আমি @joniprins বাংলাদেশ থেকে সব সময় আছি আপনাদের পাশে।
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করি সবাই ভাল আছেন। একটি দিন অতিক্রম হয়ে গেলেই জীবন থেকে একটি দিন শেষ হয়ে গেল। আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত অনেক গুরুত্বপূর্ণ। আমাদের জীবনের সময়টা কাজে লাগানো উচিত। সবসময় নতুন কিছু চিন্তা করা উচিত। নতুন কিছু করার চেষ্টা করা উচিত। বন্ধুরা চলোন আর কথা না বাড়িয়ে নতুন একটি পোষ্ট শুরু করি।
প্রিয় বন্ধুরা বেশ কয়েকদিন ধরে ভাবতেছি একটি টি-শার্ট ডিজাইন পোষ্ট করবো। কিন্তুু সময় বের করতে পারছি না। আজকে সব চিন্তা ভাবনা বাদ দিয়ে এই ডিজাইনটির মধ্যে সময় দিয়েছি। আজকে যে টি-শার্ট ডিজাইনটি করবো সেটি হলো ফিশিং টি-শার্ট। অনেক মানুষেরই বড়শি বা ছিপ দিয়ে মাছ শিকার করার শখ রয়েছে। বড়শি দিয়ে মাছ শিকার করার সময় যখন শরীরে একটি ফিশিং টি-শার্ট থাকে তাহলে কেমন হয়। অবশ্যই ভাল লাগবে। তাহলে দেখতে প্রফেশোনাল মাছ শিকারি মনে হবে। বর্ষার সময় গ্রামের দিকে মানুষ বড়শি দিয়ে মাছ শিকার করে। আর বর্ষা যখন শেষ হয়ে যায় তখন তো মাছ শিকার করার ধুম পড়ে। যে যেভাবে পাড়ে মাছ শিকার করে। আমিও ছোট সময় বড়শি দিয়ে অনেক মাছ ধরেছি। তখন আমি জানতাম না যে ফিশিং নিয়ে এত সুন্দর সুন্দর টি-শার্ট রয়েছে। এখন টি-শার্ট পেলেও মাছ শিকার করার মত সময় নেই। বড্ড ব্যস্ত হয়ে গিয়েছি।
আগে কত সময় পুকুরের ঘাটলায় কাটিয়েছি তার কোন হিসাব নেই। আর এখন সময়ের এত মূল্য হয়ে গেল যে এক ঘন্টা সময় ব্যয় করার জন্য সাত দিন আগে থেকে প্লান করতে হয়। জীবন থেকে সময় গুলো কিভাবে যেন চলে যাচ্ছে বুঝতেই পারতেছি না। সময় সময়ের গতিতে চলে যাচ্ছে। কারো জন্য অপেক্ষা করে না। কেউ সময়কে কাজে লাগাচ্ছে আর কেউ অবহেলায় সময়কে অপচয় করছে। সময়ের কোন মূল্য দিচ্ছে না। হয়তো এক সময় অপচয় করা সময়টার জন্য আফসোস করবে। যেমন এখন আমি আফসোস করতেছি। যায় হোক চলোন মূল কাজটা শুরু করি।
স্টেপ বাই স্টেপ ফিশিং টি-শার্ট ডিজাইনের প্রক্রিয়াটি নিচে উল্লেখ করা হলো।
একটি ল্যাপটপ
ইলাস্ট্রেটর সিসি সফটওয়্যার
ডিজাইন করার পদ্ধতি
স্টেপ-০১ |
---|
প্রথমে আমি নতুন একটি ফাইল নিয়ে পেন টুল দিয়ে বড়র্শি বা ছিপেটিকে দুই ভাগে অঙ্কন করলাম।
স্টেপ-০২ |
---|
তারপর আমি স্টোকটা ১০ পিটি করে মাছটিকেও দুই ভাগে অঙ্কন করলাম।
স্টেপ-০৩ |
---|
এখন মাছ আছে পানি না থাকলে কেমন হয়। তাই আমি কয়েকটি পানির ফুটাও অঙ্কন করে দিলাম।
স্টেপ-০৪ |
---|
তারপর আমি আই ড্রপার টোল দিয়ে বড়শি,মাছ এবং পানির ফুটার মধ্যে ব্লো কালার করে দিলাম।
স্টেপ-০৫ |
---|
তারপর আমি একটি ১২ -১৮ ইন্চিতে ফাইল নিয়ে টাইপ টোল দিয়ে ইংরেজি তিনটা শব্দ টাইপ করলাম। ফিসিং ম্যাক মি হ্যাপি। ফিসিং আর হ্যাপি এই দুইটি শব্দের মধ্যে ব্লাক ফ্রন্টটি ব্যবহার করেছি। আর ম্যাকমি শব্দের মধ্যে ফ্রেশম্যান ফ্রন্ট ব্যবহার করেছি।
স্টেপ-০৬ |
---|
তারপর মোকাপ করার জন্য একটি পিএনজি ফাইল সেইভ করে নিলাম।
সর্বশেষ ধাপ |
---|
তারপর একটি হোয়াইট মোকাপ নিয়ে পিএনজি ফাইলটি সেটিং করে দিলাম। হয়ে গেল টি-শার্ট।
বন্ধুরা শখের টি-শার্ট ডিজাইনটি করে ফেললাম। কেমন হলো কমেন্ট করে জানাবেন। ভুল হলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভাল থাকবেন। সুস্থ থাকবেন। নিজের প্রতি খেয়াল রাখবেন। চারপাশ পরিষ্কার রাখবেন। সব সময় সতর্ক থাকবেন। আল্লাহ হাফেজ।
ডিভাইস | HP Laptop |
---|---|
কমিউনিটি | আমার বাংলা ব্লগ |
আর্টিস্ট | @joniprins |
বিভাগ | ডিজিটাল আর্ট |
স্থান | নারায়ণগঞ্জ |
তারিখ | 30-০৯-২০২২ |
সময় | 1.০০ am |
https://steemitwallet.com/~witnesses
VOTE @bangla.witness as witness
এটা ঠিক বলেছেন ভাইয়া একটি দিন যাওয়া মানে জীবন থেকে একটি দিন শেষ হয়ে যাওয়া। প্রত্যেকটা মানুষেরই তার জীবনের গুরুত্বপূর্ণ সময় কিছু না কিছু চেষ্টা করা উচিত ।আসলেই বর্ষার সময় যখন মানুষ বরশি দিয়ে নৌকায় বসে মাছ ধরে তখন দৃশ্যটা দেখতে ভালোই লাগে আর সাথে যদি ফিশিং একটি টি-শার্ট পরা থাকে তাহলে তো কোন কথাই নেই। ডিজিটাল আর্ট এর মাধ্যমে করা হলেও ফিশিং টি-শার্টটি কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জী আপু আগে অনেক মাছ ধরেছি । সেই সব এখন স্মৃতি। ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি ঠিক বলেছেন বড়শি দিয়ে মাছ শিকার করার সময় যখন শরীরে একটি ফিসিং টি-শার্ট থাকে তাহলে অবশ্যই ভাল লাগবে। সত্যি সময়ের এতো মূল্য যে তা বলে বুঝানো মুশকিল। সবারই উচিত সময় মতো সব কিছু করা।আপনার ফিসিং টি শাট এর ডিজিটাল আর্ট অনেক সুন্দর হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ ডিজিটাল ফিসিং টি-শাট আমাদের মাঝে শেয়ার করার জন্য ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জী আপু এমন টি-শার্ট পড়ে মাছ শিকার করলে ভালই লাগবে। ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমাদের এলাকায় তো বর্ষাকালে বড়শি দিয়ে মাছ ধরার প্রতিযোগিতার আয়োজন করা হয়।
ডিজিটাল আর্ট এর মাধ্যমে খুবই চমৎকারভাবে একটি ফিশিং টি শার্ট এর চিত্র অঙ্কন করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার তৈরি করা এই টি শার্ট আমার অনেক পছন্দ হয়েছে যদি এটা সত্যিই নিজে পরিধান করতে পারতাম তাহলে খুবই মজা লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জী ভাইয়া আমি অনেক জাগায় দেখেছি বর্ষাকালে বড়শি দিয়ে মাছ ধরার প্রতিযোগিতার আয়োজন করা হয়। ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমে আপনি টিশার্ট ডিজাইন করবার জন্য পেইজ এর সাইজ কত নিছেন উল্লেখ্য করেন নাই ।খুবি সুন্দর হয়েছে আপনার টিশার্ট ডিজাইনটি ।ফ্রেশম্যান ফ্রন্ট আমার জানা ছিল না ।আপনার পোস্ট মাধ্যমে জানতে পারলাম ।অনেক ধন্যবাদ সুন্দর একটা টিশার্ট ডিজাইন করছেন ইলাস্ট্রেটর সিসি সফটওয়্যার মাধ্যমে ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু সব পোষ্টে একই সাইজ বার বার দিতে ভাল লাগে না। তাই দেয়নি। ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি আমাদের বুঝার সুবিধার্থে দিতে পারতেন ভাইয়া। কারণ বিভিন্ন সাইজে টি শার্ট ডিজাইন হয় ভাইয়া। তাই আমাদের শিখতে একটু সুবিধা হত।অনেক ধন্যবাদ ভাইয়া কমেন্ট ফিডব্যাক দেয়ার জন্য। শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আগে বর্ষা সময় দিনের অধিকাংশ সময় বড়শি নিয়ে পুকুরপাড়ে কাটাতাম। মাছ ধরতাম। কিন্তু এখন কোথায় কী সে সব এখন স্মৃতিময় অতীত। ফিসিং টি শার্ট এর ডিজাইন টা বেশ চমৎকার করেছেন ভাই। এইরকম প্রিন্টিং টি শার্ট পেলে বেশ হতো। সুন্দর হয়েছে।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জী ভাইয়া মাছ ধরার সেই সময় গুলো এখন স্মৃতি। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি ছোট বেলায় অনেক মাছ ধরেছি বর্শী দিয়ে তবে তা ছোট ছোট টাকি মাছ হাহাহা। তবে আপনার ডিজাইন করা ফিসিং শার্ট টা খুবই ভালো লেগেছে ।তবে ফন্ট সাইজ আরেকটু ছোট দিলে আমার কাছে আরো ভালো লাগতো ।ধন্যবাদ এতো সুন্দর ডাই শেয়ার করার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জী আপু নেক্সটাইম থেকে চেষ্টা করবো। ধন্যবাদ ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি অনেক সুন্দর করে ফিসিং টি-শার্ট ডিজাই করেছেন। আমাদের এখানে বর্ষার সময় মাছ ধরার প্রতিযোগিতা অনেক বিশাল করে আয়োজন করে থাকে। দৃশ্যটি দেখতে ভালো লাগতো আমার। আপনি অনেক সুন্দর করে ডিজাইনটি আর্ট করেছেন। আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জী আপু মাছ ধরার প্রতিযোগিতা আমি প্রায় জাগায় দেখেছি। ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit