আসসালামু আলাইকুম আমার বাংলা ব্লগের সদস্যবৃন্দ। আশা করি সকলেই ভালো ও সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি আমার বাংলা ব্লগ প্ল্যাটফর্মে নতুন এবং আপনাদের সাথে কাজ করতে আগ্রহী, ভুল হলে সকলেই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
আমার পরিচয়ঃ
আমার সম্পূর্ণ নাম জোনায়েদ আহমদ। বয়স ২৫ বছর। বাস করি বাংলাদেশের নেত্রকোনা জেলার ছোট গ্রাম কুনিয়া-মুন্নাছটি গ্রামে। আমার গ্রাম আমার কাছে খুবই প্রিয়। আমাদের বাড়ির উত্তর পাশে আছে সবুজ মাঠ, আর তারপাশে নেত্রকোনা শহরে যাওয়ার প্রধান সড়ক। আমার বাবা আমাদের গ্রামের উচ্চবিদ্যালয়ের একজন শিক্ষক আর মা আপাতত বাড়িতেই থাকেন। আমাদের পরিবারের সদস্য সংখ্যা আট জন। আমরা চার ভাই এক বোন আর সবার মধ্যে আমিই ছোট। ভাইয়াদের সবাই চাকরি করেন, আর আমি এখনো লেখাপড়া করছি।
শিক্ষা জীবনঃ
আমার প্রাথমিক শিক্ষাজীবন শুরু হয় কুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হওয়ার স্মৃতি আমার এখনো মনে পড়ে। আমি আব্বাকে বলতাম আমি স্কুলে ভর্তি হবো, তখনো ছোট আমি। আব্বা বলতেন যদি মাথার উপর দিয়ে হাত নিয়ে অন্য পাশের কান ছুঁতে পারি তাহলে স্কুলে ভর্তি করে দিবেন। আমি এজন্য প্রায় প্রতিদিন সকালে উঠে দেখতাম কান ধরতে পারি কিনা। একসময় কান ছুঁতে পারলাম, স্কুলেও ভর্তি হলাম, সেই যে শিক্ষাজীবন শুরু হলো এখনো চলছে।আমি ২০১০ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা পাশ করি প্রথম বিভাগে।৷ তখন গ্রেড ছিলো না, আমাদের পরের বছর থেকে গ্রেড চালু হয়। এরপর কুনিয়া ফজরেন্নেছা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করি ২০১৬ সালে। মাধ্যমিক পাশ করার পর ভর্তি হলাম নেত্রকোনা সরকারি কলেজে, স্কুলে আমি বিজ্ঞান বিভাগ নিয়েছিলাম তবে কলেজে মানবিক বিভাগে ভর্তি হই। ২০১৮ সালে আমি উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশ করে ময়মনসিংহ শহরে আসি এডমিশন ভর্তি কোচিং এ ভর্তি হবার জন্য। আমি ফোকাস কোচিং সেন্টারে হই, আর ভর্তি হওয়ার দিনটি ছিলো ময়মনসিংহ আমার প্রথম একা একা যাওয়া, আমি সাহস করে একাই চলে গিয়েছিলাম। এডমিশন প্রস্তুতিও একসময় শেষ হলো, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেলাম। অনেক ভেবে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হই। সম্প্রতি আমার অনার্স শেষ হয়েছে, মাস্টার্স পরীক্ষার প্রস্ততি নিচ্ছি।
শখঃ
শখের মধ্যে আমার সবচেয়ে ভালো লাগে ছবি তুলতে। ফুলের ছবি, গাছের ছবি,সূর্যাস্তের ছবি, আকাশের ছবি, প্রকৃতির ছবি সর্বোপরি যেখানেই আমার কোনো দৃশ্য ভালো লাগে সেটারই ছবি তুলি যদি অফিশিয়াল কোনো রেস্ট্রিকশন না থাকে। আমি আমাদের বাড়িতে ছোট একটি বাগান করেছি, সেখানে গাঁদা ফুলের গাছ আছে, অপরাজিতা, সিঙ্গাপুরি ডেইজি,নয়নতারা,মোরগফুল সহ আরও অনেক গাছ আছে।
আমি ঘুরাঘুরি করতে বেশ পছন্দ করি। অনার্সের ব্যস্ততার মাঝেও চট্টগ্রামের চন্দ্রনাথ পাহাড়,সীতাকুণ্ড, বায়েজিদ বোস্তামির মাজার,সহস্রধারা, সুপ্তধারা,চট্টগ্রাম বোটক্লাব,ভাটিয়ারী লেক ; ময়মনসিংহের বোটানিক্যাল গার্ডেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ; বগুড়ার মহাস্থানগড় ; রাজশাহীর সারদা পুলিশ একাডেমি, আই-বাধ,টি-বাধ; কুষ্টিয়ার লালন শাহয়ের মাজার,রবীন্দ্রকুঠিবাড়ি; পাবনার হার্ডিঞ্জ ব্রিজ ; নীলফামারীর সৈয়দপুরসহ আরও বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করেছি।
স্টিমিট সম্পর্কে যেভাবে জেনেছিঃ
আমার যেহেতু সম্প্রতি অনার্স শেষ হয়েছে, এখন চাকরির প্রস্তুতি নিতে হবে সেজন্য আমার বন্ধ @shahriar33 এর সাথে এবিষয়ে আলোচনা করার সময় সে আমায় স্টিমিট সম্পর্কে প্রথম জানায় এবং আমি একাউন্ট খুলি। আমার এই প্লাটফর্ম সম্পর্কে পূর্বে কোনো অভিজ্ঞতা ছিলো না।
আমার বাংলা ব্লগ সম্পর্কে যেভাবে জেনেছিঃ
স্টিমিটে প্রবেশ করে আমি প্রথমে কনফিউজড ছিলাম কোথায় লিখতে হবে, কিভাবে লিখতে হবে এগুলোর কিছুই জানতাম না আমি। আমি বাংলায় লিখা যায় এমন প্লাটফর্ম খোঁজা শুরু করলাম এর মধ্যে rme দাদার পোস্ট সামনে আসে, আমি আমার বাংলা ব্লগ লিখায় ক্লিক করে ভেতরে ঢুকে দেখি এখানে সবাই বাংলায় লিখতে পারে এবং আমি স্ক্রল করে নিচে যাওয়ার সময় আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে গেস্ট ব্লগার (Guest Blogger) নেওয়ার নিয়মাবলী [আপডেটেড] পোস্ট সামনে আসে,, আমি তখন সিদ্ধান্ত নেই আমি এই কমিউনিটিতে ব্লগার হিসেবে যোগ দিবো। আমি আপনাদের সাথে কাজ করতে চাই। আমি আমার অভিজ্ঞতা, মতামত, গল্প আপনাদের সাথে শেয়ার করতে চাই এবং আমার বাংলা ব্লগের সদস্যদের কাছ থেকে কিছু শেখার সুযোগ পাবো বলেও আশা রাখি। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।
শুভেচ্ছান্তে
জোনায়েদ আহমদ
নেত্রকোনা, বাংলাদেশ।
আপনার পরিচিত মুলক পোস্ট দেখে ভালো লাগলো। আপনি আপনার পরিচয় গুলো আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করেছেন ভাইয়া। আশা করব আপনি কাজ করবেন এবং আপনাকে এখানে কাজের সুযোগ করে দিবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্য ধন্যবাদ আপু। আমারও ইচ্ছা আছে আপনাদের সাথে কাজ করার, দোয়া করবেন আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Today's work
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Twitter promotion https://x.com/Junaid_2208/status/1859780073487990861
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit