বাংলা ভাষায় প্রকাশ করো তোমার অনুভূতি
হ্যালো প্রিয় বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি মেডিকেল বিষয় থেকে কলেরা নিয়ে একটি ব্লগ শেয়ার করবো। আশা করি ব্লগটি পড়লে আপনারা অনেক লাভমান হবেন,অনেক কিছু শিখতে পারবেন।
মানুষ যতদিন বেঁচে থাকবে রোগ ব্যাধি ততদিন থাকবেই। শুধু তাই নয় দিনকে দিন রোগ ব্যাধি বৃদ্ধি পাচ্ছে। আনেক সময় দেখা যায় আমাদের অসচেতনতার জন্য কিছু রোগব্যাধি হয়ে থাকে। “স্বাস্থই সকল সুখের মূল”। সে হিসাবে শরীর স্বাস্থ সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। সচেতনতা অনেক রোগব্যাধি থেকে আমাদের মুক্ত থাকা যায়। আজকে যে বিষয়টা প্রথমে আলোচনা করবো সেটা হলো কলেরা। যেটি একটি ব্যাকটেরিয়া জনিত পেটের রোগ।
যে সমস্ত ঘিঞ্জি জায়গায় মানুষ বেশি বসবাস করে, পরিষ্কার পানি ও টয়লেটের অভাব,দারিদ্র্য কবলিত যুদ্ধ বিধ্বস্ত এলাকা, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষেরা যথেষ্ট অনুপযুক্ত জাগায় বসবাস করেন। তাদের ক্ষেত্রে কলেরা মহামারী ছড়ানোর সুযোগ বেশি থাকে। সাধরানত সব বয়সের মানুষের ক্ষেত্রেই এই রোগটি হয়ে থাকে। যদিও উন্নত বিশ্বে এই রোগটা খুব একটা দেখা যায় না। তবে আফ্রিকা মহাদেশের অনেক অঞ্চলে এই রোগটি বেশি দেখা যায়। সারা বিশ্বে প্রতি বছর ১.৫ মিলিয়ন থেকে ৪ মিলিয়ন মানুষ এই রোগে আক্রান্ত হয়। আমাদের দেশে একসময় এই রোগে প্রচুর মানুষ আক্রান্ত হতো। বর্তমানে গ্রাম অঞ্চলে কিছু টা কম তবে ঢাকা বা বিভিন্ন শহরের বস্তি এলাকায় এই রোগটি বেশি লক্ষ করা যায়।
কলেরা (Cholera)
সংজ্ঞা:-কলেরা হলো ব্যাকটেরিয়া জনিত ক্ষুদ্রান্ত্রের একটি সংক্রামক রোগ। যা ভিব্রিও কলেরা ব্যাকটেরিয়া দ্বারা হয়ে থাকে। এ রোগটি উপসর্গবিহীন, মৃদু অথবা কোন কোন সময় মারাত্মক হতে পারে।
কি কি লক্ষণ দেখলে বুঝবো যে কলেরা হয়েছে:-
- ঘন ঘন পাতলা পায়খানা হবে।
- হঠাৎ বড় ধরনের পায়খানা হবে।
- পায়খানা চাউল ধোয়ার পানির মত হবে।
- শরীর দূর্বল হয়ে যাবে।
- তীব্র পানি শূন্যতা দেখা দিবে।
- মলে দূর্বন্ধ থাকবে।
- পেঠে ব্যথা থাকবে।
- বমি বমি ভাব ও বমি হতে পারে।
- হাত পা ঠান্ডা হয়ে যাবে।
- চোখ ও পেট বসে যাবে।
- ডিহাইড্রেশন থাকবে,ইত্যাদি।
চিকিৎসা বা পরামর্শ-
অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষুধ খেতে হবে।
- IV স্যালাইন ১০০/২০০ অথবা ৫০০/১০০০ নিতে হবে।
- ব্যাথা থাকলে Tiemonium methyl sulphate গ্রুপের ঔষুধ খাবে। যেমন- Algin,Timozin.
- Azithromycin বা Ciprofloxacin গ্রুপের এন্টিবাইটিক খেতে পারে। যেমন-Zithrin,Zimax, Cipro-A,Ciprox.
- শরীরে যদি খিচুনি থাকে তাহলে Sedil বা Diazepam গ্রুপের ঔষুধ খাওয়া যেতে পারে।
উপদেশ-
- প্রতিবার পায়খানা হওয়ার পরে স্যালাইন খেতে হবে।
- বাহিরের খোলা খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে।
- খোলা জাগায় টয়লেট করা থেকে বিরত থাকতে হবে।
- টয়লেট শেষ করে সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুতে হবে।
- অতিরিক্ত তৈল ও চর্বি যুক্ত খাবার পরিহার করতে হবে।
উপসংহার-
বন্ধুরা এই হলো আমার আজকের আয়োজন। কলেরা সম্পর্কে স্যারের দেওয়া লেকচারের আলোকে মূল বিষয়টা আপনাদের সাথে তুলে ধরলাম। কোন রোগকে ছোট করে দেখা যাবে না। রোগ যত ছোটই হোক সে বিষয়ে সতর্ক থাকতে হবে। অবহেলা করে ফেলে রাখলে বড় ধরনের ক্ষতি হতে পারে। এমনকি কোমা বা মৃত্যু হতে পারে। সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন।
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা,ডিজাইন করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Click Here For Join Heroism Discord Server
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুব দরকারি একটি পোস্ট শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া। ঠিক বলেছেন, স্বাস্থ্যই সকল সুখের মূল। শরীর ঠিক তো সব ঠিক। মুলত পানি বাহিত রোগ কলেরা সম্পর্কে বিশদভাবে তুলে ধরেছেন, লক্ষণ,পরামর্শ ও উপদেশের মাধ্যমে।যা আমাদের কলেরা সম্পর্কে সচেতন হতে সহায়তা করবে। শুভ কামনা আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জী আপু চেষ্টা করলাম যতটুকু শিখলাম ততটুকু সবার মাঝে জানাতে। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মানুষ যত দিনেই বেঁচে থাকবে ততদিনেই রোগ-ব্যাধি নিয়েই বেঁচে থাকতে হবে। শুধু আমাদেরকে সতর্ক থাকতে হবে। কলেরা সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম এর লক্ষণ কারণ প্রতিকার সবই বুঝতে পারলাম। আশা করছি সবাই এর থেকে ভালো জ্ঞান অর্জন করতে পারবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জী আপু সতর্কতা আমাদেরকে অনেক রোগ থকে মুক্তি দেয়। তাই সতর্ক থাকতে হবে। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি অনেক গুরুত্বপূর্ণ কিছু লেকচার আমাদের মাঝে শেয়ার করেছেন এর আগে পড়েছি এবং আজকেও আপনার কাছে অনেক সুন্দর একটি লেকচার শুনতে যাচ্ছি কলেরা বিষয়ে। জি ভাইয়া মানুষ যতদিন বেঁচে থাকবে রোগ ব্যাধি যতদিন থাকবে। তাও জীবনে সংগ্রাম করে চলতে হবে। হাল ছাড়া কখনো যাবেনা। আমাদের সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে কারণ "স্বাস্থ্যের সকল সুখের মূল"স্বাস্থ্য ভালো থাকলে সবকিছু ভাল থাকবে।জ্বী ভাইয়া আমাদের সকলের উচিত পরিষ্কার পানীয় ও টয়লেটের অভাব দূর করা।সব সময় নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তাহলে এই রোগ থেকে আমাদের বাঁচার উপায় আছে। আপনি কলেরা নিয়ে অনেক সুন্দর কিছু উপদেশ দিয়েছেন ও কলেরা কি কারণে হয় লক্ষণগুলি ও চিকিৎসা পরামর্শ উপদেশ তুলে ধরেছে। ভীষণ ভালো লাগলো। আপনার পোস্ট গুলি পড়তে অনেক ভালো লাগে। শুভেচ্ছা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জী ভাইয়া সচেতন থাকলে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায়। আশা করি ব্লগটি কারো না কারো কাজে আসবে। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কলেরা রোগ সম্পর্কে আপনি বিস্তারিত শেয়ার করলেন অনেক ভালো লাগলো। আপনি একদম ঠিক বলছেন যে সব জায়গায় সেঁতসেঁতে এবং অনেক ঘনবসতী জায়গা সেখানে এই ধরনের রোগ গুলো বেশি হয়। বিশেষ করে স্বাস্থ্য সচেতনতার অভাবে বিশুদ্ধ পানি এবং আনহেলদি সেনিটেশনের অভাবে রোগ গুলো হয়ে থাকে। তো আপনি কলেরার লক্ষণ, প্রতিরোধ, প্রতিকার খুব সুন্দরভাবে তুলে ধরলেন আমাদের সাথে। বিস্তারিত পড়ে অনেক ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জী আপু ঠিক বলেছেন ।যে সব জায়গায় সেঁতসেঁতে এবং অনেক ঘনবসতী জায়গা সেখানে এই ধরনের রোগ গুলো বেশি হয়। চমৎকার ধারনা আছে আপনার। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit