বাংলা ভাষায় মনের আনন্দে ব্লগ লেখো-
screen short form cricbuz.com
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আজকে আবার আমি আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্ট ম্যাচের রিভিউ শেয়ার করবো। আশা করি যারা খেলাটি দেখেনি সংক্ষিপ্ত রিভিউ পড়লে সবকিছু বুঝতে পারবে।
বন্ধুরা আপনারা সবাই জানেন যে আমি খেলাধুলা একটু বেশি পছন্দ করি। বিশেষ করে ক্রিকেট খেলা আমার খুবই প্রিয়। আমি বাংলাদেশের প্রত্যেকটা খেলা দেখার চেষ্টা করি। খেলা সম্পর্কে খোঁজ খবর রাখি। আপনারা অনেকেই হয়তো জানেন যে বর্তমানে বাংলাদেশের ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজে অবস্থান করতেছে। বাংলাদেশ ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজের সাথে দুইটি টেস্ট, তিনটি ওডিআই ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। প্রথম টেস্ট ম্যাচটি অলরেডি খেলা হয়ে গেছে। আর সেই খেলাতে বাংলাদেশ খুবই বাজে ভাবে হেরেছে। ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশ ক্রিকেট দল এভাবে হারবে সেটা কেউ চিন্তা করেনি। তবে দ্বিতীয় টেস্ট ম্যাচে বাংলাদেশ দল ঘুরে দাঁড়িয়ে ছিল। আজকে সকাল বেলা খেলাটি শেষ হয়েছে। দ্বিতীয় টেস্ট ম্যাচে বাংলাদেশ ১০১ রানে জয় লাভ করেছে।
screen short form cricbuz.com
বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত ক্যাপ্টেন মেহেদী মেরাজ দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল। বাংলাদেশ দলের পক্ষে মাহমুদুল হাসান জয় এবং সাদমান ইসলাম ওপেনিং ব্যাটিং করেছিল। মাহমুদুল হাসান এর উইকেট দিয়ে বাংলাদেশ প্রথম ধাক্কা খায়। কারণ মাহমুদুল হাসান মাত্র বারো বলে তিন রান করে আউট হয়ে গিয়েছিল। তবে অপর পাশের সালমান ইসলাম মোটামুটি ধরে খেলার চেষ্টা করেছিল। যার ফলে সে ১৩৭ বল খেলে ৬৪ রান সংগ্রহ করতে পেরেছিল। কিন্তু তৃতীয় উইকেটে মমিনুল হক শূন্য রানে আউট হয়। যেটা বাংলাদেশ দলের জন্য দ্বিতীয় ধাক্কা।
চতুর্থ উইকেট শাহাদাত হোসেন দিপু ৮৯ বল মোকাবেলা করে ২২ রান সংগ্রহ করতে পেরেছিল। তারপর লিটন দাস জাকের আলী কেউ মাঠে দাঁড়াতে পারেনি। মেহেদী হাসানের ৩৬ ও তাইজুল ইসলামের ১৬ রানের উপর নির্ভর করে ১০ উইকেট হারিয়ে একমাত্র ১৬৪ রান সংগ্রহ করেছিল। যেটা টেস্ট খেলার জন্য খুবই নগণ্য।
screen short form cricbuz.com
অপরদিকে ওয়েস্ট ইন্ডিজ প্রথম দিকে খুবই ভালো খেলেছিল। তাদের দুই ওপেনারই ধরে খেলার চেষ্টা করেছিল। লুইস ১২ রান করে আভট হয়ে গেলেও ক্রেইগ ব্র্যাথওয়েট ১২৯ বল মোকাবেলা করে ৩৯ রান করে। তারপর কেসি কার্টি ১১৫ বল খেলে ৪০ রান সংগ্রহ করে। তারপরে আর কেউ দুই সংখ্যার ঘর অতিক্রম করতে পারে নাই। ওয়েস্ট ইন্ডিজ ১০ উইকেট হারিয়ে মাত্র ১৩৯ রান সংগ্রহ করে। যেটা বাংলাদেশের জন্য একটি প্লাস পয়েন্ট ছিল।
screen short form cricbuz.com
বাংলাদেশের পক্ষে দ্বিতীয় ইনিংসেও মাহমুদুল হাসান জয় ব্যর্থ হয়। সে পাঁচ বল মোকাবেলা করে শুন্য রানে আউট হয়। তবে সাদমান ইসলাম ফিফটির ঘর ছুঁতে না পারলেও ৪৬ রান করেছিল। দিপু অবশ্য দ্বিতীয় ইনিংসেও কিছু রান করেছিল, দিপু ২৮, মেহেদী হাসান ৪২, লিটন দাশ ২৫ রান সংগ্রহ করতে পেরেছিল। তবে দ্বিতীয় ম্যাচে জাকের আলী সফল হয়েছে। সে একশ ছয় বলে ৯১ রান সংগ্রহ করেছিল। তারমানে সে ওয়ানডে স্টোইলে খেলেছিল। তার ৯১ রানের মধ্যে ৮টি চার ও পাচঁটি ছয়ের বাউন্ডারি ছিল। শেষের দিকে তাইজুল ইসলাম ১৪ রান করার পরে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের রান সংগ্রহ হয়েছিল ২৬৮।
screen short form cricbuz.com
সর্বমোট ২৮৭ রানের টার্গেট নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে লুইস মাত্র ৬ রান করে আউট হয়ে যায়। তবে ক্রেইগ ব্র্যাথওয়েট ৬৩ বলে ৪৩ রান করেছিল। Kavem Hodge মোটামুটি ভালো রান করেছিল। সে ৭৫ বল মোকাবেলা করে ফিফটি প্লাস তথা ৫৫ রান করেছিল। তারপরে Justin Greaves ২০ রান করে আউট হয়ে যায়। শেষের দিকে আর কেউ মাঠে দাঁড়াতে পারেনি। মাত্র ১৫৫ রান করে ওয়েস্ট ইন্ডিজ দল তাদের নির্ধারিত দশটি উইকেট হারিয়ে ফেলে। আর ফলাফল বাংলাদেশ ১০১ রানের জয় লাভ করে।
আমরা যদি বোলিং এর দিকে তাকাই তাহলে দেখতে পাই তাইজুল ইসলাম খুব ভালো বোলিং করেছিল। সেই সাথে কিছুটা রানও করেছিল। যার ফলে সে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। আশা করি বাংলাদেশ দল সামনে ওডিআই এবং টি টোয়েন্টি ম্যাচগুলোতে নিজেদেরকে তুলে ধরার চেষ্টা করবে।
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Click Here For Join Heroism Discord Server
৮
Done
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit