$PUSS কিনো ফান করো-
$PUSS To The Moon-
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে আমার বাংলা ব্লগের" ফান MEME টোকেন $PUSS HODL করার অনুভূতি শেয়ার করবো। আশা করি ব্লগটি সবার কাছেই ভালো লাগবে।
ধীরে ধীরে যুগ পরিবর্তন হয়তেছে, সেই সাথে মানুষের মন মানুষিকতাও পরিবর্তন হয়তেছে। যোগাযোগের মাধ্যম পরিবর্তন হচ্ছে, বিনিময় প্রথাও পরিবর্তন হচ্ছে। একসময় স্বর্ণ, রুপার মুদ্রা দিয়ে বিনিময় হতো, তারপরে বিভিন্ন মেটারিয়ালের কয়েনের পাশাপাশি কাগজের মুদ্রার প্রচলন হয়। এখন আধুনিক যুগে সব কিছুতের ইন্টারনেটের ব্যবহার বাড়ছে। সব কিছুতে প্রযুক্তির ছোঁয়া লেগেছে। এখন অনলাইনে আর্থিক লেনদেন হয়। অনলাইনে আর্থিক লেনদেনের জন্য বিভিন্ন মাধ্যম রয়েছে। তেমনি একটি মাধ্যম হলো কিপ্টোকারেন্সি আদান প্রদান করা। বর্তমানে সারা বিশ্বে কিপ্টোকারেন্সির জয় জয়কার চলছে। তাই এখন মানুষ কিপ্টোকারেন্সির প্রতি আসক্ত হচ্ছে। একসময় সম্পূর্ণ রুপে বিশ্ব বাজার দখন করবে কিপ্টোকারেন্সি। তাই এখনই সময় কিপ্টোকারেন্সি সম্পর্কে জ্ঞান লাভ করা ও বুঝে শুনে কিছু কিছু কিপ্টোকারেন্সি হোল্ড করা। তবে কিপ্টোকারেন্সি নিয়ে বেশি আসক্ত হওয়া যাবে না। মজার ছলে কাজ গুলো করতে হবে।
বন্ধুরা আপনারা জানেন যে, কিছুদিন আগে আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রতিষ্ঠাতা সম্মানিত দাদা নতুন একটি ফান টোকেন লঞ্চ করিয়েছেন। সেই ফান MEME টোকেনটির নাম হলো $PUSS। দাদা আবার সেই ফান MEME টোকেনটি নিয়ে একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন। সবাইকে যথা সম্ভব সাধ্য অনুযায়ী $PUSS টোকেন কেনার প্রতি আগ্রহ প্রকাশ করেছেন। আমি আজকে কিছু ফান MEME টোকেন কিনে হোল্ড করেছি। এগুলো আমি মজার ছলেই কিনেছি। আমার সাধ্য অনুযায়ী অল্পই কিনেছি। আপনারও ইচ্ছা করলে কিনতে পারেন। চলুন তাহলে আমার ফান MEME টোকেন $PUSS HODL করার পদ্ধতিটা আপনাদের মাঝে শেয়ার করি।
উপরে আমার tronlink একাউন্টের স্কিন শর্ট শেয়ার করলাম। এখানে কয়েকদিন আগে ডিজে পার্টিতে দাদা কর্তৃক giveaway তে উপহার পাওয়া ২০০০ $PUSS টোকেন রয়েছে। আর আমার TRX অপশনে তিন TRX রয়েছে। এখন আমি আরো TRX এড করবো।
tronlink এপসের সাথে আমর TRX একাউন্ড লিংক করা আছে। আমার স্টিমিট একাউন্টে কিছু স্টিম ছিল, সে গুলো বাইনান্স একাউন্টে নিয়ে গেলাম, সেখানে আরো কিছু স্টিম ছিল। সব গুলো সেল করে TRX কিনেছি। এখন বাইনান্স একাউন্ট থেকে এখানে TRX এড করে নিলাম। সব মিলিয়ে আমার ৪০৬ TRX হলো।
এখন $PUSS টোকেন কিনবো । সে জন্য নিচে Discover অপশনে ক্লিক করলাম। তারপর আমাদের কমিউনিটির discord announcement এ শেয়ার করা $PUSS টোকেন এর লিংকটি উপরে সার্চ অপশনে পেস্ট করে দিলাম। সেখানে সার্চ করার পরে দ্বিতীয় পেইজটি শো করবে। তারপর সেখানে Listed on sunswap অপশনে ক্লিক করলাম।
Listed on sunswap অপশনে ক্লিক করার পর এমন একটি পেইজ আসবে। এখানে TRX এর এমাউন্ট বসালে অটোমেটিক কত $PUSS পাবো সেটা শো করবে। যেহেতো এখানে পাঁচ TRX ব্যালেন্স থাকা লাগে, সে জন্য আমি ৪০১ TRX এমাউন্টের ঘরে বসালাম।
TRX এমাউন্ট বসানো পরে নিচে swap অপশন আছে, সেখানে ক্লিক করলে উপরের পেইজটি শো করবে। এখানে TRX এর সংখ্যা ও প্রাইজ শো করবে। তারপর নিচে NEXT অপশনে ক্লি করলে পাসওয়াড চাইবে। সেখানে আমার tronlink এপসের পাসওয়ার্ড বসিয়ে confirm অপশনে ক্লিক করলাম।
এইযে দেখতে পাচ্ছেন, আমার অর্ডার সাকসেস হয়ে গেছে। আমার tronlink একাউন্টে $PUSS দেখাচ্ছে ৪৪,২৯৬। এখানে দাদার গিফট হলো ২০০০ হাজার আর আমার ৪০১ TRX এ দিলো ৪২২৯৬ $PUSS।
আমার ব্যালেন্স
পূর্বের $PUSS | ২০০০ |
---|---|
বাই $PUSS | ৪২,২৯৬ |
সর্বমোট $PUSS | ৪৪,২৯৬ |
বন্ধুরা দেখতে পেলেন কত সহজ ভাবে আমি TRX এর মাধ্যমে $PUSS বাই করলাম। আপনারও এভাবে সহজ উপায়ে TRX এর মাধ্যমে $PUSS বাই করতে পারেন। আবার স্টিমের মাধ্যমেও বাই করতে পারেন। তবে সে জন্য আমাদের কমিউনিটির discord চ্যানেলে যোগাযোগ করতে হবে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Click Here For Join Heroism Discord Server
Thank you, friend!
![image.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmd7of2TpLGqvckkrReWahnkxMWH6eMg5upXesfsujDCnW/image.png)
![image.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmWDnFh7Kcgj2gdPc5RgG9Cezc4Bapq8sQQJvrkxR8rx5z/image.png)
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পুশ কয়েন কিনে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন বলে ভালো লাগছে। ব্লগের সবাই প্রায় পুশ কয়েন কিনে নিজের কাছে রাখছেন। এটি সব সময়ই আমার বাংলা ব্লগের যাত্রাপথকে সুগম করবে বলে মনে করি। আপনার পুশ কয়েন আপনাকে অনেক লাভের মুখ দেখাক সেটিই প্রার্থনা করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জী ভাইয়া সবার মত আমিও এই প্রতিযোগিতায় অংশগ্রহন করলাম। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পুশ প্রতিযোগিতায় অংশগ্রহন করেছেন দেখে অনেক ভালো লাগলো। এই প্রতিযোগিতায় আমাদের সবার অংশগ্রহন করা দরকার আমি মনে করি। এটা আমাদের এই কমিউনিরির প্রথম কয়েন। আর আমরা এই কমিউনিটির সবাই একটিপরিবার। আর এই পরিবারকে আমরাই সামনের দিকে এগিয়ে নিয়ে যাবা এটাই সাভাবিক। তাই মনে করি সবার কমবেশী অংশগ্রহন করা প্রয়োজন। আমিও এখনও কিনিনি তবে ভাবছি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যে আপু অবশেষে আমিও সবার সাথে একমত প্রকাশ করে পুষ কয়েন কিনে ফেললাম ইনশাআল্লাহ। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে ভাইয়া আমার বাংলা ব্লগের একটা নিজস্ব কয়েন হচ্ছে এই পুষ কয়েন। আপনিও এটা কিনেছেন দেখে ভালো লাগলো। তাছাড়া আপনি ৬৬ ডলারের সমপরিমাণ কিনেছেন আপনার জন্য শুভেচ্ছা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাই যেহেতু আমাদের নিজেদের কমিউনিটির কয়েন এটা। তাই আমাদের সবার উচিত অল্প অল্প করে কিনে রাখা। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit