অবশেষে ভয়কে জয় করে করোনার ২য় ডোজ গ্রহণ|| ১০% প্রিয় লাজুক খাঁক

in hive-129948 •  3 years ago 

হ্যালো বন্ধুরা
আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আমিও মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। আজ আমি আবারো উপস্থিত হয়েছি আপনাদের সাথে নতুন কিছু নিয়ে।

IMG_20220321_201917.jpg

ভয় রোগের জীবাণুটা প্রত্যেকটা মানুষের শরীরে বিদ্যমান। কেউ পানিতে ভয় পায়, কেউ অন্ধকারে ভয় পায়, কেউ কুকুর বিড়াল সাপ দেখলে ভয় পাই। মানুষের জীবনকে এটি সবসময় তাড়া করে বেড়ায়। আমি প্রচুর পরিমাণে ইনজেকশন কে ভয় পাই। ইনজেকশন দেখলেই যেন পালিয়ে যেতে মন চায়। তবুও উপায় না পেয়ে করণা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়ার জন্য পা বাড়াই। আসলে প্রথমটা দেওয়ার অনেকদিন হয়ে গেল ভয়ের কারণে দ্বিতীয় টা দেওয়া হয়নি। প্রথমটা দিয়ে এসে কান ধরে উঠবস করছি যে আর দ্বিতীয় টা দিব না। কিন্তু পরিস্থিতির কারণে দিতে বাধ্য।

আসলে আমি ও আমার এক বন্ধু দুই জনে মিলে একসাথে করণা ভ্যাকসিন এর প্রথম ডোজ দিয়েছিলাম। তারপর আমার দ্বিতীয় টা দুজন মিলে দেওয়ার সিদ্ধান্ত নেই। আসলে আমাদের এলাকা থেকে আমাদের কমিউনিটি কমপ্লেক্স সেন্টার অনেকটা দূর। যেতে এখন প্রায় 50 টাকার মতো ভাড়া লাগে। তাহলে ভাবতেই পারেন কতদূর যেতে হবে। তাই আমরা খুব সকাল সকাল ঘুম থেকে ওঠে কমিউনিটি কমপ্লেক্স সেন্টার উদ্দেশ্যে রওনা হই। আমরা প্রায় আটটার দিকে একটি ভ্যান নিয়ে যাত্রা শুরু করে দেই। রাস্তায় প্রায় তখন কম ভ্যান গাড়ি চলাচল করতেছে। প্রায় 45 মিনিট পর আমরা কমিউনিটি ক্লিনিকে পৌঁছে যায়।

IMG20220321085653.jpg

লোকেশন

সেখানে যাওয়ার আগে আমি ভেবেছিলাম আমি মনে হয় সবার আগে সেখানে পৌছে গেছি। কারণ দশটার আগে কমিউনিটি ক্লিনিকে লোক বসে না। আমার উদ্দেশ্য ছিল তাড়াতাড়ি বাড়িতে চলে আসার কারণ আমার কিছু কাজ ছিল। আমি তো সেখানে গিয়ে অবাক অনেক বড় লাইন লিখেছি। এখনো ঘর এ খুলে দেয় নি অথচ লাইন লেগে গেছে। হাসিও পাইতেছে আবার অবাক হইতেছে এসব দেখে। তারপর আর কিছু না বলে লাইনে দাঁড়িয়ে গেলাম।

IMG20220321094113.jpg
IMG20220321091626.jpg

লোকেশন
দশটার কাছাকাছি সেখান থেকে এক লোক এসে ঘরে তালা খুলে দেয়। আর কিছু সময় পর সেখানের কর্মীরা চলে আসে। একে একে সবাই জমা দেয়। কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানেই আছি। লোকজন ঠিক আছে কিন্তু আমি এগিয়ে যাচ্ছি না। তারপর দেখি কিছু লোক বাইরে থেকে কাগজ দিচ্ছে যার ফলে আমি সেখানেই দাঁড়িয়ে আছি। আমিও আর দেরি না করে কাগজটি সেখান দিয়ে দেই সাইন করে নেওয়ার জন্য। কারণ সেখানকার সাইন ছাড়া আমাকে ডেকে দেবে না। অবশেষে অনেক ঠেলাঠেলি পর আমি আমার কাগজে সাইন করতে সক্ষম হই।

IMG20220321093437.jpg
IMG20220321093703.jpg

লোকেশন
তারপর আর দেরি না করে ভিতরে গিয়ে বসি ইনজেকশন দেওয়ার জন্য। গিয়ে দেখি লম্বা ইনজেকশন একজন মহিলা চেয়ারে বসে আছেন। আমি মনে মনে ভয় পেয়ে তবুও চেয়ারে গিয়ে বসলাম। দেওয়ার আগেই মহিলা কে অনেকবার বলেছিলাম আন্টি আমাকে একটু ধীর গতিতে দেবেন। আমি প্রচুর ইনজেকশনে ভয় পাই। তিনি আমার সাথে কথা বলতে বলতে একবার হঠাৎ করে শরীরে ঢুকিয়ে দেয় ইনজেকশন। আর সাথে সাথে আমার মুখ দিয়ে আহ শব্দ টা বেরিয়ে আসে। আর একটা তুলো নিয়ে সাথে সাথে সেখান থেকে চলে আসি।

IMG20220321093745.jpg

লোকেশন

বাইরে এসে বন্ধুর জন্য অপেক্ষা করি। কিছুক্ষণ পর সেও চলে আসে। আর আমরা একটা ভ্যান নিয়ে বাড়ির উদ্দেশ্যে চলে আসি।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png
ধন্যবাদ সবাইকে। এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন পোস্ট বা নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ সুন্দর থাকুন এই কামনাই করি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বর্তমানে যে অবস্থা তাতে আমাদের প্রত্যেকেরই এই টিকা দেয়া উচিত। যদিও প্রথমদিকে দিতে একটু ভয় লাগে কিন্তু যখন দেয়া হয় তখন কিন্তু টেরই পাওয়া যায় না। আপনি খুবই ভালো করেছেন। এই করনার টিকা দেওয়া শেষ করেছেন। ধন্যবাদ আপনাকে।

হমম ভাইয়া আপনি ঠিকি বলেছেন আমাদের সবার টিকা দেওয়া উচিত।ধন্যবাদ আপনাকে ভাইয়া।

ভাই টিকা দিতে আমারও ভীষণ ভয় করে।এত দিন পর করোনা ভাইরাসের ডোজ নিলেন।আমি অনেক আগেই ভ্যাকসিনের দুটি ডোজ নিয়েছি।ধন্যবাদ আপনাকে আপনার ভ্যাকসিন নেয়ার অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপনাকে ভাইয়া।

আপনার টিকার পোস্টটি পড়লাম। ভালো লিখেছেন। আমিও ২টি ডোজ অনেক আগেই সম্পন্ন করেছি। টিকা দিলেই যে আমরা সেফ জোনে চলে গেলাম বিসয়টি পুরোপুরি এমনা না। সবার উচিত সাস্থ্যবিধি সব সময় অনুসরন করে চলা। অনেক ধন্যবাদ আপনাকে ভাই। দোয়া করি সব সময় সুস্থ থাকেন 🤍

স্বাস্থ্য বিধি মেনে চললে আমরা সবাই একদিন এই মহামারী থেকে মুক্তি পাব।আর আপনাকে অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য।

ভাইয়া আপনি আজকে অবশেষে ভয়কে জয় করে করোনার ২য় ডোজ গ্রহণ করেছেন জেনে খুশি হলাম। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

আপনার প্রতি শুভেচ্ছা রইল। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

আপনি দেখছি একটু বেশিই দেরীতে নিলেন ভ‍্যাকসিন। আমি দ্বিতীয় ডোজ নিয়েছি নভেম্বর মাসে। যাইহোক শেষ পযর্ন্ত ভয় কাটিয়ে দ্বিতীয় ডোজ নিয়েছেন এটাই অনেক। আশাকরি আপনি সুস্থ্য থাকবেন। এবং সৃষ্টিকর্তা আমাদের এই মহামারী থেকে রক্ষা করবেন। অনেক ভালো পোস্ট ছিল। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।।

পরিস্থিতি বাধ্য করল নিতে।ধন্যবাদ আপনাকে মতামত দেওয়ার জন্য

করোনা মানুষের জীবনে একটা আতঙ্ক ছড়িয়ে দিয়েছিল। তবে যাই হোক পৃথিবীতে এখন মানুষ একটু ভালোই আছে বলা চলে। এরই ধারাবাহিকতায় আমরা সবাই করোনার টিকা নিয়েছি। দেখে ভালো লাগলো যে আপনি দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। আমি অনেক দিন আগে আমার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছি। ইতিমধ্যে আমার বুস্টার ডোজ এর জন্য মেসেজ এসেছে। ধন্যবাদ ভাই আপনার দ্বিতীয় ডোজ গ্রহণের সুন্দর একটি অভিজ্ঞতা আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ ভাইয়া। এতো সুন্দর ভাবে মতামত প্রকাশ করার জন্য। শুভেচ্ছা রইলো আপনার প্রতি ♥️♥️

আপনি তো মনে হচ্ছে এভারেস্ট জয় করে ফেলনেন।আপনাকে অভিনন্দন, 😜😜।যাই হোক খুবই ভালো একটি কাজ করেছেন।আমাদের সকলের উচিত ভ্যকসিন নেওয়া।ধন্যবাদ আপনাকে

হমম আপু আমি এভারেস্ট জয় করেছি 🤪।ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

আলহামদুলিল্লাহ, আপনি টীকা নিয়েছেন এটাই সবথেকে বড় ব্যাপার। জ্বর আসলে সাধারণ নাপা টেবলেট খেয়ে নেবেন। আর ভয় করার দরকার নেই।
শুভ কামনা রইল আপনার জন্য 💌

প্রথম বার জ্বর এসেছিল।এবার মনে হয় হবে না।ধন্যবাদ আপনাকে

করোনার ভেক্সিন কোর্স শেষ করছি প্রায় ৫ মাস আগে। এখন আল্লহামদুলিল্লাহ অনেকটা চিন্তামুক্ত ভাবে বাইরে যাই। তবে আমাদের সব সব সময় মাস্ক পড়ে বাইরে যাওয়া উচিত। শুধু করোনা সব ধরণের বারাসে থাকা রোগ জীবানু থেকে আমাদের মাস্ক রক্ষা করে। ❣️❣️

মতামতের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

যাক তবু নিজেকে সুরক্ষিত করলেন । সাথে পরিবারকেও। করোনা আমাদের জীবন থেকে কত কিছু কেড়ে নিয়েছে। আমাদের সকলের উচিত টিকা দেয়া। আমিও টিকা দেয়া শেষ করেছি । আমার তৃতীয় ডোজ হয়ে গেছে। ধন্যবাদ । ভাল থাকবেন। যে টিকা দেয়নি তাকে অনুপ্রানিত করবেন আশাকরি। শুভেচ্ছা।

এতো সুন্দর ভাবে গুছিয়ে আমাকে ও সবাইকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

আপনারা সবাই সুস্থ থেকে, সঠিক জীবন যাপন করেন,এই কামনা করি।

আপনার প্রতি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।

আমিও করোনা ভাইরাসের ভ্যাকসিন নেয়ার অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি।যদিও প্রথম দিকে ভ্যাকসিন নিয়েছিলাম।আপনাদের ওই দিকেও লোকজনের ভালই ভিড় জমে গেছে।আপনার ভ্যাকসিন নেয়ার সুন্দর অভিজ্ঞতা শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।

অনেক ভালো লাগলো আপনি করোনার দ্বিতীয় ডোজ ভ্যাকসিন দিয়ে এসেছেন, তবে আমি এখনো দ্বিতীয় ডোজ দিই নাই। আমার প্রথম ডোজ শেষ দ্বিতীয় ডোজ অপেক্ষায়। অসংখ্য ধন্যবাদ আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপনাকে। আর তাড়াতাড়ি ২য় ডোজ নিয়ে নেন।