাম ভাইয়া। ধন্যবাদ আপনাকে তথ্যবহুল একটি পোস্ট শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জী আপু যথা সম্ভব চেষ্টা করেছি রিভিউটা সুন্দর ভাবে করতে। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit