বাংলা ভাষায় মনের আনন্দে ব্লগ লেখো-
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি ইসলামী ব্যাংকে যাওয়ার পথে দুর্ঘটনার স্বীকার হওয়ার ঘটনা শেয়ার করবো।
মানুষের জীবনে কখন কোন দুর্ঘটনা ঘটে, সেটা কেউ জানে না। মানুষ সুস্থভাবে বাড়ি থেকে বের হয়ে অসুস্থ হয়ে বাড়িতে ফিরে আসে। এমন ঘটনা আমাদের আশেপাশে হরহামেশাই ঘটে থাকে। কখন কে দুর্ঘটনায় পতিত হয় সেটা কেউ জানে না। তবে আমাদের উচিত সব সময় সতর্ক থাকা। অনেক সময় দেখা যায় সতর্ক থাকলে সৃষ্টিকর্তা আমাদেরকে অনেক দুর্ঘটনা থেকে বাঁচিয়ে দেয়।
আমরা মাঝে মাঝে অনেক গাড়ির পেছনে বা সামনে, বিভিন্ন রাস্তার মোড়ে, লিফলেট ব্যানারে, বিভিন্ন ডিসপ্লে তে একটি বাক্য দেখতে পাই। আর সেটা হলো "একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না"। এই বাক্যটি দিয়ে আমাদেরকে সতর্ক করা হয়েছে। আমরা যেন রাস্তা দিয়ে চলাফেরা করতে সতর্ক থাকি। তবে অনেক সময় দেখা যায় সর্তকতা থাকা সত্ত্বেও দুর্ঘটনায় পতিত হতে হয়। আজকে সৃষ্টিকর্তা আমাকে একটি দুর্ঘটনা থেকে রক্ষা করেছেন।
বেশ কয়েকদিন যাবত চিন্তা করতেছি জরুরী একটি কাজে ব্যাংকে যাব। আজ যাবো, কাল যাবো এসব করতে করতে আর যাওয়া হচ্ছে না। তবে আজকে কিছুটা সময় বের করে ব্যাংকে যাওয়ার উদ্দেশ্যে সাড়ে বারোটার সময় ছুটি নিয়ে অফিস থেকে বের হলাম। অফিস থেকে বের হয়ে বাস স্টেশন তথা শিবু মার্কেট আসতে দুই তিন মিনিট সময় লাগে। আমি শিবু মার্কেট এসে ভেবেছিলাম বাসে চড়েই চাষাড়া যাবো। তবে হঠাৎ করে চিন্তা ভাবনা ছাড়াই অটোতে উঠে বসলাম। অটোওয়ালা মামা আরো দুই তিন জনকে নিয়ে চাষাড়ার উদ্দেশ্যে রওয়ানা দিলেন।
অনেকে হয়তো শিবু মার্কেট থেকে চাষাড়ার রাস্তার অবস্থা জানেন। রাস্তাটা মোটামুটি অনেক ভালো তবে জেলখানার গেইট পার হয়ে একটি মসজিদের কারণে ওইখানের রাস্তাটা ঠিকভাবে করা হচ্ছে না। মসজিদটি যদি স্থানান্তর করা যায় তাহলে রাস্তাটা সুন্দর হবে। কারণ রাস্তা বড় করার কারণে মসজিদটি রাস্তার মাঝখানে পড়েছে। সেজন্য মসজিদের চারপাশে পিচ ঢালাই দেওয়া হয়নি। সেখানে রাস্তাটা একটু উঁচু-নিচু পাথর কংক্রিট ফেলানো। এই জায়গাটা দিয়ে অটো, রিকশা এগুলো যেতে খুবই সতর্কভাবে যেতে হয়। একটু এদিক-সেদিক হলেই দুর্ঘটনায় পতিত হতে হয়।
আমি যে অটোতে ছিলাম সে অটোর সামনে আরেকটি অটো ছিল। সেই অটোর ড্রাইভার একজন মুরুব্বি মানুষ, তবে তিনির একটি হাতে প্রবলেম ছিল। একটি হাতে দেখলাম ব্যান্ডেজ লাগানো। মুরুব্বি চাচা এক হাত দিয়ে অটোটা চালিয়ে যাচ্ছিলেন। আমাদের অটো ড্রাইভার ওই চাচার আগে যাওয়ার জন্য, তিনির অটুোর স্পিড কিছুটা বাড়িয়ে দিলেন। মুরব্বি চাচার অটো এবং আমাদের অটো দুইটা একসাথে চলতে লাগলো, হঠাৎ করে কিভাবে যেন মুরুব্বী চাচার অটো গাড়ি কাত হয়ে পড়ে গেলো।
আমাদের ড্রাইভার কিছুটা সতর্ক অবস্থানে ছিল। যার ফলে তিনি সাথে সাথে তার অটো টি ১২০ ডিগ্রী অ্যাঙ্গেলে ডান দিকে সরিয়ে নিলেন। অল্প একটু জন্য আমরা মুরুব্বী চাচার অটোর সাথে ধাক্কা খাইনি। তবে একটি দিক ভালো ছিল যে, মুরুব্বী চাচার অটোতে কোন যাত্রী ছিল না। তবে আমাদের অটোতে ছয় জন যাত্রী ছিল। যদি আমাদের অটোটি মুরুব্বী চাচার অটোর সাথে ধাক্কা খেতো তাহলে আমরা সবাই এক্সিডেন্টের শিকার হতাম। আমি কিছুটা চলন্ত অবস্থায় অটো থেকে লাফ দিয়ে নেমে গেলাম। পিছন দিক থেকে আবার বাস ট্রাক আসতেছিল। অর্থাৎ তখন বুঝতে পারলাম বড় ধরনের একটি বিপদ থেকে সৃষ্টিকর্তা রক্ষা করেছেন। ওই সময় সিচুয়েশনটা আপনাদেরকে লিখে বুঝানো সম্ভব না। আমি অটো থেকে নেমে দৌড়ে গিয়ে মুরুব্বী চাচাকে তিনির অটো থেকে বের করলাম।
তারপর ধীরে ধীরে মানুষ জমায়েত হলো। মুরুব্বী চাচার অটো টি আমরা সবাই মিলে ধরে সোজা করে দিলাম। আমার ব্যাংকের কাজ থাকার কারণে বেশিক্ষণ দাঁড়াতে পারেনি। ব্যাংকের কাজ শেষ করে আসার পথে ওই জায়গাটি দেখে সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করলাম। তিনি আজকে অনেক বড় একটি দুর্ঘটনা থেকে বাঁচিয়েছেন।
তো বন্ধুরা আপনারা সবাই চেষ্টা করবেন রাস্তা দিয়ে যাওয়া আসার সময় সব সময় সতর্ক অবস্থানে থাকবেন। সতর্কতার মাধ্যমে অনেক বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। গাড়িতে ওঠার আগে অবশ্যই সতর্ক থাকবেন ও দেখেশুনে গাড়িতে উঠার চেষ্টা করবেন।
device- Realme -53
Location - Chashara,Narayanganj.
Date- 11-12-2024
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP