বাংলাভাষায় প্রকাশ করো তোমার মনের অনুভূতি
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই,আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি @joniprins আজকে আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আমার জীবনের পরবর্তি মিশন নিয়ে আলোচনা উপস্থাপন করবো। আশা করি ব্লগটি মনযোগ সহকারে পড়লে সবকিছু বুঝতে পারবেন।
আমি অনার্স কম্পিলিট করার পরে সরকারি চাকরির জন্য চেষ্টা শুরু করি। অনেক জাগায় এপ্লিকেশন করেছি,অনেক পরিক্ষাও দিয়েছি। তবে দুঃখের বিষয় হলো দুই একটি জাগায় ভাইবার পর্যন্ত যেতে পেরেছিলাম। চাকরি আর হয়নি। তারপর ধীরে ধীরে সরকারি চাকরির চিন্তা ছেড়ে দিলাম। আমার সাথে এমনও স্টুডেন্ট ছিল যারা নাম মাত্র পরিক্ষায় অংশগ্রহন করে দলীয় ও ব্যাক্তির জোরে আজকে চাকরি করছে। আবার অনেকে মেধার জোরেও চাকরি করছে। যায়হোক সেদিকে যাবো না। এখন চিন্তা করেছি যেখানে জব পাওয়ার সম্ভাবনা থাকবে সেখানেই পরিক্ষা দিবো। এছাড়া শুধু শুধু আর কোথাও পরিক্ষা দিয়ে সময় নষ্ট করবো না।
কয়েক বছর ধরে চিন্তা করতেছি,সরকারি চাকরি করি আর বেসরকারি চাকরি করি,একটা সময় পরে আর চাকরি করার বয়স,মনমানুষিকতা বা শক্তি থাকবে না। তখন কি করবো। বাচাঁ মরা আল্লাহর হাতে। তিনি যদি শেষ বয়সের আগে হযরত আজরাঈল (আঃ) কে পাঠিয়ে দেয় তথা মৃত্যু চলে আসে তাহলে তো আর কোন কথা নেই। সৃষ্টিকর্তার ডাকে পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে চলে যেতে হবে। যদি বেঁচে থাকি তাহলে শেষ বয়সে কি করবো। সেই চিন্তা থেকেই একটি বিজনেস করার চিন্তা করতে লাগলাম। যা কিছু করার এখনই করতে হবে। কারন একটা সময়ের পরে আর কোন কিছু করার সময় থাকবে না। তখন আফসোস করা ছাড়া আর কোন পথ খোলা থাকবে না। স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে,স্বপ্ন মানুষকে বেঁচে থাকতে সাহায্য করে। তাই ব্যবসা করার স্বপ্ন দেখতে লাগলাম।
অনেক চিন্তা ভাবনা করার পরে অবশেষে সেবামূলক একটি ব্যবসার চিন্তা মাথায় আসলো। আর সেটা হলো ফার্মেসির মাধ্যমে ঐষুধ দেওয়া,কাটাঁ ছেড়া সেলাই করা, সার্জারী করা, রক্ত পরিক্ষা করা,রক্তের গ্রুপ জানা প্রেসার মাপা,ইনজেকশন পুশ করা,পরামর্শ দেওয়া ইত্যাদি তথা প্রাথমিক চিকিৎসা প্রদান করা। যাকে ইংরেজিতে First aid বলা হয়। তবে সে গুলো করতে হলে অবশ্যই ট্রেনিং এর প্রয়োজন আছে। কারন ট্রেনিং,সার্টিফেকেট,ড্রাগ লাইসেন্স ছাড়া এগুলো করা আইনত দন্ডনীয় অপরাধ। অভিজ্ঞতা ছাড়া এগুলো করলে রোগির হিতে বিপরীত হতে পারে। এগুলো শেখার জন্য পল্লী চিকিৎসক কোর্স D.M.S এ তে ভর্তি হয়ে গেলাম। L.M.A.F কোর্স করেও সে গুলো করা যাবে। তবে D.M.S কোর্সটা করলে বেশি ভালো হয়। তখন অনেক বিষয়ে জানা যায় বুঝা যায়। যেটা নিজের জন্যই বেশি ভালো।
D.M.S এর পূর্ণ অর্থ হলো Diploma in Medicine and Surgery. এই কোর্সটা এক বছর সময় নিয়ে করতে হয়। এখানে MBBS ডাক্তারগন হাতে কলমে সব কিছু শিখিয়ে দেন। কোর্সটি করে ডায়গনিস্টিক সেন্টারে কাজ করা, MBBS ডাক্তারগনের এসিস্টেন্ট হওয়া যাবে তবে রোগির জন্য কোন প্রেসক্রিপশন লেখা যাবে না। রোগির অবস্থা খারাপ হলে প্রথমিক চিকিৎসা দিয়ে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাওয়ার পরামর্শ দিতে হবে। আমি গত বৃহস্পতি বারে ঢাকা যাত্রাবাড়ির হেড অফিসে গিয়ে ভর্তি হয়। পরের দিন শুক্রবারে সাড়ে দশটার সময় প্রথম ক্লাসে জয়েন করি। ভর্তি হওয়ার পরে আমাকে পাঁচটি বই প্রদান করা হয়। কোর্স শেষে বিভিন্ন হাসপাতালে প্র্যাক্টিকালি সব কিছু শিখানো হবে। প্রথম দিন আমাদেরকে লেকচার প্রদান করেন ঢাকা ভূইয়া মেডিকেল কলেজের একজন বিশেষজ্ঞ ডাক্তার ম্যাডাম। ঐদিন আমাদেরকে Rheumatic Fever তথা বাতজ্বর সম্পর্কে পড়ানো হয়। এই বিষয়টা পরে কোন একদিন সম্পূর্ণ একটি ব্লগে আলোচনা শেয়ার করবো,ইনশাআল্লাহ।
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা,ডিজাইন করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Click Here For Join Heroism Discord Server
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Click Here For Join Heroism Discord Server
সরকারি চাকরি এখন সোনার হরিন।মেধাবী ভাগ্য আর না হয় পাওয়ার না থাকলে তা পাওয়া বেশ দুষ্কর। আমি তো অল্প কিছু দিন চেষ্টা করে সব ছেরে দিয়েছি পড়ালেখা ভালো লাগে না।যাই হোক আপনি বেশ ভালো সিদ্ধান্ত নিয়েছেন। ডি এম এস এ ভর্তি হয়ে,আসলে নিজে স্বাবলম্বী হওয়া উচিত।যাই হোক আপনার জন্য শুভ কামনা রইলো । ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জী আপু পরের অধিনে চাকরি করার থেকে নিজে কিছু করতে পারি কিনা চেষ্টা করে দেখি। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমে অভিনন্দন জানাচ্ছি ভাই। অনেকটা কষ্ট করে অবশেষে আপনি ভর্তি হতে পেরেছেন। ফার্মেছে দেয়ার জন্য এতটা আগ্রহী মানুষ আমি খুব কম দেখেছি। গত বৃহস্পতিরা যাত্রাবাড়ি হেড অফিসে গিয়ে ভর্তি হয়েছেন এটা জেনে বেশ ভালো লাগলো। প্রত্যেক শুক্রবারে ক্লাস হয়। আপনি যে লক্ষ্য নিয়ে এটা করছেন আপনি যেন সফল হউন সেই দোয়া কামনা করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জী ভাইয়া দোয়া করবেন,যেন সফল হতে পারি। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বর্তমান সময়ে মেধার জোরে চাকরি খুবই কম হচ্ছে তবে টাকা এবং ক্ষমতার জোরেই অনেকের চাকরি হয়ে যাচ্ছে তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি শিক্ষাগত যোগ্যতা বরাবরই অনেক বেশি প্রাধান্য পায় সব ক্ষেত্রে। অবশেষে আপনি medicine বিষয়ে শিক্ষা লাভ করার জন্য চেষ্টা করছেন এটা জেনে খুবই ভালো লাগলো। দারুন একটা উদ্যোগ নিয়েছেন আমি মনে করি এই উদ্যোগের মাধ্যমে আপনি অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন এবং ভবিষ্যতে এ বিষয় নিয়ে কোন একটা কাজও করতে পারবেন। শুভকামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জী ভাইয়া অনেক দৌড়াদৌড়ি করেছি চাকরির পেছনে। এখন নিজে কিছু করতে চাই। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চমৎকার একটা চিন্তা করেছেন ভাই। আসলেই যখন সবকিছু থেকে অবসরে যাবেন তখন এই শিক্ষা টা আপনার কাজে আসবে। পাশাপাশি মানব সেবাও হয়ে যাবে। আপনার জন্য শুভকামনা। এভাবে এগিয়ে যান।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জী ভাইয়া ভবিষ্যতের কথা চিন্তা করেই। কোর্সটা করতেছি। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে খুব সুন্দর একটি কোর্সে ভর্তি হলেন। আসলে আমরা যে জেনারেল লাইনে পড়ালেখা করেছি এগুলোর কোন সফলতা দেখতে পাচ্ছিনা বর্তমান সময়ে। পরীক্ষা দিয়ে পাস করে চাকরি করা অনেক কঠিন হয়ে যাচ্ছে তিন দিন। তবে আপনি ডিএমএস কোর্স করলে অনেক কাজে লাগবে। আমার এক সময় অনেক ইচ্ছে ছিল করার। তবে এখনো আশা ছাড়িনি ডিএমএস কোর্স করার। আপনারটা দেখে অনেক বেশি অনুপ্রেরণা পেয়েছি। আশা করি আপনি সফল হবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জী আপু আমাদের সাথে ছেলে মেয়ে বয়স্ক মানুষও আছে। শিক্ষার কোন বয়স নেই। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক অনেক অভিনন্দন ভাই D.M.S এ তে ভর্তি হয়েছেন তাই।এখন থেকে তাহলে আমরা কিছু পরামর্শ আপনার কাছ থেকে নিতে পারব। অনেক ধন্যবাদ ভাই আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন সবসময়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জী ভাইয়া দোয়া করবেন। যেন সবার সেবা করতে পারি। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বর্ধমান সময়ে সরকারি চাকরি পাওয়া যেন একটা কষ্টসাধ্য ব্যাপার হয়ে গিয়েছে। কেননা এখানে মেধার থেকে টাকার গুরুত্ব সব থেকে বেশি পরিমাণে দেয়া হচ্ছে। তারপরও আপনি ভর্তি হয়ে ভালো করেছেন চাকরি হোক কিংবা নাই বা হোক শিক্ষা তো অর্জন করতে পারছেন যেটা দিয়ে ভবিষ্যৎ টাকে সুন্দর করা যাবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জী ভাইয়া একটি বিষয় জানা থাকা ভালো। কোন এক সময় কাজে লাগবে। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit