হ্যালো বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে অফিসের কলিগদের নিয়ে ইফতারি পার্টি করার অনুভূতি শেয়ার করবো। আশা করি ব্লগটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।
এগারো মাস ঘুরে একবার আসে মাহে রমজান। সারা বিশ্বের সমস্ত মুসলমানরা অধির আগ্রহে অপেক্ষা করে মাহে রমজানের জন্য। মুসলমানরা এই মাসে রোজার পাশাপাশি তারাবীহ,তাসবীহ সহ কোরআন তেলাওয়াতের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য লাভের চেষ্টা করে। রোজাদাররা সব থেকে বেশি খুশি হয় সেহরী ও ইফতারীতে। এই মাসে যতই খাবার খাওয়া হয় তার কোন হিসাব দিতে হবে না। সবাই যথা সম্ভব চেষ্টা করে ভালো কিছু খাবার খাওয়ার জন্য। দেখতে দেখতে মাহে রমজান চলে এসেছে। গত মাসের ১২ তারিখ পবিত্র মাহে রমজান শুরু হয়েছে। প্রতি বছর মাহে রমজানে আমাদের অফিসের কলিগরা মিলে ইফতারি পার্টি করে থাকি।
শুধু আমরা নয়, এই মাহে রমজানে অনেক মানুষ আছে তাদের কলিগ,ফ্রেন্ড সার্কেল,আত্নীয় স্বজন নিয়ে ইফতারি পার্টি করে থাকে। আমাদের কমিউনিটিতে অলরেডি অনেক পোষ্ট দেখেছি। এই ব্যাপারটা আসলে অনেক বড় একটি আনন্দের বিষয়। এখানে ছোট বড়,ধনী গরীব, হিন্দু-মুসলিম কোন ভেদাভেদ নাই। সবাই এক সাথে বসে ইফতার করতে পারলে অনেক ভালো লাগে। রমজান মাসে নিজে সেহরী ইফতারি করলে যেমন সাওয়াব পাওয়া যায়, ঠিক তেমনি অন্যকে ইফতারি করালেও সাওয়াব পাওয়া যায়। তাই ইফতারের সময় সবাই যথা সম্ভব চেষ্টা করে একে অপরকে ইফতারি খাওয়াতে।
আমরা প্রতি বছরই তেহারির সাথে বিভিন্ন ফল মূল রাখি। এই বছরও তার ব্যাতিক্রম হয়নি। ২১শে রমজানের দিন আমাদের ইফতারি পার্টি করার সিদ্ধান্ত নেওয়া হয়। ঐদিন সকাল বেলা দুই জনকে বাজার সদাই করতে পাঠানো হয়। আমরা কয়েকজন ২টা পর্যন্ত অফিসের কাজ করি। তারপর আমরা ইফতারি পার্টির আয়োজনে লেগে যায়। এই বছর এক্সটা একটি আইটেম করা হয়। আর সেটা হলো চিকেন ফ্রাই। উপরের ফটোতে চিকেন ফ্রাইয়ের ফটো দেখতে পাচ্ছেন। চিকেন ফ্রাইটা মোটামুটি ভালোই হয়েছে। সবাই খেয়ে প্রশংসা করেছে।
আমরা কলিগরা সবাই মিলে ৭৪ জন মানুষ হয়েছিলাম। তবে আমরা ৮০/৮৫ জনের টার্গেট নিয়ে ইফতারি আইটেম আয়োজন করেছিলাম। সেখানে ১০০+ মানুষ ইফতারি করতে পেরেছে। এত মানুষ হওয়া সত্বেও সবাই তৃপ্তি সহকারে খেয়েছে। অধিক মানুষ একসাথে ইফতার করলে সৃষ্টিকর্তা খাবারে বরকত দেয়। উপরে কলা আর খেজুর দেখতে পাচ্ছেন। এই বছর খেজুরের যা দাম শুনলেই হার্ট অ্যাটার্ক হয়ে যায়। উপরে যে খেজুর গুলো দেখতে যাচ্ছেন এগুলো আটশো টাকা কেজি খেজুর।
উপরে আঙ্গুর ফল আর আপেলের ফটোগ্রাফি দেখতে যাচ্ছেন। এই বছর রমজান মাসে আঙ্গুর ফল আর আপেলের সিজন হওয়ার কারনে এগুলোর দাম কিছুটা নিয়ন্ত্রনে আছে। মানে কষ্ট হলেও কিনে খাওয়ার মত। আঙ্গুর ফল আর আপেলের মধ্যে আবার দুই প্রকার আছে। একটা আছে টক আঙ্গুর যার ভিতরে বীচি রয়েছে। এগুলো বাংলাদেশে চাষ হয়। আর আপেলের মধ্যে একটা রয়েছে বালুর মত লাগে আরেকটা কামড় দিলেই কচ করে উঠে মিষ্টি লাগে। দ্বিতীয়টা ভালো। আমরা মিষ্টি আঙ্গুর ও মিষ্টি আপেল নিলাম।
উপরে কমলা,মালটা ও লেবুর ফটোগ্রাফি দেখতে যাচ্ছেন। তেহারীর সাথে লেবু না হলে টেষ্ট পাওয়া যায় না। একটা আইটেমের ফটোগ্রাফি করতে ভুলে গেছি। আর সেটা হলো তরমুজ। এই বছর রমজানের প্রথম দিক দিয়ে তরমুজের বাজারে আগুন লাগলেও সবাই ঐক্যবদ্ধ থাকার কারনে তরমুজের বাজারে এখন পানি পড়েছে। এখন ৫০/১০০ টাকা দিয়েও তরমুজ পাওয়া যায়। প্রতি বছর আমাদের সাথে কিছু হিন্দুু ভাইয়েরাও নিজেরা ইচ্ছাকৃত ভাবে ইফতার করে থাকে। তারা আমাদের ইফতারি পার্টিটাকে খুব এনজয় করে। আমরা সবাই মিলে মিশেই ইফতার পার্টিটা সম্পূর্ণ করেছি। সবাই খাওয়া দাওয়া করে সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করেছে।
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
ফটোগ্রাফির বিবরণ:
ডিভাইস | মোবাইল |
---|---|
মডেল | realme-53 |
শিরোনাম | অফিসের কলিগদের সাথে ইফতারি পার্টির আয়োজন।। |
স্থান | নারায়নগঞ্জ, ঢাকা, বাংলাদেশ। |
তারিখ | ০১ /০৪ /২০২৪ |
কমিউনিটি | আমার বাংলা ব্লগ |
ফটোগ্রাফার | @joniprins |
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Click Here For Join Heroism Discord Server
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রমজান মাসে অফিসের কলিং দের সঙ্গে একসঙ্গে খুব সুন্দর একটি ইফতার করলেন। আসলে ইফতার পার্টির আয়োজনগুলো এমন সুন্দর হয়ে থাকে আমিও গতকাল ফ্রেন্ডের সাথে ইফতার পার্টি করেছিলাম সেই মুহূর্তগুলো অসাধারণ ছিল। যাইহোক সবমিলিয়ে আপনার পোস্ট আমার কাছে খুব ভালো লেগেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জী ভাইয়া সবাই এক সাথে ইফতারি করতে পারলে খুবই আনন্দ লাগে। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রমজান মাসের সবার সাথে ইফতার করার মজাই আলাদা। আপনি অফিস কলিগদের সাথে সুন্দর সময় ইফতার পার্টিতে অংশগ্রহণ করেছেন। অনেক ভালো ভালো খাবার খেয়েছেন। আরো জেনে ভালো লাগলো যে হিন্দু ধর্মের সবার সাথে আপনারা একসাথে বসে ইফতার করেছেন। এত সুন্দর একটি মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জী আপু অফিসের সবাই একসাথে ইফতার করেছি। কে রোজা রাখলো না রাখলো সেটা আমাদের দেখার বিষয় না। ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে রমজান মাসটা সবাই ইফতার মুহূর্তে একটু ভালো সময় কাটায় । কখনো বন্ধুদের সাথে কখনো পরিবারের সাথে বা কর্মরত স্থানে কলিগদের সাথে ইফতারের মাধ্যমে দারুন সময় কাটানো হয়ে থাকে। আপনার পোস্ট দেখে খুবই ভালো লাগলো কারণ সবাই মিলে ইফতার করার মধ্যে আলাদা একটা মজা রয়েছে । সেটা অনেকবার করা হয়েছে। আপনার কলিগ দের সাথে ইফতার করার মুহূর্তটা ভালই উপভোগ করলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জী ভাইয়া সবাই মিলে এক সাথে ইফতার করলে তৃপ্তি পাওয়া যায়। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দারুন এক ইফতারির পার্টি আয়োজন করেছেন দেখছি। আসলে মাঝেমধ্যে অফিসের কলিগদের সাথে এমন ইফতারি পার্টি আয়োজন করতে বেশ ভালো লাগে। অনেক সুন্দর হয়েছে আপনার অনুভূতিমূলক এই পোস্ট। বেশ ভালো লাগলো অনেক কিছু জানতে পেরে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জী ভাইয়া সবাই এক সাথে এমন পর্টি করতে অনেক ভালো লাগে। সবাই খুবই খুশি মনে ইফতার গ্রহন করেছে। আর তেহারিটা খুব স্বাদ হয়েছে। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রমজান মাস আসলে আমরাও আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব রা মিলে ইফতার পার্টি করি। আপনি কলিগদের সাথে ইফতার পার্টি করেছেন দেখে ভালো লাগলো। বেশ ভালোই আয়োজন ছিল। বিরিয়ানি, চিকেন ফ্রাই এবং অন্যান্য ফলমূল সবমিলিয়ে ভালোই আয়োজন করেছেন। মুহূর্তগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জী সবাই মিলে ভালোই খাওয়া দাওয়া হলো। আলহামদুল্লিাহ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit