আহলান সাহলান পবিত্র ঈদুল ফিতর।
হ্যালো প্রাণপ্রিয় আমার বাংলা ব্লগ বাসি,
কেমন আছেন সবাই,আশা করি সবাই অনেক ভাল আছেন, অনেক আনন্দে আছেন। কারন গত কাল আমাদের অন্যতম বড় একটি ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর পালিত হয়েছে। সেই সাথে গরমের তাপমাত্রাও অনেক কমে গেছে। গত কাল ঈদের দিন তাপমাত্রা ৩২ ডিগ্রি ছিল। আজকে আরো কমে ত্রিশে নেমে এসেছে। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আজকে একটি নতুন পোষ্ট শুরু করতেছি।
ধীর্ঘ এক মাস রোজা রাখার পর শুক্রবার সন্ধায় যখন জানতে পারলাম যে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার আকাশে চাদঁ দেখা গেছে। তখন মনের ভিতর আলাদা একটি অনুভূতি কাজ করলো। মনের মাঝে আনন্দ অনূভব হতে লাগলো।সবারই আনন্দ লাগে তবে বিশেষ করে যারা রোজা রাখে তাদের আনন্দটা বেশি হয়। আমার জীবনে যত গুলো রমজান অতিবাহিত হয়েছে,শেষের দিকে এসে আমি অসুস্থ হয়ে যায়। অসুস্থতার কারনে শেষের কয়েকটি রোজা রাখতে পারি না। একবার জ্বর হয়ে হস্পিটালে ভর্তি হয়ে গেছিলাম। তবে এ বছর অসুস্থ হয়নি। আল্লাহর রহমতে সব গুলো রোজাই রাখতে পেরেছি,আলহামদুলিল্লাহ।
চাদঁ উঠার খবর শুনার পরে অধীর আগ্রহ নিয়ে মসজিদের মাইকের দিকে মনযোগ দিলাম। পরের দিন সকাল কয়টার সময় ঈদের নামাজ শুরু হবে, সে এলান শুনার জন্য। শহরে সাধারনত একটু তারাতারি ঈদের নামাজ আদায় করে ফেলে। হঠাৎ করে শুনলাম সকাল আটটার সময় ঈদের নামাজ শুরু হবে। মনে মনে ভাবলাম সকাল আটটায় নামাজ শুরু হলে সাতটার সময় ঘুম থেকে উঠতে হবে। আর সকাল সাতটায় ঘুম থেকে উঠতে হলে বারোটার আগেই ঘুমাতে হবে। তাই মোবাইলে এলার্ম দিয়ে বারোটার আগেই শুয়ে পড়লাম। এলার্ম ছাড়া আবার সকালে ঘুম থেকে উঠতে পারি না।
সকাল সাতটায় যথা সময়ে ঘুম ভেঙ্গে গেল। ঘুম ভাঙ্গলে কি আর এত সকাল ঘুম থেকে উঠা যায়। ভাবলাম আরেকটু ঘুমাই। হঠাৎ করে দেখলাম সাড়ে সাতটা বেজে গেছে। লাফ দিয়ে ঘুম থেকে উঠে সোজা ওয়াশ রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে গোসল করে সাতটা পঞ্চাশ মিনিটে ওয়াশ রুম থেকে বের হলাম। তারাতারি করে শরীর মুছে পেন্ট আর পাঞ্চাবী পড়ে,যায়নামাজ নিয়ে ঈদাহের দিকে রওয়ানা দিলাম।
Device-Redmi Not-8
Date-22.04.2023 Time-7.58 am
বাসা থেকে নিচতলায় নেমে চিন্তা করলাম কোন দিকে যাবো। আমার বাসার ডানপাশে এবং বাম পাশে দুই দিকেই ঈদের জামাত হয়। রাস্তায় দাড়িয়ে দুই সেকেন্ট চিন্তা করে ডানদিকে হাটা শুরু করলাম। ডান দিকে গেলেই শুভ হবে,হা হা হ। আমি যখন ঈদগাহে পৌছলাম তখন সাতটা আঠান্ন বাজে, মানে নামাজ শুরু হওয়ার আর মাত্র দুই মিনিট আছে। ঈদগাহে এত মানুষ বসার জায়গা নেই। ঈদগাহ সহ পাশের মসজিদে মানুষ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। ঈদগাহে দাড়াবার মত কোথাও জায়গা নেই। মসজিদের ঘাটলায় দাড়িয়ে চিন্তা করলাম কোথায় যাওয়া যায়। ততক্ষনে আটটা বেজে গেছে। মসজিদের সভাপতি মানুষের আগমন দেখে সবার কাছ থেকে পাচঁ মিনিট সময় অতিরিক্ত চেয়ে নিলেন। আটটা পাচঁ মিনিটে নামাজ শুরু হবে। আমি মোবাইলটা বের করে ক্লিক ক্লিক করে কয়েকটি ফটো নিয়ে সোজা মসজিদের দুই তলায় চলে গেলাম।
Device-Redmi Not-8
Date-22.04.2023 Time-8.00 am
মসজিদের দুই তলায়ও জায়গা নেই। তবে আমি বুদ্ধি করে হেটে হেটে মসজিদের মাঝখানে চলে গেলাম। কারন আমি জানি যেখানে বেশি মানুষ জমায়েত হয় সেখানে মাঝখানে জায়গা থাকে। সবাই চারপাাশে দাড়িয়ে বসে থাকে। কেউ মাঝখানে যেতে চায় না। আমি মাঝখানে গিয়ে ঠিকই একটু জায়গা পেয়ে গেলাম। খুশি মনে জায়নামাজ বিছিয়ে বসে পড়লাম। আটটা পাচঁ মিনিটে নামাজ শুরু হয়ে গেল। ঈদের নামাজ হলো দুই রাকাত। দুই রাকাত নামাজ পড়তে বেশি সময় লাগে না। পাচঁ থেকে সাত মিনিট সময় লেগেছে। নামাজ শেষ করে ইমাম সাহেব খুৎবা পাঠ করা শুরু করলেন। ইমাম সাহেবের খুৎবা পাঠ করার সময় আমি মসজিদের দুই তলা থেকে নেমে ঈদগাহের মাঠে চলে আসলাম।
Device-Redmi Not-8
Date-22.04.2023 Time-8.20 am
ঈদগাহে এসে ক্লিক ক্লিক আবার কয়েকটি ফটো নিলাম। সবাই খুব মনযোগ সহকারে খুৎবা শুনতেছে। আমি এদিক সেদিক দেখে ঈদগাহ মাঠের তাল গাছের নিচে একটু জায়গা পেয়ে বসে পড়লাম। বসার সাথে সাথে হৃদয়ে একটি প্রশান্তি অনূভব করলাম। ইমাম সাহেব হুজুর প্রথম খুৎবা শেষ করে দ্বিতীয় খুৎবা শুরু করলেন। ভাবলাম তখন কিছু সেলফি নিবো। কিন্তুু মোবাইল বের করলেই সবাই আমার দিকে তাকিয়ে থাকে। তাই আর সেলফি নেওয়া হলো না। চুপ করে বসে খুৎবা শুনতে লাগলাম।
Device-Redmi Not-8
Date-22.04.2023 Time-8.35 am
খুৎবা শেষ করে দেশ ও মানব জাতির কল্যান কামনা করে দোয়া করে বাসার দিকে রওয়ানা দিলাম। নামাজ শেষ করে বাসায় আসতে আসতে আটটা চল্লিশ মিনিট বেজে গিয়েছিল। আসার সময় দেখলাম পরিচিত বন্ধু বান্ধবরা একে অপরের সাথে কোলাকুলি করছে। কোশল বিনিময় করছে। এক জন অপর জনের বাসায় যাওয়ার জন্য দাওয়াত দিচ্ছে। খুব সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করলাম।
বন্ধুরা আজকে এ পর্যন্তই। কেমন হলো আমার আজকের অনুভূতি মূলক পোষ্টি অবশ্যই কমেন্ট করে জানাবেন।। আশা করি আপনাদের কাছে অনেক ভাল লাগবে। যদি কোথাও কোন প্রকার ভুল হয়,ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভাল থাকবেন। সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কিছু নিয়ে।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
ফটোগ্রাফির বিবরণ:
ডিভাইস | মোবাইল |
---|---|
মডেল | রেডমি নোট-৮ |
উৎসবের নাম | পবিত্র ঈদুল ফিতর |
স্থান | নারায়নগঞ্জ, ঢাকা |
কমিউনিটি | আমার বাংলা ব্লগ |
ফটোগ্রাফার | @joniprins |
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
সারা মাস রোজা রেখে ঈদের দিন ঈদগাহে নামাজ না পরলে কি আনন্দ পাওয়া যায়, না যায় না।আপনি খুব সুন্দর ভাবে ঈদের নামাজের বিবরন তুলে ধরেছেন। ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লাগলো। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জী আপু ঈদের নামাজ না পড়লে ঈদ করেছি বলে মনে হয় না। অনেক আনন্দ ঈদের নামাজে। ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঈদ গাহে নামাজ পড়ার আনন্দটাই হচ্ছে অন্যরকম। আপনি বাসা থেকে সাতটা আটান্ন তে বের হয়েছেন তারপর চিন্তা ভাবনা করে ডানদিকের ঈদগাহে চলে গিয়েছেন। গিয়ে দেখেই বুঝা যাচ্ছে প্রচুর ভিড় আরেকটু আগে খেলে হয়তো ভিড় কম হতো। খুবই আনন্দের সময় কাটিয়েছেন দেখেই বুঝা যাচ্ছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জী আপু আরেকটু আগে গেলে মানুষের সংখ্যা কম হতো। কিন্তুু ঘুমই ছাড়ে না। ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সকলের সাথে একসাথে ঈদের নামাজ পড়ার মজাই অন্যরকম। আমাদের গ্রামেও সকাল সাড়ে সাতটায় ঈদের জামাত রাখা হয়েছিল। বৃষ্টি না হবার ফলে সকলেই ভালোভাবে এবার ঈদ আনন্দ উদযাপন করতে পারছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জী ভাইয়া ঈদের আগের দিন সন্ধায় বৃষ্টি এসেছে। ভেবেছিলাম মসজিদে নামাজ পড়তে হবে। ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঈদের দিনের আগের দিন যখন ঈদের চাঁদ দেখা যায় তখন বেশ অন্য ধরনের একটি অনুভূতি কাজ করে যা আপনার মধ্যে ছিল। তবে এলার্ম দিলেও আপনার ঘুম ভাঙবে না ভীষণ ঘুৃম ভারি আপনার। ঈদের নামাজ পড়তে গিয়ে বেশ সুন্দর ফটো নিলেন। আপনি তো ঈদ উৎসব বেশ ভালোই কাটিয়েছেন ফটোগ্রাফি গুলোর মাধ্যমে বুঝা যাচ্ছে। অনেক ধন্যবাদ সুন্দর মুহূর্তটি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জী আপু সকালে তো ঘুমই ভাঙ্গে না। নামাজ চলে যায় তারপরও ঘুম ছাড়ে না,হা হা হ। ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঈদ মোবারক ভাইয়া।হাহা দুই সেকেন্ড চিন্তা করে ডান দিকেই গেলেন।আসলেই ডান ই তো শুভ সবসময়।আপনার ঈদগাহে নামাজ পড়ার অনুভূতি পড়ে অনেক ভালো লাগলো ভাইয়া।ঈদের নামাজ শেষে একে অপরের সাথে কোলাকোলি এবং কুশোল বিনিময় এর দৃশ্য গুলো আসলেই অনেক ভালো লাগে।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জী আপু ঈদের নামাজ শেষে একে অপরের সাথে কোলাকোলি এবং কুশোল বিনিময় এর দৃশ্য গুলো আমাদের ভ্রাতৃত্ব বন্ধনের পরিচয় বহন করে। ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit