আমাদের ভালোবাসার কমিউনিটি-
বন্ধুরা আপনারা সবাই জানেন যে গত এক মাসে বাংলাদেশে অনেক কিছু ঘটে গেছে। এক দিক দিয়ে সরকার পরিবর্তন হয়েছে, আবার অন্য দিক দিয়ে প্রাকৃতিক দুর্যোগ বন্যা হয়েছে। প্রায় পনেরটি জেলার মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক মানুষ মারা গেছে। তবে বাংলাদেশের মানুষ বন্যার্তদের জন্য জান প্রাণ দিয়ে সহযোগিতা করেছে। বিদেশ থেকেও প্রবাসীরা অনেক সাহয্য সহযোগিতা করেছে। যদিও মানুষ বন্যার কবল থেকে পুরোপুরি মুক্ত হয়নি, তবে শঙ্কা কেটে গেছে। এখন বন্যার্তদের জন্য পুনর্বাসনের পক্রিয়া চলছে। আশা করি বন্যা পরবর্তী সমস্যা গুলো কাটিয়ে সবাই আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবে। সর্বশেষ আপডেট অনুযায়ী বন্যায় মৃতের সংখ্যা ৬৭ জন।
আর গত দুই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিষয়ে কিছু বলতে চাই না। এই বিষয়ে কম বেশি সবাই জানেন। এই আন্দোলনে প্রায় দুই হাজারের মত মানুষ শহীদ হয়েছে। আর দশ হাজারের মত মানুষ আহত হয়েছে। এত রক্ত ক্ষয়ের পরেও আন্দোলন সফল হয়েছে,সে জন্য সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জানায়। এখন বিভিন্ন জাগায় বৈষম্যবিরোধী আন্দোলনের নিহত ও আহতদের জন্য দোয়া কামনা করা হচ্ছে। নিহত ও আহতদের পরিবারকে যথা সম্ভব আর্থিক সহযোগিতা করা হচ্ছে।
গত ১ই সেপ্টেম্বর আমাদের বাসার পাশে খাঁন সাহেব ওসমান আলীর স্টেডিয়ামের বাহিরের অংশে বন্যায় নিহত এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথি হিসাবে দাওয়াত দেওয়া হয় বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম জমায়তের দরবার শরীফের নায়েবে আমীর, বাংলার জিন্দা শাহজালাল, রাজপথের সাহসী সৈনিক, লাখো আলেমের উস্তাদ, আল্লামা সৈয়দ ফয়জুল করীম পীর সাহেব চরমোনাই, বরিশাল। এছাড়াও সারা বাংলাদেশের বিশিষ্ট আলেমগন শুভাগমন করেন। বিকাল তিন ঘটিকার সময় মহাগ্রন্থ পবিত্র আল-কোরআনের তেলাওয়াত দিয়ে দোয়া মাহফিল শুরু হয়। বিকাল থেকে বিভিন্ন ইসলামি গজল, হামদ, নায়াত গেয়ে শহীদ ও মৃতদের স্বরণ করা হয়। তাদের অবদানের বাক্য দিয়ে বিভিন্ন গজল বানিয়ে মাদ্রাসার ছাত্ররা গায়তে থাকে। আসরের পর থেকেই ধীরে ধীরে মানুষ মাহফিলের প্যান্ডেলে জমায়েত হতে থাকে।
আমি অফিস থেকে ছয়টার সময় বের হয়ে বাসায় যায়। বাসায় গিয়ে ড্রেস চেন্জ করে ফ্রেস হয়ে হালকা নাস্তা করে মাহফিলের উদ্যেশে বের হলাম। বাসা থেকে মাহফিলের প্যান্ডেলের যেতে সর্বচ্চ তিন মিনিট সময় লাগে। আমি যখন মাহফিলে গিয়েছি তখন মানুষ এশারের নামাজ পড়ে প্যান্ডেলে বসতেছে। সেই জন্য প্যান্ডেলের মধ্যে মানুষের সংখ্যা কম দেখা যায়। আমি প্রথমে গিয়ে মাহফিলের প্যান্ডেলের চার পাশে একটু ঘুরলাম। যেহেতো এখন গরম কাল তাই প্যান্ডেলের উপরে কোন পর্দা দেয়নি। শুধু বাঁশ বসিয়ে তাতে বিদ্যুতের লাইট গুলো লাগিয়ে দিয়েছে। আর নিচে তিরপল বিছিয়ে দিয়েছে। আপনারা দেখেতে পাচ্ছেন প্যান্ডেলটি কিন্তুু অনেক বড়। মানুষ ধীরে ধীরে প্যান্ডেলের ভিতরে গিয়ে বসতেছে।
উপরের ফটোগ্রাফিতে দেখতে পাচ্ছেন মাঠটি কিন্তুু অনেক বড়। এখানে কিছুদিন আগেও বৃষ্টির পানি জমে ছিল। বিসিবির পক্ষ থেকে সম্ভবত এক কোটি টাকার বাজেট হয়েছে। মেইন স্টেডিয়াম ও বাহিরে স্টেডিয়াম মেরামত করার জন্য। সেই বাজেট থেকেই বালু ফেলানো হয়েছে। এখন সকাল সন্ধা এলাকার ছেলেপেলেরা ক্রিকেট ফুটবল খেলে। যেহেতো খালি মাঠ সেই জন্যই এখানে মাহফিলের আয়োজন করা হয়েছে। এখানে প্রচুর মানুষের জায়গা হবে। যেই সময় প্রধান মেহমান এসেছিল, সেই সময় প্যান্ডেল অতিক্রম করে বাহিরেও মানুষ দাড়িয়ে দাড়িয়ে দোয়া মাহফিলে অংশগ্রহন করেছে।
আমি বেশ কিছুক্ষন দাড়িয়ে ওয়াজ শুনে চলে আসলাম। কারন আমার আবার ফার্মেসিতে যেতে হয়। আসার সময় দেখলাম মাহফিলকে কেন্দ্র করে ফুটপাতে অনেক ধরনের অস্থায়ী দোকান বসেছে। বিভিন্ন ধরনের খাবার, আচার, টুপি, তাসবীহ, আতর সহ বিভিন্ন জিনিষ পত্র। আর মাহফিলের প্যান্ডেলে যত মানুষ দেখলাম তার থেকে বেশি দেখলাম ফুটপাতের দোকানে। মানুষ ধীরে ধীরে বিভিন্ন ধরনের খাবার খেয়ে প্যান্ডেল প্রবেশ করছে। যায়হোক সবাই মিলে বন্যায় নিহত এবং আন্দোলনে আহত ও শহীদদের জন্য দোয়া করেছে। যারা পরপারে চলে গেছে তারা যেন র্স্বগের উচ্চস্থান পায়, আর যারা অসুস্থ আছে তারা যেন অতি তারাতারি সুস্থ হয়ে উঠে।
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
ফটোগ্রাফির বিবরণ:
ডিভাইস | মোবাইল |
---|---|
মডেল | realme-53 |
নাম | বন্যায় নিহত ও আন্দোলনে শহীদদের জন্য দোয়া মাহফিলের আয়োজন।। |
স্থান | ফতুল্লা স্টেডিয়াম, নারায়নগঞ্জ, ঢাকা, বাংলাদেশ। |
তারিখ | ০১/০৯/২০২৪ |
কমিউনিটি | আমার বাংলা ব্লগ |
ফটোগ্রাফার | @joniprins |
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Click Here For Join Heroism Discord Server
Thank you, friend!
![image.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmd7of2TpLGqvckkrReWahnkxMWH6eMg5upXesfsujDCnW/image.png)
![image.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmWDnFh7Kcgj2gdPc5RgG9Cezc4Bapq8sQQJvrkxR8rx5z/image.png)
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনারা ভালো একটা আয়োজন করেছেন।আসলে ভাইয়া গত মাসে দেশের ওপর দিয়ে বেশ বড় একটা ঝড় বয়ে গিয়েছে। আপনাদের ওখানে মিলাদ মাহফিলের আয়োজন করে ভালো হয়েছে। আর এই সকল অনুষ্ঠানে বিভিন্ন ধরনের দোকান বসে। দোয়াকরি সবাই সুস্থ ও ভালো থাকুক।ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জী আপু এলাকার সবাই মিলে দারুন একটি উদ্যোগ নিয়েছে। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেশ সুন্দর একটি মাহফিলের আয়োজন করা হয়েছে ভাইয়া।আর সেই মাহফিলের বেশ কিছু মুহূর্ত শেয়ার করেছেন।আপনার শেয়ার করা মুহূর্ত গুলো পড়ে ও দেখে বেশ ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জী আপু মূহর্তটা খুব সুন্দর ভাবেই উপভোগ করেছি। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
"Let's make it happen! 🚀💪 Support @heroism Initiative by Delegating your Steem Power - 250 SP [link], 500 SP [link], 1000 SP [link], 2000 SP [link], 5000 SP [link]! 💥 Join Heroism Discord Server [link] and let's get this party started! 🎉 Help us grow the ecosystem by voting for xpilar.witness at https://steemitwallet.com/~witnesses - together, we can make a difference! 💕"
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit