আমার বাংলা ব্লগঃ প্রতিযোগিতা ১১|| শীতকালীন ফটোগ্রাফি ||১০% প্রিয় খাঁক

in hive-129948 •  3 years ago  (edited)

হ্যালো বন্ধুরা,,,
আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছি।আজ আমি আবারো উপস্থিত হয়েছি নতুন কিছু নিয়ে।আজ আমি আপনাদের সাথে আমার তোলা কিছু শীতকালীন ফটোগ্রাফি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে।

বাংলাদেশ ছয় ঋতুর দেশ।প্রত্যেক বছরের এই ছয়টি ঋতুর রুপে বাংলাদেশ সাজে।এক ঋতু অন্য ঋতুতে যাওয়ার সময় পরিবেশটা কিছুটা পরিবর্তন হয়।প্রত্যেকই ঋতুই নিজস্ব রুপসাজ্জায় মেতে উঠে নিজেকে সাজাতে।তেমনি শীতকালে ও নিজস্ব বৈশিষ্ট্য আছে।তখন সে নিজেকে তার নিজের রুপে সাজাতে ব্যস্ত হয়ে পড়ে।নিজের যে রুপ ও সজ্জা আছে তা প্রকাশ করতে সে ব্যাকুল হয়েছে। @rme দাদাকে অনেক অনেক ধন্যবাদ জানাই যিনি প্রতিযোগিতার মাধ্যমে আমাদের শীতকালীন সৌন্দর্য গুলো প্রতিযোগিতার মাধ্যমে প্রকাশ করার সুযোগ দিয়েছেন।




ফটোগ্রাফিঃ১

IMG20220130151704-01.jpeg

Mobile:OppoA12
https://w3w.co/unpacking.taker.embezzler
Dated:28/1/22
এখানে মোমাছি ফুল থেকে মধু সংগ্রহ করছে। আসলে শীতকাল হল মধু সংগ্রহের প্রধান সময়। কারণ এ সময়ে চারদিক শাকসবজি ফুলে চারিদিক ভরপুর হয়। আর সেখান থেকে মৌমাছি মধু সংগ্রহ করে রাখে। আমি যখন ছবিটি তুলেছিলাম তখন মৌমাছিটি ধনেপাতা ফুলের ওপর থেকে মধু সংগ্রহ করেছিল। ফোনটি আমার কাছে নিয়ে গিয়ে মৌমাছিটি সর ছিল না। সে মধু আহরণে ব্যস্ত ছিল। তাই সুযোগ বুঝে ছবিটি তুলে ফেলেছিলাম।


ফটোগ্রাফিঃ২

IMG_20220201_154107-01.jpeg

Mobile:OppoA12
https://w3w.co/hopelessly.aggravate.recycle
Dated:2/2/22
এটি ঘাসের উপর শিশির কণার ছবি। ঘাসের উপর শিশির পড়ে বিন্দু বিন্দু কনা এ পরিণত ছিল তখন এই ছবিটা তোলা হয়েছিল। আসলে ছবিটি জমি ক্ষেতের আইলে ঘাসের উপর নিজের কোন ছবি। দেখতে ভাল লাগছিল তাই তুলেছিলাম।


ফটোগ্রাফিঃ৩

IMG20220130151906-01.jpeg

Mobile:OppoA12
https://w3w.co/pelvis.interweave.midrange
Dated:29/1/22
এখানে মেয়েটি ক্ষেত থেকে সবজি তুলছেন। আসলে শীতকালীন যখন আলু চাষ করা হয় তখন সেই আলুক্ষেতে এক ধরনের শাক হয় সেগুলো খেতে অনেক ভালো লাগে। মেয়েটি আসলে সেই শাক গুলো তুলছিল তখন আমি ছবিটি তুলেছিলাম। আসলে সে আমাদের সম্পর্কে এক বোন ছোট বোন হয়।


ফটোগ্রাফিঃ৪

IMG20220131075303-01.jpeg

Mobile:OppoA12
https://w3w.co/disinfect.parading.popularly
Dated:2/2/22
এই ছবিটি খুব সকালবেলার ছবি। আসলে গতকাল সকালে ঘুম থেকে উঠে জমি খেতে গিয়ে দেখি চারদিকে কুয়াশাতে ভরপুর। কিছুতেই দেখা যাচ্ছে না। সূর্যি মামা এখন ওঠেনি। তবে দূর থেকে সূর্যি মামা মিনমিন করে আলো দিচ্ছে আর কুয়াশার কারণে তারা দেখা যাচ্ছে না। তখন আমি গাছের ফাঁক দিয়ে ছবিটা তুলেছিলাম ‌


ফটোগ্রাফিঃ৫

IMG20220130152541-01.jpeg

Mobile:OppoA12
https://w3w.co/petitioning.hued.deductive
Dated:01/2/22
এখানে একজন মহিলা ফাঁকা জমি খেতে ছাগল ঘাস খাচ্ছে আর নিজে সেখানেও সেই রোদ পোহাচ্ছে। আসলে শীতকালে এটি বেশি হয়। সবাই দুপুর বেলা গোসল করার পর জমি খেতে বসে রোদ পোহায়।


ফটোগ্রাফিঃ৬

IMG20211126084655-01.jpeg

Mobile:OppoA12
https://w3w.co/faxed.glorified.trainee
Dated:28/1/22
এই ছবিটি শীতের সকালে কুয়াশা যুক্ত সকালের ছবি। ছবিটি একটি জমির আইল এর ছবি। অর্থাৎ এটি গ্রামের মানুষের হাঁটার জন্য একটি রাস্তা।


ফটোগ্রাফিঃ৭

IMG_20220131_173848-01.jpeg

Mobile:OppoA12
https://w3w.co/undertone.tabulated.straighter
Dated:29/1/22
ছবিতে একজন লোক তার দুটি গরু দিয়ে জমি চাষ করছে। আসলে শীতকালে জমি প্রস্তুত করতে এটি ব্যবহার করা হয়। বর্তমানে এই দৃশ্য খুবই কম দেখা হয় কারণ আধুনিক প্রযুক্তির ট্রাক্টর বের হওয়ার কারণে এর প্রচলন ধীরে ধীরে কমে যাওয়ার পথে।


ফটোগ্রাফিঃ৮

IMG_20220131_173952-01.jpeg

Mobile:OppoA12
https://w3w.co/earthiness.wildcat.tarantulas
Dated:29/1/22
এটি একটি সবজি গাছের ডালপালা। আপনারা সবাই সবজির নাম ভালো করেই জানেন। সবজির নাম হলো মুলা। মূলের গাছ বড় হয় সেটি টাকায় পরিণত হয় উপরে সুন্দর সুন্দর ফুল হয়। আবার সেই ফুল থেকে সবজির বীজ তৈরি করা হয়। এই ছবিটিও আমি সকালবেলা তুলেছিলাম।


ফটোগ্রাফিঃ৯

IMG20220131082121-01.jpeg

Mobile:OppoA12
https://w3w.co/freeform.virtually.make
Dated:30/1/22
এটি একটি শীতের সকালের ছবি। এই ছবিটি খুব সকালে তোলা। যখন চারদিকে হালকা কুয়াশা ছিল আর সূর্যি মামা মিটমিট করে আলো দিচ্ছিল । তখন আমি এই ছবিটা তুলেছিলাম। ছবিটি বাড়ি থেকে কিছুটা দূরে গিয়ে তুলেছিলাম।


ফটোগ্রাফিঃ১০

IMG20210126193813-01.jpeg

Mobile:OppoA12
https://w3w.co/teeters.suburbs.pollinated
Dated:27/1/22
ছবিতে যে দেখানো হয়েছে তা হলো শীত থেকে বাঁচার একমাত্র উপায় হল আগুন ধরিয়ে তা থেকে তাপ নেওয়া। অর্থাৎ আগুন পোহানো। ছবিটি গতকাল গেছিলাম যখন বাজার থেকে ফিরে শরীর একদম ঠান্ডা হয়ে গিয়েছিল তখন বাঁশবাগানে আগুন ধরিয়ে অনেকক মজা করে আগুন পোয়াই।
বিষয়শীতকালীন প্রাকৃতিক দৃশ্য
ফটোগ্রাফার@kabir21
লোকেশনবাংলাদেশ

ধন্যবাদ সবাইকে। আশা করি আপনাদের আমার শীতকালীন তোলা ছবিগুলো ভালো লেগেছে। আজ আর নয় আবার কালকে দেখা হবে নতুন কিছু নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন এই কামনা করি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বাহ্ ভাইয়া আপনার তোলা শীতকালীন প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো দেখতে অনেক সুন্দর হয়েছে। আর দেখে খুব ভালো লাগলো আমার। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে ভাইয়া।

আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া এভাবে এত সুন্দর একটা মন্তব্য করার জন্য। আপনার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন রইল

অনেক খুজেও আগুন পোহানোর সত্তিকারের একটি ছবি আমি তুলতে পারিনি। আপনার তোলা প্রতিটি ছবি বেশ চমৎকার হয়েছে। আমার কাছে এডিট করা ছবির তুলনায় সম্পূর্ণ আন এডিটেড ছবিই বেশি ভালো লাগে। শুভেচ্ছা রইল আপনার জন্য

ধন্যবাদ আপনাকে ভাইয়া।

সবগুলো ফটোগ্রাফি মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আলাদা ভাবে কোনো ছবিকে ছোট বড় করতে পারবো না। সবগুলোই সমান। আপনার অংশগ্রহণকে সাদুবাদ জানাই।

সবগুলো ফটোগ্রাফি মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

  • শীতকালীন অপরূপ সৌন্দর্যময় প্রকৃতির ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো। আপনি খুবই সুন্দরভাবে ফটোগ্রাফির মাধ্যমে শীতের প্রকৃতি তুলে ধরেছেন। আপনার জন্য রইল শুভকামনা।

আপনাকে অনেক ধন্যবাদ

ছবিগুলো দারুন ছিল। প্রত্যেকটি ছবি মুগ্ধ করার মত। মৌমাছির মধু সংগ্রহ করার ছবিটি আমার কাছে খুব ভালো লেগেছে। ধন্যবাদ।

ছবিগুলো দারুন ছিল। প্র

আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা মন্তব্য করার জন্য।