নাটক রিভিউঃ বড় ছেলে।। ১০% প্রিয় লাজুক খাঁক

in hive-129948 •  3 years ago 

হ্যালো বন্ধুরা,,,
আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমি ও মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভালো আছি।আজ আমি আবারো উপস্থিত হয়েছি নতুন কিছু নিয়ে। আজ আমি আপনাদের সাথে আমার পছন্দের একটি নাটক বড় ছেলে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে।

বড় ছেলে

IMG_20220109_192913.jpg

নাটকটি দেখার সময় ইউটিউব থেকে স্কিণশটে তোলা ছবি


বড় ছেলে নাটকের পরিচিতিঃ

নাটকবড় ছেলে
পরিচালকমিজানুর রহমান
অভিনয়েজিয়াউর রহমান অপূর্ব, মেহজাবিন, খালেকুজ্জামান
সংগীতসাজিদ সরকার
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
সময়৬০ মিনিট
ধরণপারিবারিক
মুক্তির তারিখ২০১৭ সালের সেপ্টেম্বর মাস

বড় ছেলে নাটকের রিভিউঃ


Screenshot_2022-01-09-22-24-25-54.jpg

নাটকটি দেখার সময় ইউটিউব থেকে স্কিণশটে তোলা ছবি

প্রথমেই আমরা দেখতে পাই একটা বৃদ্ধ লোক হাতে বাজারের ব্যাগ নিয়ে রাস্তা দিয়ে হাঁটছে। লোকটি মূলত নাটকের নায়কের বাবা। সে বাড়িতে পৌঁছে সবার খোঁজ খবর নেয় বিশেষ করে তার বড় ছেলের খোঁজ নেয়। অপরদিকে তার বড় ছেলে অপূর্ব একটি ছোট বাচ্চাকে টিউশনি করাচ্ছে। তখনই তার গার্লফ্রেন্ড মেহেজাবিন তাকে ফোন দিয়ে তার খোঁজখবর নেই। তখন তার প্রাইভেট ছাত্র তার কথাবার্তা দেখে তাকে গার্লফ্রেন্ড এর বিষয়ে নানা কথা জিজ্ঞেস করে।

তারপরে দেখানো হয় অপূর্ব যখন বাড়িতে আসে তখন তার বাবা তাকে একটা কথাই জিজ্ঞেস করে। তাকে চাকরির খবর জিজ্ঞেস করে আর বলে তোর চাকরি নিয়ে আমার খুব দুশ্চিন্তা। আর এই বিষয়ে আরো নানা ধরনের কথা বলে। তখন অপূর্ব একটা কথাই বলে অনেক তো ইন্টারভিউ দিলাম দেখি কি হয় এই বলে সে ঘরে চলে যায়। আর শুয়ে শুয়ে তার গার্লফ্রেন্ডের সাথে আর মেহেজাবীনের সাথে তার কিছু কথা শেয়ার করে।

Screenshot_2022-01-09-22-26-30-73.jpg

নাটকটি দেখার সময় ইউটিউব থেকে স্কিণশটে তোলা ছবি

তারপরে দেখানো হয় অপূর্ব তার বাবার দেওয়া ঠিকানায় একটা চাকরির খোঁজে যায়। আসলে লোকটা ছিল তার বাবার একজন ছাত্র। এবং সেখানে গিয়ে তার চাকরির কথা তাকে জানায় এবং সে তাকে আশ্বাস দেয় যে চাকরি হবে। তারপর বাসে ঝুলে ঝুলে সে তার গার্লফ্রেন্ড অর্থাৎ মেহেজাবিন এর সাথে দেখা করার জন্য পার্কে যায়। সেখানে গিয়ে তার জন্য বাদাম নিয়ে যায়। কারণ তার গার্লফ্রেন্ড সবকিছুই তাঁর ব্যাপারে জানে তাই সে বাদাম ছাড়া অন্য কিছু তার কাছে আবদার করে না। তাছাড়া থাকে তার চাকরির বিষয়ে অনেক আশ্বাস দেয় এবং সে যেন বিশ্বাসটা না হারায় সে বিষয়ে অনেক তাকে বোঝায়।

তারপরে মেহেজাবিন তাকে একদিন ফোন দিয়ে এক জায়গায় আসতে বলে এবং তাকে কার রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাবার খাওয়ায় অর্থাৎ সে তার গাড়িতেই বসে থাকে এবং তারা অনেক আনন্দ করে। তারপরের দিনই অপূর্ব তার বাবা সেই ছাত্রের কাছে চাকরির জন্য গেলে। সে তার আসল রহস্য বুঝতে পারে আসলে টাকার কাছে সেখানেও সেই হেরে যায়। তখন সে সেখান থেকে চলে আসে। আর এদিকে পরিবারে খুব খারাপ অবস্থা বাড়িতে চাল ডাল কেনার মত টাকা ছিলনা। তা হাত খরচ থেকে টাকা দিতে হয় তাকে।

Screenshot_2022-01-09-22-26-50-98.jpg

নাটকটি দেখার সময় ইউটিউব থেকে স্কিণশটে তোলা ছবি

আর অন্যদিকে মেহজাবিনের বাড়িতে তার বিয়ের জন্য তাকে চাপ দেয় তার বাবা। তাই সে অপূর্বর কাছে গিয়ে তার বিয়ের কথা বললে সে তাকে বোঝায়। আসলে তার কাছে থাকলে সে কখনোই সুখী হবে না। তাকে সে ভালো করে বাস্তবতা বুঝিয়ে দেয়। আর সেখান থেকে চলে আসি। অপরদিকে বাড়িতে এসে মেহেজাবিন অনেক কান্নাকাটি করে আর অপূর্বর সাথে ফোনে কথা বলে। আর বাধ্য হয়ে তার বাবার কথায় বিয়ের জন্য রাজি হয়ে যায়।

তারপরে মেহজাবিন অপূর্ব কে ফোন দিয়ে লাস্ট একটাবার দেখা করার জন্য অনুরোধ করে তাকে কিছু দেওয়ার জন্য। তাকে শেষবারের কিছু কথা বলার জন্য। প্রথমে তাকে শেষবারের মতো তাদের প্রিয় কা রেস্টুরেন্টে তাকে খাওয়ার চেষ্টা করে কিন্তু দুজনের কান্নার ফলে অপূর্ব কিছুই খেতে পারে না। আর একে একে তার প্রয়োজনীয় জিনিসগুলো তাকে দিতে থাকে। যেগুলোর জন্য তার সমস্যা হয়। আর দুইজনে দুই দিকে চলে যায়। আর তখনই নাটকের সমাপ্তি ঘটে।

Screenshot_2022-01-09-22-27-38-58.jpg

নাটকটি দেখার সময় ইউটিউব থেকে স্কিণশটে তোলা ছবি



নাটকটি দেখে আমার মতামত:


নাটকটি সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলব যে একটি অসম্ভব সুন্দর একটি নাটক যা বর্তমান সময়ের বাস্তবতা ঘিরে। সেখানে একটি মধ্যবিত্ত পরিনারের জীবনী তুলে ধরা হয়েছে। একটা পরিবারের বড় ছেলে হিসেবে তার কাঁধে কতটা দায়িত্ব থাকে তাই নাটকের মাধ্যমে বোঝানো হয়েছে। তাকে সবকিছু মধ্যে তার বাবা-মায়ের ও পরিবারের সকল সদস্যের কথা চিন্তা করে সকল কাজ করতে হয়। তার জীবনের সকল সুখ স্বাচ্ছন্দ কুরবানী করে পরিবারের সদস্যের ভালো রাখার একটা বড় ছেলের দায়িত্ব।

আমার ব্যাক্তিগত রেটিং ৯/১০



নাটকের লিংক:

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভাইয়া বড় ছেলে নাটকটি আমি দেখেছি। এ নাটকটি অত্যন্ত সুন্দর ছিল দেখতে। আমাদের সমাজের বাস্তবতার সাথে এই নাটকের অনেকটা মিল রয়েছে। বড় ছেলে নাটকের রিভিউ টি অত্যন্ত চমৎকার ভাবে উপস্থাপন করেছেন আপনি। খুবই সুন্দর একটি রিভিউ পোস্ট উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মতামত দেওয়ার জন্য

ভাই সত্যি বলতে আমি শক্ত মনের একজন মানুষ। তবুও এই নাটকটি দেখার পর আমার চোখে পানি এসেছিল। খুবই সুন্দর একটি নাটক। অপুর্ব এবং মেহজাবিন অনেক সুন্দর ভাবে তাদের চরিত্র প্লে করেছে। এক কথায় দারুন। আপনি অনেক সুন্দর ভাবে রিভিউ দিয়েছেন ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

হমমম ভাই আমার ও দেখতে দেখতে চোখে পানি চলে আসছিল।

ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য। বড় ছেলে নাটক টি আমি দেখছি। সত্যি সুন্দর একটি নাটক। বর্তমান সময়ে বাস্তবা কে নিয়ে নাটক টি । অনেম সুন্দর ভাবে লিখছেন ভাইয়া। আপনার জন্য শুভকামনা রইল।

সুন্দর একটি নাটকের রিভিউ দিয়েছেন আপনি। কিন্তু নাটকটি আমার কাছে খুব একটা ভালো লাগে নি।কিছু অবাস্তব বিষয় বাস্তবতার আলোক দেখানোর চেষ্টা করেছে। যাই হোক সবমিলিয়ে নাটকটি ভালোই। ধন্যবাদ

ভাই নাটকটা দেখেছি এবং চোখ দিয়ে পানি পড়ছে। কারণ এই নাটকের কিছু অংশ এতো আবেগী যে নিজেকে সামলাতে পারি নাই। আমি নিজেও পরিবারের বড় ছেলে। আপনাকে অসংখ্য ধন্য সুন্দর একটি নাটকের রিভিউ করার জন্য। আপনার জন্য শুভকামনা রইলো।

❤️❤️❤️❤️❤️

অসম্ভব সুন্দর একটি নাটক আমার দেখা নাটকগুলোর মধ্যে সেরা একটি নাটক এটি। আসলেই মধ্যবিত্ত পরিবারের সন্তানদের জীবন চলার পথে অনেক কিছুই ব্যালেন্স করে চলতে হয় । মধ্যবিত্ত পরিবারের সন্তানদের অনেক স্বপ্ন স্বপ্নই থেকে যায়। আপনাকে এত সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

হমম ভাই আপনি একদম সত্যি বলেছেন।আর আপনাকে অনেক ধন্যবাদ

আপনি অনেক সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করেছেন। আমার মনে হয় বড় ছেলে নাটক এমন একটি নাটক যে নাটক প্রতিটা বড় ছেলে একবার হলেও দেখেছে। এই নাটকটা আমি কয়েকবার দেখেছিলাম। আপনি অনেক চমৎকার ভাবে সংক্ষিপ্ত আকারে বড় ছেলে নাটকের রিভিউ আমাদের সকলের মাঝে তুলে ধরেছেন। বেশ ভালো লাগলো আপনার এই নাটক রিভিউ। ধন্যবাদ আপনাকে এরকম একটি নাটক রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাইয়। আপনার এতো সুন্দর একটা কমেন্ট করার জন্য। সত্যি ই বড় ছেলে নাটকটি অসাধারণ একটি নাটক